স্বরচিত আবেগ অনুভূতিমূলক কবিতা 'প্রেমের সংবিধান'
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। জীবনের অতীতকে কেন্দ্র করে বাস্তবতার সম্মুখীনে দাঁড়িয়ে প্রিয় জনকে বোঝানোর প্রয়াস। যেখানে হৃদয়ের কিছু কথা হৃদয় দিয়ে বুঝে নেওয়ার ব্যাকুলতা প্রিয়জনের বোঝানো হয়েছে। আশা করি কবিতাটি আবৃতি করলে আপনাদের ভালো লাগবে। |
---|
কবিতা
তুমি কি জানো বন্ধু
জানো আমার অতীত খবর?
তোমার এই আঙিনায় ছিল
এক স্বপ্নচারিনীর বাস।
যে এসে করেছে হৃদয় ক্ষত
করে গেছে চির সর্বনাশ।
তুমি কি একটুখানি বুঝতে পারো
আমার হৃদয়ের রক্ত ক্ষরিত ব্যথা।
কোন স্মৃতি স্মরণে হলে
দুঃখ যন্ত্রণায় মন হয় নীরবতা।
জানি হৃদয়ের ব্যথা বোঝেনা অন্যজন
তবুও তুমি আমার চির আপন।
তোমায় নিয়ে স্বপ্ন সাজাই কলিজার টুকরা
তুমি আমার হৃদয়ের বন্ধন।
পূর্বে যে এসেছিল হৃদয়ে মরীচিকার মতো
জান বলে ডেখেছি আমি তারে শত শত।
তবুও বিশ্বাস করো এ পুড়া হৃদয়ের ক্ষত
তোমায় পেয়ে ভালোবাসা সৃষ্টি করে
প্রতি ক্ষণে অবিরত।
হয়তো সেই স্মৃতি ভুলে যাওয়া যায় না
প্রথম ভালোবেসেছিলাম যারে দিয়ে মন।
আজ তুমি আমার হৃদয় পিঞ্জিরায়
তার চেয়ে কোটি কোটি গুণ আপন।
সে তো ছিল মরীচিকা আমার জীবন আঙ্গিনায়
আপন যদি হতো সে কিভাবে পর হয়ে যায়।
যেমন তুমি আপন হয়ে আমার ঠিকানায়
সাইন আপ করেছ এই কলিজায়।
স্বেচ্ছায় তুমি একটু ব্যথা লাগতে দাও না মনে
আমার প্রতি সজাগ থাকো প্রতিটা ক্ষণে ক্ষণে।
আমিও ঠিক তোমার মত
তোমার প্রতি রেখেছি টান।
এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা
দুটি মনের বিশ্বাসে গড়া প্রেমের সংবিধান।
সমাপ্ত
বিশেষ্য মন্তব্য
মাঝে মাঝে নিজেকে 'বিরহের কবি' মনে হয়। হয়তো ভিতরে আঘাত রয়েছে বলেই তো সৃষ্টি হয় মন থেকে এই সব কবিতা। যেখানে পুরনো স্মৃতিগুলো তিলে তিলে কষ্ট দিত। নতুন কে কাছে পেয়ে আবারো সেই ভালোবাসা হাতছানি দিয়েছে তার প্রতি। হয়তো নতুনের আগমনে মন সাড়া দিয়েছে, আবারও বাঁচতে শিখেছে নতুন করে। তবে নতুন তো জানে না অতীত কাহিনী। তার উঠতি বয়সের লাফালাফি এমনটা যেন না হয় ক্ষতস্থানে আঘাত আসে। কারণ তাকে ঘিরে পুনরায় স্বপ্ন দেখে বাঁচার প্রত্যাশা। তার তরফ থেকে যদি আঘাত আসে ভেঙ্গে যাবে এই মন কাচের মতন, একটা মন কয়বার আঘাত সইতে পারে। তাইতো তাকে কোমল অনুভূতি দ্বারা ভালোবেসে বুঝানোর চেষ্টা পূর্বের মরীচিকার চেয়ে তোমার প্রতি আজ আমার গভীর ভালোবাসা, যে ভালোবাসা কখনো শেষ হবার নয়। এই সুন্দর ভালোবাসা পেয়েছ তুমি ধরে রাখার চেষ্টা করো যেন ভুল করে ক্ষতস্থানে আঘাত না করে। আমার তরফ থেকেও তোমার প্রতি হবে না কোনো আঘাত, যে আঘাতে চূর্ন্য-বিচূর্ণ হয়ে যায় মন। আর ভালোবাসা তাকেই বলে যেখানে দুইটা মনের প্রতি থেকে থাকে অবিরত টান। প্রেমের সংবিধানে এই কথাই লেখা প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবেসে যাবে অবিরত। কোন প্রকার ভুল পথে পা বাড়াবে না। একে অপরকে বলবে তুমি আমার আমি তোমার তুমি ছাড়া কিছুই চিনি না কিচ্ছু জানি না। বাচলে তোমাকে সাথে নিয়ে বাঁচব, মরলে তোমাকে সাথে নিয়ে মরবো। আর এটাকেই বলা হয় সত্যিকারের ভালোবাসা।
Posted using SteemPro Mobile
জানো আমার অতীত খবর?
তোমার এই আঙিনায় ছিল
এক স্বপ্নচারিনীর বাস।
যে এসে করেছে হৃদয় ক্ষত
করে গেছে চির সর্বনাশ।
তুমি কি একটুখানি বুঝতে পারো
আমার হৃদয়ের রক্ত ক্ষরিত ব্যথা।
কোন স্মৃতি স্মরণে হলে
দুঃখ যন্ত্রণায় মন হয় নীরবতা।
জানি হৃদয়ের ব্যথা বোঝেনা অন্যজন
তবুও তুমি আমার চির আপন।
তোমায় নিয়ে স্বপ্ন সাজাই কলিজার টুকরা
তুমি আমার হৃদয়ের বন্ধন।
পূর্বে যে এসেছিল হৃদয়ে মরীচিকার মতো
জান বলে ডেখেছি আমি তারে শত শত।
তবুও বিশ্বাস করো এ পুড়া হৃদয়ের ক্ষত
তোমায় পেয়ে ভালোবাসা সৃষ্টি করে
প্রতি ক্ষণে অবিরত।
হয়তো সেই স্মৃতি ভুলে যাওয়া যায় না
প্রথম ভালোবেসেছিলাম যারে দিয়ে মন।
আজ তুমি আমার হৃদয় পিঞ্জিরায়
তার চেয়ে কোটি কোটি গুণ আপন।
সে তো ছিল মরীচিকা আমার জীবন আঙ্গিনায়
আপন যদি হতো সে কিভাবে পর হয়ে যায়।
যেমন তুমি আপন হয়ে আমার ঠিকানায়
সাইন আপ করেছ এই কলিজায়।
স্বেচ্ছায় তুমি একটু ব্যথা লাগতে দাও না মনে
আমার প্রতি সজাগ থাকো প্রতিটা ক্ষণে ক্ষণে।
আমিও ঠিক তোমার মত
তোমার প্রতি রেখেছি টান।
এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা
দুটি মনের বিশ্বাসে গড়া প্রেমের সংবিধান।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে মামা প্রতিটা ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষের ক্ষত বুঝতে পেরেও কিছু করার থাকে না আমি মনে করি। বেশ সুন্দর হয়েছে মামা তোমার কবিতা লেখা। ধন্যবাদ এত সুন্দর ভাবে লিখে শেয়ার করার জন্য।
আমারে লেখা কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম
ভাই আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। আপনার কবিতাটি ছিল ভালোবাসা নিয়ে আর ভালোবাসার কবিতা কার না ভালো লাগে। কবিতা প্রতিটি কথা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদেরকে শেয়ার করার জন্য।
এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ
আপনার প্রেমের সংবিধান কবিতাকে অসাধারণ হয়েছে। তবে আপনার কবিতার মাধ্যমে বিরহ খুব সুন্দর করে উঠিয়ে তুলেছেন। আসলে সবাই ভালোবাসা পেতে চায়। তবে এই ভালোবাসার মধ্যে অনেক কষ্ট। ভালোবাসার মাঝে কেউ বা হাসে কেউবা দুঃখের সাগরে ভাসে। যাইহোক শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
বেশ ভালোবাসা সম্পর্কে অবগত আছেন দেখছি।