DIY- (এসো নিজে করি) || সুইচ-সকেট দিয়ে মাল্টিপ্লাগ তৈরি || shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - শুক্রবার |

২৩ই পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ




আসসালামু আলাইকুম। আশা করি,'আমার বাংলা ব্লগ'কমিউনিটির ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো রয়েছি।




আজ আমি আপনাদের সাথে নিজে হাতে তৈরি মাল্টিপ্লাগ শেয়ার করতে যাচ্ছি।


আমরা ইলেকট্রনিক্সের দোকান থেকে খুব সহজেই একটি মাল্টিপ্লাগ কিনে থাকি,হয় সেটি দামি নয়তোবা কম দামের। কিন্তু কখনো কি খেয়াল করেছি ইহা নিজ জ্ঞান দ্বারা একটা তৈরি করতে পারব এবং বন্ধুদের মাঝে শেয়ার করব। হয়তো কখনো তা হয়ে ওঠেনি। তবে আমি চেষ্টা করতেছি,নরমালি একটি তিন ঘাটের বোড দিয়ে মাল্টিপ্লাগ তৈরি করে দেখাতে। নিজ অভিজ্ঞতা দ্বারা কোনো কিছু তৈরি করা মধ্যে আছে অন্যরকম ভালোলাগা। সেই ভালো লাগাটি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আর কথা না বাড়িয়ে,এবার শুরু করা যাক।



image1641439387744.jpg

  • মাল্টিপ্লাগ তৈরীর প্রথম এবং শেষের দৃশ্য


received_305654148004402.webp

মাল্টিপ্লাগ তৈরীর উপকরণ সমূহঃ


ক্রমিক নংনামপিস
১।তিন ঘাটের বোর্ডএকটি
২।সুইচএকটি
৩।সকেটদুইটি
৪।টু পিনএকটি
৫।কারেন্টের তারপরিমাণ মতো
৬।টেস্টারএকটি

received_305654148004402.webp

মাল্টিপ্লাগ তৈরির ধাপ সমূহঃ


ধাপ :-১


প্রথমে প্রয়োজনীয় উপকরণ,যেমনঃ সুইচ; সকেট; টুপিন; বোর্ড; তার ইত্যাদি রেডি করে নিলাম।

GridArt_20220105_215047715.jpg

IMG_20211228_172840.jpg



received_305654148004402.webp

ধাপ :-২


প্রথমেই ইলেকট্রনিক্স ক্যাবলের প্রোটেকশন-চামড়া কেটে ভিতর দুই তার বের করে নিয়ে আসলাম। দুইটি তার দুই কালারের চামড়া দিয়ে আবৃত। কালো লাল চামড়া দিয়ে দুই ধরনের তার পৃথক করা রয়েছে। এই পৃথক তার দুইটার উপরে হাফ ইঞ্চি পরিমাণ করে চামড়া কেটে ফেলে দিলাম, ভেতরের ইলেকট্রনিক্স কানেক্টেড ওয়ার বের করে নিয়ে আসলাম। এবার ওই ওয়ার দুটি টু-পিন এর নাট খুলে দুইটা ছিদ্রের মধ্যে প্রবেশ করে দিলাম এবং স্ক্রু ড্রাইভার দিয়ে নাট টাইট করে এটে দিলাম। এরপর টু পিন এর কাভার চামড়াটি লাগিয়ে দিয়ে ঢেকে দিলাম।

GridArt_20220105_215736633.jpg



received_305654148004402.webp

ধাপ :-৩


এখন মাল্টিপ্লাগ তৈরি করার জন্য বোর্ডটির তিন ঘাটের মধ্যে প্রথমে সুইচটা ও পরের অংশে সকেট দুইটা একে একে সঠিকভাবে প্রবেশ করিয়ে দিলাম এবং পেছনের নাট দুইটা বোল্ট দ্বারা টাইট করে দিলাম।

GridArt_20220105_215329829.jpg



received_305654148004402.webp

ধাপ :-৪


আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে,বোর্ডটিতে সুইচ ও সকেট দুটো লাগানো হয়ে গেছে। পিছনের অংশে নাট ছয়টার উপরে বোল্ট গুলো ভালোভাবে টাইট দেওয়া হয়ে গেছে। তাই সুইচ সকেট ও বোর্ডের মধ্যে কোন ডিলেডালা থাকলো না

GridArt_20220105_220859877.jpg



received_305654148004402.webp

ধাপ :-৫


এবার বোর্ডের পিছনের খাপটির উপরের ছিদ্রের মধ্য দিয়ে ইলেকট্রনিক ক্যাবলটির দ্বিতীয় সাইড প্রবেশ করে দিলাম। প্রবেশ করানো লাস্টের অংশ বোর্ডের উপর অংশ অর্থাৎ সুইচ সকেট কানেকশন দিতে হবে।

IMG_20211230_103247.jpg



received_305654148004402.webp

ধাপ :-৬


ভালোভাবে লক্ষ্য করুন এবার, এখন কারেন্ট লাইন কানেকশন দেওয়ার পালা। সুইচ ও সকেট এর দুইটা লাইন রয়েছে। দুইটা লাইনের মধ্যে সুজা লাইনে একটি তামার খন্ড তাঁর প্রবেশ করে লাইন করে দিলাম। দ্বিতীয় অংশ খেয়াল করুন শুধু সকেট এর দুটি অংশের একটি তামার তার দিয়ে কানেকশন করে দিলাম। এবার কেবল থেকে আসা লাল কালো দুই তার সংযোগ দিলাম । লাল তারটা সুইচের খালি অংশে আর কাল তারটি সকেট দুই লাইনে সংযুক্ত করে দিলাম।

IMG_20211230_103252.jpg



received_305654148004402.webp

ধাপ :-৭


এবার বোর্ডের মধ্যে ক্যাবলটি একটা প্যাচ মেরে নিলাম, যাতে বাইরে থেকে টান লেগে ছিড়ে না যায়। এর পর বোর্ড এর পিছনের সাইডে চারটি নাট-সংযুক্ত স্থানে নাট দ্বারা দুটি খাপ আটকে দিলাম।

IMG_20211230_103338.jpg



received_305654148004402.webp

ধাপ :-৮


ভালভাবে দেখুন, ক্যাবলের এক প্রান্তে টু-পিন লাগানো হয়েছে আর অন্যপ্রান্তে সুইচ সকেট বোর্ড সংযোগ দেয়া হয়েছে। এরই মধ্যে দিয়ে মাল্টিপ্লাগ তৈরি সমাপ্ত হয়েছে। এখন চেক করার পালা।

IMG_20211230_112801.jpg



received_305654148004402.webp

ধাপ :-৯


এবার মাল্টিপ্লাগের টু-পিনটা কারেন্টের লাইনে লাগালাম চেক করার উদ্দেশ্যে।

IMG_20211230_112918.jpg



received_305654148004402.webp

ধাপ :-১০


মোবাইল দিয়ে চেক করবো। ভালভাবে দেখুন, বোর্ডের সুইচটা অন করে দিয়েছি এবং একটি সকেট এর মধ্যে মোবাইলের চার্জারটা প্রবেশ করিয়ে দিয়েছি। মোবাইল চার্জারে মোবাইলটা লাগিয়েছি চার্জ দেওয়ার উদ্দেশ্যে। মোবাইল চার্জ নেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ মাল্টিপ্লাগ তৈরি করা সম্পন্ন হয়েছে।

IMG_20211230_113844.jpg



received_305654148004402.webp

শেষ ধাপ :


আমার নিজের হাতে তৈরি মাল্টিপ্লাগ এর সাথে আমার একটি সেলফি

IMG_20220107_110728.jpg




received_305654148004402.webp

মাল্টিপ্লাগ বিষয়ে কিছু কথাঃ


আপনারা চাইলে এভাবে খুব সহজে একটি মাল্টিপ্লাগ তৈরি করতে পারেন। কোন স্থানে বেড়াতে গেলে বা বিশেষ প্রয়োজনে মাল্টিপ্লাগের প্রয়োজন হয়ে যায়, তখন উপস্থিত জ্ঞান থাকলে এভাবে একটি মাল্টিপ্লাগ তিন ঘাটের বোর্ড অথবা আপনার প্রয়োজন অনুসারে বেশি সকেট ব্যবহার করে তৈরি করে নিতে পারেন একটি নতুন মাল্টি প্লাগ। আশা করি আপনারা আমার এই মাল্টিপ্লাগ তৈরি করার সিস্টেমটা বুঝে ফেলেছেন এবং নিজের থেকে চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন।

💖আমার পরিচয়💖

আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। বাংলার স্টুডেন্ট হওয়াই,রূপ রস ছন্দ অলংকার সম্মিলিত কবিতা লেখা যথেষ্ট পারদর্শী।


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

xh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23dg71NMC5sRWRkKLR2RfX8yNNYVVCB4FM1eo2HYfcrxr2eV176iSFg9w1j3VNsnuYXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
মোবাইলitel vision 1
ক্যামেরাAl dual camera-8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

received_2144945912336733.webp


পুনরায় কথা হবে পরবর্তী পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি বিষয় শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আসলে মাল্টিপ্লাগ সব সময় আমাদের কাজে লাগে তাই কেউ যদি বাজার থেকে না কিনে নিজের বাসায় তৈরি করে সেটি বেটার হয়। আর আপনার এই উপস্থাপনা দেখে যে কেউ সহজে ঘরে বসেই মাল্টিপ্লাগ তৈরি করতে পারবে। আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আমি সৃজনশীল ব্যক্তিকে পছন্দ করি। সৃজনশীল কিছু করতে ভালোবাসি। তাই এই সৃজনশীলতা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে করি।

 3 years ago 

আমার বাংলা ব্লগ সৃজনশীলতার বিশ্বাস করি। আপনি খুব সুন্দর ভাবে আপনার সৃজনশীলতা আমাদের মাঝে তুলে ধরেছেন। দক্ষতায় শক্তি তা আপনি বুঝিয়েছেন। আপনি খুব সুন্দর ভাবে সকেট বক্স দিয়ে মাল্টিপ্লাগ তৈরি করেছেন খুব দক্ষতার সহিত নিখুঁতভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু, আপনি খুব সুন্দর ভাবে আমার মাল্টিপ্লাগ তৈরি করা পোস্ট নিয়ে মন্তব্য করেছেন। আপনার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

  • খুবই ইউনিক 1 টি পোস্ট করেছেন ভাই আপনি। এপ্রথম এধরনের পোষ্ট আমি দেখেছি। খুবই ভালো লেগেছে আপনার এই পোস্টটি দেখে। আপনার পোস্ট থেকে আমি কয়েকটি বিশেষ শিখেছি। মাল্টিপ্লাগ তৈরি অসাধারণ ছিল। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। আমিও চাই এমন নতুন নতুন পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে। তাই আপনাদের সহায়তা আমার জন্য একান্তই কাম্য।

 3 years ago 

অতি চমৎকার একটি সৃজনশীল মূলক কাজ করেছেন আপনি। আপনার মাল্টিপ্লাগ তৈরীর প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে বুঝতে পারলাম এ ধরনের কাজ করতে আপনি খুবই অভ্যস্ত এবং আপনার অভিজ্ঞতা আছে। তবে কারেন্টের কাজ একটু সাবধানতার সাথে করবেন। সত্যি ইউনিক একটি পোস্ট হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58180.92
ETH 2477.99
USDT 1.00
SBD 2.42