নাটক রিভিউ || হাড় কিপটে || ১৩ তম পর্ব

in আমার বাংলা ব্লগ7 months ago

আজ - সোমবার

০১ পৌষ,১৪৩০ বঙ্গাব্দ
১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটক রিভিউ নিয়ে। আশা করি এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার রিভিউ পড়ে থাকেন এবং নাটকটি দেখেন। আমরা জানি হাড় কিপটে নাটক ১০৫ পর্ব। আজ আমি ১৩তম পর্ব আপনাদের মাঝে রিভিউ করে তুলে ধরতে যাচ্ছি। চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


Screenshot_20231218-104043.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ১৩ তম পর্ব
দৈর্ঘ্য২০ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকের ১৩ তম পর্বে কিপটে নজর আলী টাকা চাওয়ার জন্য বের হয়েছে জব্বার আলীর বাড়ির দিকে। কিন্তু পথের মধ্যে তার দুই কুলাঙ্গার ছাওয়ালের প্রেমিকারা জাপড়ে ধরল। যেহেতু নজর আলী কৃপণ জামা কাপড় গায়ে না দিয়ে পথ চলে, কাপড় রোদের দাগ পড়ে যাওয়ার ভয়ে। তাই তারা দুইজন হবু শ্বশুরের গায়ে কাপড় পরিয়েই ছাড়লো।

Screenshot_20231218-104032.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে নজর আলী কাকার কুলাঙ্গার দুই সাওয়াল এবং ভূপেন সোনার বাল পেয়েছে এই বিষয়টা গ্রামের মজনুর চায়ের দোকানে ছড়িয়ে পড়েছে। মজনুর দোকানে ভূপেন উপস্থিত হওয়ায় সে বিষয়টা তার কাছে জানতে চাইলো এবং বলল তার দোকানটা একটা নেটওয়ার্ক মাধ্যম, যেখানে সব তথ্য এমনিতেই চলে আসে। এভাবে একবার ভূপেন আরেকবার নজর আলীর মেজো ছেলে বহর আলী উপস্থিত হচ্ছে বিভিন্ন তথ্য নিয়ে কথা কাটাকাটি আর নাটকের মোড় সামনের দিকে অগ্রসর হতে থাকলো। এমন একটা মুহূর্তে মজনু বহর আলীকে বলল জাব্বার তার গরুর গায়ের পোকা খসাতে তিন কৃপণের নাম লিখেছিল। সেখানে তোর নামও আছে, এমন একটা সুন্দর প্যাচের কথা বলে দিল। এই কথা শুনে বহর খুবই আনন্দ পেল কারণ সেখানে টাকার ভাগ এর অংশীদার সে নিজেও হতে পারছে।

Screenshot_20231218-104801.jpg
🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে নজর আলী জব্বার কাকার বাড়ি টাকা আনতে যাচ্ছে হঠাৎ পথের মধ্যে দেখা হল তার বন্ধু হারাধনের সাথে। দুই বন্ধুর মধ্যে বেশ সুন্দর কথা কাটাকাটি শুরু হয়ে গেল। হারাধন গেছে নজর আলীকে সাথে না নিয়ে টাকার ভাগ একা গায়েব করার চিন্তা। এদিকে নজর আলীর ছেলেরা সোনার বল পেয়েছে এই বিষয়টা হারাধন বারবার বলার পরেও নজর আলী পিছলে যেতে থাকলো। কারণ তার ছেলে পেয়েছে এতে হারাধনের মাথাব্যথা কিসের।

Screenshot_20231218-110234.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নজর আলী কৃপণের কুলাঙ্গার দুই ছাওয়ালের প্রেমিকারা আম গাছের নিচে দাঁড়িয়ে ছিল এমন মুহূর্তে নজর আলীর মেজর ছেলে পথ চলছে। বেশ কিছুদিন তাদের প্রেমিকদের না দেখায় মেঝো ভাইয়ের কাছে প্রশ্ন করাতে সে বলে দিল তার কোন ভাই নেই। প্রেমিকারা উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকলো এবং এমনকি জানালো রাস্তায় তার হবু শ্বশুর আব্বার সাথে দেখা হয়েছিল তাদের শ্বশুর আব্বা তো প্রায় তার ছেলেদের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি কিন্তু মেজ ভাই কেন রাজি না। মেজ ভাই জবাব দিল তোরা নাটক করছিস তোদের কথা কে শুনতে চাচ্ছে। স্বপ্ন পূরণ হবে না

Screenshot_20231218-110551.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


শিবানী রান্নাঘরে রান্না করছে,ভূপেন তার বোনের কাছে আসলো। শিবানীর কাছে সে জানালো তার বিয়ের বিষয় নিয়ে। মিথ্যা করে বলল তার বাবা শিবানের বিয়ের বিষয়ে রাজি হয়েছে। এদিকে যে শিবানী বিয়ে কথা কানে নিতে পারত না সেও যেন আস্তে আস্তে মোজে যেতে লাগলো। একটি মুহূর্তে দেখা গেল সে তার বাবার কাছে বিয়ের বিষয়টা ইঙ্গিতে বোঝাচ্ছে তার বাবা অন্যদিকে ভাবছে সোনার মোহরের কথা। কথায় কথায় যখন প্রকাশ পেল বিয়ের বিষয়টা তখন হারাধন খুবই ক্ষেপে গেল। কারণ তার ছেলে বাবার কাছে আর মেয়ের কাছে আলাদা আলাদা কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করছে।

Screenshot_20231218-110952.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে বহর আলী ভূপেন কে খুঁজে বেড়াচ্ছে। তার মনের মধ্যে সন্দেহ জেগেছে, না জানি ভূপেন তার কুলাঙ্গার দুই ভাইয়ের পাওয়া সোনার বল চাকমোহন বাজারে বিক্রয় করে ফেলল কি। একবার মজনুর দোকানে আরেকবার ভূপেনদের বাড়ির শিবানীর কাছে এসে ভূপেনের কথা প্রশ্ন করছে। ঠিক এভাবেই দেখা গেল একটি মুহূর্তে নাটকের সমাপ্তি হলো।

Screenshot_20231218-120414.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

এই নাটকটার ১৩ তম পর্বের লক্ষ্য করে দেখা যায় হাড় কিপটে নজর আলীর দুই কুলাঙ্গার ছাওয়াল বেশ সুন্দর ফন্দি পাকিয়ে বাবার কাছ থেকে প্রতিনিয়ত ভালো-মন্দ খাবার পাচ্ছে। আরেক দিকে দুই কৃপণ জব্বারের বাড়িতে গরুর পোকা খসানোর টাকার জন্য বেশ সুযোগকে টাকা চেতে যাচ্ছে। এদিকে মজনুর দোকানে কানাকানি পড়ে গেছে সোনার মোহরের বিষয়টা। পাশাপাশি কৃপণের ছেলে বহরালী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলছে ভূপেনের খোঁজে, কি যেন মনের মধ্যে কথা জমে রয়েছে সেগুলো ভূপেনের কাছ থেকে জানবার চায়। পাশাপাশি আরও লক্ষ্য করা গেছে বড় কৃপণ জব্বারের বাড়িতে টাকার যাওয়ার পথে গায়ের জামা পিঠে রেখে পথ চলছে। দুই ছেলের প্রেমিকা জোরপূর্বক সেই জামা পরিধান করে দিল আর হাসি আনন্দের মাঝে বলল বেয়ায় এর বাড়িতে টাকা চাওয়ার জন্য যাচ্ছে খালি গায়ে গেলে হয়। ঠিক এভাবেই সুন্দর হাস্যরসের মাধ্যমে সাজানো এই পর্বটা। আশা করা যায় সামনে পর্বে আরো সুন্দরভাবে নাটকের হাস্যরস অনুভব করব স্বচক্ষে দেখার মধ্য দিয়ে।
ব্যক্তিগত রেটিং:

৮.৭৫/১০

নাটকের লিংক



সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 7 months ago 

দেখতে দেখতে বেশ কয়েক পর্ব পার করেছেন আপনি। হার কিপটা নাটকটি যদিও দেখা হয়নি। তবে রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে নাটকটি। পড়ে বেশ বোঝা যাচ্ছে নাটকটি খুব হাস্যকর। এই নাটকটির পরবর্তী পর্বগুলোর পড়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 7 months ago 

নাটকটা আমার খুবই ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করি

 7 months ago 

নাটকটি আমি দেখেছি।খুবই হাসির একটি নাটক। নাটকের একেকটা চরিত্র অনেক অসাধারণ। আপনিও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আশা করি আবারও দেখার চেষ্টা করবেন

 7 months ago (edited)

দেখতে দেখতে হাড় কিপটে নাটকের ১৩ পর্বে চলে আসলেন আপনি। আপনার করা নাটকের রিভিউ দেখে কিন্তু বেশ ভালো লাগছে। যদিও আমি এই নাটকটি দেখেছিলাম। বেশ ভালো ছিল নাটকের প্রতিটি অভিনেতার অভিনয়। ধন্যবাদ এত সুন্দর করে নাটকটির রিভিউ করার জন্য।

 7 months ago 

হ্যাঁ প্রত্যেকটা অভিনয় আমার ভালো লাগে

 7 months ago 

আজকে হাড় কিপটে নাটকের ১৩ তম পর্বের রিভিউ পড়েছি। এই নাটকটির বেশিরভাগ পর্ব আমার পড়া হয়েছে। আর অন্য সব পর্বগুলোর মত ১৩ তম পর্ব টাও পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। হাস্যরসের মাধ্যমে সাজানো হয়েছে এই পর্বটা, এটা দেখে একটু বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো পর্বটার রিভিউ সুন্দর করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। এই নাটকের পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী পর্ব শেয়ার করবেন।

 7 months ago 

চেষ্টা করব সম্পূর্ণ নাটক আপনাদের মাঝে রিভিউ করে দেখাতে

 7 months ago 

এই হাড়কিপ্টে নাটক আমার অনেক ভালো লাগতো।২০১০ এর দিকে নাটকটি একটি চ্যানেলে হতো,অনেক হাসির।আপনি খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

হ্যাঁ নাটকটা আমারও খুব প্রিয় তাই এখনো দেখি

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44