হৃদয় ভাঙ্গা আক্ষেপ অনুভূতিমূলক কবিতা 'হৃদয় ভাঙ্গা আর্তনাদ'

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

IMG_20221003_141022168_8.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে একটি বিরহ অনুভূতিমূলক কবিতা নিয়ে উপস্থিত হয়েছি যেখানে হৃদয় ভাঙার এক নিদারুণ আর্তনাদকে কোন বোবা কান্নার মত ব্যক্ত করা হয়েছে। তাই চলুন দেরি না করে কবিতাটি একাধিকবার আবৃত্তি করি এবং বাস্তবতা বোঝার চেষ্টা করি

কবিতা

নাম: হৃদয় ভাঙ্গা আর্তনাদ

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


দেখেছি কত স্বার্থের জন্য

দুরে সরে যাওয়ার পিছুটান।

দেখেছি কত স্বার্থের লোভে
বুক ভরা অভিমান।

দেখেছি রঙিন স্বপ্নগুলো
পুড়ে হয়ে গেছে ছারখার।

কালকে যে ছিল অতি আপনজন
আজকে নেই কোন দরকার।

দেখেছি ভাঙ্গা কাছের মত
হৃদয় ভেঙে একাকার।

যত্নে গড়া ভালবাসা রেখে
দূর সীমান্তে পারাপার।

স্বপ্ন দেখেছি হাতছানি দিতে
যখন ছিল তার অধিকার।

প্রয়োজন শেষে আজ এই বুকে
ফিরে আসার নেই দরকার।

স্বপ্নগুলো মরীচিকার মতো
নিঃসঙ্গ হয়েও আসে না আর।

জাগ্রত ছিল বিবেকের দ্বারে
হাত সানি দিয়ে একাকার।

সবই যেন তার প্রতারণার
সাজানো এক রঙিন ফাঁদ।

চলে গেছে সেই স্বপ্নচারিনী
মিটিয়ে তার যত মনের স্বাদ।

পড়ে আছে এই নিথর দেহ
বোবা কান্না নিয়ে মুখে।

তবুও হৃদয় পার্থনা করে
থাকিস চির সুখে।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবাসার নাম করে প্রেমিকা তার প্রেমিকের কাছে এসেছিল অধিকার ফলাতে। দেখিয়েছে কত রঙিন স্বপ্ন মনের বাসনা। তবে আসে রঙিন স্বপ্ন ভঙ্গ করে নিজের চাহিদা পূরণ করে চলে গেছে প্রিয়জনকে ছেড়ে অনেক দূরে। যেন প্রিয়জনের কাছে আর তার চাওয়া পাওয়া নেই সব কিছু পাওয়া হয়ে গেছে, আজ নেই তার কোন প্রয়োজন। আজ সেই ফেলে আসা স্মৃতিগুলোকে স্মরণ করে প্রেমিকের মনে হাজারী আর্তনাদ। যেহেতু সত্যিকারে ভালোবাসা ও ভালোলাগা বিরাজমান ছিল প্রেমিকের মনে তাই মন প্রাণ উজাড় করে ভালবেসেছিল স্বপ্ন দেখেছিল সুখের ঘর বাঁধার হয়তো তা আজ হলো না প্রতারণা শিকার হয়ে। আর তাই যে সমস্ত কথাগুলো মুখ ফুটে ব্যক্ত করতে পারেনা হৃদয়ের মাঝে বোবা কান্নার মত ভেসে ওঠে যে সমস্ত শব্দগুলো ঠিক সেই সমস্ত শব্দগুলোকে কেন্দ্র করে এই আর্তনাদ মূলক কবিতা। এখানে সহ জীবনের বাস্তবতা বিদ্যমান। বিদ্যমান হৃদয় ভাঙার আকুল আর্তনাদ।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 last year 

স্বার্থের দুনিয়ায় হয়তো সবাই স্বার্থপর। আসলে মানুষ বড়ই অদ্ভুত। সময়ের সাথে সাথে বদলে যায়। ভাইয়া আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। আপনি কিন্তু চমৎকার কবিতা লিখেছেন। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 last year 

আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 last year 

আপনার লেখা হৃদয় ভাঙ্গা আর্তনাদ কবিতাটি অসাধারণ একটি কবিতা লিখেছেন পড়ে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা লাইন এত সুর ও ছন্দে কবিতাটি লিখেছেন যতই পড়ি ততই আরো আবৃত্তি শুরে পড়তে মন চায়। আপনার কবিতাটি পড়ে যা বুঝলাম স্বার্থের জন্য মানুষ সবকিছুই করতে পারে কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন সে তাকে ছেড়ে চলে যায় বা তার প্রয়োজনটা ফুরিয়ে যায়। আসলে আমরা মানুষ এরকমই স্বার্থপর। কবিতার শেষে যাকে স্বার্থের জন্য বলি দিয়ে গেল সে তাকে অভিশাপ না দিয়ে তার জন্য আরো প্রার্থনা করলো এরাই হচ্ছে প্রকৃত মানুষ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুর ছন্দে ভরা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম

 last year 

এখনকার বেশিরভাগ মানুষ অনেক বেশি স্বার্থপর। একমাত্র নিজের কথা ছাড়া অন্য কারো কথা ভাবে না। এমন অনেক মেয়ে আছে যারা প্রেম করার সময় প্রেমিককে কত স্বপ্ন দেখায়,ভালোবাসার এমন অভিনয় করে যে প্রেমিককে ছাড়া এক মুহূর্ত বাঁচবে না। অথচ একটা সময় গিয়ে সেই প্রেমিকের কথা মনেও পড়ে না। এটাই হলো বাস্তবতা। তাই কাউকে অন্ধ বিশ্বাস করা ঠিক না। তাহলে ঠকার সম্ভাবনা বেশি থাকে। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একদম মনের মত কথা বলেছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 88638.48
ETH 3290.10
USDT 1.00
SBD 3.05