স্বরচিত বিরহের কবিতা || 'ফিরে পেতে চাই' || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ -সোমবার

১২ বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ
২৫ এপ্রিল,২০২২ খ্রিষ্টাব্দ



IMG_20220412_121337_771.jpg
Photography device: Infinix hot 11s
Location



আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



IMG_20220425_172016_018.jpg
Photography device: Infinix hot 11s
Location

হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।

IMG_20220425_171958_668.jpg
Photography device: Infinix hot 11s
Location



অনেকেই জানেন আমি বিরহের কবিতা লিখতে খুব ভালোবাসি। তাই আজকে আপনাদের মাঝে বিরহের কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আর কবিতা পড়ে মন ভালো রাখার জন্য কিছু প্রাকৃতিক পরিবেশের দৃশ্য ফটোগ্রাফি করে যুক্ত করলাম। আশা করি কবিতাটি আপনাদের খুব ভাল লাগবে এবং কবিতার পড়ে অর্থ ভালোভাবে বুঝে নিতে পারবেন। আর বেশি কথা না বাড়িয়ে,চলুন শুরু করা যাক এখনই।



কবিতা

ফিরে পেতে চাই

ফুল আর ফোটেনা মনেরি বাগানে,

চাঁদ আর উঠেনা হৃদয় গগনে।



ভালোবাসার মানুষ হয়ে রাখলেনা স্মরণে,
মনের গহীন বন শূন্য উদ্যান আজ তুমি বিহনে।



জোছনাময়ী রজনী হয়েছিলে সজনী,
ভালোবাসার ভুবনে ছিলে লক্ষ্মী রানী।



হঠাৎ যখন স্মরণ হয় ছেড়ে যাওয়ার বাণী,
চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু নামের পানি।



এসেছে বৈশাখের দিন আজ আমি তুমি বিহীন,
বুকে ছিলে গত বৈশাখেও তবে আজ কেন প্রাচীন।



এটাই কি ভাগ্যে ছিল মোর জীবনে ইতিহাস,
ছলনাময়ী ভালোবাসা দিয়ে করবে সর্বনাশ।



মনেরি মায়াজালে তুমি জড়ালে প্রথম,
আজ তা এক নিমেষে করিলে খতম।


চাঁদনী রাতে চিলে-কোঠার পাশে বসে হত গল্প,
এত ভালোবাসার পরেও বলতে তুমি অল্প।



আষাঢ় শ্রাবণ এসেছে আমার দুটি চোখের পাতায়।
এত ভালোবেসে কেনো আজ পাসে নায়।


একাকিত্বের যন্ত্রণা বলো কিভাবে বোঝাই?
বিরহের কাতরতা নিয়ে দিন কেটে যায়।



সেই দিন সেই ক্ষণ ফিরে পেতে চাই,
যে ভালোবাসা দিয়ে তুমি ভরিয়ে ছিলে আমায়।


সমা
প্ত


IMG_20220403_171640_102.jpg
Photography device: Infinix hot 11s
Location

received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

আমার কবিতাটি কেমন লেগেছে? কবিতা পড়ে আপনাদের অনুভূতি কেমন? কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি @sumon09, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

IMG_20220409_172225_424.jpg
Photography device: Infinix hot 11s
Location
6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif

Sort:  
 2 years ago 

আষাঢ় শ্রাবণ এসেছে আমার দুটি চোখের পাতায়।
এত ভালোবেসে কেনো আজ পাসে না।

একাকিত্বের যন্ত্রণা বলো কিভাবে বোঝাই?
বিরহের কাতরতা নিয়ে দিন কেটে যায।

চমৎকার একটি বিরহের কবিতা লিখেছেন। কবিতা হলো মনের আবেগ অনুভূতি প্রকাশ করার মাধ্যম। আপনি খুব চমৎকার ভাবে ভেতরের হাহাকার কবিতার ছন্দে প্রকাশ করেছেন। কবিতাটি কেউ আবৃত্তি করলে খুব ভালো লাগবে। ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ মনের আবেগ অনুভূতি গুলোই তো কবিতার মাধ্যমে প্রকাশিত হয়।

 2 years ago 

বাহ ভাইয়া আপনার তৈরি করা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে প্রকৃতির সাথে কবিতাটিকে তুলে ধরেছেন। কবিতাটির একটি লাইন অপরটির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রেখেছেন।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

পুনরায় আপনি আবার আমাদের মাঝে বিরহের কবিতা নিয়ে উপস্থিত হয়েছেন। কয়েকদিন আগেও আমি আপনার একটি কবিতা পড়েছি। কবিতাটি অনেক সুন্দর ছিল আজকের কবিতাটির কিন্তু ব্যতিক্রম নয়। আসলে আপনি কবিতার মাঝে খুব সুন্দর কিছু কথা উল্লেখ করেছেন। কিছু দুঃখ ও বেদনা ও কাউকে পাওয়ার আশা ব্যক্ত করেছেন কবিতাটির মধ্যে সাহায্যে আপনি কিছু সুন্দর ফটোগ্রাফি ও শেয়ার করেছেন।

সব মিলিয়ে বলতে গেলে পোস্টটি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল ভাইয়া। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

পরবর্তী কবিতা পাওয়ার জন্য অপেক্ষায় থাকলেন জেনে খুব খুশি হয়েছি।

 2 years ago 

কী চমৎকার একটি কবিতা। ভাইয়া আপনার লেখা এরকম বিরহের কবিতা আর ও লিখুন। আপনার কবিতা টি আমার ভীষণ ভালো লেগেছে।বিরহ জ্বালা এক গভীর খত।যা কখনও শুকায় না। আপনার এই কবিতা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন।

 2 years ago 

ধন্যবাদ, এত সুন্দর ভাবে উৎসাহ প্রদান করার জন্য।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতাটি দারুণ হয়েছে। আপনি অনেক চমৎকারভাবে প্রকৃতির সাথে কবিতাটিকে তুলে ধরেছেন।আপনার ফটোগ্রাফি গুলোও কবিতাটির মতোই সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু। খুব সুন্দর ভাবে মন্তব্য করেছেন। আপনার মন্তব্য পড়ে খুবই খুশি হয়েছি।

 2 years ago 

আপনার কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হলাম আপনি খুব সুন্দর ভাবে কবিতার রচনা করেছেন। কবিতার প্রতিটা লাইন আমার ভালো লেগেছে। এই লাইনটি অনেক সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আপনি এত সুন্দর ছন্দ দিয়ে কাব্যিকতার ছোঁয়া দিয়েছেন । এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে খুশি হলাম।

 2 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন। মনমুগ্ধকর এই কবিতাগুলো বারবার পড়ার ইচ্ছে হচ্ছে। লিখে যান আরো ভালো ভালো কবিতা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার কবিতার অন্তরালে মনে হচ্ছে কেউ একজন ভাসমান রয়েছে। খুব সুন্দর করে কেউ একজন কে কেন্দ্র করে কবিতাটি লিখেছেন। খুব কার হয়েছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন

 2 years ago 

আপনি খুবই সুন্দর কবিতা লিখেন। আসলে কবিতার নাম টাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে ফিরে পেতে চাই। শুভকামনা রইল আপনার জন্য। এভাবেই এগিয়ে যান

 2 years ago 

খুব খুশি হলাম কবিতার নামটি আপনার চয়েজ হওয়াতে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60832.40
ETH 2912.20
BNB 525.30
SBD 2.31