গাংনী বাজার থেকে ফল কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি গাংনী বাজার থেকে ফল কেনার বিশেষ অনুভূতি আর সে সময়ের বাস্তবতা তুলে ধরতেছে বলেছি। আশা করি এ পোস্টের মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবেন।

img_1709810597400.jpg


ফটোগ্রাফি সমূহ:


সিমরানের পেটে বাবু আসার আগে থেকে ফলের দোকানে আমার চলাচল, দাম বেশি হওয়া সত্ত্বেও যে কোন মুহূর্তে ফল কেনার অভ্যাস। মাঝখানে ফলের দাম এত বেশি বৃদ্ধি পেয়েছিল তখনো আমি ফল কেনাই কমতি করি নাই। বেদানা বা ডালিম সাড়ে ৫০০ টাকা কেজি কিনেছি অনেকদিন এখন সেগুলো ৩৫০ টাকায় নেমে এসেছে। আঙ্গুর ফল সাড়ে 500 টাকা ছিল এখন ২২০ টাকা। ঠিক এভাবেই প্রত্যেক শুক্রবার বামুন্দি বাজার থেকে কেনার চেষ্টা করেছি। তবে সেজার হওয়ার পর ডাক্তারে বলেছিল আঙ্গুর আর কমলালেবু খাওয়ানোর জন্য। তাই গত দুই দিন আগে যখন ক্লিনিকে যাচ্ছিলাম মা মেয়েকে দেখার উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে বাজার থেকে কিনে তারপর উপস্থিত হলাম ক্লিনিকে। তবে একটা জিনিস আমি বেশি লক্ষ্য করে দেখেছি গাংনী বাজারে সবকিছুর দাম একটু বেশি বেশি। পূর্বের সপ্তাহে বামুন্দি বাজার থেকে যে জিনিস ২২০ টাকা করে কিনেছি কিন্তু সেই জিনিস জানলে বাজারে প্রায় ৩০০ টাকা কেজি। যাই হোক অনেকগুলো দোকানের মধ্য থেকে যে দোকানটা ভালো মনে হলো আর ফল গুলো দেখতে ভালো লাগলো, ঠিক সেই দোকানে উপস্থিত হলাম কেনার উদ্দেশ্যে। বর্তমান আঙ্গুর ফল আড়াইশো টাকার মধ্যে উঠা নামা করছে।

IMG_20240303_191702_414.jpg
Photography device: Infinix hot 11s
Location

কিছুদিন আগে কমলালেবুর দাম অনেক কমে গেছিল। হঠাৎ করে এতটা কমে গিয়েছিল জানতে পেরেছিলাম বাইরে থেকে আমদানি হচ্ছে ভাল। বেশিরভাগ মায়ানমার থেকে আসছে। আর আমরা জানি শীতের সময় কমলা লেবু ওঠে। তবে ইদানিং আবারো একটু একটু দাম বাড়তে শুরু করেছে। তবে আশ্চর্য জনক বিষয় হচ্ছে। প্রথমত আমি ফল কেনার আগে চার-পাঁচটা ঘরে আগে দাম যাচাই করি তারপরে কিনে থাকি। একটি ঘরে সবচেয়ে ভালো কমলা লেবু যেটা আড়াইশো টাকা কেজি বলল। তখন আমি একটু রাগ দেখিয়ে চলে আসলাম। বললাম এই কমলার ঘরের দুশো টাকা বলেছি। আমি ওখান থেকে নিব। আপনার কাছে নিয়ে লাভ কি? পথ বেশ অনেকটা চলে এসেছি হঠাৎ পিছন থেকে জোরে জোরে চাচা চাচা করে ডাকতে ডাকতে একটু এগিয়ে আসলো। তারপর আমি সেখানে চলে আসলাম,বলল আচ্ছা আপনি ২০০ টাকা করে নিয়ে যান। তখন আমি বললাম কেন অযথা মিথ্যা দাম বলে কাস্টমার দুর করছিলেন। বলল আমাদের লস হচ্ছে। আমি বললাম লস হচ্ছে তো পিছু ডাকছেন কেন। যাই হোক আর বাড়তি বললাম না এরপর সেখান থেকে এক কেজি কিনে নিলাম। ব্যবসা খাতে এটা বর্তমান বাংলাদেশের অবস্থা।

IMG_20240303_191649_445.jpg

IMG_20240303_191705_937.jpg
Photography device: Infinix hot 11s
Location

তবে অনেক সুন্দর সুন্দর আপেল ছিল। এই মুহূর্তে আপেল খাওয়ানো যাবে কিনা এটাও আমার জানা ছিল না আবার যে কোন মুহূর্তে ৫০০ থেকে ১০০০ টাকার ইনজেকশন জাতীয় জিনিস কিনতে হচ্ছে, এভাবে আর নতুন কিছু কিনলাম না। যেহেতু সাথে ছিল ডাবের পানি, গাছ থেকে ডাব পেড়ে বোতলে করে পানি নিয়ে যাচ্ছিলাম। তাই সাথে আরেকটি ফটো ধারণ করে বের হয়ে গেলাম সেখান থেকে। এরপর সোজা ক্লিনিকে উপস্থিত হলাম। যেখানে আমার পরিবার ও সন্তান রয়েছে।

IMG_20240303_191716_176.jpg

IMG_20240303_191719_072.jpg

IMG_20240303_191721_902.jpg

IMG_20240303_191724_232.jpg

IMG_20240303_191711_022.jpg

IMG_20240303_191734_433.jpg
Photography device: Infinix hot 11s
Location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 months ago 

ভাই আপনি খুব সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন দিন দিন জিনিসের দাম অনেক বেড়ে যাচ্ছে। এই ফল আপনি বামন্দি থেকে গত সপ্তাহে ২২০ টাকা কেজি কিনেছিলেন সেই ফল গাঙ্গুলী বাজার আজকে ৩০০ টাকা হয়ে গেছে। বুঝতে পারছি দাম অনেক বেড়ে গিয়েছে। তবে কি আর করার আপনি সেখান থেকে ফল ক্রয় করলেন এবং খুব দারুন হতে আমাদের মাঝে শেয়ার করলাম খুব ভালো লাগলো। আরো আপনার পোস্টের মাধ্যমে ফলগুলোর দাম জানতে পেরে আরো বেশি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ভাই আপনি খুব সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন দিন দিন জিনিসের দাম অনেক বেড়ে যাচ্ছে। এই ফল আপনি বামন্দি থেকে গত সপ্তাহে ২২০ টাকা কেজি কিনেছিলেন সেই ফল গাঙ্গুলী বাজার আজকে ৩০০ টাকা হয়ে গেছে। বুঝতে পারছি দাম অনেক বেড়ে গিয়েছে। তবে কি আর করার আপনি সেখান থেকে ফল ক্রয় করলেন এবং খুব দারুন হতে আমাদের মাঝে শেয়ার করলাম খুব ভালো লাগলো। আরো আপনার পোস্টের মাধ্যমে ফলগুলোর দাম জানতে পেরে আরো বেশি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আমরা এর আগেও দেখতে পারছিলাম, আপনি গাংনী বাজার থেকে প্রায় সব সময় বাজার করে থাকেন। আসলে আপনাদের গাংনী বাজার বেশ উন্নত, সেখানে প্রায় সব ধরনের মালামাল পাওয়া যায়। আপনি আজকে আমাদের মাঝে বিভিন্ন ধরনের ফল মূল কেনার অভিঙ্গতা আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনি বেশ কয়েকটি পুষ্টিকর ফল মূল কিনেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলে আমি এরকম ফলমূল এখন ও কোনদিন কিনি নাই এখনো। আমাদের মাঝে খুবই সুন্দর একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনার ফল কেনার অভিজ্ঞতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া কিছু কিছু দোকানদার দাম এমনিতে বাড়িয়ে বলে। আসলে কিছু দোকানদার দাম কমলেও কমায় না।যাইহোক আপনিতো মেয়ের মায়ের জন্য বেশ ভালোই ফল কেনাকাটা করেছেন । ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ভাইয়া আপনি গাংনী বাজারে গিয়ে ফল কেনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। ভাবী প্রেগন্যেন্ট থাকার কারণে আপনি মাঝেমধ্যেই ভাবির জন্য বিভিন্ন ধরনের ফল কিনতেন। আজকে ঠিক তেমনটাই করেছেন। ধন্যবাদ ফল কেনার অনুভূতি শেয়ার করার জন্য।

 3 months ago 

তখন আমি তাহের ক্লিনিকের বেডে শুয়েছিলাম। আর বারবার ভাবছিলাম তুমি কি আজকে আসবে না। হঠাৎ তুমি এসে যখন রুমের মধ্যে প্রবেশ করলে ফলগুলো হাতে,তখন ফলগুলো দেখে না তোমাকে দেখে আমি অনেক অনেক খুশি হয়েছিলাম। তবে ফল কেনার পিছনের বিষয়গুলো জানতে পারলাম এই ব্লগের মাধ্যমে।

 2 months ago 

ফল কিনার অনুভূতি পড়ে বেশ ভালই লাগলো আপনার। তবে গর্ভে বাবু থাকা অবস্থায় মহিলারা ফল খেলে ভালো হয়। তবে এটি ঠিক বলেছেন কিছুদিন আগেও ফলের দাম অনেক বেশি ছিল। আর শীতকালে এমনিতে একটু ফল পাওয়া যায়। তবে এখন আবার ফলের দাম একটু একটু করে বেড়ে যাচ্ছে। যদিও মাঝেমধ্যে ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। ধন্যবাদ আপনাকে ফল কিনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ভাইয়া আপনি ফল কেনার খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। বর্তমানে ফল কেন প্রতিটা জিনিসের দাম আকাশছোঁয়ার মত। ছোট্ট একটা জিনিস ধরতে গেলেও এত পরিমান দাম চেয়ে বসে যা শুনলে সত্যি অবাক লাগে। দিন যত যাচ্ছে প্রতিটা জিনিসের দাম ততই বেড়ে যাচ্ছে। তাই তো আমাদের মত মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই সমস্যা তৈরি হচ্ছে। ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার ফল কেনার অভিজ্ঞতা পড়ে বেশ ভালো লাগলো ভাই। তবে বাংলাদেশে ফলের দাম অনেক বেশি। আমি কিছুদিন আগে গিয়ে দরদাম করে তো রীতিমতো অবাক। আমাদের কলকাতার থেকে দ্বিগুণেরও বেশি দামে ফল বিক্রি হয় আপনাদের দেশে।

তবে সেজার হওয়ার পর ডাক্তারে বলেছিল আঙ্গুর আর কমলালেবু খাওয়ানোর জন্য।

আসলে এই সময়টাতে একজন মায়ের ফল খাওয়া অত্যন্ত দরকারি। সেই হিসেবে কিন্তু আপনি ঠিক কাজটাই করেছেন ভাই। তবে শীতকালে ফলের দামটা একটু কম থাকে, এটা ঠিক কথা। বিশেষ করে কমলা লেবু এবং আপেল অনেক কম দামে পাওয়া যায় তখন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69611.14
ETH 3805.50
USDT 1.00
SBD 3.82