পুকুরে মাছ ধরার ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পুকুরে জেলে ভাইদের মাছ ধরা সুন্দর ফটোগ্রাফি নিয়ে। আশা করি ফটো গুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে পাশাপাশি তার বর্ণনা।

IMG_20231104_133615_898.jpg


ফটোগ্রাফি সমূহ:


পুকুরে যখন জেলেরা মাছ ধরতে নামে, তখন তাদের মাছ ধরতে দেখতে বেশ ভালো লাগে। আর এ ভালোলাগা থেকে আমার অনেক ফটোগ্রাফি করা হয়েছে। সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব বলে। ঠিক তেমনি একদিন সুন্দর হয়ে মাছ ধরার দৃশ্য আমি একটি গাছের নিচে বসে দেখছিলাম। অনেকগুলো জেলে ভাই এসেছিল মাছ ধরতে পুকুরে। মাছ ধরার প্রধান উদ্দেশ্য ছিল পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ ধরতেই হবে যত পারা যায়। তবে আমরা চাচ্ছিলাম যত বেশি তেলাপিয়া মাছ ধরতে পারবে তত আমাদের ভালো। কারণ পাঙ্গাস মাছের তুলনা তেলাপিয়া মাছ যত বেশি উঠে যাবে তত তেলাপিয়ার ছোট বাচ্চাগুলো বড় হয়ে যাবে। তেলাপিয়া একটি লাভজনক মাছ। এর বাচ্চা দিতে হয় না। এমনিতেই পুকুরে তেলাপিয়া থেকেই বাচ্চা হয়।
IMG_20231104_131545_870.jpgIMG_20231104_131546_521.jpgIMG_20231104_131708_677.jpg

IMG_20231104_131655_982.jpg

IMG_20231104_131654_287.jpg

দীর্ঘ পুকুরের একপাশ থেকে আর এক পাশ পর্যন্ত জাল টেনে নিয়ে যেতে জেলেদের অনেক কষ্ট হয়। তারা তাদের সাধ্যমত প্রচেষ্টা করে থাকে যেন চারিপাশের ফাঁক দিয়ে মাছ চলে না যায়। আর এ প্রচেষ্টার মাঝখানে তাদের থাকে অনেক রকমের গাল গল্প। কবে কখন কোথায় মাছ ধরেছে, কে কার আত্মীয় বাড়িতে গেছে, বিয়াই বাড়িতে গেছে, দোকানে কি গল্প হল, পাড়ায় কি হয়েছে না হয়েছে এমন নানান প্রকার গল্প তাদের মুখে। যেন গ্রাম বাংলার প্রাণ খুঁজে পায় তাদের গল্প শুনতে শুনতে। কোথায় যেন হারিয়ে যায় দূর হওয়া জানাই তাদের গল্প যখন শুনি।
IMG_20231104_131758_9.jpgIMG_20231104_131813_0.jpgIMG_20231104_131806_7.jpg
IMG_20231104_131950_9.jpgIMG_20231104_131937_9.jpgIMG_20231104_132011_6.jpg

জাল যখন সারা পুকুর টানা হয়ে যায়, শেষে জেলে ভাইয়েরা জালগুলো গুছানো শুরু করে। আর জালের কোচের মধ্যে সকল মাছ ধরা থাকে। তারা নিজ নিজ দায়িত্বে নিজেদের মতো হাঁড়িতে মাছ রাখার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। অনেকে প্রশ্ন করে থাকে জালের সাথে হাঁড়ি কেন গেথে দেওয়া হয়। মূলত জাল উঁচু করে রাখতে, পানির উপরে যেন ভেসে থাকে, মাছ দৌড়ে না যেতে পারে এই সমস্ত কারণেই হারিয়ে দিতে হয়।

IMG_20231104_132303_6.jpg

IMG_20231104_133000_157.jpg

এরপর জাল গুছানো হয়ে গেলে যখন কোচ করা হয়, তখন সবাই নিজ নিজ দায়িত্বে নিজেদের হাড়িতে মাছ ধরে রাখতে থাকে। আর এমন অবস্থায় আমাদেরও সহায়তা প্রদান করতে হয় জাল ধরে। আবার অনেক সময় নিজেদের বাড়িতে রাখার জন্য মাছগুলো সংরক্ষণ করতে হয় হয় পুকুর থেকে অথবা হাঁড়ি থেকে। এমন মুহূর্ত খুবই ভালো লাগে আমার। একদম ছোট থেকে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে এই জন্য আপনাদের মাঝে আরো বেশি শেয়ার করতে মন চায়। আর এভাবেই আমাদের জীবিকা। কেউ মাছ চাষ করে, কেউ মাছ এর ব্যবসা। আর এভাবেই আমাদের এখানকার হাজার হাজার মানুষের জীবনধারণ।
IMG_20231104_133214_7.jpgIMG_20231104_133331_1.jpg

IMG_20231104_133040_764.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 months ago 

ঠিক বলেছেন ভাই তেলাপিয়া মাছ একটি লাভজনক মাছ আমার আব্বু নিজেও তেলাপিয়া মাছ চাষ করে থাকে এটি খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও চমৎকার। আপনি আপনার পুকুরের মাছ ধরার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করে আপনার মুহূর্তগুলো শেয়ার করেছেন। আপনার মুহূর্তগুলো অনুভব করতে পেরে খুবই ভালো লাগছে ভাই ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

একদম ঠিক কথা।

Posted using SteemPro Mobile

 3 months ago 

পুকুরে মাছ ধরার দৃশ্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। পুকুরে বেশ বড় মাছ পেয়েছেন। মাছ ধরার মুহূর্ত বেশ দুর্দান্ত উপভোগ করেছেন। আসলে মাছ চাষ করা আমারও খুব শখের। তবে ব্যস্ততার কারণে মাছ চাষ করা হয় না। পুকুরে মাছ ধরার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

হ্যাঁ এই অনুভূতিটা আমার দীর্ঘদিনের।

Posted using SteemPro Mobile

 2 months ago 

মাছ ধরতে দেখলে আমার কাছেও খুব ভালো লাগে। আপনি দেখতেছি মাছ ধরার সময় খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে তেলাপিয়া মাছ আমাদের গ্রাম অঞ্চলেও পুকুরগুলোতে চাষ করা হয়। তবে তেলাপিয়া মাছ চাষ করলে ভালো লাভবান হওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ ভাই আমাদের তেলাপিয়া মাছ একটু বেশি রাখা হয় এই কারণে

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 69611.14
ETH 3805.50
USDT 1.00
SBD 3.82