পবিত্র জুম্মা মোবারক! আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট। আপনারা সকলেই জানেন যে পবিত্র জুম্মার দিন উপলক্ষে আমি আপনাদের মাঝে শুভেচ্ছা বার্তা পাঠায় ফুলের ফটোগ্রাফির মধ্য দিয়ে। ঠিক সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। তাই চলুন দেরি না করে এখন এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো এক নজোরে দেখে আসি বর্ণনার সাথে।
আমার দৃষ্টিতে ছিল নতুন একটি ফুল এটা যে ফুলটা আমি পূর্বে কখনো দেখেছি বলে মনে হয় না। তবে অনেক সুন্দর এই ফুলের দৃশ্য যা দেখে যেন মন ছুয়ে যাচ্ছিল বারবার। হ্যাঁ বন্ধুরা পর্বের শুরুতেই প্রথম ফুলের ফটোগ্রাফির কথা আমি বলছি। এত সুন্দর ফুলকে যখন আমার দৃষ্টিগোচর হলো তখন আমি আর দেরি না করে ফটোগ্রাফি করতে চললাম আর এটা ফটোগ্রাফি করেছিলাম আমাদের পাশের গ্রামের একটি অটো মিলে, যেখানে মাছের খাবার তৈরি করা হয়। কয়েকদিন আগে বিকালে মাছের খাবার তৈরি টাকা পরিশোধ করতে গেছিলাম অটো মিলে সেই অটোমিলে যেয়ে দেখি পাশে থাকা বাগানের মধ্যে ফুটে আছে এত সুন্দর একটি ফুল। অবশ্য বাগানটি আটকানো ছিল। তবে আমি ইতো পূর্বে সেখানে ফটোগ্রাফি করেছি গত দিনও ফটোগ্রাফি করার জন্য প্রবেশ করলাম। তবে পূর্বে যেমন বিভিন্ন প্রকার ফুল দেখতে পারতাম এখানে তেমন কিন্তু এখন ফুল নেই বলে চলে। এই ফুলটা পরে গাঁদা ফুলের ফটোগ্রাফি করলাম। এই জাতীয় গাঁদা ফুল গুলো আমাদের গ্রামবাংলায় খুবই জনপ্রিয়। দেশের বিভিন্ন স্থানে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের বাগান গুলোতে লক্ষ্য করা যায় সব সময় এই জাতীয় গাঁদা ফুল থেকে থাকে। তাই এত সুন্দর ফুলের শুভেচ্ছা বার্তা শুধু আপনাদের জন্য, যেহেতু আপনারা 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির প্রাণপ্রিয় সদস্য তাই।
Photography device: Infinix hot 11s
location
অনেকদিন পরে এভাবে ফুটন্ত রঙ্গন ফুলের দৃশ্য দেখতে পারলাম মিলটাই এসে। অটো মিলের বাগানটা দেখতে বেশ শূন্য, তার পরেও যে কয়েকটা ফুল গাছ রয়েছে যেন ফুলে পরিপূর্ণ। আর ঠিক এমনই সুন্দর দৃশ্য রঙ্গন ফুল গাছের বুকে। যে ফুল গাছের দিকে তাকালেই যেন প্রাণ জুড়ে যায়, ঠিক তেমনি প্রাণ জুড়িয়ে গিয়েছিল আমার যখন ফটোগ্রাফি করার উদ্দেশ্যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তোলার চেষ্টা করেছিলাম।
Photography device: Infinix hot 11s
location
আপনার আমার সকলের সুপরিচিত ফুলের নাম রঙ্গন ফুল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল গাছ লক্ষণীয়। তবে অনেকেই বাড়ি মানান করার জন্য ছাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এক এক টপে এই ফুল গাছ লাগিয়ে থাকে। তবে এই সুন্দর ফুলের সৌন্দর দৃশ্য আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য এই ফটোগ্রাফি করেছিলাম এবং মনের মধ্যে আশা রেখে ফটোগ্রাফি করেছিলাম যে পবিত্র শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব বলে।
Photography device: Infinix hot 11s
location
এ পর্যায়ে আপনারা লক্ষ্য করছেন অতি চমৎকার ডালিয়া ফুলের ফটোগ্রাফি। অবশ্য এই ডালিয়া ফুলের ফটোগ্রাফি দুইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে যে সমস্ত ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করছি তার মধ্যে। বিদ্যালয়ের ফুলবাগান থেকে তোলা হয়েছিল এই ফটোগ্রাফি দুইটা অবশ্য ফুল গাছগুলো আমরা নিজের হাতে লাগিয়েছিলাম। আশা করি আমার যেমন বেশি ভালো লেগেছে আপনাদের ঠিক তেমনি বেশি ভালো লেগেছে এই ডালিয়া ফুলের ফটোগ্রাফি দুইটা। একদম সবল ও সতেজ দুইটা ফুল দেখতে বেশ চমৎকার। প্রতিটা পাপড়ি যেন সুন্দরভাবে ফুটে রয়েছে ফুল দুইটা দেখে যেন মন ছুঁয়ে যায়।
Photography device: Infinix hot 11s
সোর্স
এখন আপনারা লক্ষ্য করছেন একটি কুমড়ার ফুল অর্থাৎ চাল কুমড়া গাছের ফুল। যেটা আমার পুকুরের ভেইড়িতে কুমড়া গাছ লাগিয়েছিলাম সেখানে ইনশাল্লাহ ফুল এসেছে এবং চালকুমড়া ধরা শুরু হয়ে গেছে। আর ঠিক তারই মধ্য থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি। সূর্যের আলো একদম তির্য ভাবে এই ফুলের বুকে পড়েছিল তাই ফটোগ্রাফিটা বেশ উজ্জ্বল হয়েছে। আশা করি এই ফটোগ্রাফি টা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে
Camera device: Infinix hot 11s
এটা আপনার আমার সুপরিচিত বোতাম ফুল অর্থাৎ নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। গত দিন যখন আমি অটো মিলে মাছের খাবারের টাকা পরিশোধ করতে গিয়েছিলাম সেখানে দেখলাম ওযু খানার অতি নিকটেই খুব সুন্দর ভাবে ফুটে রয়েছে এই সমস্ত বোতাম ফুল গুলো। ফটোগ্রাফি করার মুহূর্তে যেন আমাদের এক আঙ্কেল আমাকে ডেকে বলছিলেন বাবা ওখানে তো মাত্র দু একটা ফুল তুমি ফুলের বাগানের মধ্যে থেকে ফটোগ্রাফি করো দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তখন আমি তাকে উত্তরে বলেছিলাম অলরেডি আমি সেখান থেকে ফটোগ্রাফি করে ফেলেছিলাম। এই ফুলগুলো যেহেতু বাইরে তাই উনি আমার কথা শুনে একটু হাসি দিলেন। আর এভাবেই যেন ফুলের ফটোগ্রাফি করছিলাম আপনাদের জন্য। আশা করি পবিত্র এই দিনের জন্য আমার পক্ষ থেকে দেওয়া ফুলের শুভেচ্ছা আপনারা সাধারণ করবেন।
Photography device: Infinix hot 11s
location
💌আমার পরিচয়💌
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। বাসা গাংনী-মেহেরপুর। সহকারী শিক্ষক গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল মড়কা বাজার, গাংনী,মেহেরপুর। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। ফুলের ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পুকুর পাড়ে সবজি চাষ সহ পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি। |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন ফুলের পোস্ট, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
পবিত্র জুমার দিনে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেনে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই। ফুলের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ডালিয়া ফুলের অসাধারণ সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কেমন জানি মনের মধ্যে ভালো লাগার সৃষ্টি হয়েছে সবাইকে এই দিনে মন থেকে বরণ করে নেওয়ার
আপনি প্রতি পবিত্র জুমাবারে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। বিশেষ করে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। আজকেও ভিন্ন ধরনের বেশ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।
চেষ্টা করি মন থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সদস্যদের ভালোবাসা প্রদান করতে
পবিত্র জুম্মার দিন আপনি এতো সুন্দর একটি ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে আমাদেরকে শুভেচ্ছা জানালেন। আমার কাছে এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লেগেছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। তবে ডালিয়া ফুলের ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো লাগার মত ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ভাইজান।