মায়ের অপারেশনের জন্য লোনের সন্ধানে হাট-বোয়ালিয়া বাজারের বুরো অফিসে

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বিশেষ বিশেষ প্রয়োজনে হাট-বোয়ালিয়া জারে উপস্থিত হয়েছিলাম। সেই শেষ মুহূর্তের অনুভূতি প্রকাশ করার জন্য। তাহলে চলুন বিস্তারিত শুরু করি।


IMG_20240508_153615_900.jpg

Camera device: Infinix hot 11s
হাট-বোয়ালিয়া বাজার


ফটোগ্রাফি সমূহ:



আমরা সকলেই জানি, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে পুকুরগুলো শুকিয়ে গেছে। পুকুরে পানি না থাকায় মাছ তেমন বড় হচ্ছে না। ঠিক এমন একটি মুহূর্তে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। মায়ের অপারেশনে ৪৫ হাজার টাকা আর আনুষঙ্গিক খরচের ঠিক এমনই লাগবে। বিভিন্ন খরচে প্রায় এক লাখ টাকা প্রয়োজন। ঠিক এই মুহূর্তে আমার ভাই চেষ্টা করল তার নিজের নামে টাকা লোন করবে বুরো অফিস থেকে। আর সেই চিন্তা মাথায় রেখে বেশ কয়দিন আমি আর আমার ভাই গাংনী থেকে হাট-বোয়ালিয়াতে ঘুরাঘুরি করলাম বিভিন্ন অফিসে। জানতে পারলাম এর অফিস আগে গাংনী বাজারে থাকলেও বর্তমানে হার্ট বোয়ালিয়াতে অবস্থিত। সন্ধান করে বুরো অফিস খুঁজে বের করলাম।


IMG_20240508_152327_317.jpg

IMG_20240508_152330_545.jpg



এখানে উপস্থিত হয়ে লোন সংক্রান্ত বিষয়ে জানার জন্য ভাইকে পাঠিয়ে দিলাম ভেতরে। কারণ এই মুহূর্তে মাছ বিক্রয় করার মত পরিস্থিতি নাই। পুকুরে জাল নামালে মাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে। আবার মাছ বড় হয়নি ছোট হয়ে আছে। তাই লোনটা একান্ত প্রয়োজন। মাছের খাবার টা কেনা যাবে, আর আম্মাকে অপারেশন করতে ঢাকাতে আনা যাবে, পরবর্তীতে দেখা যাচ্ছে কিছুদিন পর মাছ বিক্রয় করতে পারলে সুবিধা অর্থাৎ এমনই প্লান পরিকল্পনা দুই ভাইয়ের। এদিকে ভাই ভেতরে কথা বলতে থাকলো।


IMG_20240508_152412_032.jpg

IMG_20240508_152352_241.jpg



প্রচন্ড রোদ গরমের মুহূর্ত। অফিসের মধ্যে ভ্যাঁপসা গরম মানুষজনের কারণে। তাই বাইরে চেষ্টা করছিলাম কিছু ফটো ধারণ করতে। আর এভাবে সময় পার করতে নিজেকে ব্যস্ত রাখলাম। বুঝতে পারছেন অফিসের বিষয়। সিরিয়ালে কথা বলতে একটু সময় লাগে। তবে প্রচন্ড গরমের কারণে ওই জায়গায় উপস্থিত থাকাটা বেশ গাই বাঁধা হয়ে পড়ল। তবে কি আর করার। মোটরসাইকেল নিয়ে বাইরে চলতে পারছি না কারণ পুলিশের গাড়ি ধরার সমস্যা একটু বেশি এই বাজারে।


IMG_20240508_152610_258.jpg

IMG_20240508_152613_716.jpg



কিছুটা সময় ধরে আমি ঠিক এভাবে ছবি আর সেলফি তোলার মধ্য দিয়ে সময় পার করে ফেললাম। হঠাৎ দেখি ভাই এসে আমার কাছে উপস্থিত। সে বলল হ্যাঁ কাজ হবে, তারা এখান থেকে লোক পাঠাবে ভেরিফাই করার জন্য। কারণ ২০১৯ সালের সে বুরো থেকে লোন নিয়েছিল। তাই তারা বলে দিয়েছে পরবর্তী দিন একজন মানুষ যেয়ে দেখা-সাক্ষাৎ করে আসবে আমাদের বাড়িতে। এরপরে বিভিন্ন কাগজ ম্যানেজ করে লোন দিয়ে দিবে।


IMG_20240508_152627_210.jpg

IMG_20240508_152755672_BURST0001_COVER.jpg



আমরা মূলত আম্মার জন্য ঔষধ কিনি বামুন্দির বাজারে উপস্থিত হই সবসময়। তবে এই দিন যখন হাট বোয়ালিয়া বাজারে উপস্থিত ছিলাম তাই আমার ওষুধ কেনার জন্য এ বাজারে নামকরা ফার্মেসী "দেশ ফার্মেসী"তে উপস্থিত হলাম। যতটা জানি এখানে সব ঔষধ পাওয়া যায় এবং ১০% ছাড়ে। তাই সেখানে গিয়ে প্রেসক্রিপশন ও রিপোর্ট দেখালাম এবং ওষুধগুলো নেওয়ার চেষ্টা করলাম। প্রেসক্রিপশন অনুসারে সঠিক ঔষধ গুলো পেয়ে গেলাম। আর এভাবেই এ বাজারে ওষুধ কেনা ও অফিসে লোন পাওয়ার আশায় কিছুটা মুহূর্ত কাটিয়েছিলাম।


IMG_20240507_164131_705.jpg

IMG_20240508_154243_970.jpg

IMG_20240508_153614_381.jpg

IMG_20240508_153908_768.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়বিশেষ প্রয়োজনে হার্ট বোয়ালিয়া বাজারে
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনহাট-বোয়ালিয়া বাজার
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 months ago 

আপনি আমাদের এবিবি চ্যারিটিতে আবেদন করতে পারেন। একটু হলেও সহযোগিতা পেতে পারেন। আসলে হুট করে প্রায় এক লাখ টাকা ম্যানেজ করা অনেকটাই কষ্টকর। আপনারা লোনের সমাপন্ন হচ্ছেন লোন জিনিসটা বেশ একটা জঘন্য লাগে আমার কাছে। এখানে অনেকটাই জীবন ঝুঁকির সম্মুখীন হয়ে পড়ে।আপনার আম্মা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। অপারেশনটা যেন সুষ্ঠুভাবে হয়ে যায়।দোয়া রইল আপনাদের জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাই সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। তবে ইনশাল্লাহ এত দূর যাওয়ার প্রয়োজন এখনো হয়নি। দোয়া করবেন আমার আম্মার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65359.95
ETH 3492.90
USDT 1.00
SBD 2.51