বন্ধুরা মিলে ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামু আলাইকুম


IMG_20230225_204727_465.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ।


ফটোগ্রাফি সমূহ:


ওয়াজ মাহফিলের মেলা ভ্রমণ করতে কার না ভালো লাগে। কারণ ওয়াজ মাহফিলের মেলাগুলোতে বিভিন্ন প্রকার জিনিস পাওয়া যায়। আর এতসব খেলনা ও জিনিসপাতি আসে যেন বিশেষ প্রয়োজনে যে সমস্ত জিনিসগুলো খোঁজ করে থাকে সেগুলো এখানে পাওয়া যায়। ঠিক সেই উদ্দেশ্যে বন্ধুদের অফার গ্রহণ করলাম। হঠাৎ আমার বন্ধু মারুফ ফোন দিয়ে বলছে বাদিয়াপাড়া ওয়াজ মাহফিল শুনতে যেতে হবে। প্রশ্ন করলাম কে কে যাব? সে উত্তর দিল আমার ৪-৫ জন। ঠিক আমি মারুফ পলাশ সোহেল আর শাকিব উপস্থিত হলাম আজ মাহফিল এর জায়গায়।

IMG_20230225_194058_691.jpg

IMG_20230225_194005_170.jpg

ওয়াজ মাহফিলের স্থানটা আমাদের বাড়ি থেকে পাঁচ কিলো দূরে বাদিয়াপাড়া মহাব্বতপুর পীর দরবার শরীফ। প্রত্যেক বছর দুই তিন বার এই জায়গায় ওয়াজ মাহফিল হয়ে থাকে দুই দিন অথবা তিন দিনব্যাপী। তাই অনেক মানুষ বিভিন্ন জিনিস কেনার উদ্দেশ্য কিন্তু এই জায়গা ওয়াজের আশায় থেকে থাকে। যাইহোক আমার বন্ধুদের উদ্দেশ্য ছিল তাদের বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকার খেলনা জাতীয় জিনিস কেনার। আর আমাদের নিজস্ব উদ্দেশ্য ঘুরবো ফিরব আর খাওয়া-দাওয়া করব। যাইহোক কাঙ্খিত জায়গায় পৌঁছে গেলাম প্রথমে বন্ধুরা বলল আগে বাচ্চাদের জন্য খেলানা কিনেনি। আমি কি আর করব শুধু তাদের সাথে দেখতে থাকলাম আর ফটোগ্রাফি করতে থাকলাম। প্রথমে তারা একটি চাচার দোকানে বিভিন্ন জিনিস দেখতে থাকলো।

IMG_20230225_194233_714.jpg

IMG_20230225_194232_502.jpg

IMG_20230225_194330_283.jpg

এরপর আরেকটি ভাইয়ের দোকানে এসে উপস্থিত হল। ঠিক সেখানে বিভিন্ন জিনিস দেখতে থাকলো। বিশেষ করে শাকিবের অনেক জিনিস কিনতে হবে তাই শেই শুরু থেকেই এভাবে দেখতে থাকলো। মোটামুটি অনেক জিনিস কেনা শুরু করে দিল।

IMG_20230225_194357_477.jpg

IMG_20230225_195415_172.jpg

তাদের মধ্যে একটা জিনিস আমি বেশি খেয়াল করে দেখলাম, পিঠা তৈরীর বিভিন্ন সরঞ্জাম কিনতে। বলল যে এটা শীতের সময় তাই এ জাতীয় জিনিস বেশি প্রয়োজন। পিঠা তৈরি করার জন্য। ঠিক তেমনি পর্যায়ের বিভিন্ন জিনিস কিনলো। পাশাপাশি আমিও বিভিন্ন জিনিস দেখতে থাকলাম। অজানা অনেক কিছুর সাথে পরিচিত লাভ করলাম।

IMG_20230225_194352_484.jpg

IMG_20230225_194244_332.jpg

IMG_20230225_195338_467.jpg

আর এভাবেই এক একজন এক এক জিনিস কিনতে থাকলো। আমি লক্ষ্য করলাম মারুফ বিভিন্ন প্রকার খেলনা জাতীয় জিনিস বেশি কিনলো। আর পলাশ কিনল পুতুল জাতীয় জিনিস। যাইহোক বেশ এভাবে আনন্দঘন মুহূর্ত আমার অতিবাহিত করতে থাকলাম ওয়াজ মাহফিলের মেলাতে। আর আমাদের মত লক্ষ্য করে দেখলাম শত শত মানুষ মেলায় অংশগ্রহণ করেছে। যে যার মতো কেনাকাটায় ব্যতিব্যস্ত।

IMG_20230225_194247_945.jpg

IMG_20230225_194306_149.jpg

IMG_20230225_195154_458.jpg


গুরুত্বপূর্ণ তথ্য
ফটোগ্রাফিওয়াজ মাহফিলের মেলা
স্থানবাদিয়াপাড়া
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
লোকেশনগাংনী-মেহেরপুর
ফটোগ্রাফারসুমন
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 10 months ago 

এই সময়টা ওয়াজ মাহফিলের জন্য অনেক উপযুক্ত সময়। আবার ওয়াজ মাহফিলের পাশাপাশি যদি মেলায় ঘুরা যায়, তাহলে তো আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আর সত্যি বলতে রাত্রিবেলায় মেলা দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 10 months ago 

জি ভাইয়া বৃষ্টি কাঁদা পানি নেই এজন্য ওয়াজ মাহফিলের সুযোগ বেশি এখন।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জি ভাই এটাইতো সুবিধা।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বেশিরভাগ শীতের সময় ওয়াজ হয়ে থাকে

 10 months ago 

জি ঠিক ভাই।।

 10 months ago 

বর্তমান বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের সিজন চলতেছে, বর্তমান বাংলাদেশের প্রায় সব জায়গায় ওয়াজ মাহফিলের আমেজ উঠেছে। আপনি আজকে ওয়াজ মাহফিলের মেলায় ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বর্তমান ওয়াজ মাহফিলের মেলায় সব ধরনের জিনিস পত্র পাওয়া যায়।

 10 months ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন।

Posted using SteemPro Mobile

 10 months ago 

হ্যাঁ ভাই বর্তমান সময়ে বেশি বেশি ওয়াজ মাহফিল চলছে

 10 months ago 

বন্ধুরা একসাথে ওয়াজ মাহফিল এর মেলাতে ভ্রমণ করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। সত্য কথা বলতে আমি লক্ষ্য করে দেখেছি এখন মানুষ ওয়াজ মাহফিল সোনার থেকে মেলাতে ভ্রমণ করে সব থেকে বেশি। এমন মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়।

 10 months ago 

মেলার জন্যই বেশি মানুষের আগমন

 10 months ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে সেখানে মাহফিল হচ্ছে না মেলা বসেছে। এমন সুন্দর যদি মেলা বসে তাহলে তো মানুষ মাহফিল শুনা বাদ দিয়ে মেলায় মগ্ন হয়ে থাকবে। এটা যে শুধু আপনাদের এমন হচ্ছে তা নয় আমাদের গ্ৰামেও কিছুদিন আগে মাহফিল ছিল। কিন্তু এমন ভাবে মেলা জমে উঠেছে দেখে মনে হয়েছিল শীতকালীন মেলা বসে। অথচ এর আগের বছর মেলা বসতে নিষেধ করা হয়েছিল কিন্তু কেউ যেন কারো কথা শুনেই না। তবে এটা ঠিক বলেছেন এই মেলায় যেন প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মুহূর্ত ও ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

ওয়াজ মাহফিল মানেই তো এখন মেলার আসর

 10 months ago 

আপনার সাথে থাকলে আমিও ওয়াজ মাহফিলে যেতাম ভাই খুব মিস করতেছি ইনশাল্লাহ রোজা মাসে দেখা হবে বাসায় আসছি তখন দুজনে মিলে একসঙ্গে ঘুরবো।

 10 months ago 

এটা গত বছরের ফটোগ্রাফি।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 92090.92
ETH 3207.87
USDT 1.00
SBD 8.18