পানকৌড়ি পাখির মাছ ধরার গল্প

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম



হাই বন্ধুরা!

আমার গল্পের রাজ্যে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পূর্বসপ্তার ন্যায় আজকে উপস্থিত হয়ে গেলাম সুন্দর একটি গল্প নিয়ে। যে গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার জীবনে কোন একটা লুকিয়ে থাকা ঘটনা। একজনের জানা ঘটনা অন্য জনের মাঝে ব্যক্ত করার মধ্য দিয়ে প্রকাশিত হয় অজানা তথ্য। ঠিক তেমনি সুন্দর একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি আজ। আশা করি স্মৃতিচারণ মূলক এই গল্প আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে গল্পটা পড়ি এবং গল্প পড়ার আনন্দ উপভোগ করি।



IMG_20240422_094740.jpg

একটি পানকৌড়ি পাখির গল্প:



আমরা সকলে কমবেশি এই পাখিটার সাথে পরিচিত। এটা একটি মাছ খেকো পাখি। পুকুর বিল খাল নদী সব জায়গায় এ পাখি লক্ষণীয়। এই পাখিকে ঘিরে আমার জীবনে অনেক ঘটনা রয়েছে। সকল ঘটনা মাঝে মাঝে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তবে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটি ঘটনা নিয়ে আজকে উপস্থিত হলাম। আমি তখন খুবই ছোট ছিলাম। ২০০৭ সালের দিকে ক্লাস সেভেনে পড়তাম। ছাগলের ঘাস কাটার জন্য এবং বন্ধুরা একসাথে আড্ডা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম পদ্মা বিল নামক একটি স্থানে। তখন ওই বিলে অনেক পুকুর ছিল। আমাদের মাঠের বিলটাতে তেমন বেশি পুকুর ছিল না তখন। আমাদের এদিকে পুকুর খনন শুরু হয় ২০১০ সালের পর থেকে। আর পদ্মা বিল নামক স্থানে পুকুর খনন শুরু হয়েছিল ২০০০ সাল থেকে। যাইহোক সবসময় ছাগলের ঘাস সব জায়গায় পাওয়া যেত না কিন্তু পুকুরপাড়ে সব সময় কমবেশি ঘাস পাওয়া যেত। আমাদের বাসা থেকে একটু দূরে হলেও বিকেল টাইমে সেখানে যেতে ভালো লাগতো যেহেতু পুকুরপাড় বলে কথা। ঠিক তেমনি একদিন দূরের এই পদ্মা বিলে উপস্থিত হলাম ছাগলের ঘাস কাটতে এবং বন্ধুদের সাথে ঘুরে বেড়িয়ে আনন্দ উপভোগ করতে। কিছুটা পথ যেতে যেতে নতুন পুকুর খনন করা হয়েছে এমন তিনটা পুকুরের মধ্যে একটি পুকুরপাড়ে উপস্থিত হলাম। বুঝতে পারছেন নতুন পুকুরপাড় দেখতে ভালো লাগে। পুকুরে নতুন পানি দেওয়া হয়েছে, সাদা টলমলে পানির ঢেউ, সৌন্দর্য ফুটিয়ে তুলে সবসময়। আমরা বন্ধুরা সবাই দৌড়াতে দৌড়াতে সে পুকুর পাড়ে এসে উপস্থিত হলাম। নতুন পুকুরে প্রথমত বিভিন্ন প্রকার মাছ দিয়েছিলেন পুকুরয়ালারা।


IMG_20240422_094729.jpg



এই মুহূর্তে ফাকা পুকুরে মাছ শিকার করতে এসে গেছে পানকৌড়ি। আমরা তো জানছি না, তাই দৌড়াতে দৌড়াতে পুকুর পাড়ে এসে উপস্থিত হয়েছি। পাখিটা পানির মধ্যে ডুব দিয়ে মাছ ধরেছিল। কিন্তু হঠাৎ আমাদের উপস্থিতি দেখে সে মাছ মুখে নিয়ে উড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। পানকৌড়ি পাখিটার মুখে ছিল প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম সাইজের একটি জাপানি মাছ। এ পাখি দেখতে ছোট হলেও তার গায়ে বিশাল শক্তি। সে আমাদের ভয়ে পালানোর চেষ্টা করল কিন্তু মুখ থেকে মাছটা কিছুতেই সে ছাড়ছে না, যেহেতু সে স্বীকার করেছে, সে মাছটাকে নিয়েই পালাবে। আমরা একপাশে পানকৌড়িটা আমাদের থেকে দূরে অপোজিট পাশের দিকে। সে মাছের ভারী বহন করতে পারছে না। বেশিরভাগ সময় আমরা দেখে থাকি পানকৌড়ি ছোট মাছ ধরে এবং আস্ত গিলে ফেলে। এই মাছটা তো গিলে খেয়ে ফেলা তার পক্ষে সম্ভব না। হয়তো ডাঙ্গায় উঠিয়ে আস্তে আস্তে ছিড়ে ছিড়ে খাবে। কিন্তু আমরা ঐ অবস্থা দেখে পুকুরের পাড় থেকে ঢেলা উঠালাম এবং তার গা পানের ছুড়ে মারা শুরু করলাম। পাখিটা বেশ পুকুর থেকে অনেক উপরে উঠে গেল, কিন্তু মাছটাকে সামলাতে পারছিলোনা তাই বারবার নিতে চলে আসছিল। আর ততক্ষণে দৌড়াতে দৌড়াতে ঢেলা মারতে মারতে আমরা পাখির নিকটস্থ হয়ে গেলাম। দুঃখের বিষয় একটা ঢিল তার গায়ে কেউ মারতে পারল না।


IMG_20240422_094145.jpg

IMG_20240422_094135.jpg



এরপর আমরা যখন জোরে জোরে চিৎকার করছিলাম হেই হেই করছিলাম। তখন হঠাৎ পাখির মুখ থেকে মাছটি পড়ে গেল পাশের এক ধানের জমিতে। ধানের জমিতে বেশ অনেক পানি ছিল। কিন্তু ততক্ষণে মাছটি জ্ঞান হারা প্রায়। আমাদের মধ্য থেকে একজন দৌড়ে গিয়ে মাছটা ধানের জমি থেকে উঠিয়ে আনলো। ততক্ষণে পানকৌড়িটা দৌড়ে পালিয়ে গিয়ে পুকুরের একটি গাছের উপর বসলো। এদিকে আমরা মাছ টা এনে সে পুকুরের ধারে বসে, পানির মধ্যে নেড়ে নেড়ে বাঁচানোর চেষ্টা করলাম। এর কিছুক্ষণ পর দেখা গেল মাছটি স্বাভাবিক অবস্থা ফিরে পেল। তারপর ধীরে ধীরে মাছটা পানির মধ্যে ভাসতে ভাসতে চলে গেল। এতে আমরা খুবই আনন্দ পেয়েছিলাম।


IMG_20240422_094130.jpg

IMG_20240422_094123.jpg



পরবর্তীতে লক্ষ্য করেছি ওই পাখিটাই বেশ বারবার করে ওই পুকুরটাতে ঘুরে এসে বসার চেষ্টা করছিল। কিন্তু আমরাও নাছোড়বান্দার মতো পাখিটাকে কিছুতেই ওই পুকুরে আর বসতে দিলাম না। আমরা মনে মনে ভাবছিলাম হয়তো মাছটা আঘাত পেয়েছে পুকুরের ভেসে বেড়াতে পারে, না জানি আবার হামলা করতে পারে পানকৌড়ি পাখিটা। তাই প্রায় সন্ধ্যা অবধি আমরা সেই জায়গায় ঘাস কাটলাম; গল্প করলাম; আড্ডা দিলাম। এরপর সন্ধ্যার মুহূর্তে আমরা বাসার দিকে সব চলে আসলাম। আমাদের আনন্দ হয়েছিল দুই দিক থেকে। একদিকে পানকৌড়ি সঠিকভাবে মাছটাকে নিয়ে উড়ে যেতে পারছিল না। আরেকদিকে মাছটাকে বাঁচাতে পেরেছি। আর এভাবেই খুব সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করেছিলাম ওই দিন।


IMG_20240422_094119.jpg

IMG_20240422_094053.jpg


গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

গুরুত্বপূর্ণ তথ্য


ফটোগ্রাফিপানকৌড়ি পাখি
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp
লোকেশনজুগীরগোফা
বিষয়অতীত ঘটনা
ঠিকানাগাংনী-মেহেরপুর, বাংলাদেশ


পুনরায় ফিরে আসবো নতুন কোন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 months ago 

হ্যাঁ এই পাখি পানিতে ডুব দিয়ে মাছ ধরে যেটা আমিও অনেক উপভোগ করেছি। বিশেষ করে নদীতে অতিথি পাখির পাশাপাশি এই পাখি দুই একটা দেখতে পেতাম কিন্তু আমাদের দিকে ছোট ছোট পুকুর সেখানে কখনো এই পাখি দেখতে পায়নি । আপনি দেখছি পাখির মাছ শিকারের পর তার কাছ থেকে মাছ কেড়ে নেওয়ার যে গল্পটি ভালই লাগলো। তাদের তুলনায় অনেক বড় সাইজের মাছ তারা স্বীকার করে। সেগুলো আমাকে অনেকবার ভাবিয়েছে ভালো লাগলো গল্পটি পড়ে।

 2 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 months ago 

পানকৌড়ি পাখির নাম আমিও শুনেছি আমার ও বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে এই পাখির সাথে।প্রায় বিলগুলোতে আমাদের এইদিকে এই পাখিকে দেখতে পাওয়া যায়।আপনারা ভালো একটি কাজ করেছেন ভাইয়া মাছ টিকে ওই পাখির হাত থেকে বাঁচিয়ে।কিন্তু দুঃখের বিষয় ঐ পাখিটি ও হয়তো ঐ দিন আর কোনো আহার জোগাড় করতে পারেনি।তবে আপনারা সন্ধ্যা অব্দি পুকুর পাড়ে অবস্থান করে মাছ টিকে পাহারা দিয়ে প্রশংসনীয় কাজ করেছেন।সাথে আপনার বন্ধুদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্তের কথা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 2 months ago 

পানকৌড়ির মাছ ধরার স্মৃতিচারণ টা বেশ ভালো লাগলো। পানকৌড়ি তো দেখছি ভীষণ শক্তিবান তাই এতো বড়ো সাইজের মাছ ধরে ফেলেছে। আপনারাও নাছোড়বান্দা পাখির মুখ থেকে মাছটি ঢিল ছুঁড়ে মারার কারণে মুখ থেকে পড়ে গেছে এবং আপনারা মাছটিকে জলে ছেড়ে দিয়েছেন। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ আমরা পুকুরে ছেড়ে দিয়েছিলাম

 2 months ago 

পানকৌড়ি বর্তমান সময়ে তেমন একটা দেখা যায় না। এখন এই পাখিটি প্রায় বিলুপ্তির দিকে অগ্রসর হচ্ছে। তবে আজকে দীর্ঘ দিন পর আপনার পোস্টের মাধ্যমে পানকৌড়ি পাখির মাছ ধরার দৃশ্য দেখতে পারলাম। আসলে পানকৌড়ি পাখি মাছ ধরতে সেরা। আসলে এই পাখিটি যখন পানিতে ডুব দিয়ে মাছ ধরে তখন সেই দৃশ্য টি দেখতে অনেক বেশি ভালো লাগে।

 2 months ago 

হ্যাঁ দেখতে ভালো লাগে, তবে এভাবে প্রতিনিয়ত সে মাছ ধরে পুকুর ফাকা করে ফেলে।

 2 months ago 

পানকৌড়ি পাখির সুন্দর একটি গল্প আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই গল্প পড়ে অনেক কিছু জানতে পারলাম। পদ্মা বিল নামক স্থানে আপনারা বন্ধুরা মিলে ঘাস কাটতে যেতেন এবং খুব সুন্দর মুহূর্ত কাটেন সেখানে। ঠিক এমনই একদিন একটি পান করি কে দেখেছিলেন মাছ মুখে করে উড়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা অনেক প্রচেষ্টার পর মাছটি তার মুখ থেকে রক্ষা করতে পেরেছেন। গল্পটা পড়ে খুবই ভালো লাগলো আমার।

 2 months ago 

সাবলীল ভাষা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

অনেক সুন্দর একটি ঘটনা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ঘটনাটি পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো। এরকম ঘটনা আমার সাথে একদিন ঘটেছিল ভাই। যাই হোক পানকৌড়ি মুখ থেকে পড়ে যাওয়া মাছটি বাঁচাতে পেরেছেন এর জন্য আপনি অনেক আনন্দিত হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আমিও ঐদিন খুব আনন্দ পেয়েছিলাম নিজের কাছে কেমন জানি একটা ভালো লাগা কাজ করছিলো।

 2 months ago 

হ্যাঁ মুখ থেকে পড়ে যাওয়াটা খুবই আনন্দের বিষয় ছিল আমাদের। মাছটাকে বাঁচাতে পেরেছিলাম।

 2 months ago 

ভালো কাজের ভেতর আনন্দ লুকিয়ে থাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66490.29
ETH 3513.26
USDT 1.00
SBD 2.54