রক্ত গোলাপ আমার অতি প্রিয় ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - বৃহস্পতিবার

২১ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ
০৫ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি পাশাপাশি অন্যের ফুল। তবে তার মধ্য থেকে রক্ত গোলাপ ফুল আমার সবচেয়ে বেশি পছন্দ। চলুন এক নজরে দেখে আসি ফুলগুলো।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

আগে জানতাম বসন্ত কাল মানেই ফুলের সমারো। কিন্তু যখন থেকে জানতে পারছিলাম শীতকালে বিভিন্ন প্রকার ফুল ফুটে থাকে তখনই মনের মধ্যে একটা দ্বন্দ্ব জেগেছিল। দ্বন্দ্বটা হচ্ছে বসন্তকাল কি ফুলের প্রধান সময়ে নাকি শীতকাল ফুলের প্রধান সময়? আজ পর্যন্ত আমি নিজের মধ্যে সমাধান খুঁজে পাই নাই। মাঝে মাঝে মনে হয় বসন্তকালই ফুলের অন্যতম একটা সময়। কিন্তু এবার শীতকাল উপলক্ষে বছরের শুরুতেই স্কুল সুন্দর করে সাজাবো বলে যে অসংখ্য ফুলের চারা কিনে এনেছি এতে মনে হচ্ছে শীতকালে বেশি ফুল ফুটে থাকে এবং শীতকাল ফুল গাছ লাগানোর প্রধান সময়। আর এই গোলাপ ফুলটি আমি নার্সারি থেকেই ফটোগ্রাফি করেছিলাম কারণ গোলাপ ফুলের মধ্যে আমার রক্ত গোলাপ বেশি পছন্দ। অন্যদিকে জবা ফুলের মধ্যে সাদা জবা ফুল আমি বেশি পছন্দ করি।

IMG_20221229_095759_836.jpg

IMG_20221229_095801_538.jpg

IMG_20221229_095813_203.jpg

IMG_20221229_095815_624.jpg

IMG_20221229_095819_543.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp


২ নং ফটোগ্রাফি

শীতকালের ফুল গুলো ওয়ানটাইম ফুল তবে কি বসন্তকালের ফুলগুলো ওয়ান টাইম না? এই নিয়ে মনোদন্ধ সৃষ্টি হয় মনের মধ্যে। তবে যাই হোক সমাধান আপনারা নিজেরাই করেন। হয়তো আপনারা কনফিউশনে পড়ে গেছেন, কেন আমি এক জাতীয় একটি ফুল অনেকগুলো ফটোগ্রাফি করে আপনাদের মাঝে পোস্ট করছি। অবশ্য বুঝার চেষ্টা করুন, আমি রক্ত গোলাপ ফুলকে বেশি পছন্দ করি। তাই একটু থেমে থেমে রক্ত গোলাপ ফুলের অসংখ্য ফটোগ্রাফি করেছিলাম তার মধ্যে থেকে সামান্য কিছু আপনাদের মাঝে তুলে ধরেছি। আর এখানকার এই সাধারণ গোলাপ ফুলকে একাধিক ফটোগ্রাফি করে আপনাদের মাঝে দিয়ে বুঝাতে চেয়েছি বিভিন্ন স্টাইল থেকে ফুলের ফটোগ্রাফি করেছে কিন্তু রক্ত গোলাপের মতো সৌন্দর্যের মধ্যে আমি খুঁজে পাই নাই। আপনার কি পেয়েছেন? যদি সাধারণ গোলাপ ফুলের মধ্যে বেশি সৌন্দর্য খুঁজে না পান তাহলে রক্ত গোলাপি বেস্ট এবং আমার পছন্দ ঠিক আছে। যা বলছিলাম গোলাপ ফুল তো বসন্তের সময় ফোটে তবে কেন শীতের সময় এত সুন্দর গোলাপ ফুল পেলাম? গোলাপ ফুল সারা বছরের বিভিন্ন সময়তে পাওয়া যায় এটা সত্য কথা। তবে রক্ত গোলাপটা খুবই কম সময় পাওয়া যায়।

IMG_20221229_095652_472.jpg

IMG_20221229_095654_913.jpg

IMG_20221229_095700_259.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp


৩ নং ফটোগ্রাফি

এই ফুলটাও গোলাপ ফুল তবে রক্ত গোলাপ নয়। যেদিন ফটোগ্রাফি গুলো করেছিলাম সেদিন রাত্রে হালকা বৃষ্টি পড়েছিল। তবে রক্ত গোলাপের ওপর ফোঁটা ফোঁটা পানি জমে থাকাই বেশ মনোমুগ্ধকর ফটোগ্রাফি হয়েছে। তাই এই তৃতীয় পর্যায়ের ফটোগ্রাফি গুলোর চেয়ে আমার প্রথম পর্যায়ে ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। আরও সৌন্দর্য বৃদ্ধি করে তুলেছে ফোঁটা ফোঁটা পানি গুলো। তবে এই কথা সত্য ফুল সর্বদা সুন্দর হয়ে থাকে, সেটি যে কোন ফুলই হোক না কেন। যে সময় সাধারণ ভিডিও অডিও মোবাইল ছিল অর্থাৎ অ্যান্ড্রয়েড সেট ছিল না তখন সাধারণ মোবাইলে ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগতো, তা যদি হতো ফুলের ফটোগ্রাফি। আমি তো মোবাইলে কয়েকশো ফুলের ফটোগ্রাফি ডাউনলোড করে রেখে দিতাম। জানিনা সেই থেকে ফুলের প্রতি এত আকর্ষণ কিনা, নাকি তার পূর্ব থেকে। তবে আজ পর্যন্ত আমি ফুলকে বেশি ভালোবাসি তাই স্কুলের বাগানটিকে আমি আর মুস্তাফিজুর দারুন ভাবে সাজিয়ে তুলেছি। স্কুলের ফুলবাগানের বর্তমান অবস্থার কয়েকটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো এই পোস্টে।

IMG_20221229_095710_970.jpg

IMG_20221229_095712_796.jpg

IMG_20221229_095717_694.jpg

IMG_20221229_095720_503.jpg
Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp


৪ নং ফটোগ্রাফি

এগুলো ওই নার্সারি থেকে কিনে আনা ফুলের গাছ। আমাদের স্কুল ফুলবাগানে লাগানোর পর এত সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে। অবশ্যই ফুলের নামটা আপনাদের মাঝে প্রকাশ করলাম না। চাইলে আপনারা ফুলের নামটা কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই এখানে দুই রকম ফুল রয়েছে তবে এক জাতীয় ফুল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রথম ফুলগুলো। তবে কিছুক্ষণ আগে বলেছি ফুল সব সময় সুন্দর। বিভিন্ন প্রকার ফুল বিভিন্ন রকমের সৌন্দর্য উপস্থাপন করে থাকে মানুষের সামনে। তবে তা উপলব্ধি করার বিষয়। তবে আবারো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব।

IMG_20230105_102230_496.jpg

IMG_20230105_102227_616.jpg

IMG_20230105_102224_585.jpg

IMG_20230105_102313_560.jpg

IMG_20230105_102310_792.jpg

Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্ট, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। গোলাপ ফুল সবারই প্রিয়। আমার কাছে ভীষণ ভালো লাগে গোলাপ ফুল। নাম্বার দেখুন দেখা যাচ্ছে আমার মতে সেই ফুলটির নাম চন্দ্রমল্লিকা আমার নাও হতে পারে। আমার কাছে কিন্তু ফুলগুলো ভীষণ ভালো লাগে। প্রত্যেকটি ফুল এক কথায় অসাধারণ ছিল। আমার কাছে এক নাম্বার ফুলের ফটোগ্রাফি টা একটু বেশি ভালো লেগেছে। ফুলটির উপর শিশির পড়ে থাকার কারণে একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ। বর্ণনা গুলো খুবই সুন্দর ভাবে দিয়েছেন যার জন্য বুঝতে অনেক সুবিধা হয়েছে এবং অনেক কিছুই বুঝতে পারলাম।

 2 years ago 

অবশ্যই এই ফটোগ্রাফি গুলো আমার কাছেও বেশ দারুন লেগেছিল।

 2 years ago 

এখন তো সবাই ফটোগ্রাফি করে যেগুলো দেখতে খুবই মনমুগ্ধকর হয়ে থাকে। তেমনি আপনার ফুলের ফটোগ্রাফি গুলো ও খুবই সুন্দর ছিল। আপনি চার নাম্বার ফুলের নামটি আমাদের মাঝে প্রকাশ করেননি। এখানে দুই ধরনের ফুল রয়েছে কিন্তু ফুলগুলো একই জাতের যার নাম চন্দ্রমল্লিকা। এত বেশি কনফার্ম না কিন্তু আমার মনে হয় এগুলোর নাম চন্দ্রমল্লিকাই হবে। আমার কাছে কিন্তু দুইটি কালারই ভীষণ ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই এই ফুলের নাম চন্দ্রমল্লিকা ফুল

 2 years ago 

ফুল আমরা সবাই ভালোবাসি। আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি গুলো দারুন ছিলো। ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর মন্তব্য পড়ে

 2 years ago 

ফুল পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে আমিও একজন ফুলপ্রেমী মানুষ আবার আপনিও দেখছি তাদের মধ্যেই একজন। ফুলের জগতে সকলেই গোলাপ ফুলকে অনেক বেশি পছন্দ করে কারণ গোলাপ ফুল ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। রক্তাক্ত লাল গোলাপ ফুল আপনার অনেক বেশি প্রিয় জেনে খুবই ভালো লাগলো। সুন্দর এই ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76571.01
ETH 3026.93
USDT 1.00
SBD 2.61