স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'বুক ভরা আর্তনাদ'
আজ - বুধবার
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আপনারা সকলেই জানেন আমি বুধবার আপনাদের মাঝে কবিতা শেয়ার করে থাকি। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি কবিতা নিয়ে। যে কবিতাটি আমি ১০ মাস আগে লিখেছিলাম। হঠাৎ মনে আসছিল না কবিতাটি শেয়ার করেছে কিনা তবে মনে হলো যেন কবিতাটা শেয়ার করা হয়নি, কিপ নোটের নিচে চলে গেছিল। যদি শেয়ার করা থাকে অবশ্যই বলবেন এডিট করে পরিবর্তন করে নিব। আমি কবিতা লিখতে ভালবাসি যখন হঠাৎ মনের মধ্যে আবেগ সৃষ্টি হয় তখনই লিখে বসি আর এটাই আমার কবিতা লেখার ভালোলাগা অনুভূতি। আর এভাবেই ২০১৩ সাল থেকে আমি কবিতা লিখতাম, নোটগুলো হারিয়ে ফেলেছি। যাইহোক আশা করি কবিতাটা বেশ ভালো লাগবে। তাই চলুন আমার বিরহ অনুভূতিমূলক কবিতাটি আবৃত্তি করি। |
---|
কবিতা
ক্ষতবিক্ষত হয়ে যায় এই অন্তর।
হৃদয় মাজারের
অরণ্যভূমিটা হয়ে উঠেছে বালুচর।
পুড়ে ছারখার ক্ষতবিক্ষত
এ পুড়া জমিনে নেই ফুল ফসলের দেখা।
হৃদয় ভেঙ্গে স্বপ্নচারিনী
করে গেছে বড় একা।
রক্তাক্তক এ হৃদয় জুড়ে
শুধু হতাশা আর বিষন্নতা।
তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে
ভালো লাগার অনুভূতিগুলো বানিয়ে নিরবতা।
নিঃশেষ হয়ে গেছে
জেগে জেগে স্বপ্ন দেখার সেই সুনীল অনুভূতি।
হৃদয় ভাঙার আর্তনাদ
বোঝাতে পারি না মনকে সবিছিল মিথ্যা প্রতিশ্রুতি।
যখনই ভাবি রোম্যান্স স্মৃতিগুলো
দেখি এই বুকে তুমি আর নায়!
হৃদয় মাজারের শুকতারা গুলো
কেঁদে কেঁদে নিভে যায়।
স্বপ্নচারিনী শুধু স্বপ্ন দেখালে করলে না তা পূরণ
নিদারুন এই মরুর চরে শুধুই রক্তক্ষরণ।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য
বুক ভরা আর্তনাদ নিয়ে আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন-আপনি চমৎকার ভাবে দেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কবিতা টা ভালো লেগেছে জেনে খুশি হলাম