খুব সহজেই শিখে নিন ভুট্টা ভাজার রেসিপি || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - মঙ্গলবার

৬ বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ
১৯ এপ্রিল,২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা সকলেই জানেন সুমন মানে অন্য কিছু,সুমন মানে ইউনিক পোস্ট। নতুন নতুন কোন কিছু আপনাদের মাঝে শেয়ার করায় আমার দৈনন্দিন কাজ। তাই আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম ভুট্টা ভাজার রেসিপি নিয়ে। আশা করি খুব মনোযোগ সহকারে আপনারা আমার এই রেসিপি পোস্ট পড়ে বুঝে নিবেন কিভাবে ভুট্টা ভেজে খেতে হয়। লোভনীয় ভুট্টা ভাজার রেসিপি কিভাবে করতে হয়। সমস্ত বিষয় খুব সহজেই শিখে নিতে পারবেন আমার এই পোস্টের মাধ্যমে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়।

GridArt_20220419_195328691.jpg


রেসিপি বানানোর উপাদান সমূহ:
IMG_20220417_164122_693.jpgIMG_20220417_175646_119.jpg


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.ভুট্টার মোচাচার পিস
২.পেঁয়াজ কুচিতিন পিস
৩.রসুন কুচিএক পিস
৪.কাঁচা মরিচ৪ পিস
৫.সয়াবিন তেল৫০ গ্রাম
৬.লবণপরিমাণ মতো
৭.মরিচের গুঁড়াএক চা চামচ
৮.হলুদের গুঁড়াএক চামচ
৯.ধনিয়া গুড়াএক চা চামচ
১০.পানিপরিমাণ মতো


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১

ভুট্টার মোচা থেকে ভুট্টার দানা গুলো সব একটি একটি করে দুই হাতের আংগুল দিয়ে পৃথক করে নিয়ে একটি প্লেটে রাখলাম।

IMG_20220417_165716_004.jpg



received_305654148004402.webp


ধাপ :-২

আধা ঘন্টার জন্য ভুট্টার দানা গুলো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম।

IMG_20220417_170023_318.jpg



received_305654148004402.webp


ধাপ :-৩

ভুট্টার দানা ভালোভাবে পানিতে ভিজে টুব্বু হয়ে গেলে আলাদা একটি গামলাতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম এবং পুনরায় পানির মধ্যে রেখে দিলাম কিছুক্ষন।

IMG_20220417_172425_747.jpg



received_305654148004402.webp


ধাপ :-৪

ভুট্টা ভাজার উদ্দেশ্যে গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়ে চুলা অন করলাম।

IMG_20220417_175741_289.jpg



received_305654148004402.webp


ধাপ :-৫

এবার কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল ঢেলে দিলাম। কয়েক মিনিটের জন্য তেল গরম করে নিলাম।

IMG_20220417_175921_407.jpg



received_305654148004402.webp


ধাপ :-৬

এবার গরম তেলের মধ্যে ভুট্টো গুলো একের পর এক সব দিয়ে দিলাম। কড়াই এর মধ্যে ভুট্টো গুলো দেওয়ার সাথে সাথে ডিম ভাজার মতো শব্দ হতে থাকলো।

IMG_20220417_180042_364.jpg



received_305654148004402.webp


ধাপ :-৭

এবার ভুট্টা গুলোর উপরে লবণসহ গুঁড়ো মশলা গুলো সব দিয়ে দিলাম।

IMG_20220417_180151_711.jpg



received_305654148004402.webp


ধাপ :-৮

এবার লবণ ও গুঁড়া মসলা এবং ভুট্টা সব একসাথে খুন্তি দিয়ে মিক্স করে নিলাম।

IMG_20220417_180335_372.jpg



received_305654148004402.webp


ধাপ :-৯

কিছুক্ষণ সময় চুলার জ্বাল চলতে থাকলো, এপাশে আমি ভুট্টাগুলো খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম।

IMG_20220417_180349_954.jpgIMG_20220417_180849_920.jpg



received_305654148004402.webp


ধাপ :-১০

ভুট্টা ভাজার মাঝামাঝি সময়ে এসে ঝাল পেঁয়াজ রসুন কুচি গুলো কড়াইয়ের মধ্য দিয়ে দিলাম।

IMG_20220417_180909_213.jpg



received_305654148004402.webp


ধাপ :-১১

এবার সামান্য পরিমাণ পানি ও তেল দিয়ে সমস্ত উপাদান একত্রে মিক্স করে নিলাম। এরই সাথে সুন্দর একটি গন্ধ বের হতে থাকলো আমার এই ভুট্টা ভাজির মধ্য দিয়ে।

IMG_20220417_180944_402.jpg



received_305654148004402.webp


ধাপ :-১২

সমস্ত উপাদান মিক্সড করার পর মাত্র কয়েক মিনিট খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে ভুট্টা ভাজা শেষ হয়ে আসলো।

IMG_20220417_181505_152.jpg



received_305654148004402.webp


শেষ ধাপ:

এবার ভুট্টা ভাজা কড়াই থেকে নামিয়ে নিয়ে একটি প্লেটে রাখলাম।

IMG_20220417_181716_098.jpg

যেহেতু বিকাল টাইমে রান্নাটা সমাপ্ত হল। সন্ধ্যার পর পরই পরিবারের সকলের মাঝে বিতরন করে দিলাম। সবাই একত্রিত হয়ে হাতে মুঠোয় নিয়ে খাওয়া শুরু করে দিল এবং তার সাথে আমার খুবই প্রশংসা করল যে, এত সুন্দর ভুট্টা ভাজতে পারি আমি। আর এরই মধ্য দিয়ে আমার সমস্ত কার্যক্রম সমাপ্ত হল।


received_305654148004402.webp

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রাইভেট প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

ভাইয়া, খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন দেখছি। ভুট্টা ভাজার রেসিপি আমি আগে কখনো দেখিনি। ভুট্টার তৈরি খই অনেক খেয়েছি কিন্তু এভাবে ভুট্টা ভাজা কখনো খাইনি। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভুট্টা কে ভিজিয়ে খুবই সুস্বাদু করে রেসিপি তৈরি করলেন যা দেখে খুবই ভালো লাগলো। ভুট্টা এভাবে ভাজা করে খাওয়া যায় তা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। নতুন একটি রেসিপির সন্ধান পেয়ে নিজের কাছে খুবই ভালো লাগছে। রন্ধনপ্রণালী দেখে শিখে নিলাম, পরবর্তী সময়ে তৈরি করে খাওয়ার জন্য। ধন্যবাদ।

 2 years ago 

এইতো শিখে ফেললেন, একবার চেষ্টা করে দেখুন না।

 2 years ago 

ওয়াও কী অসাধারণ একটি রেসিপি। আমি কখনও ভুট্টা ভাজা কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে খাই নি। খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি তুলে ধরেছেন যা দেখেই আমার খেতে ইচ্ছে করছে। আপনার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি চেষ্টা করে দেখতে পারেন ভাই, খুবই ভালো লাগে।

 2 years ago 

অনেকবারই এরকমভাবে ভুট্টা ভাজি করে খেয়েছি আপনার ভুট্টা ভাজা রেসিপি দেখে আমার খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই ভারী শুরু হয়েছিল তবে পুড়িয়ে খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে

 2 years ago 

হ্যাঁ ভুট্টো ভাজি করে অথবা পুড়িয়ে খেতে ভালো লাগে।

 2 years ago 

আপনার ভুট্টা ভাজা রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করছে ভাইয়া। ভুট্টা ভাজা রেসিপি আমার অনেক পছন্দের। আমি কালকে ও ভুট্টা ভেজে করে খেয়েছি। ভুট্টা এভাবে ভেজে খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনি খুব সহজ উপায়ে ভুট্টা ভাজা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চটপট আপনিও বানিয়ে ফেলুন।

 2 years ago 

দারুণ স্বাদের রেসিপি শেয়ার করেছেন আপনি।
ভুট্টা ভজি করে খেয়েছি। ছোট বেলায় বেশি খেতাম। খেলতে খেলতে খেতাম। তবে আশ্চর্যের বিষয় পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে কখনো খাইনি। দেখে মনে হচ্ছে সত্যি মজা হয়েছে। ধন্যবাদ নতুন ভাবে রেসিপি টি শেয়ার করার জন্য।

 2 years ago 

পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে পারে খেতে ভালো লাগে।

 2 years ago 

ভুট্টা ভাজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ভুট্টা ভাজা রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমার খুবই লোভ লেগে গেছে আপনার ভুট্টা ভাজা রেসিপি দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সত্যি লোভনীয় রেসিপি এটা।

 2 years ago (edited)

আপনারা সকলেই জানেন সুমন মানে অন্য কিছু,সুমন মানে ইউনিক পোস্ট।

আসলেই ইউনিক পোস্ট ছিলো। আমি শুধু তেলের মধ্যে ভুট্টা ভেজে পপককর্ন(খই)খেয়েছি। তবে এভাবে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ধনিয়া গুড়া দিয়ে কখনো খাওয়া হয়নি। আজ আপনার রেসিপি টির মাধ্যমে শিখতে পারলাম।

টেস্ট করে দেখা প্রয়োজন একবার

 2 years ago 

অনেক কিছু বানিয়ে খাওয়া যায় ভুট্টা দিয়ে, শুধু জানতে হবে।

 2 years ago 

ভুট্টা ভাজা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে হয়তো ২ একবার খাওয়া হয়েছে। আপনার ভুট্টা ভাজা রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সময় সাপেক্ষে ভেজে খাওয়ার চেষ্টা করুন

 2 years ago 

ভুট্টা ভাজার রেসিপিটি বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের সামনে। আমিও ছোট বেলায় অনেক ভুট্টা ভাজা খেয়েছি। অনেক চমৎকারভাবে সবগুলো ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি চাইলে এখনো ভেজে খেতে পারেন।

 2 years ago 

ভুট্টা ভাজার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। এভাবে কখনো ভুট্টা ভেজে খাওয়া হয়নি। আপনার তৈরি করা রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ভালোভাবে ভাঁজতে পারলে অনেক সাধের হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58720.84
ETH 3088.52
USDT 1.00
SBD 2.41