নাটক রিভিউ || হাড় কিপটে || ১৫ তম পর্ব

in আমার বাংলা ব্লগ6 months ago

আজ - সোমবার

১৫ পৌষ,১৪৩০ বঙ্গাব্দ
০১, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি বাংলা নাটক হাড় কিপটের ১৫ তম পর্ব রিভিউ পোস্ট। তাই চলুন আর দেরি না করে নাটক রিভিউটা দেখে আসি।


Screenshot_20240101-231259.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ১৫তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হার কিপটে নাটকের ১৫ তম পর্বের শুরুতে লক্ষ্য করা যায় মজনুর চায়ের দোকানে হারাধন কৃপণ বেশ টেনসনে রয়েছে। মুকুল যখন হারাধনের বিয়ের মেয়ের বিষয়ে কথা বললো তখন যেন তার টেনশন আরো দ্বিগুণ হয়ে গেল। একপর্যায়ে হারাধন যখন বুঝতে পারল তার ছেলে তার সাথে চিটারি করেছে,তাই তাকে বধ করতে চাইলো। কিন্তু শেষে দেখা গেল হারাধনের ছেলে ভূপেন রাত্রে বেলায় আবারো বাবার কাছে চিটারি করলো সোনার বল কষ্টিপাথরে মেপে দেখার নাম করে। এরপর হারাধন তার ছেলের প্রতি বেশ ক্ষিপ্ত হয়ে গেল।

Screenshot_20240101-231718.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নজর আলীর দুই কুলাঙ্গার ছেলে সোনার মোহরের কথা বলে বাবার কাছ থেকে বেশ ভালই ডিমের ছালুন বা তরকারি খাচ্ছে। এদিকে ৫০০ টাকা না পাওয়া পর্যন্ত সোনার বল দেখাবে না। আর এমন বিষয় নজর আলী আর তার মেজো ছেলে বহর আলী পরামর্শ করছে কি করা যায়। সুযোগে পেয়ে তার বাবাকে যেন দুই কুলাঙ্গার ছাওয়াল চেপে বসেছে। একটি পর্যায়ে লক্ষ্য করা গেল তারা যুক্তি করে এক রাতে ঘুমন্ত অবস্থায় বহর তার দুই ভাইয়ের খাটের নিচ থেকে সোনার বল চুরি করে নিয়ে গেল।

Screenshot_20240101-232512.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆



চুমকি কেন জানি দৌড়াতে দৌড়াতে রেশমাদের বাড়িতে আসলো। আর দুঃসংবাদ মূলক একটি কথা বলে দৌড়ে চলে গেল বাড়ির বাইরে।

Screenshot_20240101-232917.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


বহর আলী যখন তাদের ভাইয়ের খাটের নিচ থেকে সোনার বলটা চুরি করে নিয়ে গেল, অবশেষে দেখা গেল সেটা সোনার বল ছিল না। ছিল একটা লোহার বল। আর এই লোহার বল নিয়ে বাবাকে তারা বোকা বানিয়ে চলছে। তাই তাদের কুলাঙ্গার দুই ভাইকে ঘরের সাথে বেঁধে মারপিট শুরু করে দিল বাপ-বেটা মিলে। নজর আলী বারবার আর্তনাদ করছে আর ছেলেদের মারছে। তারা মিথ্যা বলে ২০০ টাকা নিয়েছে বাবার কাছ থেকে, এদিকে ২০০ টাকার ডিম খেয়েছে। কুলাঙ্গাররা কত বড় সর্বনাশ করেছে কৃপণ বাবার। এমন একটি পর্যায়ে বহরের ফুয়া তো ভাই গোল্লা এসে হাজির। গোল্লা মূলত কুলাঙ্গার দুই মামাতো ভাইকে মুক্ত করল। হাতে করে চারটা নারিকেল এনেছিল। আর তার মামনিকে নারিকেল দিয়ে বললো মামা ইলিশ মাছ এনে দিবে, নারিকেল এর সাথে সুন্দর করে রান্না করে আমাকে খেতে দিবেন। বাড়িতে চলছে এক কাহিনী,এদিকে গোল্লা এসে মোড় ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে। কেমন টা লাগেন কৃপণের!

Screenshot_20240101-232743.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এইদিকে নজর আলী তার কুলাঙ্গার ছেলে ভূপেন কে বধ করার জন্য বাড়িতে মেয়ের কাছে রাগ দেখাচ্ছে। তার মেয়ে শিবানী যদি ভাইয়ের সাপোর্ট দিয়ে কথা বলে অবশ্যই হারাধন মেয়েকে শুদ্ধ বধ করবে। আর এরই মধ্য দিয়ে হাড় কিপটে নাটকের ১৫ তম পর্ব শেষ হলো।

Screenshot_20240101-233110.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

হাড় কিপটা নাটকের ১৫ তম পর্বের লক্ষ্য করা গেল নজর আলী কৃপণের দুই কুলাঙ্গার ছেলে হারাধনের ছেলে ভূপেনের পরামর্শে যেই ফন্দি এঁটেছিল, সেটা আজকে প্রকাশ পেয়ে গেল। আর তাদের এই মিথ্যা কথা বলায় প্রমাণিত হয়ে দুই ভাইকে ঘরের সাথে বেঁধে মারপিট করছিল নজর আলী। পাশাপাশি হারাধন তার ছেলেকে বধ করার জন্য রেডি রয়েছে সেটা দেখা যাবে সামনে পর্বে কি ঘটতে চলেছে। তবে নাটকের নতুন মাত্রা যুক্ত হল গোল্লা এসে। আশা করি নজর আলী কৃপণের ভাগ্নে নতুন কিছু হাস্যর সৃষ্টি করবে আগামী পর্বে। আর সেই আশায় রইলাম।
ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক



সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 6 months ago (edited)

নাটকটা আমার অনেক প্রিয় একটা নাটক।আমার প্রিয় অভিনেতার মাঝে মোশারফ করিম একজন। তার কোন নাটকই মিস দেই না। খুব হাসির নাটক এটি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

সামনে পর্ব থেকে মোশারফ করিম কে দেখতে পারবো

 6 months ago 

হাড় কিপটে নাটকটার 15 তম পর্বটা আমার কাছে খুব ভালো লেগেছে পড়তে। এই নাটকের পর্বগুলো আমি সব সময় পড়ার চেষ্টা করি। হারাধন তার ছেলেকে বধ করার জন্য দেখছি রেডি হয়েছে। এখন এটাই দেখার পালা কি হবে পরবর্তীতে। আশা করছি পরবর্তী পর্বে এই বিষয়টা জানতে পারবো। পরবর্তী পর্বটা খুব শীঘ্রই সবার মাঝে ভাগ করে নিবেন আশা করতেছি। সেই পর্যন্ত অধীর অপেক্ষায় থাকলাম। পুরো পর্বটার রিভিউ সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 6 months ago 

আমার ভালোলাগার মধ্যে অন্যতম সুন্দর একটা নাটকের নাম হচ্ছে হাড়কিপটে। এই নাটকটা যে আমি কতবার দেখেছি তা হয়তোবা আপনাকে বলে বোঝাতে পারবো না। যখনই সময় পাই তখনই এই নাটকটা দেখা শুরু করে দেই। খুবই ভালো লাগলো হবে শেয়ার করা এই রিভিউ দেখে।

 6 months ago 

এটা মোটামুটি সবাই পছন্দ করে

 6 months ago 

খুব সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন৷ মোশারফ করিমের নাটক গুলো এমনিতে অনেক সুন্দর ও হাস্যকর হয়ে থাকে। আজকে আপনার এই নাটক রিভিউ দেখে অনেক হাসলাম৷ খুবই সুন্দর হয়েছে এই নাটকটি৷ অবশ্যই সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ অসংখ্য ধন্যবাদ৷

 6 months ago 

হ্যাঁ ভাই যত পর্ব সামনে আসে তত যেন হাস্যকর অনুভূতি বাড়ছে

 6 months ago 

নজর আলীর দুই ছেলে সোনার বলের কথা বলে কিছুদিন বেশ ভালোই আয়েশ করেছে কিন্তু শেষ পযর্ন্ত ঠিকই ধরা পড়ে যায়। আর উওম মাধ‍্যম খেতে থাকে। যদিও শেষ দিকে তারা তাদের ফুফাতো ভাইয়ের জন্য বেঁচে যায়। নাটক টা টোটাল ১০৫ পর্বের। আমি দুইবার শেষ করেছি। বেশ দারুণ একটা নাটক। দারুণ রিভিউ করেছেন পর্বটার।

Posted using SteemPro Mobile

 6 months ago 

একটু বলদ কিসিমের এইজন্য ধরা পড়ে গেছে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43