করোনা টিকার তৃতীয় ডোজ বুস্টার দেওয়ার কাজ সুসম্পন্ন

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - রবিবার

১৯ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
০৩ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা সকলেই অবগত রয়েছেন যে করোনা মহামারীর কারণে সারা বিশ্ব জুড়ে অনেক মানুষ আজ মৃত্যুবরণ করেছেন। অকাল মৃত্যু যাকে বলে। তাই করোনার হাত থেকে রক্ষা পেতে সারা দেশব্যাপী করোনা টিকা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে

তৃতীয় ডোজ দেওয়ার মেসেজ মোবাইল ফোনে আসার পরেও সময় সাপেক্ষে যাওয়া হয়ে উঠছিল না।তবে একদিন সময় করে স্কুল থেকে চেষ্টা করলাম টিফিন টাইমে গাংনী সরকারি হাসপাতালে করোনা টিকাটি দিয়ে আসার জন্য সময় সুযোগ করি। তাই এই বিষয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আজকে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার এই টিকার অনুভূতিটা পড়ে ও দেখে বুঝতে পারবেন। ফটোগ্রাফি গুলো দেখে হয়তো সুন্দর একটা অনুভূতি অনুভব করবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে করোনা টিকার তৃতীয় ডোজ সম্পন্ন করার বিভিন্ন পর্যায় গুলো দেখে আসি।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


📸🦊📸



দীর্ঘদিন অপেক্ষার পরে
বুস্টার ডোজ দিয়ে এলাম
স্থান:
গাংনী, মেহেরপুর


ফটোগ্রাফি সমূহ:


প্রথম পর্যায়ের ফটোগ্রাফি

করোনা টিকার তৃতীয় ডোজ দেয়ার জন্য গাংনী সরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। পূর্বের দুই ডোজ দেয়া সম্পন্ন করেছিলাম তার ফরম কম্পিউটার থেকে উঠে নিলাম এবং এই ফরম হাতে নিয়ে স্কুলের টিফিন চলাকালীন সময়ে অফিস থেকে রওনা দিলাম গাংনীর উদ্দেশ্যে।

IMG_20220524_122750_795.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


দ্বিতীয় পর্যায়ের ফটোগ্রাফি

স্কুলের নিকট থেকে একটি অটো-রিক্সায় উঠলাম।পথ চলতে থাকলাম এবং বিভিন্ন স্থান থেকে ফটো উঠালাম। প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে গাংনীতে পৌঁছালাম। বাড়ি থেকে রওনা হলে অবশ্য এক ঘন্টা টাইম লাগতো।

IMG_20220524_123918_690.jpg

IMG_20220524_124337_288.jpg

IMG_20220524_124728_543.jpg

IMG_20220524_124741_344.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


তৃতীয় পর্যায়ের ফটোগ্রাফি

অটো থেকে নেমে একটি ভ্যানে উঠলাম। কারণ আমাদের এই শহরে রিক্সার কোন প্রচলন নেই শুধু অটোরিকশা আর ভ্যান এবং মিনিবাস। তাই সরকারি হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে ভ্যান গাড়িতে বসে ফটো উঠালাম। তবে এভাবে কখনো আমার ফটো উঠানোর অভ্যাস নাই,যার জন্য ভালো ফটো দিতে পারছিনা এ পর্যায়ে আপনাদের মাঝে।

IMG_20220524_125054_866.jpg

IMG_20220524_125113_427.jpg

IMG_20220524_125357_837.jpg

IMG_20220524_125400_100.jpg

IMG_20220524_125406_991.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


চতুর্থ পর্যায়ের ফটোগ্রাফি

ভ্যান গাড়ি থেকে নেমেই হসপিটাল এর মধ্যে প্রবেশ করলাম যেখানে কোরোনার টিকা দেওয়া হচ্ছিল। পূর্বে শুনেছিলাম এখানে নাকি বড় লাইন দিতে হয় করনার টিকা দেওয়ার জন্য। তবে কপাল গুনে বেশি লাইন এর সম্মুখীন হতে হয়নি। কয়েকজনের পরেই আমার সুযোগ এলো। তাই ফর্মটা তাদের হাতে দিয়ে দিলাম স্বাক্ষর করার জন্য।

IMG_20220524_125521_612.jpg

IMG_20220524_125606_242.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পঞ্চম পর্যায়ের ফটোগ্রাফি

আমার অবশ্য শরীরে ইনজেকশন দেয়ার অভ্যাস খুবই কম। তাই কিছুটা ভীতু অনুভব করে থাকতাম যখন ইনজেকশন দিতে হয়। তবে একালে আর কেমন ভয় লাগে না। আর এই ডোজ দেওয়ার সময় কোন ভয় মনে হচ্ছিল না এটা ভেবে যে আমি আমার বাংলা ব্লক কমিউনিটিতে এই বিষয়ে পোস্ট করব এবং ফটো উঠাচ্ছি। তাই তখন নিজেকে কিছুটা বীরের মতো মনে হচ্ছিল যখন আমার শরীরে ইনজেকশন দেওয়া হচ্ছিল। ডাক্তার মহিলা আমাকে বলেছিল আপনি চোখ অন্যদিকে রাখুন। আমি বলেছিলাম আমি স্বচক্ষে দেখতে চাই আপনি কেমন ভাবে ইনজেকশন আমার গায়ে ফোটাবেন। আমি এসব ভয় করি না। দেখার সাথে সাথে সম্পূর্ণ হলো বুস্টার ডোজ দেওয়া অর্থাৎ তৃতীয় টিকা দেওয়া। আর এই মুহূর্তে ফটোগ্রাফি করার সহায়তা প্রদান করছিলেন নাম না জানা অচেনা একটি ভাই।

IMG_20220524_125630_481.jpg

IMG_20220524_125656_063.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ষষ্ঠ পর্যায়ের ফটোগ্রাফি

টিকা দেওয়ার কাজ সম্পন্ন হলে নিজের একটি সেলফি উঠালাম, যে ভাই আমার ফটো উঠাতে সহায়তা করলেন এবং যে স্থানে দাঁড়িয়ে টিকা প্রদান করা হলো। সবশেষে হাসপাতাল থেকে বের হয়ে আসার আগ হাসপাতালে সামনের ফুলের বাগান থেকে কয়েকটি ফটোগ্রাফি করলাম।

IMG_20220524_125833509_BURST0001_COVER.jpg

IMG_20220524_130033_948.jpg

IMG_20220524_130010_733.jpg

***সব সময় লোকের কথায় কান দিতে নেই। যার বাস্তব প্রমাণ পেয়েছি টিকা দিতে এসে। শুনেছিলাম অনেক বড় লাইনে দাঁড়িয়ে থেকে টিকা গ্রহণ করতে হয় কিন্তু এসে দেখি পুরাটাই মিথ্যা কথা। অনেকদিন আশা ছিল না গাংনী হাসপাতালে। এসে যথেষ্ট পরিবর্তন দেখতে পেয়েছি। বাগানে যথেষ্ট ফুল ধরেছে। সব মিলিয়ে নতুন একটি অভিজ্ঞতা অর্জন করলাম করোনা টিকার দিতে এসে।

received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💐💞💞💐


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

খুবই ভালো একটি কাজ করে ফেলেছেন ভাই বুষ্টার ডোজ দিয়ে ফেলেছেন। এটা দেওয়া শুনে খুবই জরুরী আমার ফোনে এসএমএস এসেছিল কিন্তু আমি এখন কোন দিকে যেতে পারেনি। তবে আশা করি আমিও দিয়ে ফেলবো ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দ্রুত দিয়ে ফেলেন ভাই,দেশের অবস্থা ভালো নয়।

বর্তমানে দেশের এই পরিস্থিতি তে আমাদের সবারই সচেতন থাকতে হবে। করোনা টিকার তৃতীয় বোস্টার ডোজ টি সবার গ্রহণ করা উচিত। আমিও বোস্টার ডোজ টিকাটি দিয়ে এসেছি। সবাই কে দেওয়ার অনুরোধ রইলো। সুস্থ থাকবেন সবাই।

 2 years ago 

অবশ্যই সচেতন থাকবেন এবং অন্যদের সচেতন রাখবেন।

 2 years ago 

টিফিন টাইমে গাংনী সরকারি হাসপাতালে করোনা টিকাটি দিয়ে আসার জন্য সময় সুযোগ করি

কি আর করবেন স্কুলে এত বেশি পরিমাণে ব্যস্ত থাকা লাগে যার কারণে টিফিন টাইম ছাড়া কোন থাকা সময়ে হাতে থাকে না।

যাই হোক আপনি করোনাভাইরাসের তৃতীয় ডোজ সম্পন্ন করে ফেলেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটি ডোজ সম্পন্ন করে ফেলা।

 2 years ago 

সাবলীল ভাষার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55