বিভিন্ন পর্যায়ে রেনডম ফটোগ্রাফি || একাদশ পর্ব

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট। আশা করি আমার এই পোষ্টের মাঝে আপনারা অনেক ভালো লাগার ফটো দেখতে পারবেন। তাই আর দেরি কেন, চলুন এখনই শুরু করি।


ফটোগ্রাফি সমূহ:


প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার ফটোগ্রাফি। ঘন সবুজ ফসলের মাঠ থেকে ধারণ করা ভুট্টার দৃশ্য। যেখানে দেখতে পাচ্ছেন গাছে গাছে ধরে রয়েছে দুইটা করে ভুট্টা। মাঠের এমন সুন্দর দৃশ্য যেন মন ছুয়ে যায়। তাইতো ছুটে চলেছিলাম দূর অজানার পথে। আর ক্যামেরাবন্দি করেছি এমন সুন্দর সুন্দর দৃশ্য।

IMG_20240105_155723_9.jpg

এখন প্রচন্ড শীতের সময় তাই প্রয়োজন নিজের হাতে একটা টর্চ লাইট। কারণ রাত-বেরাতে প্রয়োজনে বাইরে উঠতে হলে লাইট একান্ত প্রয়োজন। তাই আব্বা-আম্মার জন্য একটা একটা করে দুইটা টস লাইট কিনে এনে দিয়েছিলাম। আর যখন কিনতে গিয়েছিলাম সেই দোকানের লাইট ঝুলিয়ে রাখার দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলাম।

IMG_20231210_174908_897.jpg

শীতকাল মানে ভাপা পিঠা খাওয়ার উপযুক্ত সময়। এই সময় সবাই গরম জাতীয় পিঠা খেতে বেশি পছন্দ করে থাকে। তাই আমিও যেন পিঠা খাওয়ার উদ্দেশ্যে ছুটে চলি ৮ থেকে ১০ কিলো দূরে বামুন্দির বাজারে। ঠিক সেই খাওয়ার মুহূর্তে ধারণ করা ভাপা পিটার দৃশ্য এটা।

IMG_20231210_180754_022.jpg

এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন শীতকালীন বিভিন্ন শাকসবজির দৃশ্য, ডলার মধ্যে রাখা রয়েছে। শীতের সময় বাংলাদেশের প্রচুর পরিমাণ শাকসবজি পাওয়া যায়। তাই ইচ্ছেমতো যেকোনো সবজি কিনে খাওয়া সম্ভব এই সময়ে। তবে এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় টমেটো ও গাজর।

IMG_20231215_162357_8.jpg

এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আকন্দি ফুলের ফটোগ্রাফি। এই গাছের ফুল দেখতে খুবই ভালো লাগে, সম্পূর্ণ গাছে অনেক ফুল ফুটে রয়েছে। এই গাছটাকে অনেকে ঔষধি গাছ বলে জেনে থাকেন। তবে যাই হোক এটা আমি ক্যামেরাবন্দি করেছিলাম নিকটস্থ একটি পুকুরের পাড় থেকে।

IMG_20240103_170741_918.jpg

এটা নাম না জানা একটি গাছের ফল। ছোটবেলায় অনেকেই এই ফলগুলোকে বুনো আঙ্গুর ফল বলে চিহ্নিত করতাম। অবশ্য এই ফল খুবই তিথি হয়ে থাকে ছোটবেলায় এই ফল নিয়ে আমরা অনেক খেলা করেছি।

IMG_20231225_170014_484.jpg

আমরা সকলেই জানি নতুন কালাইয়ের ডাল উঠলে গ্রামবাংলায় চাল কুমড়োর বড়ি দেওয়ার প্রবণতা বেড়ে যায়। এ পর্যায়ে আপনারা ঠিক তেমনি দৃশ্য দেখতে পারছেন। আর এই কুমড়োর বড়ি দেওয়া হয় বাসের তৈরি চারু নামের উপকরণের উপর। এই সুন্দর দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করেছি যখন বড়ি সহ চারুটা জড়িয়ে রাখা হয়েছিল ওই মুহূর্তে।

IMG_20231221_203908_409.jpg

এগুলো ধানের চারা। আমরা সবাই লক্ষ্য করে থাকি যখন ধান গাছ লাগানো হয়, তার এক দেড় মাস আগে ধানের চারা দেওয়ার জন্য ধানের বীজ বপন করা হয়নি নির্দিষ্ট একটি বেডে এগুলা হচ্ছে ধানের চারা দেওয়া বেড। আপনারা দেখতে পাচ্ছেন চারা গুলো বেশ বড় বড় হয়ে এসেছে, হয়তো খুব শীঘ্রই এগুলো উত্তোলন করে রোপন করা যাবে।

IMG_20231222_120459_569.jpg

আপনারা যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে পেঁয়াজের বীজ। এ বছর পেঁয়াজের বেশ দাম হাওয়ায় গ্রামে প্রায় মানুষ পেঁয়াজ লাগানোর জন্য পড়ে থাকা জমিগুলো কাজে লাগিয়েছে। ঠিক তেমনভাবে আমরাও চেষ্টা করেছিলাম পেঁয়াজের বীজ থেকে চারা উৎপাদন করতে। আর এগুলো হচ্ছে সেই পেঁয়াজের বীজ যা পরবর্তীতে চারা দেওয়া হয়েছে।

IMG_20231223_110718_862.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 6 months ago 

বাহ! খুব সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি একদমই অসাধারণ হয়েছে। আপনি একদমই নিখুঁতভাবে সবগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং খুবই সুন্দর বর্ণনাও দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য৷

 6 months ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে কিন্তু এসে আপনার ভাবি বেশি ভালো পরে ফটোগ্রাফি করেছে

 6 months ago 

বিভিন্ন পর্যায়ের দারুণ কিছু রেনডম ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। বর্তমান সময় প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে এই কমিউনিটিতে, আপনার আজকের এই ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে আমার কাছে শীতকালীন সবজির ফটোগ্রাফি সহ আকন্দি ফুলের ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago (edited)

অবশ্য ওই ফুলের ফটোটা আমার কাছেও বেশ ভালো লেগেছিল ভাই

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44