অনলাইনে ট্রান্সপোর্ট এর মাধ্যমে ডিসি ফ্যান ক্রয় এবং সেটআপ করার অনুভূতি

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম

IMG_20231213_184949_737.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনলাইনের মাধ্যমে একটি ডিসি ফ্যান ক্রয় করার অনুভূতি এবং ফ্যানটা কিভাবে সেটাপ করতে হয় তার বিস্তারিত ফটো ও আলোচনা নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালই লাগবে আমার এই সুন্দর অনলাইন কেনাকাটা মূলক একটি পোস্ট।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:



আমি ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি ইলেকট্রনিক জিনিসের। গরমের সময় সৌর প্যানেলের ফ্যানগুলোর দাম ডাবল হয়ে যায়। ডিসি ১২ ভোল্টের ১২ ইঞ্চি ফ্যানের দাম গরমের সময় ছিল ২১০০ টাকা। এখন শীতের সময় তার দাম কমে এসেছে ১১৫০ টাকা। অনলাইনের মাধ্যমে আমি একটি ডিসি ফ্যান অর্ডার করেছিলাম ঢাকা কাপ্তান বাজারে। ফ্যানটা সোনারগাঁও ট্রান্সপোর্ট এর মাধ্যমে একদিন পর গাংনীতে এসে পৌঁছালো। এরপর আমাকে মোবাইলে জানানো হলো তাই আমিও অফিসে গিয়ে উপস্থিত হলাম।
IMG_20231213_165813_118.jpgIMG_20231213_165739_977.jpg

Photography device: Infinix hot 11s
Location



আমি যেখান থেকে ফ্যানটা নিয়েছিলাম সেই দোকানের একটি মেমো আমার হাতে ধরিয়ে দেয়া হলো। এরপর এই ট্রান্সপোর্ট এর একটি ফর্মে আমাকে স্বাক্ষর করতে দিল। স্বাক্ষর করা শেষে ৫০ টাকা বকেয়া পাশাপাশি ১০ টাকা বকশিশ নিল। বকেয়া কেন হল সেটা আমার জানা ছিল না কারণ আমি তো টাকা পরিশোধ করে দিয়েছিলাম ফ্যানের দাম সাড়ে ১১০০ সহ মোট বারোশো টাকা দিয়েছিলাম।
IMG_20231213_170518_161.jpgIMG_20231213_170503_506.jpg
IMG_20231213_175143_609.jpgIMG_20231213_190758_994.jpg

Photography device: Infinix hot 11s
Location



ফ্যানটা মোটরসাইকেল এর সাথে সুন্দর করে বেঁধে আমি বাড়িতে চলে আসলাম। বাড়ীতে আসতে সন্ধ্যা লেগে গেল। মাগরিবের আজান হয়ে গেছিল।

IMG_20231213_174923_759.jpg
Photography device: Infinix hot 11s
Location



এর পর প্যাকেটটি আনবক্সিং করে সম্পন্ন ফ্যানের খোলার সরঞ্জাম গুলো দেখলাম। প্যাকেটের মধ্যে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা ছিল ফ্যানের নিচের স্থান, জালিগুলা, বডি সহ আরো অনেক কিছু। ফ্যানের সবকিছু আমি প্যাকেটের মধ্যে থেকে বের করলাম এবং সানের উপর রেখে দেখে নিলাম কিভাবে সেট করতে হবে।

img_1702523202220.jpg
Photography device: Infinix hot 11s



এরপর ফ্যানের নিচের অংশ এবং বডির অংশের মাঝখানের দুটি তার একসাথে সুন্দর করে সংযুক্ত করে দিলাম। তারপর নিচের অংশ আর মাঝখানের বডির অংশ প্যাচের মাধ্যমে জয়েন করে দিয়ে নিচে একটি নাট থাকায় সে নাটটা লাগিয়ে দিলাম। এভাবে ফ্যানের নিচের আর বডির অংশ সংযুক্ত করা হয়ে গেল। এদিকে ফ্যানের দুইটা জালি থাকে, যার মধ্যে পাখা ঘুরে। জালির সামনের অংশে কোম্পানির নাম লেখা প্লাস্টিকের প্লেট খোলা ছিল,যেটা সুন্দর করে হাতের সাহায্যে চাপ দিয়ে সেট করে নিলাম।

IMG_20231213_175811_614.jpg

IMG_20231213_180012_027.jpg
Photography device: Infinix hot 11s



এবার ফ্যানের মোটরের সামনের দুই জালির প্রথমটা কানেক্টরের মাধ্যমে লাগিয়ে দিলাম। তারপর ফ্যানের পাখা সুন্দর করে কানেক্টরের মাধ্যমে এটে নিলাম। অবশেষে ফ্যানের দ্বিতীয় জালিটা ফ্যানের টাই এর মাধ্যমে আটকে দিলাম।

IMG_20231213_180506_646.jpg
Photography device: Infinix hot 11s



সম্পূর্ণ ফ্যান সেটাপ করা হয়ে গেল। এরপর আমি আমার সৌর প্যানেলের লাইন এর সাথে এটা যুক্ত করে চালিয়ে দেখার চেষ্টা করলাম ঠিকঠাক ভাবে ফ্যানটা চলছে কিনা। আপনারা ফ্যানের নিচের সুইচ অংশে তাকালে দেখতে পারবেন সুন্দর একটি হলুদ বাতি জ্বলছে। ঠিকভাবে কানেকশন পেয়েছে এবং সজরে ফ্যানটা ঘুরতে থাকলো। শীতের এই দিনে শীতল হাওয়া গায়ে লাগতে থাকলো অনেক দিন পর। যেহেতু গরমের সময় ফ্যানগুলোর দাম অনেক বেশি হয়ে যায় তাই এডভান্স কিনে রাখার চেষ্টা করলাম সুযোগ সাপেক্ষে। আর এভাবেই অনলাইনের মাধ্যমে বেশ টুকিটাকি জিনিস কেনাকাটা করা হয় আমার।

IMG_20231213_184952_847.jpg
Photography device: Infinix hot 11s


এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 8 months ago 

অনলাইনে কেনাকাটা করতে এখন খুবই ভয় লাগে ভাইয়া। যাইহোক আপনি অনলাইন থেকে কেনাকাটা করেছেন এবং ভালো জিনিসটা পেয়েছেন এবং অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং এই ফ্যানটা দেখে মনে হচ্ছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো মানের। আপনি সবসময় অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে থাকেন, ভীষণ ভালো লাগে আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার অনেক দিনের অভ্যাস, তাই কেনাকাটা করে থাকি মাঝে মাঝে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57142.47
ETH 2437.81
USDT 1.00
SBD 2.39