DIY:- খুব সহজেই আঠার ওয়াটের এসএমডি এলিডি বাল্ব তৈরীকরা শিখে নিন

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - শনিবার

১০ বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ
২৩ এপ্রিল,২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।

আপনারা অবগত রয়েছেন যে, সুমন মানেই নতুন কিছু সুমন মানে ইউনিক পোস্ট। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ড্রাই পোস্ট নিয়ে। আমার আজ পোস্টে বিষয় খুব সহজ নিয়মে আঠার ওয়াটের এলিডি বাল্ব তৈরীকরে আমার বাংলা ব্লগের বন্ধুদের দেখানো। তাই চলুন আর কথা না বাড়িয়ে এখন কার্যক্রম শুরু করে দেওয়া যায়।

GridArt_20220423_200413601.jpg


প্রয়োজনীয় উপকরন সমূহ:
ক্রমিক নংনামপিস
১।নষ্ট এলইডি বাল্ব এর কেসিংএকটি
২।১৮ ওয়াটের নতুন এসএমডি এলিডিএকটি
৩।৬ ইঞ্চি ক্যাবলদুইটি

GridArt_20220423_200157264.jpg

প্রয়োজনীয় উপাদানগুলো ম্যানেজ করে নিয়ে কর্মস্থলে বসে গেলাম। সঠিক দক্ষতা দিয়ে কাজ শুরু করলাম।



বাল্ব তৈরীর সহায়ক যন্ত্র সমূহঃ
ক্রমিক নংনাম
১.এন্টিকাটার
২.গ্লু স্টিক
৩.গ্লু গান
৪.সোল্ডারিং আয়রন
৫.সোল্ডারিং লীড
৬.রজন


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১

প্রথমেই এলইডি বাল্বের কেসিং এর উপরের অংশ উপর পানে রেখে, এসি লাইনের সংযুক্ত পিন দুটো বের করে নিলাম।

IMG_20220407_222625_006.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-২

এবার এসি লাইন সংযুক্ত দেওয়া পিন দুইটার ছিদ্র দিয়ে কারেন্টের ক্যাবল বের করে নিলাম। ক্যাবল এর দুই পাশ থেকে এক ইঞ্চি পরিমাণ করে চামড়া তুলে খেই বের করে নিলাম।

IMG_20220407_222212_739.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৩

এবার ক্যাবল দুইটার খেই, কেসিংয়ের ছিদ্রের মাঝ বরাবর রেখে পিন দিয়ে আটকে দিলাম।

IMG_20220407_222749_219.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৪

এখন বাল্ব এর উপর অংশের কেসিংটি উল্টিয়ে নিয়ে ক্যাবল দুইটি সেট করে নিলাম।

IMG_20220407_222827_696.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৫

এবার কেসিং এর মধ্যে যথাস্থানে হিটসিং টা বসিয়ে দিয়ে ক্যাবল দুটি মাঝে পথের ছিদ্রের মধ্য দিয়ে বের করে নিলাম।

IMG_20220407_222906_656.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৬

এখন আঠার ওয়াটের নতুন এসএমডি এলিডি টা হিটসিং এর উপর বসিয়ে নাট দিয়ে আটকে দিলাম। পুনরায় সেই ক্যাবল দুইটি এসএমডি এলইডি এর মধ্য দিয়ে বের করে নিলাম।

IMG_20220407_223139_500.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৭

যেহেতু কেবল দুইটি এসএমডি এলইডি এর টার্মিনাল পয়েন্টে সংযুক্ত করতে হবে, সেহেতু সোল্ডারিং আয়রন কারেন্টে গরম করতে দিলাম।

IMG_20220407_222019_272.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৮

সোল্ডারিং আয়রন ভালোভাবে হিট হয়ে গেলে এসএমডি এলইডি এর টার্মিনাল পয়েন্টে কেবল দুই টি সোল্ডারিং আয়রন এর মাধ্যমে সোল্ডারিং লীড দিয়ে সংযুক্ত করে দিলাম।

IMG_20220407_224112_511.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৯

এখন এলইডি বাল্বটির কেসিং এর নিচের অংশ ভালো ভাবে চাপ দিয়ে এটে দিলাম। ভালোভাবে লেগে থাকার জন্য গ্লু গাম লাগিয়ে দিলাম। আর এরই মাধ্যমে আমার আঠার ওয়াটের বাল্বটা প্রস্তুত হয়ে গেল। এখন শুধু চেক করার পালা।

IMG_20220407_224150_700.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


শেষ ধাপ :

বাল্বটা কারেন্টের হোল্ডার এর সাথে সংযুক্ত করে সুইচ অন করলাম। সাথে সাথে বাতি জ্বলে উঠলো। এর মধ্য দিয়ে আমার আঠার ওয়াটের বাল্বটা প্রস্তুত করার কাজ সম্পন্ন করতে পারলাম।

IMG_20220407_225348_428.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রাইভেট প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।



R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💞🖤💞


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif

Sort:  
 3 years ago 

খুব সহজেই আঠার ওয়াটের এসএমডি এলিডি বাল্ব তৈরীকরার পদ্ধতি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। আমিও শিখে নিলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

আপনারা যাতে শিখতে পারেন তাই তো আমি ব্লগটা দিয়ে দিয়েছি।

 3 years ago 

আপনি মাঝে মাঝে এরকম ভিন্নধর্মী কিছু পোস্ট করে থাকেন, আপনার পোস্ট গুলো সত্যিই খুব চমৎকার লাগে। সবার থেকে একটু আলাদা হয়ে থাকে, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

চেষ্টা করি ভাইয়া নতুন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনি তো কিছুই করলেন না ভাই,শুধু led er সার্কিট টি পরিবর্তন করে দিলেন।আমি তো ভাবছি কিভাবে সার্কিট টি ঠিক করা যায় সেটি দেখাবেন বোধয় আপনি😁।

 3 years ago 

সেটা না হয় সামনের দিন দেখাবো

 3 years ago 

আপনার মাঝে মধ্যেই ব্যতিক্রমী কিছু পোষ্টে শিক্ষনীয় বিষয় থাকে। আজকের টাও ব্যতিক্রম ছিল না। সত্যি কথা বলতে কি ইচ্ছে থাকলে অনেক কিছুই সম্ভব। আটা দিয়ে এলইডি লাইট তৈরিতে চমৎকার তথ্য ব্যবহার করেছেন। সৃজনশীল এমন প্রদর্শনী সত্যিই প্রশংসার যোগ্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন আপনি।

 3 years ago 

এটা খুব ইনফরমেটিভ ছিল ভাই। বিশেষ করে নতুন একটা জিনিস শিখতে পারলাম। তবে তাতাল না কি জানি এটা দিয়ে কিভাবে জোড়া লাগিয়ে ঠিক করা যায়। সিউর না অবশ্য। লাস্টে ভাই লাইট তাহলে পুরো আলো দিলো?

 3 years ago 

না এটা এলইডি বাল্ব। একটু নজর করে দেখার চেষ্টা করুন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90479.14
ETH 3094.57
USDT 1.00
SBD 2.93