স্বরচিত প্রেম অনুভূতিমূলক কবিতা 'জনম জনমের সাথী'

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - বৃহস্পতিবার

০৭ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
২০ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

IMG_20230411_115331709_7.jpg
Selfie device: Infinix hot 11s


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, অভিনন্দন ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোস্ট এর বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে প্রেম অনুভূতিমূলক কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। যেখানে আমাদের স্বামী-স্ত্রীর দারুন এক অনুভূতি প্রকাশিত হবে। তাই আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে কবিতাটি আবৃত্তি করবেন।

কবিতা

নাম: জনম জনমের সাথী

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


চেয়ে তোমার মায়াবী দুই নয়নে

খুঁজে পেয়েছি ভালবাসার মানে।

কত না স্বপ্ন মাখা তোমার ওই মুখ
যখন চেয়ে দেখি ভরে উঠে বুক।

দেখেছি তোমায় জোসনা রাতে
চোখ রেখেছো তুমি চোখের সাথে।

হারিয়ে গেছি দূর অজানাতে
সারা জীবন দেখবো স্বপ্ন হাত রেখে হাতে।

এমনি ইচ্ছা বাসনা তোমার আমার মনে
ভালোবাসা জেগে উঠে প্রতিটি ক্ষণ।

কি মায়ার বাঁধনে জড়ালে আমায়
সামান্য কিছুদিনে হয়েছি জামাই।

আজ হয়েছি তোমার স্বপ্ন সাথী
প্রান খুলে হাসো তুমি দিন কি বা রাতে।

তোমার হাসি মাখা মুখ খানি দেখে
আমিও সুখ পায় মনে মন রেখে।

তোমার চোখে চোখ রেখে স্বপ্ন ভেলায় ভাসি
তোমার মুখের হাসি দেখে আমিও একটু হাসি।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি আমায় নিয়ে তুমি
একই সুতোর বাঁধনে বাঁধা তুমি আর আমি।

থেকো চির সাথী হয়ে মায়ার করিডোরে
ভালোবাসা দেবো তোমায় চির জনম ধরে।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

প্রিয়জনকে পাশে পাওয়ার পর তার মুখ পানে চেয়ে যেন খুঁজে পাওয়া যায় জীবনের মানে। তার বাঁকা চোখের মিষ্টি চাহনি যেন বেঁচে থাকার নতুন আশ্বাস জাগায়। মন চায় ভালোবাসার মানুষের সাথে চাঁদনী রাতে বসে থাকি নির্জনে। দুজনার মনের মধ্যে যেন একটি আশা সুখের ঘর বাঁধার। ছোট্ট একটি নিড়ে একে অপরকে প্রাণ ভরে ভালোবাসবো, যে ভালোবাসার শেষ নেই। যেন দুটি দেহের একটি আত্মা এমনই আবেগ অনুভূতি মাখা স্বপ্ন মনের মধ্যে। বিয়ের পর সামান্য কিছুদিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এমন পবিত্র ও সুন্দর সুসম্পর্ক যেন পৃথিবীতে কোথাও নেই। নেই হারিয়ে যাওয়ার ভয়, নেই কোন বাধা। দুজনকে একসাথে প্রেম করতে দেখে কেউ বাধা দিতে আসবে না। আর এরই মধ্য দিয়ে যেন ভালোবাসার পূর্ণতা অর্জন হবে। তাই একে অপরের প্রতি সেই প্রবল আশ্বাস আর অঙ্গীকার এর কথা নিয়ে এই কবিতা।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

ভাই ভাবি দেখি অনেক কিউট ৷ যদিও মুখে মাস্ক আছে ৷ একদিন ভাবির সাথে আলাপ করায় দিবেন ৷ কেমন !!!!
অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাবি কে নিয়ে ৷ এমন ভালোবাসা চির অটুট থাকুক ৷

 2 years ago 

ওকে ঠিক আছে

 2 years ago 

ভাইয়া কবিতাটি খুব সুন্দর হয়েছে। আপনার কবিতার প্রতিটি লাইন খুবই সুন্দর হয়েছে। ভালবাসার পরিপূর্ণতায় ভরা আজকের কবিতায়।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি আপনাদের মনের মত কবিতা লেখা

 2 years ago 

খুবই ভালো লেগেছে আপনার আজকের কবিতাটি। আসলে এরকম কবিতা গুলোর মাধ্যমে অনেক কিছুই ফুটিয়ে তোলা যায়। জনম জনমের সাথী কবিতাটা খুবই সুন্দর ভাবে লিখেছেন আপনি। অনুভূতিমূলক কবিতা হওয়ার কারণে সব থেকে বেশি ভালো লেগেছে পড়তে। বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের লেখা এই কবিতাটা।

 2 years ago 

এখন আমার অনুভূতির আসতে থাকবে ভাই

 2 years ago 

ভালোবাসা দিয়ে মাখানো এই কবিতা।কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। আর ভাবির তাকানোটা অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই ভালো লাগলো

 2 years ago 

বাহ্ আপনি তো বেশ ভালো কবিতা লিখেন।কবিতাটিতে মনের অনুভূতি ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো বেশ ভালো লেগেছে আমার।ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

প্রেম অনুভূতিমূলক কবিতা জনম জনমের সাথী খুবই সুন্দর ভাবে লিখেছেন তো। ভাবি কিন্তু মাশআল্লাহ্ অনেক সুন্দর। জীবনসঙ্গীকে নিয়ে এরকম কবিতা লিখলে পড়তে সত্যি ও সম্ভব ভালো লাগবে। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। খুবই সুন্দরভাবে সম্পূর্ণ কবিতাটি লিখেছেন। বিশেষ করে কবিতা লেখার টপিক সবথেকে ভালো ছিল আপনার।

 2 years ago 

ধন্যবাদ খুশি হলাম সুন্দর মন্তব্য করেছেন আপনি

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96724.88
ETH 3455.53
SBD 1.54