বেশ কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 months ago
আসসালামু আলাইকুম

IMG_20221221_105610_450.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট। আশা করি প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই চলুন আর দেরি না করে দেখে আসি ফুলগুলো।


ফটোগ্রাফি সমূহ:

ফাস্টে যে ফুলটা আপনাদের মাঝে শেয়ার করলাম সেটা দেখতে বেশি দারুন লাগছে তাই প্রথমে আপনাদের মাঝে শেয়ার করলাম। একদিন গিয়েছিলাম নার্সারিতে সুন্দর কিছু ফুলে চারা কেনার জন্য, সেখানে উপস্থিত হয়ে দেখলাম নার্সারীর মধ্যে ফুটে রয়েছে বিভিন্ন প্রকার ফুল। আমি যেমনি ফুলের ফটোগ্রাফি করতে পছন্দ করি তেমনি তার সাথে সেলফি অথবা ফটোগ্রাফি উঠতে ভালোবাসি। আর এই মুহূর্তে অবস্থান করছিল আমার সাথে মুস্তাফিজুর আর রোকসানা আপা। মোস্তাফিজুর তো তার মনের মত করে ফটোগ্রাফি করে চলছিল রুপসিনা আপার এন্ড্রয়েড মোবাইল না থাকায় সে আমার সাথে সাথে চলছিল ক্যামেরার মাঝখানে আসার জন্য। হয়তো পাশের এই ফুলগাছটা আপনাদের অনেকের পরিচিত। তবে এই মুহূর্তে তার নাম আমার জানা না থাকায় বলতে পারছি না যাদের জানা রয়েছে তারা অবশ্যই কমেন্টে এই ফুলের গাছটার নাম তুলে ধরবেন।

IMG_20221221_103021361_BURST0001_COVER.jpg
Camera device: Infinix hot 11s

আসলে শীতকাল মানে ফুলের সময়। শুধু নার্সারিতে নয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার ফুলের শোভা মেলে। আর শীতকাল আসলে বোঝা যায় কত প্রকার ফুল আমাদের বাংলাদেশ উৎপাদন করা হয়। এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ফুলের ফটোগ্রাফি যেখানে বিভিন্ন রকমের এক জাতীয় ফুল। নার্সারিতে না গেলে এত সুন্দর সুন্দর ফুলের দেখা মেলে না। আর সম্পূর্ণটাই ধারণ করেছিলাম আপনাদের জন্য।

IMG_20230226_125020_245.jpg
Camera device: Infinix hot 11s

দেখতে কিছুটা গ্রামীণ ঢোল কলমি ফুলের মত। তবে বিদেশি নাম ব্যবহার করার কোন প্রয়োজন মনে করছি না। যেহেতু গ্রামের যে সমস্ত মানুষ এই ফুলগুলো নিয়ে কথা বলে তারা গ্রামীন এই ফুলের সাথেই সামঞ্জস্য মিলিয়ে এক নাম ব্যবহার করে থাকে। হয়তো শুধু কালারটা পরিবর্তন। যাইহোক অনেকগুলো ফুটেছিল একটি গাছে তার মধ্য থেকে ভালো লাগার মত হাতের কাছে পাওয়া ফুলটা ক্যামেরাবন্দি করেছিলাম।

IMG_20221221_102712_255.jpg
Camera device: Infinix hot 11s

গাঁদা ফুল অনেক রকমের হয়ে থাকে। তবে এই জাতীয় ফুলগুলো আমার খুবই প্রিয়। হয়তো দেখতে বেশ ছোট তবে মানুষের মন আকর্ষণ করে তোলে। শীতকালে বিভিন্ন প্রতিষ্ঠানে এই ফুল গুলো বেশি শোভা পায়। আমার অবশ্য ফুলে চারা কিনতে গিয়ে এই ফুলের গাছ অনেকগুলো কিনেছিলাম। জানিনা এবার শীতে কোন নার্সারিতে ফুলের চারা কিনতে যাব কিনা তবে চেষ্টা করব ফটোগ্রাফি ধারন করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অবশ্য নার্সারিতে আমাদের মত কাস্টমার পেলে নার্সারির মালিকেরা খুব আনন্দ বোধ করে, কারণ এই গাছগুলো বেশিদিন সময় লাগে না তৈরি করতে যত দ্রুত বিক্রয় করা সম্ভব তত দ্রুত আবারো নতুন গাছ রোপন করতে পারে।

IMG_20221221_101834_018.jpg
Camera device: Infinix hot 11s

আমি নার্সারিতে যখন এই ফুল গাছগুলো দেখেছিলাম তখন ভেবেছিলাম গমের সময় অর্থাৎ রবিশস্যের সময় গমের জমির পাশে এই জাতীয় গাছ দেখতে পাওয়া যায় সেখানেও ঠিক এমনই ছোট ছোট বনফুল জন্মায়। মোস্তাফিজুর কি যেন নাম বলছিল এই ফুলের অবশ্যই এই মুহূর্তে আমার স্মরণেই নেই। গাছগুলো দেখতে হচ্ছে ছোট তবে ফুলগুলো খুব সুন্দর। আর তাই এই ফুল গাছ কিনে এনেছিলাম অনেকগুলো।

IMG_20221221_104706_015.jpg
Camera device: Infinix hot 11s

অন্যান্য ফুলের তুলনায় এ ফুলটা বেশ মন আকর্ষণ করার মত ছিল কিন্তু মোবাইলের সমস্যার কারণে ফটোগ্রাফিটা তেমন সুন্দর হয়নি। আমার মোবাইলে একটা সমস্যা বোধ করি মাঝে মাঝে ফটোগ্রাফি করার সময় ফটো যেন ঝাপসা হয়ে যায় আর ক্লিয়ার হতে চায় না। অনেক ফটোগ্রাফি করতে গেলে মোবাইলটা বেশি গরম হয়ে যায় ঠিক তখনই গিয়ে প্রবলেম ফেস করি।

IMG_20221221_104039_115.jpg
Camera device: Infinix hot 11s

এই দুইটা কচমচ ফুল, দেশি কচমচ। একটু গাছ বড় হয়ে থাকে। তবে ফুলগুলো কিন্তু খুবই আকর্ষণীয় ও মন ভুলানো হয়ে থাকে। এতক্ষণ যে সমস্ত ফুলগুলো আপনাদের মাঝে শেয়ার করছিস সে সমস্ত ফুলগুলো যতটা সুন্দর হোক না কেন আমার কিন্তু এই ফুল গুলো বেশি প্রিয়। একদম মন ছুয়ে যাওয়ার মত।

IMG_20221221_102303_079.jpg
Camera device: Infinix hot 11s

এখানে দুই প্রকার গাঁদা ফুল রয়েছে। মূলত গেছিলাম এই ফুল গাছের চারা কেনার জন্য। যেহেতু উদ্দেশ্য আমার আর মুস্তাফিজুরের স্কুলের সামনের দিকে খুব সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে সাজাতে হবে তাই। বেশ পরিশ্রম করেছিলাম স্কুলের আঙ্গিনা সুন্দরভাবে সাজানোর জন্য। আর তাইতো এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো করছিলাম সে মুহূর্তে। হয়তো অতীতের দিনগুলো আজ স্মৃতি হয়ে থাকবে ফটোগ্রাফির মাধ্যমে।

IMG_20221221_101929_241.jpg
Camera device: Infinix hot 11s

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন ফুলের পোস্ট, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

Sort:  
 9 months ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লাগলো ভাইয়া। আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফিগুলো করেছেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য খুশি হলাম

 9 months ago 

বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার লাগছে বলতে হবে আপনার ফটোগ্রাফের হাত অনেক ভালো। ফটোগ্রাফি গুলা এতটাই ভাল হয়েছে যে কোনটা রেখে কোনটা ভালো বলবো বুঝতে পারছি না। ধন্যবাদ ভাই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।

 9 months ago 

চেষ্টা করলাম কিছু সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য

 9 months ago 

আপনার চেষ্টা অনেকাংশেই সফল হয়েছে বলে আমি মনে করি।

 9 months ago 

প্রথম ফুলটা আমিও দেখেছি। ফুলটার সুগন্ধ কম। কিন্তু নাম টা এখন মনে পড়ছে না। আর ঐ ফুলটার নাম পিটুনিয়া। ঐ ফুল সাদা লালা সহ আরও কয়েকটি বর্ণের হয়ে থাকে। আর কসমস ফুলটা তো বেশ চমৎকার একটা ফুল। সবমিলিয়ে দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। তবে আরেকটু ফোকাস করে এবং ক্লিয়ার ফটোগ্রাফি করলে আরও ভালো লাগত।।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অবশ্য নামটা খুব পরিচিত

 9 months ago 

ভাই আপনি আজকে বেশ চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল হলো সৌন্দর্যের প্রতিক। ফুল কে ভালোবাসে না এমন লোকের সংখ্যা খুবই কম। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফুল গুলো ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

সৌন্দর্যের প্রতীক বলেই তো শেয়ার করেছি ভাই

 9 months ago 

ফুল আমার খুবই পছন্দের। আমি ফুল অনেক বেশি পছন্দ করি, আর ফুলের ফটোগ্রাফি করতে তো আরো বেশি ভালোবাসি। প্রত্যেকটা ফুলের এত সৌন্দর্য দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আমি। আপনি এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে এত সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি অসাধারণ লেগেছে।

 9 months ago 

ফুল আমরা সবাই অনেক পছন্দ করি। ফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে। এটা কিন্তু সত্যি বলেছেন শীতকাল মানেই হচ্ছে ফুলের সময়। শীতের সময় তো আমি বিভিন্ন জায়গায় চলে যাই ফুলের সাথে সময় কাটানোর জন্য। ফুলের মাঝে সময় কাটাতে যেমন ভালো লাগে, তেমনি ফুলের ফটোগ্রাফি করতেও অনেক পছন্দ করি। এই ফটোগ্রাফি গুলো আপনি অনেক দারুন ভাবে করেছেন। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন।

 9 months ago 

নার্সারি বাগানে গেলে এমনিতে অনেক ভালো লাগে কারণ বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের চারা গাছ দেখা যায়। তবে আজকে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে সাজিয়ে বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনি নার্সারি বাগানে ঘুরতে গিয়ে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার এক একটা ফটোগ্রাফি সত্যি অসাধারণ হয়েছে। তবে নার্সারি বাগানে গেলে এমনিতে মন অনেক ভালো হয়ে যায়। যাইহোক আপনার ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67167.83
ETH 3499.47
USDT 1.00
SBD 2.81