বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি || নবম পর্ব

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম

img_1700680022337.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট। এখন থেকে চেষ্টা করবো প্রতি সপ্তাহে রেনডম ফটোগ্রাফি গুলো পর্ব আকারে শেয়ার করতে। চলুন দেখে আসি নবম পর্ব।


ফটোগ্রাফি সমূহ:


দিনশেষে পরিবারই সবচেয়ে আপন। হয়তো তার সাথে একত্রে বসবাস করতে গিয়ে অনেক কথা কাটাকাটি আনন্দ অভিমান সবকিছুই হয়ে থাকে। তবে তাকে ছাড়া একটি মুহূর্ত যেন কঠিন যখনই সে দূরে থাকে মায়ের বাসায় তখনই বোঝা যায় নিজেকে কতটা একা একা লাগে। সেই প্রিয়জনকে ঘিরেই যত স্বপ্ন যত আশা। তাই মাঝেমধ্যে তার ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করতে হয়। ঠিক তেমনি তার ভালো লাগার কিছু জিনিস কিনে দিতে একত্রে উপস্থিত হয়েছিলাম আমাদের নিকটস্থ গাংনী বাজারে। প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিতে পেরে সে বেশ আনন্দবোধ করেছিল। আর মেয়েদের প্রয়োজনীয় জিনিস বলতে বোঝায় রান্না সামগ্রী অথবা কসমেটিক জাতীয়। আর ঠিক সেই আনন্দঘন মুহূর্তের একটি সেলফি ছিল এটা।

IMG_20230907_122446_131.jpg

শীতের সময় আসলে আমাদের দেশে ওয়াজ মাহফিলের আয়োজন বেড়ে যায়। আর যেখানে ওয়াজ মাহফিল হয়ে থাকে সেখানে দুই শ্রেণীর ব্যবসায়িকের আনাগোনা বেশি হয়। এক হচ্ছে বিভিন্ন খেলনা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান অর্থাৎ মেলা বসে। আরেকটি হচ্ছে খাবার-দাবারের দোকানগুলো। ঠিক সে মেলা থেকে ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে। আর সেখানে আমাদের মত ব্লগার। ফটোগ্রাফি করতে গিয়ে দেখলাম দুইটা পুতুল খুব সুন্দর ভাবে একই প্যাকেটের মধ্যে সে আছে আমাদের দিকে তা আবার নারী পুরুষের পুতুলের দৃশ্য। তাই আর দেরি না করে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম।

IMG_20231107_195446_721.jpg

শীতকাল আসলে রাত বড় হয়ে যায় আর ঘুম না ভাঙতেই যেন খিদে লেগে যায়। আর এই সময়টায় শুকনো খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ি আমি। অন্যান্য শুকনো খাবারের মধ্যে মুড়ি চানাচুর আর বিস্কুট এ ছাড়া যেন আমার দিনই চলে না। পোস্ট কমেন্ট চ্যাটিং-এর মুহূর্তে আমি যেন ঠিক এভাবেই বসে পড়ি এই খাবার নিয়ে। কখন জানি ফুরিয়ে যায়, স্মরণই থাকে না। তবে বিস্কুটগুলো ভেঙে ওর মধ্যে দিয়ে খেতে বেশ ভালো লাগে।

IMG_20231121_135813_120.jpg

এটা ২২ ছড়ি কলার একটি কাইন। গুনে দেখান তো বন্ধুরা এখানে বাইশটা ছড়ি আছে কি? তবে এমন এমন সময় আসে যখন এই কলার খুবই মূল্য বেড়ে যায়। প্রত্যেকটা কাইনের মূল্য ৪০০, ৫০০, ৬০০ টাকা পর্যন্ত হয়ে যায়।

IMG_20231121_083401_644.jpg

কেনাকাটার জন্য যেকোনো মুহূর্তে বামন্দি বাজারে উপস্থিত হতে হয়। আর এখানে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিসই কিনে থাকি আমি। যেখানে চিড়ি, মুড়ি, ছোলার ডাল বেশি নিয়ে থাকি।

IMG_20230901_173933_396.jpg

আমার মোবাইলে মাঝেমধ্যে ফটোগ্রাফি তেমন ভালো হয়ে ওঠে না কেন জানি সাদা হয়ে যায় সব। কিন্তু লক্ষ্য করে দেখেছি যখনই করলার ফটোগ্রাফি করতে যাই ফটোটা বেশ সুন্দরী হয়ে থাকে। তাই পুকুরপাড়ের বাগানে প্রবেশ করলেই যদি দেখি করোল্লা রয়েছে আমি অথবা আমার পরিবার এর ফটো উঠিয়েই থাকি।

IMG_20231016_061647_487.jpg

বেশি না হলেও কিছুটা ইলেকট্রনিক কাজে আমার পারদর্শিতা রয়েছে। আর এজন্য নিজের কাজগুলো খুব সহজেই করতে পারি, ডাকতে হয় না অন্য কোন মানুষকে। বরঞ্চ আমাকেই ডেকে নিয়ে যায় পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজনেরা, তাদের সমস্যা একটু সমাধান পাওয়ার জন্য। ঠিক তারই মাঝখান থেকে তোলা একটি ফটো রাউটার লাগানোর।

IMG_20231024_135734_168.jpg

শীতকাল উপলক্ষে লাগানো আমার নতুন বেগুন গাছগুলো দেখতে বেশ চমৎকার,ছোট ছোট গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর বেগুন ধরা শুরু হয়ে গেছে কিন্তু কিছুটা দিন যেন অবহেলায় পড়ে গেছে। ঠিকভাবে তার পরিচর্যা করতে পারছি না। নিজে হাতে উৎপাদিত্য জিনিস অন্যের মাঝে তুলে ধরতে খুবই ভালো লাগে।

IMG_20231112_093516_670.jpg

আমি দীর্ঘ পর্ব শেয়ার করেছিলাম আমার এই সবজি গাছ এর কার্যক্রম, তবে পরবর্তীতে কতটা ফল ধরেছে না ধরেছে তা আর সেভাবে শেয়ার করা হয়ে ওঠেনি মোবাইলের সমস্যায়। তবে ফটোগ্রাফি গুলো রয়েছে ল্যাপটপের মধ্যে। চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরতে, ঠিক তারই মধ্য থেকে আজকের এই ঝিঙে সবজি উত্তোলনের মুহূর্তের সুন্দর একটি ফটো।

IMG_20230802_091552_839.jpg

এটা কুষ্টিয়া চোড়হাঁস-মোড় এক দৃশ্য। আপনারা কখনো যদি কুষ্টিয়া শহরে উপস্থিত হন বিশেষ করে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা রাস্তা অথবা কুমারখালীর দিকে যাওয়া আসা করেন অবশ্যই এই জায়গাটা অতিক্রম করতে হবে। কুষ্টিয়া বাস টার্মিনালের অতি নিকটে এই জায়গা। আমরা যখন আলমডাঙ্গা হয়ে কুষ্টিয়ায় প্রবেশ করি, ঠিক এই রাস্তা দিয়ে চলতে হয়। আশা করি কুষ্টিয়া শহর বাংলাদেশের অন্যান্য উন্নত মানের শহর গুলোর মধ্যে একটিতে রূপান্তরিত হতে যাচ্ছে খুবই শীঘ্রই।

IMG_20231110_132425_9.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 8 months ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি একদমই অসাধারণ হয়েছে। আর এরকম ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই৷ আর পরিবারের সবচেয়ে আপন মানুষকে নিয়ে আপনি কিছু ক্রয় করার জন্য গিয়েছেন দেখে খুবই ভালো লাগলো৷ সব সময় এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাবেন বলে আশা করি৷

 8 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67808.66
ETH 3248.00
USDT 1.00
SBD 2.67