DIY: নতুন পুরাতন উপকরণের সমন্বয়ে এলইডি বাল্ব তৈরি
আজ - বুধবার |
১৯ই মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ
হ্যালো বন্ধুরা,
আপনারা কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো ও সুস্থ রয়েছি। 'আমার বাংলা ব্লগ' কমিউনিটিতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করুন এবং এই কমিউনিটিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলুন। আসুন,করোনা মহামারীর সময় নিজেরা সজাগ ও সচেতন থাকি এবং পরিবার ও সমাজের মানুষদেরকে সজাগ সচেতন থাকার উৎসাহ প্রদান করে।
আমরা ইলেকট্রনিক্সের দোকান থেকে খুব সহজেই একটি এলইডি-বাল্ব কিনে থাকি। হয় সে টি দামি,নয় তো বা কম দামের। কিন্তু কখনো কি খেয়াল করেছি ইহা নিজ জ্ঞান দ্বারা একটা তৈরি করতে পারব এবং বন্ধুদের মাঝে শেয়ার করব। হয়তো কখনো তা হয়ে ওঠেনি। তবে আমি চেষ্টা করতেছি,নরমালি একটি সার্কিট ও বাল্ব দিয়ে একটি এলিডি-বাল্ব তৈরি করে দেখাতে। নিজ অভিজ্ঞতা দ্বারা কোনো কিছু তৈরি করা মধ্যে আছে অন্যরকম ভালোলাগা। সেই ভালো লাগাটি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আর কথা না বাড়িয়ে,এবার শুরু করা যাক।
- শেষের দৃশ্য। এলইডি বাল্ব তৈরীর সম্পূর্ণ হলে, বাল্বটি বৈদ্যুতিক লাইনের সেট করে আলো জ্বলানো অবস্থায় আমার একটি ফটো। সত্য যাচাই করতে বাল্বের গায়ে লেখা তারিখটি শুরু এবং শেষ পর্যন্ত ফলো করতে পারেন।
ক্রমিক নং | নাম | পিস |
---|---|---|
১। | নষ্ট এলইডি বাল্ব এর কেসিং | একটি |
২। | নতুন সার্কিট | একটি |
৩। | বাল্ব প্লেট | একটি |
৪। | তাঁর | দুই খণ্ড |
৫। | হিটসিং | একটি |
ক্রমিক নং | নাম |
---|---|
১. | এন্টিকাটার |
২. | গ্লু স্টিক |
৩. | গ্লু গান |
৪. | তাতাল |
৫. | রাং |
৬. | রজন |
৭. | কাঁচি |
৮. | স্বর্ণা |
ধাপ :-১
• প্রথমত একটি পুরাতন এলইডি বাল্ব নিয়ে এলাম এবং তার সমস্ত কিছু খুলে ফেললাম।
ধাপ :-২
• একটি গামলার মধ্যে পানি দিয়ে তার মধ্যে এলইডি বাল্ব এর কেসিং রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
ধাপ :-৩
• পুরনো সার্কিট ও বাল্বপ্লেট এবং হিটসিং বাদ দিয়ে দিলাম। নতুন এলইডি সার্কিট, বাল্বপ্লেট ও হিটসিং রেডি করলাম। পাশাপাশি রাখলাম আপনাদের প্রমাণ দেখানোর জন্য এবং প্রধান কাজ শুরু করার জন্য।
ধাপ :-৪
• নতুন একটি হিটসিং এর নিচের মোটা ফাকদিয়ে এলইডি বাল্ব এর সার্কিটের ডিসি তাঁর অর্থাৎ প্লাস-মাইনাস তাঁর দুটি বের করে নিলাম। হিটসিং এর উপর বাল্বপ্লেটটি রেখে দুইটা নাট দিয়ে ভালোভাবে টাইট করে নিলাম এবং তার দুটো প্লাস মাইনাস স্থানে তাতাল দিয়ে লাগানো শুরু করলাম।
ধাপ :-৫
• বন্ধুরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন তাতাল দিয়ে বাল্ব প্লেটের প্লাস এবং মাইনাস চিহ্নের জায়গায় তার দুইটি সংযুক্ত করছি তাতাল দিয়ে লাল তাঁর প্লাসে এবং কালো তাঁরটি মাইনাসে।
ধাপ :-৬
• এবার এলইডি বাল্ব এর কেসিং এর উপরের অংশের দুটো ফাঁকা স্থান এর মধ্য দিয়ে সার্কিটের এসি লাইন দুইটা বের করে দিলাম। এসি লাইন বলতে বোঝায় কারেন্ট থেকে যে লাইন সংযোগ দেওয়া হয়।
ধাপ :-৭
• এবার তাঁর দুইটা ফাঁকা স্থানে মধ্যে দুইটা পিন এর মাধ্যমে সংযুক্ত করে দেব যেন নিচ দিকে বের হয়ে না যেতে পারে। আর এই পিন দুইটার সংযোগস্থল কারেন্ট লাইনে হোল্ডার এর সাথে যুক্ত হয় বিদ্যুৎ সংযোগ দিবে।
ধাপ :-৮
• এবার হিটসিং টি কেসিং এর মধ্যে বসিয়ে দেব। কেসিং এবং হিটসিং এর মাঝখানে সার্কিটটি অবস্থান করবে।
ধাপ :-৯
• এবার এলইডি বাল্বের নিজের গ্লাস বডি টি লাগিয়ে দিলাম। আর এরই মধ্য দিয়ে এলইডি বাল্ব তৈরি করা সম্পূর্ণ হয়ে গেল।
ধাপ :- ১০
• বাল্বটি এবার চেক করার পালা। তাই একটি টু পিন হোল্ডার লাইনের সাথে বাল্বটি সংযুক্ত করলাম।
শেষ ধাপ :
• কোন কিছু নতুন তৈরি করলে সিরিজ বোর্ডে দিয়ে চেক করতে হয় । যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কোন শর্ট সার্কিটের সম্ভাবনা থাকেনা। সিরিজ বোর্ডে টু পিন লাগিয়ে দিলাম এবং এরপর সুইচ অন করলাম। বন্ধুরা, আমার কার্য সম্পন্ন হয়েছে এবং সফল হয়েছি। আপনারা লক্ষ্য করে দেখুন বাল্বটি জ্বলছে। দিনের আলোতে বুঝতে পারছেন কিনা তাই ঘরের মধ্যে নিয়ে যেয়ে জ্বালিয়ে দেখালাম আরো প্রমাণ স্বরূপ লক্ষ্য করতে পারেন সেই বাল্বের গায়ে তারিখ লেখাটি। আর এরই মধ্যে সম্পূর্ণ হল আমার কার্যক্রম।
🇧🇩আমার পরিচয়🇧🇩
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। বাংলার স্টুডেন্ট হওয়াই,রূপ রস ছন্দ অলংকার সম্মিলিত কবিতা লেখা যথেষ্ট পারদর্শী কিন্তু লেখার প্রয়োজন বোধ করি না পূর্বে চর্চা করতাম এখন ছেড়ে দিয়েছি।
আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
💖💞💞💖
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
মোবাইল | itel vision 1 |
ক্যামেরা | Al dual camera-8mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।