বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি || দশম পর্ব

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম

GridArt_20231216_131203504.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রেনডম সব ফটোগ্রাফি নিয়ে, যেখানে বিভিন্ন পর্যায়ের ফটো দেখতে পারবেন।


ফটোগ্রাফি সমূহ:


শুরুতে আপনাদের মাঝে উপস্থিত হলাম পাতাবাহারের দুইটা গাছ নিয়ে। এ পাতাবাহার গাছ দুইটা আমরা আমাদের স্কুলের আঙিনায় লাগিয়েছিলাম। জানিনা গাছ দুইটা এখন কতটুক বড় হয়েছে তবে পাতাবাহার কিন্তু বেশ সৌন্দর্য বৃদ্ধি করে থাকে যে কোন জায়গার বা প্রতিষ্ঠানের।
IMG_20220912_132735_165.jpgIMG_20220912_132501_613.jpg

এটা পিটি প্যারেডের অংশবিশেষ। কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয় ছাত্রছাত্রীদের বিভিন্ন পিটি করে শরীর সুস্থ রাখতে এবং আগামীতে যেন ক্যাডেটের চান্স পায় সেই প্রচেষ্টা। আর এই সুন্দর দৃশ্যগুলো আশেপাশের পথচারীদের মুগ্ধ করে থাকে।

IMG_20220628_085123_446.jpg

এখানে দেখতে পারছেন আমার সবজি বাগানের সুন্দর দৃশ্য যেখানে চাল কুমড়ার ফুল, পুঁই শাকের বানের নিচের দৃশ্য, পাশাপাশি রয়েছে ঢেঁড়স ফুল এবং বর্তমান শীতকালীন সবচেয়ে জনপ্রিয় সবজি মুলার ফটোগ্রাফি। আর এই সব মিলে আমার সুন্দর সবজি বাগান পুকুরপাড়ের।
IMG_20231118_171122_162.jpgIMG_20231027_094947_407.jpg
IMG_20231020_085652_546.jpgIMG_20231026_080847_769.jpg

এ পর্যায়ে আপনারা দেখতে পারছেন কুষ্টিয়া সদর হাসপাতালে নিকটের তিন রাস্তার মোড়। যেখানে চমৎকার একটি ময়ূরের দৃশ্য স্থাপন করা হয়েছে। পাশাপাশি দেখতে পারছেন একটি বাঘের দৃশ্য এটা আমাদের আলমডাঙ্গার রাস্তা মোড়ের বর্তমান দৃশ্য। এখানে আলমডাঙ্গা বা বাজারের শুরু পাশে রয়েছে লাল ব্রিজ সাদা ব্রিজ সহ রেল স্টেশন। সামনের দিকে রয়েছে গোহাট এবং আলমডাঙ্গা বাজার। বিশেষ প্রয়োজনে চলাচল করার মুহূর্তে ক্যামেরাবন্দি করেছিলাম এই সুন্দর দৃশ্যটা।
IMG_20231110_084742_279.jpgIMG_20231110_142048_275.jpg

এ পর্যায়ে আপনাদের মাঝে দুইটা খাবারের ফটোগ্রাফি তুলে ধরেছি। যেখানে একটি খাবার দেখলে জীভেটে জল চলে আসে আর একটার দিকে আমাদের কারো রুচি নেই। তবে জিলাপি গুলো দেখতে অরুচি সম্পন্ন মনে হচ্ছে। কারণ মাঝখানের দৃশ্যটা গ্রহণযোগ্য নয়। আর যদি সম্পূর্ণটা সুন্দরভাবে সাজানো থাকতো দেখতে কতই না ভালো লাগতো। এদিকে মাশরুমের দৃশ্য হয়তো আমাদের কাছে তেমন একটা খাবার বলে মনে হয় না এরপরেও আমরা যতটা জানি মাশরুম আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেখানে কোলেস্টেরল চর্বি কমাতে ভূমিকা পালন করে। এগুলা আমরা ছত্রাক নামে জানি কিন্তু যেগুলো বৈজ্ঞানিক পন্থায় চাষ করা হয়ে থাকে সেগুলো মাশরুম নামে এবং খাবার দ্রব্য হিসেবে জেনে থাকি।
IMG_20231107_215044_359.jpgIMG_20231026_095234_495.jpg

আজ মহান ১৬ই ডিসেম্বর। আমাদের বাঙালি জাতির জন্য বিজয়ের দিন। দীর্ঘ নয় মাস রক্ত ক্ষরণের মধ্য দিয়ে আমাদের এই জাতি বিজয় লাভ করেছিল। আর সেই শহীদদের সম্মান জানানোর জন্য সারা দেশব্যাপী আজ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনেক কিছুর আয়োজন চলছে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে। জাতীয় স্মৃতিসৌধে প্রদান করা হচ্ছে শহীদদের জন্য ফুলের মালা। তাই আমিও চেষ্টা করলাম আপনাদের মাঝে সুন্দর একটি ফুলের শুভেচ্ছা পাঠাতে। শুভ হোক আমাদের বাঙালি জাতির পথচলা।

IMG_20231121_154905_656.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 8 months ago 

আপনি আজকে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনার তোলা ফটোগ্রাফি গুলা আমার কাছে বেশ ভালো লেগেছে। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন বলে বেশ ভালো লাগছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

দারুন প্রশংসা করার জন্য আপনাকেও ধন্যবাদ

 8 months ago 

বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফির দশম পর্ব আপনি আমাদের মাঝে তুলে ধরলেন দেখে ভালো লাগলো। প্রতি সপ্তাহে আপনার এরকম সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট দেখতে পাই এবারও তার ব্যতিক্রম কিছু নয়। দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে আমার কাছে শেষের দিকে ফুলের ফটোগ্রাফি সহ আরো কিছু ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

মন্তব্য দেখে খুশি হলাম

 8 months ago 

বাহ দারুন ফটোগ্রাফি করেছেন দেখছি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। আমাদের মাঝে আপনার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 8 months ago 

ভালো লেগেছে তাই ধন্যবাদ ভাই

 8 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফির পাশাপাশি উপস্থাপনাটাও দারুন ছিল। ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 8 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু

 8 months ago 

অনেকদিন পর আপনি স্কুল থেকে ধারণ করার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন এটা দেখে খুবই ভালো লাগলো। আসলেই আমরা স্কুলের ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেছিলাম। আমি মনে করি আমাদের সেই পরিশ্রম কিছুটা হলেও সার্থক হয়েছে।

 8 months ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন

 8 months ago 

রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে ভালোই লাগে। কারনে এখানে এক সাথে অনেক কিছু দেখা যায়। এখানে এক সাথে গাছ,সবজি,ফুল,খাবার সহ অনেক কিছু দেখেছি। ফটোগ্রাফি আর বর্ণনা দারুন ছিল। ধন্যবাদ।

 8 months ago 

ঠিক বলছেন ফটোগ্রাফির মধ্যে সব কিছু খুঁজে পাওয়া যায়

 8 months ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে।আসলে জিলিপির কালারটি মনঃপুত লাগলো না।যাইহোক এই মাশরুম আমরা এখন খাই ,খুবই টেস্টি।আপনার শেষের লাল কাগজ ফুলের ছবিটি অসাধারণ।ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

তবে অনেকে মাশরুম খেতে পছন্দ করে না

 8 months ago 

সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাই, কোনটা রেখে কোনটার প্রশংসা করব বুঝতে পারছি না। তাছাড়া আপনার উপস্থাপনাটাও বেশ দারুন ছিল। তবে শীতকালীন জনপ্রিয় সবজি আসলেই কি মূলা ভাই....? হা হা হা...

 8 months ago 

মনে করেন আমার আর হাফিজ ভাইয়ের জন্য এ মুলা সবচেয়ে জনপ্রিয়

 8 months ago 

অনেকগুলো ছবি মিলিয়ে সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতকালীন সবজির গাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাকেউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55030.03
ETH 2337.21
USDT 1.00
SBD 2.32