ব্যস্তময় একটা দিন

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামু আলাইকুম

IMG_20230709_140212_683.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি একটি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত শ্বশুরের সাথে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের বিষয় নিয়ে। যেখানে দেখতে পারবেন বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমার একটা দিনের শুরু ও শেষ।


ফটোগ্রাফি সমূহ:



আমার শ্বশুরের বিশেষ একটা প্রয়োজনে হেমায়েতপুর বাজার থেকে গেলাম হাট বোয়ালিয়া বাজারে। আমার শ্বশুরের বড় ছেলে থাকে কুয়েতে। হঠাৎ কাজ কাম না থাকায় সে একটা মাইক্রো গাড়ি কিনে চালাবে সেই সিদ্ধান্ত নিয়েছিল তাই তার জন্য ৪ লাখ টাকা প্রয়োজন। এত পূর্বে একবার সে মাইক্রো গাড়ি কিনেছিল পরবর্তীতে লস এর বিক্রয় করে দিয়েছিল কোন কোম্পানির কাজ করার জন্য। তাই আবারও সে মাইক্রো গাড়ি কিনবে বলে টাকা চেয়েছে বাড়িতে এদিকে আমার শশুর শাশুড়ি বিজয় ভালো মানুষ দীর্ঘদিন টাকা দেয় না এ বিষয়ে তেমন কোন কিছু প্রশ্ন না করে বরং সে টাকা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল। আমাকে সাথে নিয়েছিল ব্যাংকে একটা স্বাক্ষর দেওয়া লাগবে হয়তো সেই জন্য। নিজেকে শশুরের দুঃসম্পর্কের একটা ভাই উপস্থিত হয়েছিলাম।

IMG_20230709_140357619_BURST0001_COVER.jpg

IMG_20230709_140350_982.jpg

Photography device: Infinix hot 11s
location



এদিকে আমার এক প্রয়োজনে ছবি উঠানোর দরকার ছিল তাই ছবি উঠালাম একটি কম্পিউটার ঘরে। পরবর্তীতে কিছু টাকা প্রয়োজন বোধ করলাম দেখলাম এই ঘরে বিকাশের ব্যবস্থা রয়েছে তাই সেখান থেকে ৫০০ টাকা উঠলাম। ফটোগ্রাফির দৃশ্যমান ছেলেটা টাকা উঠানোর বিষয়ে নার্ভাস ছিল যেহেতু তার বাবা এই কাজগুলো করে থাকে। যাইহোক পরবর্তীতে টাকাটা উঠিয়ে দিল এদিকে আমার ছবি ওয়াশ করে দিয়ে দিল। তাদের ঘরে দেখি সেলাই মেশিনের কাজও চলে একদিকে প্রশিক্ষণ দেয় অন্যদিকে সেলাই মেশিন মেরামত করে। আর তাই বুঝতে পারলাম একটি ঘরের মধ্যে তারা চার রকমের কাজ করে একদিকে কম্পিউটারের ছবি বিষয়ে অন্যদিকে বিকাশ রকেটে টাকা লেনদেন এরপরে রয়েছে সেলাই মেশিনে প্রশিক্ষণ ও মেরামত। যাইহোক বেশ ভালো লাগলো তাদের এই সুন্দর কার্যক্রম দেখে।

IMG_20230709_140345_997.jpg

IMG_20230709_140348_470.jpg

IMG_20230709_140414_955.jpg

Photography device: Infinix hot 11s
location


এরপর শশুর আব্বার সাথে ব্যাংকের মধ্যে প্রবেশ করলাম। ব্যাংকের মধ্যে দেখতে পারলাম ব্যাংক কর্মকর্তাদের মোবাইল নম্বর একটি লিস্ট করে দেওয়া রয়েছে বেশ ভালো হলো হয়তো এই নম্বর ধরে যেকোনো প্রয়োজনে কল করা যাবে। তাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম। হয়তো আপনারা বলতে পারেন পার্সোনাল নাম্বার কেন এখানে দেয়া হলো অবশ্য এটা পার্সোনাল নম্বর হলে পাবলিকের জন্য। কারণ পাবলিকের সেবা দেওয়ার জন্য সামনে এভাবে লিস্ট করে রেখে দিয়েছে। আর ব্যাংকেও দীর্ঘক্ষণ অবস্থান করা লাগলো।

IMG_20230709_143111_138.jpg
Photography device: Infinix hot 11s
location



হাটবোয়ালিয়া বাজার থেকে হেমায়েতপুর বাজারে ফিরে আসার পথে রাস্তায় দেখা গেল একজন গরু বিক্রেতা দুইটা গরু নিয়ে হেমায়েতপুর বাজারের দিকে অগ্রসর হয়েছে। এই মুহূর্তে আমার শ্বশুর আব্বা একটা গরু কিনবে বলে আমাকে বলেছিল তাই পথের মধ্যে এমন গরু দেখতে পেরে সে রাস্তায় দাঁড়িয়ে পড়ল এবং সে লোকের সাথে কথা বলা শুরু করলো কিন্তু গরুয়ালা এতটাই বেশি দাম বলছে গরু নিয়ে বড় দুঃসাধ্য কর। আমরা ব্যাংক থেকে আসে কিন্তু আমাদের কাছে কোন টাকা পয়সা নেই শুধুমাত্র ৫০০ টা টাকা উঠিয়ে ছিলাম বিকাশ থেকে এটাই আমার কাছে রয়েছে পাশাপাশি আরও কিছু। সাদা কালো গরুটা আমার শ্বশুরের বেশ পছন্দ হলো বলল আব্বা এই গরুটা খুব মোটা হবে যে করে হোক এটা আমি নেব কিন্তু বড় বিক্রেতা সেটার দাম বলল ৬২ হাজার টাকা। তার দাম শুনে তো আমার মাথায় হাত। যাইহোক ওই জায়গায় একটি বাড়ি নির্মাণের জন্য ইটের কাজ চলছিল। সেই কাজের জায়গায় যিনি বাড়ির মালিক হবেন উনি একটা সুন্দর মিটমাট করে দিয়ে শেষে পঞ্চাশ হাজার টাকায় গরুটা আমাদের কিনে দিল। এদিকে আমার কাছে থাকা সে ৫০০ টাকা বায়না দিয়ে চলে আসলাম দোকানের দিকে এরপর দোকানের কাছে ওই লোকটাকে আসতে বলা হলো গরুটা নিয়ে। যেহেতু হেমায়েতপুর বাজারে গরু বিক্রি করবে অবশ্য সেই লোকটা আমার শ্বশুরের দোকানটা চিনে।

IMG_20230709_143612_474.jpg

IMG_20230709_143559_672.jpg

IMG_20230709_143658_815.jpg

IMG_20230709_143701_738.jpg

IMG_20230709_143712_383.jpg

IMG_20230709_143652_154.jpg

IMG_20230709_143751_303.jpg

IMG_20230709_143716_907.jpg

Photography device: Infinix hot 11s
location


যেহেতু গরু কেনা হয়ে গেছে কাছে টাকা না থাকায় শশুর আব্বা বলল আব্বু তুমি যেখানে বসো আজকে যেহেতু হাট একদিন দোকানে অনেক লোকজন আসা যাওয়া করবে তাই বেচাকেনা বন্ধ রেখে তো লস হয়ে যাবে। আমি দোকানে বসলাম শশুর আব্বা পুনরায় বোয়ালিয়া বাজারে আবার গেল ব্যাংক থেকে টাকা উঠাতে। শশুর আব্বা যতক্ষণ না ফিরল ততক্ষণ আমি দোকানে বেচাকেনার কার্যক্রম চালাতে থাকলাম। ইতোমধ্যে অর্ডার করা অনেক মালামাল আসতে থাকলো এবং আমার হাতে ধরিয়ে দিতে থাকলো সমস্ত ম্যামো গুলো। যাইহোক এভাবেই দীর্ঘক্ষণ বেচাকেনা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। বুঝতে পারছেন হার্টের দিন মুদি দোকান গুলোতে কেমন বেচাকেনা হয়। আর এভাবেই আমার একটা দিনের শুরু ও শেষ হয়েছিল।

IMG_20230709_145526018_BURST0011.jpg

IMG_20230709_150718_249.jpg

IMG_20230709_150503_974.jpg

IMG_20230709_165856_919.jpg
Photography device: Infinix hot 11s
location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 10 months ago 

হ্যা, হাটবারে বাজারগুলোতে বেচাকেনা অনেক বৃদ্ধি পায়। তবে টাকা পয়সার হিসেবে একটু সাবধানী হওয়া প্রয়োজন ভাই। টাকা পয়সার বিষয়ে এত ভালো মানুষ হওয়াও ভালো না। অন্য লোকে ভালো মানুষীর সুবিধা নেয়...

Posted using SteemPro Mobile

 10 months ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 10 months ago 

প্রথমে যাই হোক গাড়ি কিনে লস খেয়েছিল এখন যাই হোক সৃষ্টিকর্তা তার জন্য ভালো কিছু দেয় এবং আপনি আপনার শ্বশুরের সাথে গিয়েছিলেন। ভালো লাগলো তাকে সাহায্য করার জন্য এবং দোকানে যে ছেলেটা একসাথে অনেক কার্যক্রম করেন। সেলাই মেশিন মেরামত করেন এবং কাজ শেখানো। এই উদ্যোগটি অনেক ভালো ছিল পাশাপাশি বিকাশ, নগদ। পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য আপনি তুলে ধরেছেন। হার্টের দিন মুদির দোকানে অনেক বেচাঁকেনা হয় ও অনেক মাল যাওয়া আসা হয়।যায় হোক আপনি দোকানে বসে সকল কার্যক্রম খুব সুন্দর ভাবে শেষ করেছেন। শুভকামনা রইল ভাই

 10 months ago 

আশা করি মন্তব্য করে পাশেই থাকবেন

 10 months ago 

প্রথমে আপনার শশুরের বড় ছেলে গাড়ি কিনে লস খেলেও, তার নতুন উদ্যোগে যেন তিনি সফল হন এই কামনা করি। দোকানটিতে দেখছি চার ধরনের কাজের সুবিধা একসাথে রয়েছে। আসার পথে আবার বেশ ভালো দাম দিয়ে একটা গরুও কিনে নিলেন দেখছি আপনার শশুর আব্বা। আপনি আপনার শশুর আব্বার দোকানে বসে তাকে তার কাজে সহযোগিতা করলেন দেখে ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 10 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60380.95
ETH 2623.05
USDT 1.00
SBD 2.55