ঈদুল ফিতরের সালাত আদায় করতে গিয়ে ভিডিও ধারণ

in আমার বাংলা ব্লগ28 days ago


আসসালামু আলাইকুম




হাই!
বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম ঈদের দিনের কথা স্মরণ করে, ঈদের সালাত আদায় করার মুহূর্তের ভিডিও নিয়ে।


20240420_122936.jpg


ফটো ও ভিডিওগ্রাফি:


ইতোমধ্যে ২০২৪ সালের ঈদুল ফিতরের ঈদের আনন্দ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আমরা পেয়েছিলাম রোজার ঈদ। এই ঈদে আমরা অনেকে সালাত আদায় করেছে ঈদগা অথবা মসজিদে। তবে আমাদের গ্রামে বড় একটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে। সারা গ্রামের সকল মুসলিম ভাই দের সাথে একটি ঈদগাহ মাঠে সালাত আদায় করতে পেরেছি। এই ঈদগা ময়দানে আমাদের গ্রামের সর্বশ্রেণীর মানুষ সালাত আদায় করার জন্য উপস্থিত ছিলেন। সবচেয়ে ভালো বিষয় ছিল দিন টা আমাদের সকলের জন্য সুন্দর আবহাওয়ার। তেমন রোদ গরম ছিল না। এজন্য ফাঁকা ঈদগাহ ময়দানে খুব শান্তিতে সালাত আদায় করতে পেরেছি। ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে দেখলাম গ্রামের তিন ভাগের দুই ভাগ মানুষ উপস্থিত হয়ে গেছে। আমি ফটোগ্রাফির পাশাপাশি ভিডিও ধারণ করছিলাম ২০২৪ সালের ঈদুল ফিতরের সালাত আদায় করার স্মৃতি ধরে রাখার জন্য। তাই সুযোগ সাপেক্ষে মাঝে মাঝে ছোট ছোট করে ভিডিও ধারণ করেছিলাম এরপর এডিট করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

Video device: Infinix hot 11s
Jugirgofa



ধনী গরীব সর্ব শ্রেণীর মানুষ নির্বিশেষে একই মাঠে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতে পেরে বেশ ভালো লাগছিল। ধর্ম আমাদের শিক্ষা দেয় সকল মানুষের সাথে সুন্দর আচরণ এবং বন্ধুত্বের সুলভ আচরণ নিয়ে বেঁচে থাকার। ঠিক তেমনি ঈদের সালাত। এখানে কোন ভেদাভেদ নেই ধ্বনি বা গরিব মানুষের। যে যার মত ঈদগাহ ময়দানে এসো নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করে নিয়েছে। এরপর সবাই একসাথে হয়ে সালাত আদায় করা। গ্রামের মানুষজন যারা দেশের বিভিন্ন স্থানে চাকরিতে অথবা লেখাপড়ার জন্য ছিল তারাও চেষ্টা করছে দূর-দূরান্ত থেকে এসে গ্রামবাসীর সাথে ঈদের সালাত আদায় করতে। আর এটাকে বলা হয় নাড়ির টান। দীর্ঘদিন যে সমস্ত মুখগুলো দেখা হয়েছিল না তাদের সাথে দেখা হল ঈদের সালাত আদায় করতে গিয়ে। দুই রাকাত সালাত আদায় করার পর ঈদগায়ে উন্নয়নের জন্য চাঁদা কালেকশন হল। অনেকে স্বেচ্ছায় ৫০০,১ হাজার, ৫ হাজার,১০০০০ করে টাকা দান করলেন। এরপর দীর্ঘ মোনাজাত হল গ্রামবাসীর জন্য, মুসলিমদের জন্য,বিশ্ববাসীর জন্য,সর্ব শ্রেণীর মানুষের জন্য, সকল প্রকার দুর্যোগ থেকে যেন মহান সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেন এমনই ভাবে মোনাজাত।

IMG_20240411_080207_874.jpg

IMG_20240411_082500_495.jpg

IMG_20240411_082653_2.jpg
Photography device: Infinix hot 11s
Jugirgofa



এরপর নামাজ শেষ হলো, এই মুহূর্তে আমি একটু ভিডিও ধারণ করলাম। বেশ ভালো লাগছিল যে গেট দিয়ে আমরা সব নামাজের জন্য ঈদগাহ ময়দানে প্রবেশ করলাম। নামাজ শেষে সব মানুষ ধীরে ধীরে বের হয়ে গেল। তবে অনেকেই ঈদগাহ ময়দানে একসাথে ছবি সেলফি উঠাতে থাকলো। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি। আমিও আমার বন্ধুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে থাকলাম। আর এভাবেই তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও ধারণার ফটোগ্রাফি করলাম।

IMG_20240411_085129_2.jpg

Photography device: Infinix hot 11s
Jugirgofa


গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
বিষয়ঈদুল ফিতরের সালাত
লোকেশনগাংনী মেহেরপুর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 28 days ago 

ঈদকে ঘিরে আপনার ঈদের জামাতের ভিডিওটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভাইয়া সত্যি বলেছেন দীর্ঘ এক বছর পর এক মাস সিয়াম সাধনার পর আমরা অপেক্ষা করি এই ঈদের নামাজটির জন্য। আল্লাহপাক যে আমাদের সবাইকে ২০২৪ এর ঈদের নামাজ পরার তৌফিক দিয়েছেন তার জন্য আল্লাহর কছে শুকরিয়া। আর আগামী এই রমজান ও ঈদুলফিতর যেন সবার জীবনে ফিরে আসে সেই দোয়াই করি। আমিও কিন্তু এবার ঈদের নামাজ মসজিদে জামাতের সাথে পড়েছি খুব ভালো লেগেছে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেজন্য শুকরিয়া আল্লাহর কাছে। ধন্যবাদ ভাইয়া খুবি সুন্দর একটি ভিডিও দেখলাম আপনার পোস্টের মাধ্যমে।

 24 days ago 

আপনাদের ওখানে মেয়েদের সালাত আদায় করার ব্যবস্থা আছে?

 24 days ago 

হ্যাঁ ভাইয়া অনেকদিন থেকেই আমি প্রথম গিয়েছি

 28 days ago 

ঈদুল ফিতরের সালাত আদায় করতে গিয়ে ঈদগাহে অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারন করেছেন। এবার আর ঈদে জুগীর গোফা থাকা হয় নি তবে আপনার ভিডিওটা দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। ঈদের নামাজ পড় সবাই কোলাকুলি করছে তার সাথে ঈদের আনন্দটা ও প্রকাশ করছে। ধন্যবাদ সুন্দর একটি ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 24 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 28 days ago 

ঈদের দিনে ঈদগাহের সুন্দর পরিবেশটা আজকে তোমার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখতে পেরে বেশ ভালো লেগেছে আমার। ঈদের দিনে এরকম ভাবে গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করার মজাই আলাদা। যাহোক চমৎকার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 24 days ago 

চেষ্টা করেছি গ্রামবাসীকে আমার ক্যামেরার মধ্যে রাখতে

 27 days ago 

বছরে দুইবার মানুষ নতুন কাপড় পড়ে আনন্দের সাথে ঈদগাহ ময়দানে যায়। সেখানে চেনা অচেনা অনেক মানুষ থাকে। সেই দৃশ্যটা সত্যিই অনেক সুন্দর। যখন সবাই এক সাথে রুকুতে যায়,সেজদাতে যায় তখন খুবই সুন্দর লাগে। ধন্যবাদ।

 24 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া

 25 days ago 

ঈদুল ফিতরের সালাত আদায় করতে গিয়ে আপনি খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন এবং আপনার কাছ থেকে এই ভিডিওগ্রাফি দেখার মাধ্যমে খুব সুন্দর কিছু বিষয় দেখতে পারলাম৷ সকলে মিলে ঈদের সালাত আদায় করার মুহূর্ত আমাদের সব সময় ভালো লাগে৷ এরকম মুহুর্ত আমাদের সব সময় মনে থেকে যায়৷

 24 days ago 

চেষ্টা করেছি ভাই ভিডিওটা ধারণ করতে

 23 days ago 

খুব সুন্দর ভিডিও ধারণ করেছেন আপনি ৷

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66991.04
ETH 3101.80
USDT 1.00
SBD 3.74