কুষ্টিয়া শহর ভ্রমণ

in আমার বাংলা ব্লগ7 months ago
আসসালামু আলাইকুম





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ভ্রমণ বিষয়ক পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কুষ্টিয়া শহরের কয়েকটা জায়গার ফটো আর একটি ভিডিও নিয়ে। আশা করি এরই মধ্য দিয়ে অচেনা স্থান সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন আপনারা।


ফটোগ্রাফি সমূহ:



আপনারা সকলেই জানেন কুষ্টিয়া বাংলাদেশের অন্যতম শহর গুলোর মধ্যে একটি। আমাদের গাংনী মেহেরপুর থেকে একদিকে কুষ্টিয়া অন্যদিকে চুয়াডাঙ্গা। ত্রিভুজ আকৃতিতে ধারণা করলে বোঝা যায়। তবে বিশেষ বিশেষ প্রয়োজনে চুয়াডাঙ্গা অথবা কুষ্টিয়াতে উপস্থিত হতে হয়। ঠিক তেমনি কুষ্টিয়া শহরে অবস্থান করেছিলাম আর সেই মুহূর্তে কিছু ফটোগ্রাফি ও ভিডিও ধারণ করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তাই উপস্থিত হয়ে গেলাম কুষ্টিয়া শহরের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার সদর হাসপাতালের অতি নিকটে ছাত্রাবাস। বেশ কয়েকদিন কুষ্টিয়া সদর হাসপাতালে অবস্থান করেছিলাম পাশাপাশি ডায়াবেটিক সেন্টারে। আব্বা আম্মার অসুস্থতার কারণে সেখানে যাওয়া আসা করতে হয়েছে। এটা মেডিকেল ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট স্কুল, কুষ্টিয়া। পাশাপাশি বিশেষ বিশেষ প্রতিষ্ঠান অবস্থিত। এক সকালে হোটেলে খাওয়ার উদ্দেশ্যে ঠিক এই জায়গায় অবস্থান করেছিলাম আর ফটো ধারণ করেছিলাম।

IMG_20231110_131622_581.jpg

IMG_20231110_084746_760.jpg

IMG_20231110_131635351_BURST0005.jpg
Photography device: Infinix hot 11s
location

এখানে মেইল প্রেসিং সেন্টারের পাশ দিয়ে চলে যেতে হয় কুষ্টিয়া ডায়াবেটিস সেন্টার অথবা সদর হাসপাতালের দিকে। বড় বাজার থেকে কিছুটা দক্ষিনে এর অবস্থান। কুষ্টিয়া শহর টা আমার কাছে খুবই ভালো লাগে কারণ দীর্ঘদিন এখানে আমার চলাচল। তাই যেন অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়ে গেছে কুষ্টিয়া শহরের প্রতি। বিশেষ কোন কিছু কেনাকাটা আর ডাক্তারের কাছে যাওয়ার বিষয়ে এখানে উপস্থিত হতে হয় আমাদের। কারণ আমাদের মেহেরপুরের চেয়ে এখানে বিশেষ সুবিধা রয়েছে, রয়েছে অনেক সেবা প্রতিষ্ঠান।

IMG_20231110_084807_582.jpg

IMG_20231110_084823_830.jpg
Photography device: Infinix hot 11s
location



কুষ্টিয়ার এই তিন রাস্তার মোড়ে কিছুটা সময় আমি অবস্থান করেছিলাম। একদিকে ঔষধ কেনার উদ্দেশ্যে আর একদিকে ভালো হোটেলে খাওয়ার জন্য। সকালবেলা তেমন বেশি ভিড় ছিল না। মানুষের চলাচল খুবই কম ছিল তাই দীর্ঘক্ষণ এখানে শান্তির নিশ্বাস নিতে পারছিলাম। পাশাপাশি এদিক ওদিকটা বেশ ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম।

IMG_20231110_084741_467.jpg

IMG_20231110_084647_883.jpg
Photography device: Infinix hot 11s
location



এটা কুষ্টিয়া সদর হাসপাতালের একটা এরিয়া। ছবিতে দেখতে পাচ্ছেন আপনাদের বিদ্যুৎ জিরো ওয়িনের কুটুম। উনি আমার সাথে ছিলেন তাই চেষ্টা করছিলাম দুই ভাই কিছুটা সময় এদিকে ওদিকে ঘোরাঘুরি করি এবং বিশেষ বিশেষ স্থানগুলো দেখব। তবে কুষ্টিয়া এই সদর হাসপাতালের আশেপাশের এরিয়া গুলো বেশি দেখার মতই ছিল। দুই ভাই একসাথে ঘুরাঘুরি করলাম যেন চিনে রাখা যায় প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো, দেখা যাচ্ছে যে কোন মুহূর্তে উপস্থিত হলে খুব সহজেই খুঁজে পেতে পারবো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

IMG_20231110_081522_150.jpg
Photography device: Infinix hot 11s
location



আমরা মেহেরপুরের দুই লাইন দিয়ে কুষ্টিয়া শহরে প্রবেশ করতে পারি। যেহেতু আমরা গাংনী থানার লোক, এই দুই রাস্তা দিয়ে আমাদের বেশি সুবিধা হয়ে থাকে। একটি হচ্ছে মেহেরপুর থেকে ভেড়ামারা রাস্তা। আরেকটা হচ্ছে মেহেরপুর থেকে আলমডাঙ্গা দিয়ে কুষ্টিয়ার রাস্তা। মেহেরপুর থেকে ত্রিমনি বা ভেড়ামারা রাস্তার ওই দিকটা একটু খারাপ হওয়ায় আমরা এখন আলমডাঙ্গার এই রাস্তা দিয়ে চলাচল করি। তাই কুষ্টিয়া শহরে প্রবেশ করতে প্রথমে চোড়হাসমোর ক্রস করা লাগে। এ রাস্তা দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়া যায় একদিকে যশোরের লাইন আরেকদিকে রাজশাহী বা ঢাকার লাইন। তবে বলতে পারি এখান থেকেই কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর শুরু। দীর্ঘ ১০-১২ বছর কুষ্টিয়া শহরে আসা-যাওয়া। তবে এখন ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। আশা করি আরো উন্নত হবে এই সুন্দর শহরটা। আর এভাবেই আমাদের সোনার বাংলা গড়ে উঠবে সমৃদ্ধশালী হয়ে। এমন সুন্দর আশায় ব্যক্ত করলাম সরল মন থেকে।

IMG_20231110_132426_6.jpg
Photography device: Infinix hot 11s
location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 7 months ago 

ভাইয়ার ভ্রমণ কাহিনী পড়ে ভালোই লাগলো। ভ্রমণ আমারও অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার ভ্রমণ অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

সুন্দর মন্তব্য করেছেন আপু, খুবই খুশি হলাম।

 7 months ago 

বাবা-মায়ের অসুস্থতার কারণে কুষ্টিয়াতে কিছুদিন থাকতে হয়েছিল আর সেটা নিয়ে আজকে পোস্ট শেয়ার করেছেন তবে সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি আমাদের জেলা শহরে এসেছিলেন আর সেটা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন তা দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাদের শহরটা কিন্তু আমার খুবই প্রিয়

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44