বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি || পর্ব পাঁচ

in আমার বাংলা ব্লগ9 months ago
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি বিভিন্ন পর্যায়ের এই রেনডম ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।


ফটোগ্রাফি সমূহ:



এটা একটি ঢেঁড়স ফুল। আমার সবজি বাগান থেকে তোলা এই ফুলটা। রোদের আলোয় বেশ চমৎকারভাবে ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছে। ফুলটা দেখতে এতটাই মনৌ মুগ্ধকর যেন চোখ ফেরানো বড় কঠিন। কিছুটা সাদা আর কিছুটা হলুদ আকৃতির হওয়ায় বেশ উজ্জ্বল লাগছে। যখন এই ফুলগুলো ফোটে তখন দেখতে বেশ ভালো লাগে। আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেক যত্ন সহকারে ফুল গাছ লাগিয়ে থাকি কিন্তু এই ফুল গাছ বা সবজি গাছের প্রতি কেমন যত্ন না নিয়েও সৌন্দর্য উপভোগ করতে পারি। আর প্রকৃতির মাঝে এভাবেই সৃষ্টিকর্তা অনেক সুন্দর্য তৈরি করে রেখেছেন যেগুলো আমরা যত্ন না নিয়েও উপভোগ করি।

IMG_20230802_084206_597.jpg



মাঠে ধান লাগানোর এক দৃশ্য এটা। আকাশের ঘন কালো মেঘ আর তার নিচে কৃষকের ফসলের মাঠ যেখানে সবে মাত্র ধান লাগানোর কার্যক্রম চলছে। বেশ ভালো লাগছিল ক্যামেরা বন্দি করতে এই সুন্দর দৃশ্য,এখন অবশ্য ফসলের মাঠে ধান ঘন সবুজ। আর এই নিয়ে আমাদের বাংলার প্রাকৃতিক দৃশ্য। যখন কৃষকেরা তাদের ফসলের মাটিগুলো কৃষি কাজের বিভিন্ন ভাবে শ্বাস কাজ করে থাকে তখন যেন দেখতে এক রকম লাগে আর যখন ফসল ফলায় দেখতে প্রাকৃতিক দৃশ্য অন্যরকম হয়ে যায়। আর এই নিয়ে যুগ যুগ ধরে চলে আসছে আমাদের কৃষিকাজ।

IMG_20230727_171251_157.jpg



অনেকেই বলে থাকে শতরাক আবার কেউ বলে মাশরুম। তবে সকলের কাছে সুপরিচিত ব্যাঙগের ছাতা নামে। তবে এই দৃশ্য গুলো সে বর্ষাকালে বেশি দেখা যায়। যেকোনো পচা বা নষ্ট গাছ অথবা গাছ গাছড়ার মধ্যে থেকে বের হয়। তবে আমার নোংরা জায়গার মধ্য থেকে সুন্দর এই পদার্থ তৈরি হওয়ার বিষয়টা কিন্তু রহস্যজনক। যার কোন প্রাণ নেই তবুও এত সুন্দর ভাবে তৈরি হয়ে যায় একলাই। যাই হোক আমার কিন্তু বেশি ভালো লাগে এ জাতীয় মাশরুম বা ছত্রাকগুলো।

IMG_20230705_091427_663.jpg



ঝালের দাম প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে। তাই আমার সবজি বাগানের মধ্যে থেকে যতটুকু সম্ভব হচ্ছে তুলে আনার চেষ্টা করছি কারণ একদিন চুরি হয়েছে। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে মানুষ অন্যের জিনিস খুব সহজে চুরি করতে পছন্দ করে। তবে সেটা হয় শুধু চুরি নয় বড় আকারে ক্ষতি। ঝাল তুলে নিয়ে গেছে যা দুঃখ নাই কিন্তু গাছগুলো ভেঙ্গে উপড়ে থেকে গেছে। আর এটাই আমাদের দেশের চোরের ধর্ম।

IMG_20231007_174753_2.jpg



ভেবেছিলাম এবার হয়তো আর ভারী বর্ষণ হবে না যেহেতু বর্ষাকাল চলেই গেছে শরতের শেষ। হয়তো হালকা-পাতলা বৃষ্টি হয়ে বিদায় নেবে এবার কার বর্ষা। কিন্তু হঠাৎ আকাশে মেঘ জমে কয়দিন ধরে যে ভারী বর্ষণ হলো মানুষের কল্পনার বাইরে। এতে আমাদের অনেক পুকুর ভাটিয়ে পানি বের হয়েছে মাছ বের হয়েছে। আর ঠিক সেখান থেকেই ভিত্তিতে ধরা পড়েছিল এই জাতীয় ছোট মাছ।

IMG_20231006_083339_933.jpg



এটা বর্তমান বাংলাদেশের ফসলের মাঠের দৃশ্য। সারা দেশব্যাপী কৃষির জমিগুলোতে যেখানে ধান লাগানো হয়েছে আর কিছুদিন পর হয়তো ধানের শীষ বের হবে। আর এমন মুহূর্তের ফসলের দৃশ্য গুলো দেখতে বেশ ভালো লাগে। ঘন সবুজ ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু ধান খেত।

IMG_20230923_130407_579.jpg



এটা একটি কাঁচা কলার কাইন। আমরা জানি আমাদের দেশের শাকসবজি গুলোর মধ্যে অন্যতম সবজি এটা। বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে সব ডাক্তার কিন্তু পরামর্শ দিয়ে থাকে এই কলা খাওয়ার জন্য। বিশেষ করে যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের জন্য ডাক্তার বেশি বেশি এই কলা খেতে বলে। এতে অনেকের পেটের সমস্যাও দূর হয়। কোষ্ঠকাঠিন্য দূর হয়। তবে যাই হোক আমার খুবই ভালো লাগে মাছ অথবা অন্যান্য কিছুর সাথে রান্না করে খেতে।

IMG_20230920_072609_798.jpg



সুন্দর একটি কাশফুলের ফটোগ্রাফি। এ সুন্দর জানি গ্রহণ করেছিলাম আমাদের পুকুর পাড়ের কাশবন থেকে। আসলে শরতের সময় আমাদের জন্য সুন্দর দৃশ্য বয়ে আনে যেখানে কাশবন থাকে। আমি এমনিতেই কাশফুলের প্রতিবেশী আসক্ত। অনেক ভালো লাগে ফটোগ্রাফি করতে এবং ক্যাশবনে বসে কবিতা লিখতে। আর রোমান্টিক মুড সৃষ্টি হয় যখন কাশবনের পাশে অবস্থান করা যায়। দেশের বিভিন্ন প্রান্তে যেখানে কাজ বন্ধ রয়েছে ফুল প্রিয় মানুষের আসরে চলে সেই জায়গায় ঠিক কিছুদিন আগেও দেখলাম ইউটিউবে এমন অনেক ভিডিও।

IMG_20230917_173415_786.jpg



ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট সাতক্ষীরা সেলফি কন্যা থেকে তোলা বড় ভাইদের একটি দারুন ছবি। পরীক্ষা শেষে আমাদের বলা হয়েছিল এখানে সবাই যেন সেলফি তুলে যায় ফটোগ্রাফি করে যায়। জীবনে এই প্রথম দেখলাম কোন প্রতিষ্ঠান আমাদের কে অনুরোধ করছে ফটোগ্রাফি এবং সেলফি তোলার জন্য। যেহেতু সারা দেশের বিভিন্ন স্থান থেকে পরীক্ষার্থী উপস্থিত হয়েছিলাম সেখানে। হয়তো স্মৃতি ধরে রাখার জন্য এই সুব্যবস্থা।

IMG_20221119_121844_553.jpg



এগুলো নেপিয়ার ঘাসের ফুল। বেশি দারুণভাবে ফুটে রয়েছে সন্ধ্যাকালীন মুহূর্তে হয়তো ভালোভাবে ক্যাপচার করতে পারেনি ক্যামেরায়, তবে আকাশ পানে খাড়া হয়ে থাকা ফুলগুলো দেখতে বেশ চমৎকার। মাগরিবের আজানের পরে তোলার চেষ্টা করেছিলাম ফটোগ্রাফি গুলো। আর এটাই ছিল আজকের এই পোষ্টের সর্বশেষ ফটোগ্রাফি।

IMG_20231007_175709_210.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 9 months ago 

রেনডম ফটোগ্রাফি করলে সেগুলো অনেক সুন্দর হয়। আপনিও অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন বিভিন্ন জিনিসের। যেগুলোর এত সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি দেখে আমার ইচ্ছে করছিল তাকিয়ে থাকতে। কাশফুল এখন বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যেগুলো অনেক সুন্দর। আর এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করলে সেগুলো দেখতেও ভালো লাগে। কাশফুলের ফটোগ্রাফি টা জাস্ট মনোমুগ্ধকর ছিল।

 9 months ago 

ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে এত অসাধারণ লাগছিল যে, প্রতিটা ফটোগ্রাফিগুলো আমি ঘুরে ফিরে দেখছিলাম। পুকুর পাড়ে কাশফুল বাতাসে দোলখাওয়া ধানের ক্ষেত এবং নিজের পুকুরে তাজা তাজা মাছ আর কত কি ছবির ফটোগ্রাফি করলেন আপনি। আসলে আমরা যারা ঢাকায় থাকি তাদের এরকম গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো ফটোগ্রাফি করার ভাগ্য হয়ে ওঠে না। আর আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া কাঁচা কলা অনেক অসুখের সমাধান করে দেয়। আমার খুব ভালো লাগে কাঁচাকলা তরকারি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেওয়ার জন্য

Posted using SteemPro Mobile

 9 months ago 

সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি শেয়ার করেছি

 9 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে পুঁটি মাছের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

পুঁটি মাছ এর ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 9 months ago 

ভাই আপনি আজকে বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে পুটি মাছের ফটোগ্রাফি। ভাই পুটি মাছ গুলো যদি দিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো খেতে ভীষণ স্বাদ। আর শরৎতের সৌন্দর্য হলো কাশফুল। সেই কাশফুলের ফটোগ্রাফিও আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 9 months ago 

ঢেঁড়শ ফুল একটা সবজির ফুল হলেও কিন্তু অনেক চমৎকার একটা ফুল। দেখতে বেশ সুন্দর লাগে। সবুজ মাঠের ছবি টাও চমৎকার ছিল। পুটি মাছ টা দেখে বেশ ভালো লাগল। এটা ভাজি করলে বেশ সুস্বাদু লাগে। এবং এইসময়ের সেই কাশফুলের ফটোগ্রাফি ও শেয়ার করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অবশ্যই ভাই অন্যান্য ফুলের তুলনা ঢেঁড়সের ফুল কিন্তু চমৎকার হয়

 9 months ago 

এরকম সুন্দর রেনডম ফটোগ্রাফি দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। এত দারুন রেনডম ফটোগ্রাফি দেখলে এমনিতেই একেবারে মনটা ভরে যায়। যেহেতু বিভিন্ন পর্যায়ের এই রেনডম ফটোগ্রাফি গুলো তাই একটু বেশি ভালো লেগেছে দেখতে। ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি, কাশফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফিগুলো বর্ণনার মাধ্যমে এত সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 9 months ago 

বাহ বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আজকে। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে ঢেঁড়স এর ফটোগ্রাফি টি সব থেকে বেশি ভালো লেগেছে। আরো ভালো লেগেছে পুকুর ভাটিয়ে গিয়েছিল সেখানে আপনি বৃত্তি পেতে ছিলেন তাতে অনেক ছোট মাছ উঠেছে। এই মাছগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

 9 months ago 

ভাই আপনি তো অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন এটা দেখে বেশ ভালো লাগলো। আপনার নিজের সবজি বাগানের ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি এদিকে সবুজ শ্যামলে ভরা ধানক্ষেতের ফটোগ্রাফি তারপর ব্যাঙের ছাতা আরো অন্যান্য ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

চেষ্টা করলাম আপনাদের ভাল লাগানোর জন্য।

 9 months ago 

খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। মরিচগুলো চুরি করেছে ভালো কথা তবে কাজগুলো উপরে ফেলা আমি মনে করি কখনোই উচিত হয়নি।তবে বিশেষ করে আমার কাছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি এবং কাশফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

আজকে তো ভাইয়া আপনি বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা করতে হয়। তবে আপনার কিছু কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো আমি দেখে অবাক হয়ে গেলাম। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো ফসলের দৃশ্য ফটোগ্রাফি এবং ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি । সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67167.83
ETH 3499.47
USDT 1.00
SBD 2.81