স্কুলে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 months ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্কুলে শিক্ষকতা কালীন মুহূর্তে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সেই সুন্দর অনুভূতি নিয়ে। আশা করি এই পোষ্টের মাঝে জানতে পারবেন কিভাবে অনুষ্ঠান পরিচালনা করতাম।


IMG_20220804_101443_801.jpg


সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান:



সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতেন আমাদের জান্নাতুল আপু। তার মিষ্টি ভাষায় অনুষ্ঠান পরিচালনা শুনতে বেশ ভালো লাগতো। অনুষ্ঠানের শুরুতে জান্নাতুল আপু সকল স্টুডেন্টদের নিজ নিজ আসনে ঠিকভাবে বসতে বলতেন, শিক্ষক মন্ডলীদের নিজ নিজ অবস্থানে বিশেষ বিশেষ ভূমিকা পালন করার এবং দেখাশোনার জন্য এনাউন্স করতেন এবং প্রধান শিক্ষকের অনুমতি গ্রহণ করতেন। আর অনুষ্ঠান পরিচালনায় তার সহযোগিতা আমি করতাম অর্থাৎ দুজন মিলে অনুষ্ঠান পরিচালনার চেষ্টা করতাম। তবে শুরুটা উনি করতেন তার মিষ্টি ভাষায়। প্রধান শিক্ষক অনুষ্ঠান শুরুর পূর্বে যুক্তিসম্মত বক্তব্য পেশ করতেন এবং অনুমতি দিতেন।


IMG_20220804_102229_014.jpg

IMG_20220804_101545_819.jpg

IMG_20220804_101542_072.jpg



প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হতো। আর শুরুর পূর্বে সম্মানিত অতিথিরা এসে উপস্থিত হয়ে যেতেন। প্রতিটা অনুষ্ঠানে এমন সম্মানীয় অতিথিদের উপস্থিত থাকার জন্য দাওয়াত দেয়া হতো। সবাই মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেন।


IMG_20220804_102543_939.jpg

IMG_20220804_112711_928.jpg



জান্নাতুল আপু তার মিষ্টি কন্ঠে খুব সুন্দর করে এনাউন্স করতেন আজকের অনুষ্ঠানের সেগমেন্ট কি কি থাকবে। আর সবাই খুব মনোযোগ সহকারে এগুলো শোনার চেষ্টা করত। বিশেষ কারণ ছিল কুইজ প্রতিযোগিতা এবং লাস্টের পুরস্কার বিতরণ। এর জন্য মানুষ দীর্ঘক্ষন উপস্থিত থাকতেন। কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত উপস্থিত সকলে সমবেত কণ্ঠে গাওয়াহত।


IMG_20220804_101448_397.jpg

IMG_20220804_101456_358.jpg



এরপর একের পর এক ছড়া বা কবিতা গান এর সেগমেন্টগুলো চলত। এর মাঝে মাঝে আমি পরিচালনা করতাম জান্নাতুল আপু রেস্ট নিত। আর এভাবেই দুইজন দীর্ঘ অনুষ্ঠানের সেগমেন্ট গুলো পরিচালনা করতে থাকতাম। বেশিরভাগ সময় তাকে পরিচালনা করতে দিতে হতো,কারণ আমাকে ভিডিও ধারণ করতে হতো ফটো ধারণ করতে হতো তাই।


IMG_20220804_112940_094.jpg

IMG_20220804_105105_223.jpg

IMG_20220804_105101_557.jpg



তবে স্টুডেন্টরা এবং অভিভাবকেরা সবচেয়ে বেশি পছন্দ করতেন বিনোদনের মধ্যে কৌতুক অভিনয়। বেশ কিছু স্টুডেন্ট কৌতুক অভিনয় তে অংশগ্রহণ করত। তবে তার মধ্যে চতুর্থ শ্রেণি থেকে ফাবিহা রাফিয়া ও মিম ভালো পারফরমেন্স করতো। আর এই অভিনয়গুলো মুস্তাফিজুর ভিডিও ধারণ করে স্কুলের ইউটিউব চ্যানেলে শেয়ার করত।


IMG_20220804_113906_085.jpg

IMG_20220804_113847_560.jpg

IMG_20220804_113845_179.jpg

IMG_20220804_113840_040.jpg



এরপর শুরু হতো কুইজ সেগমেন্ট। এই কুইজ সেগমেন্টে প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করত। আর এখানে যারা বিজয়ী হতো তাদের জন্য শিক্ষক মন্ডলের পক্ষ থেকে পুরস্কার থাকতো।


IMG_20220804_102227_602.jpg

IMG_20220804_114517_046.jpg



অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে সম্মানীয় অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতেন। এরপর বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করতেন। আর ঠিক তেমনি ছিল এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানের ধারাবাহিকতা ঠিক তেমনভাবে হয়েছিল। বিদ্যালয়ের আমি উপস্থিত থাকাকালে আমি মোস্তাফিজুর এবং জান্নাতুল ম্যাডাম মিলের এক থেকে এভাবে অনুষ্ঠান পরিচালনার চেষ্টা করতাম।


IMG_20220804_121541_487.jpg

IMG_20220804_122347_880.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান
লোকেশনগ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 months ago 

সাপ্তাহিক সংস্কৃতি অনুষ্ঠান করা অনেক ভালো একটি কাজ বলে আমি মনে করি । এতে করে বাচ্চারা যেমন বিনোদন পাই তেমনি তাদের ভিতরে থাকা প্রতিভা গুলো খুঁজে বের করা যায়। কোন বাসার ভিতরে কেমন প্রতিভা রয়েছে সেগুলো বের করার জন্য মাঝে মাঝে এমন অনুষ্ঠান আয়োজন করা খুবই জরুরী। তার থেকে বড় কথা হল অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার মত যোগ্যতাও থেকে তারা অর্জন করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনুষ্ঠান পরিচালনার সুন্দর অনূভুতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 2 months ago 

ধন্যবাদ ভাই।

 2 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনাদের স্কুলের সাপ্তাহিক সাংস্কৃতি অনুষ্ঠান পরিচালনার অনুভূতি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনাদের স্কুলে প্রত্যেক বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে আপনাদের স্কুলের ছোট্ট বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ পারদর্শী এর আগে আমি বেশ কয়েকবার দেখেছি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

হ্যাঁ মামা চেষ্টা করলাম সমস্ত কিছু তুলে ধরতে

 2 months ago 

আপনাদের স্কুলে সাপ্তাহিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেনে ভালো লাগলো।আসলে এতে ছাত্র-ছাত্রী বাড়তি বিনোদন পাওয়ার মাধ্যমে অনেক কিছু শিখতেও পারে।তাছাড়া কৌতুক ও কুইজ অনেক কিছু জানতেও সাহায্য করে আমাদেরকে।আপনিও মাঝে মাঝেই জান্নাতুল আপুর পাশাপাশি অনুষ্ঠান পরিচালনা করতেন এটি বেশ ভালো বিষয়,ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

হ্যাঁ আপু আমরা দুজন অনুষ্ঠান পরিচালনা করতাম

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65156.13
ETH 3530.38
USDT 1.00
SBD 2.48