মন ভুলানো বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - বুধবার

৩ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ
১৯ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।

আজ আমি আপনাদের মাঝে বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। পূর্ব দিনের নাম আজকেও আমি আমাদের স্কুলের গার্ডেন থেকে ফটোগ্রাফি করেছি এবং আমার বাড়িতে থাকা ফুলের গাছ থেকে ফটোগ্রাফি করেছি। আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো আপনার ভালো লাগবে। তাই আমি আজকের পোস্ট অনেকগুলো ফুলের সমন্বয়ে সাজিয়েছি যেন সকলের মন রঞ্জিত হয় এবং ভালোলাগে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। আসলে বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি পোস্ট সাজালে সে পোস্ট দেখতে বেশ ভালো লাগে। আর সেই আশাকে ব্যক্ত রেখে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই পোস্ট নিয়ে। চলুন আর কথা না বাড়িয়ে সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো বর্ণনা সহকারে দেখে আসি।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


📸🦊📸



নিজে তোলা
ফুলের ফটোগ্রাফি
স্থান
মড়কা বাজার,গাংনী, মেহেরপুর


ফটোগ্রাফি সমূহ:


হলুদ রঙ্গন ফুলের ফটোগ্রাফি

এটা হচ্ছে হলুদ রঙ্গন ফুল। আমাদের স্কুলে মোট তিনটা রঙ্গন ফুলের গাছ লাগানো হয়েছে তিন কালারের। তার মধ্য থেকে হলুদ রংয়ের রঙ্গন ফুল ফুটেছে। আর এ ফুল দেখে অনেক ছাত্রছাত্রীরা অনেক আনন্দিত। সেই আনন্দটা আপনাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য ফটোগ্রাফি করেছি। আশা করি ফুল গুলো ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে।

IMG_20221016_141618_031.jpg

IMG_20221016_141611_004.jpg

IMG_20221016_141606_037.jpg

IMG_20221016_141555_549.jpg

IMG_20221016_141602_926.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


নয়ন তারা ফুলের ফটোগ্রাফি

এগুলো হচ্ছে নয়ন তারা অথবা গ্রাম্য ভাষায় বোতাম ফুল। মাত্র একমাস আগেই ফুলের গাছগুলো লাগানো হয়েছিল কিন্তু স্কুলের পরিবেশ সৌন্দর্য বজায় রাখতে আগাছা দূর করার সময় অনেক গাছ কাটা পড়ে গেছে। এরপরে অনেকগুলো গাছ রয়েছে যেগুল গাছে কয়একটি করে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই ফুলগুলো দেখতে বেশ দারুন লাগে। কারন আমরা জানি বিভিন্ন ফুলের সমন্বয়ে একটি বাগান সৌন্দর্য বর্ধিত হয়।

IMG_20221016_141453_901.jpg

IMG_20221016_141444_558.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


মোরগ ফুলের ফটোগ্রাফি

জানিনা আপনাদের এলাকায় এ ফুলের নাম কি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা একে বলা হয় মোরগ ফুল। আমাদের স্কুল গার্ডেনে বেশ কয়েকটি মোরগ ফুল গাছ রয়েছে কিন্তু তার মধ্য থেকে দুইটা গাছে বেশ সুন্দর সুন্দর ফুল ফোটা শুরু হয়েছে। একটি গাছে অনেক ডাল এবং সেই ডালের মাথায় এতগুলো ফুল দেখে সত্যি খুব ভালো লাগছে।

IMG_20221016_141654_845.jpg

IMG_20221016_141650_249.jpg

IMG_20221016_141734_987.jpg

IMG_20221016_141705_639.jpg

IMG_20221016_141700_860.jpg

IMG_20221016_141737_818.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


অপরাজিতা ফুলের ফটোগ্রাফি

অপরাজিতা ফুলের ফটোগ্রাফি দেখছেন, এগুলো কিছুটা আমাদের বাড়িতে রয়েছে এবং কিছুটা আমাদের স্কুল গার্ডেন থেকে তোলা। হয়তো ফুলগুলো দেখলে বুঝতে পারবেন। সবুজের মাঝে যেন সুন্দর ফুলের সমারহো। অনেকেই এই ফুলকে নীলকন্ঠ ফুল বলে সম্মান করে থাকে। তবে যায় নামে হোক না কেন এটা কিন্তু বেশি দারুন।আমার কাছে খুবই ভালো লাগে।

IMG_20221016_141801_401.jpg

IMG_20221019_072049_364.jpg

IMG_20221019_072035_445.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


সাদা জবা ফুল ফটোগ্রাফি

ইতোমধ্যে আপনারা অন্যান্য পোস্টে থেকে জেনে গেছেন আমার সবচেয়ে প্রিয় ফুল সাদা জবা। হয়তো অসংখ্য প্রকার ফুল রয়েছে তার মধ্য থেকে কেন জানি সাদা জবা ফুলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাই আমার প্রায় প্রতিটি ফুলের ফটোগ্রাফি পোস্টে আপনারা লক্ষ্য করে থাকবেন সাদা জবাব ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আশা করি সাদা জবা ফুলের ফটোগ্রাফি গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম, তা দেখে আপনাদের খুব ভালো লাগবে।

IMG_20221016_142251_268.jpg

IMG_20221016_142301_374.jpg

IMG_20221016_142259_956.jpg

IMG_20221016_142252_385.jpg

IMG_20221016_142313_836.jpg

IMG_20221016_142317_985.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


নাম না জানা ফুলের ফটোগ্রাফি

আমি চাইলে গুগল লেন্স থেকে ফুলের নাম সংরক্ষণ করে আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম কিন্তু এই ফুলের নামটা কি আমার যেহেতু জানা নাই, তাই চাচ্ছি আপনাদের থেকে জানার জন্য। আপনারা সঠিক নামটি আমাদের মাঝে তুলে ধরবেন। তবে এই ফুলটা আমাদের স্কুলে অনেক হয়েছে। আর এর মধ্য দিয়ে আমি আজকে আমার ফুলের বর্ণনা সমাপ্ত করতে চাই।

IMG_20221016_141524_831.jpg

IMG_20221016_141517_339.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্ট, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে । স্কুল বা বাড়ির আঙিনায় এমন ফুল গাছ থাকলে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। রঙ্গন ফুল গুলো দেখতে ভালোই লাগছে তিন রঙের রঙন ফুল আমি কখনো দেখিনি। সবগুলো ফটোগ্রাফি দেখতে সুন্দর হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু, পরিবেশের সুন্দর্য বজায় রাখতে ফুলের বিকল্প নেই।

 2 years ago 

স্কুলের আঙিনায় বা বাসার এখন খুব বেশি মানুষ ফুল গাছ এবং ফল গাছ লাগিয়ে থাকে। যা দেখতে বেশ সুন্দর দেখায়। স্কুলের আঙিনায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখন কম বেশি সব স্কুলের আঙিনায় ফুল গাছ লাগানো হচ্ছে। আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো ভালো ছিল। পর্তুলিকার বিভিন্ন জাতের ফুল আছে। আপনি যে ফুলের নাম জানেন না সেটি একটি পর্তুলিকার জাত। ধন্যবাদ আপনাকে এরকম একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর মন্তব্য দেখে এবং ফুলের নাম জানিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

স্কুল এবং বাড়ির আঙ্গিনায় বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের চারা রোপন করেছেন। বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।

আসলে ফুল ভালবাসেনা এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না আমারতো ফুল খুবই ফেভারেট এজন্যই আমি আমার বাড়ির আঙ্গিনায় একটি ফুলের বাগান গড়ে তুলেছি।।

সুন্দর ফটোগ্রাফি সাথে সুন্দর উপস্থাপনা করেছেন খুবই ভালো লাগলো পুরো পোস্টটি পর্যবেক্ষণ করতে পেরে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

হ্যাঁ,ফুল সৌন্দর্য বৃদ্ধি করে তাই সকলের প্রিয়।

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। বর্তমানে বিদ্যালয়ে আঙিনায় অনেক ধরনের ফুল এবং ফল গাছ লাগানো হয়ে থাকে যা শিশুদের মানসিকতা বিকাশে সাহায্য করে। বিশেষ করে সাদা জবা ফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে এত চমৎকার পুরো ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন ভাই,বাচ্চাদের ভালো লাগার সৃষ্টি হয় এবং স্কুলের পরিবেশ সুন্দর হয়।

 2 years ago 

স্কুলের আঙ্গিনায় ফুল গাছগুলো লাগানোর পর থেকে ইস্কুলের পরিবেশটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে হলুদ রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং মোরগ ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে। যদিও এই ফুলটির অরজিনাল নাম আমি জানিনা কিন্তু আমাদের এলাকায় এটাকে মোরগ ফুলই বলা হয়ে থাকে।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইজান স্কুলের পরিবেশ অনেকটা মানিয়ে গেছে।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো বেশ দারুন হয়েছে বলা যায়।হলুদ রঙের রঙ্গন ফুল আমার কাছে ভালো লাগে।এছাড়াও নয়ন তারা, মোরগ ঝুঁটি খুব সুন্দর ফুল।সবচাইতে বেশি ভালো লেগেছে সাদা জবা ফুল।সাদা আর লাল ফুল সবচেয়ে বেশি আকর্ষনীয় হয় আমার কাছে। পিং কালারটা ও দেখতে বেশ চমৎকার। স্কুলের আঙ্গিনায় সুন্দর ফুলের বাগান হয়েছে।এমন পরিবেশে ছাত্র-ছাত্রীদের অনেক ভালো লাগবে।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

অসাধারণ অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম ভাই আপনার নিকট থেকে। এর মধ্যে আমার কাছে সাদা জবা ফুলের ফটোগ্রাফটি খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আশা করি আরো অনেক ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হব দাদা।

 2 years ago 

ভাইয়া, আপনার ফুলের সব ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে।আর আমাদের অঞ্চলে ওই ফুলগুলোর নাম মোরগ ফুল ই।সাদা জবা আপনার প্রিয়,সত্যি ই বেশ লাগছে ফুলগুলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক অভিনন্দন আপনাকে।

 2 years ago 

হ্যাঁ অনেক জায়গাতে বিভিন্ন নাম হয়ে থাকে তো।

 2 years ago 

স্কুল গার্ডেন কিংবা বাড়ির আঙ্গিনায় এই ফুলগুলো থাকলে ভীষণ ভালো লাগে দেখতে। আপনি ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। বিশেষ করে আমার কাছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফুলের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেয়ার জন্য।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63