আলুর সমন্বয়ে মুরগির মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি রেসিপি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলুর সমন্বয়ে মুরগির মাংসের রেসিপি নিয়ে। চলুন রান্নার কার্যক্রম এক নজরে দেখে আসি।

IMG-20240304-WA0017.jpg


রেসিপি বানানোর উপাদান সমূহ:


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.মাংসহাফ কেজি
২.পেঁয়াজ কুচিতিন পিস
৩.রসুন কুচিএক পিস
৪.কাঁচা মরিচপাঁচ পিস
৫.সয়াবিন তেল৫০ গ্রাম
৬.লবণপরিমাণ মতো
৭.মরিচের গুঁড়াএক চা চামচ
৮.হলুদের গুঁড়াএক চামচ
৯.ধনিয়া গুড়াএক চা চামচ
১০.পানিপরিমাণ মতো
১১.আলুর ফালিহাফ কেজি


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১

মাংস রান্না শুরুতে চুলার পাড়ের প্রয়োজনীয় উপাদান গুলো সব সংরক্ষণ করে ভালোভাবে প্রস্তুত করে নিয়ে উপস্থিত হলাম। মসলা জাতীয় জিনিসগুলো একটি প্লেটে আলাদা করে প্রস্তুত করে নিয়ে এলাম। এদিকে মাংসগুলো খুব ভালোভাবে প্রস্তুত করে আলাদা প্লেটে করে রাখলাম।
IMG-20240304-WA0022.jpgIMG-20240304-WA0013.jpg



received_305654148004402.webp


ধাপ :-২

এবার চুলার উপর একটি কড়াইয বসিয়ে চুলা অন করলাম। এরপর কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল ঢেলে দিলাম। এদিকে তেল গরম হতে থাকলো।

IMG-20240304-WA0025.jpg



received_305654148004402.webp


ধাপ :-৩

এবার কড়াইয়ের মধ্যে যাবতীয় মসলাগুলো দিয়ে তারপর ভালোভাবে তেলে ভাঁজতে থাকলাম। কিছুটা সময় ধরে তেলেভাজার পর প্রস্তুতি নিলাম মাংসগুলো তার মধ্যে ছেঁড়া দেয়া ছিল।

IMG-20240304-WA0071.jpg



received_305654148004402.webp


ধাপ :-৪

এবার কড়াইয়ের মসলার উপর মাংস গুলো দিলাম। এবার খুন্তি দিয়ে মাংসগুলো ভালোভাবে মসলার সাথে মিশ্রণ করতে থাকলাম।

IMG-20240304-WA0015.jpg



received_305654148004402.webp


ধাপ :-৫

কিছুটা সময় ধরে কড়াইয়ের মাংস ও মসলা খুন্তি দিয়ে উলটপালট করতে থাকলাম। এতে কড়াইয়ের সাথে মাংস লেগে যাওয়ার কোন ভয় নেই। পাশাপাশি মাংসের সাথে সমস্ত মসলা উপাদান ভালোভাবে মিশ্রণ হতে থাকলো আর সিদ্ধ হতে থাকলো। এবারের মধ্যে হালকা একটু পরিমাণ পানি দিলাম যেন ভালোভাবে মিশ্রণটা হতে থাকে।

IMG-20240304-WA0021.jpg



received_305654148004402.webp


ধাপ :-৬

চুলাই জ্বাল দেওয়ার পাশাপাশি এদিকে কিছু আলু ফালি করে নিলাম। মাংসের সাথে রান্না করার জন্য। কারণ মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে সেই তরকারি বেশ স্বাদ হয়।

IMG-20240304-WA0014.jpg



received_305654148004402.webp


ধাপ :-৭

বরাবরের মত আলুর ফালি গুলো কড়াইয়ের মাংসের উপর দিয়ে দিলাম। এরপর সেগুলো খুব ভালোভাবে মিশ্রণ করতে থাকলাম যেন মাংস আলু আর মসলা একসাথে ভালোভাবে সিদ্ধ হতে থাকে এবং সমস্ত মসলা উপাদান ভালোভাবে তার সাথে সংযুক্ত হতে পারে।

IMG-20240304-WA0020.jpg



received_305654148004402.webp


ধাপ :-৮

কিছুটা সময় ধরে চুলা জ্বলতে থাকলো, আর এদিকে কড়াই এর মধ্যে সমস্ত উপাদান গুলো খুনতি দিয়ে উলট-পালট করে নাড়তে থাকলাম। আর এভাবে একটা সময়ে সব কিছু কষানো হয়ে গেল। এবার তার মধ্যে এক কাপ পরিমাণ পানি দেওয়ার পালা যেহেতু মাংসের ঝোল ঝোল অবস্থা করতে হবে। আর পানি দিয়ে ঝাল লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে, এতে আরো সুস্বাদু বৃদ্ধি পায়।

IMG-20240304-WA0019.jpg



received_305654148004402.webp


ধাপ :-৯

কড়াইয়ের মধ্যে পানি দেওয়ার পর কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা সময়ের জন্য। যেন ভালোভাবে সিদ্ধ হয় উভয় কিছু। আর এভাবেই রান্নার কার্যক্রম শেষের দিকে চলে আসলো।

IMG-20240304-WA0016.jpg



received_305654148004402.webp


ধাপ : শেষ

রান্নার কার্যক্রম শেষের দিকে ঢাকনা তুলে ফেললাম। দেখলাম অনেক পানি শুকিয়ে গেছে এরপর পরীক্ষা করে দেখলাম ঝাল লবণ ঠিক আছে কিনা। তারপর যখন দেখলাম সব ঠিকঠাক রয়েছে তখন চুলার জ্বাল বন্ধ করে দিলাম। এরপর কড়াই থেকে মাংসগুলোর একটি পাথরের মধ্যে তুলে নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আর এভাবে আমার রান্নার কার্যক্রম সমাপ্ত হলো।

IMG-20240304-WA0018.jpg



received_305654148004402.webp


zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


অবশেষে খাবার খাওয়ার মুহূর্তে পরিবারের সবাই মিলে একসাথে এই রেসিপি গ্রহণ করলাম। আমি নিজেই সবার প্লেটে মাংসের রেসিপি তুলে দিলাম। আর এভাবে পরিবেশন করার মধ্য দিয়ে আমার কাজ সম্পন্ন হল। খাওয়া শেষে অনেকের প্রশংসা করল রান্নার বিষয় নিয়ে।
আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

বিশেষ তথ্য

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ফটো ক্যামেরাitel vision 1 plus-13mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৯ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 8 months ago 

বেশ সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে আলু দিয়ে এমন করে মুরগী রান্না করে খেলে তো বেশ দারুন লাগে। বেশ সুন্দর করে মুরগী তরকারির এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি কিন্তু আমার কাছে বেশ লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 8 months ago 

ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হয়েছে আপু

 8 months ago 

মুরগীর মাংসের মধ্যে আলু দিলে খেতে খুব ভালো লাগে। আপনার তৈরী রেসিপিটি খুবই লোভনীয় লাগছে দেখতে। কিন্তু আমরা মুরগীর মাংস রান্নার শেষে ভাজা গরম মসলা গুড়া দিই এতে খুব সুন্দর একটি স্মেল বের হয় । অনেক ধন্যবাদ ভাইয়া এতো লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

মুরগির মাংস এর মধ্যে আলু দিলে অনেক মজার হয়। আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। সত্যি ভাইয়া এমন রেসিপির তুলনা হয় না। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

একদম ঠিক বলেছেন অতুলনীয়

 8 months ago 

যে কোন মাংসে আলু দিয়ে রান্না করলে ভীষণ সুস্বাদু হয় খেতে।আলু দিয়ে মুরগির মাংস চমৎকার সুস্বাদু হয়েছে বুঝতে পারছি।আপনি ভীষণ লোভনীয় করে রেসিপিটি করেছেন।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার করে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 8 months ago 

হ্যাঁ অনেক সুস্বাদু হয়েছে আপু

 8 months ago 

মুরগীর মাংস আহা কষা ভুনা যা লাগে না ৷ তবে আলু দিয়েও বেশ স্বাদ লাগে ৷ আর আপনার রেসেপি রং দেখে তো জিভে জল এসে গেছে কি টকটকে লাল ৷ অনেক ভালো লাগলো আপনার এমন সুন্দর লোভনীয় স্বাদের মুরগীর রেসেপি দেখে ৷ ধন্যবাদ ভাই

 8 months ago 

হ্যাঁ ভাই এমনিতেই মুরগির মাংস সবারই প্রিয়

 8 months ago 

আলুর সমন্বয়ে মুরগির মাংসের একটি চমৎকার রেসিপি আপনি আমাদের মাঝে সেয়ার করেছেন।আপনি বরাবরই দারুন দারুন সব রেসিপি তৈরি করেন ভাইয়া।আর সব গুলোই দারুন হয়।ঠিক তেমনি আজকেও একটি দারুন রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন।আর তার ধাপ গুলো ও বুঝার সুবিধার্থে খুব সাধারণ ভাবে উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন হয়েছে ভাইয়া রেসিপির টেস্ট কেমন হয়েছিল ভাইয়া?

 8 months ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর ভাবে উপস্থাপন করতে।

 8 months ago 

মুরগির মাংস বাচ্চাদের খুবই পছন্দ। বিশেষ করে মুরগির মাংসের ভিতরে এভাবে আলু কেটে দিলে খেতে আরো বেশি ভালো লাগে। আপনি যেভাবে মুরগির মাংস আগে তেলে ভেজে নিয়েছেন এর ফলে স্বাদ যে বেড়ে গিয়েছিল বোঝাই যাচ্ছে। কালারও বেশ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয় সুস্বাদু হয়েছিল।

 8 months ago 

ভালো লাগলো আপু আপনার কমেন্ট পড়ে।

 8 months ago 

আলু দিয়ে অনেক মজাদার মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন দেখেই তো লোভ লাগছে। মুরগির মাংস খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম পাওয়া যাবে। আর যদি আলু দিয়ে একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করে তাহলে বেশি সুস্বাদু হয়। আর আপনি আলুর সমন্বয়ে এই মুরগির মাংসের রেসিপিটা তৈরি করেছেন। নিশ্চয়ই খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছিল এটা। আপনার তৈরি করা এই রেসিপিটা খুবই লোভনীয় লাগছিল দেখতে। নিশ্চয়ই রেসিপিটা মজা করে খেয়েছিলেন সবাই মিলে।

 8 months ago 

হ্যাঁ ভাই অবশ্যই অনেক স্বাদ হয়েছিল।

 8 months ago 

আলু দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমরা তো প্রায়ই এই রেসিপিটা তৈরি করে খাই। এইতো পরশুদিন খেলাম। আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। খেতেও হয়তোবা অনেক সুস্বাদু হয়েছিল। এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

হ্যাঁ এমন রেসিপি সবার ভালো লাগে তো তাই যে কোন মুহূর্তে তৈরি করা যায়।

 8 months ago 

চমৎকার একটি রেসিপি তৈরি করলেন আপনি আলু আর মুরগির সমন্বয়ে। সত্যি রেসিপির কালার দেখেই মনে হচ্ছে খেয়ে নিতে। রেসিপি কালার এত চমৎকার হয়েছে দেখে লোভ লেগে গেল। আমার কাছে সবচেয়ে ভালো লাগে মুরগির মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে। সুন্দর উপস্থাপনা ছিল আপনার।

 8 months ago 

হ্যাঁ মুরগির মাংস মানে আলুর সাথে রান্না একটা রেসিপি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.033
BTC 88885.90
ETH 3279.02
USDT 1.00
SBD 2.99