DIY: রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০% বেনিফিসারী

in আমার বাংলা ব্লগ3 years ago


আজ - বুধবার

১২ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। করোনা মহামারী চলাকালীন সময়ে নিজেরা সচেতন থাকবেন, অন্যকে সচেতন রাখবেন। স্টিমিট প্লাটফর্মে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পোস্ট। পোষ্টের বিষয়: রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি। চলুন শুরু করা যাক।



  • শেষের দৃশ্য। ওয়ালমেটটি হাতে নিয়ে আমার একটি ফটো।

IMG_20220125_170812.jpg


received_305654148004402.webp

প্রয়োজনীয় উপকরণ সমূহের তালিকাঃ


ক্রমিক নম্বর
উপকরণ
পরিমান
১.রঙিন কাগজপাঁচ রঙ্গের পাঁচ পিচ
২.কাটা কম্পাসএকটি
৩.ডায়মন্ড গ্লুপ্রয়োজন অনুযায়ী
৪.রুলএকটি
৫.স্কেলএকটি
৬.এন্টিকাটারএকটি
৭.গ্লু স্টিকএকটি
৮.গ্লু গানএকটি
৯.কাঁচিএকটি


ওয়ালমেট তৈরীর ধাপ :


ধাপ :-১


প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ নিয়ে উপস্থিত হলাম এবং একটি শীতল পার্টির উপর বসে কার্যক্রম শুরু করলাম।

GridArt_20220126_194116285.jpg


received_305654148004402.webp

ধাপ :-২


স্কেল দিয়ে মেপে রঙিন কাগজ গুলো তিন ভাগে ভাঁজ করে নিলাম।

GridArt_20220126_194308780.jpg


received_305654148004402.webp

ধাপ :-৩


এবার একটি এন্টিকাটার দিয়ে তিন কালারের তিনটি কাগজ ছয় খণ্ড করে কেটে নিলাম। মোট আঠারো পিচ হলো।

GridArt_20220126_195938362.jpg


received_305654148004402.webp

ধাপ :-৪


এখন খন্ডিত কাগজ গুলোর উপরে এক পাসে ডায়মন্ড আঠা লাগিয়ে দিলাম । খন্ডিত কাগজগুলো আংগুল দ্বারা মড়িয়ে নিলাম। যা দেখতে বাদামের ঠোঙ্গার মত হবে। একইভাবে সকল খন্ড কাগজ এভাবে মড়িয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

GridArt_20220126_200039184.jpg


received_305654148004402.webp

ধাপ :-৫


এখন ছোট রঙিন কাগজটি কাটা কম্পাস ও পেন্সিল দিয়ে গোল বৃত্ত এঁকে নেই এবং বৃত্তটিকে কেঁচি দিয়ে সঠিকভাবে গোল করে কেটে নেই।

GridArt_20220126_194159185.jpg


received_305654148004402.webp

ধাপ :-৬


এখন কাগজের গোল বৃত্তটির উপরে ডায়মন্ড গ্লু ভালভাবে লাগিয়ে নেই। ওয়ালমেট বানানোর জন্য তিন কালারের কাগজের ঠোঙা দুই কালারের দুইটা করে একটার পর একটা গ্লু গানের আঠা দিয়ে লাগায় এবং বৃত্ত করা কাগজটির উপর বসাতে থাকি। এভাবেই আঠারো টাই পর্যায়ক্রমে গোল বৃত্তের উপরে বসিয়ে দিলাম সমান সাইজে। যা দেখতে ওয়ালমেট এর রুপ ধারণ করলো।

GridArt_20220126_200701189.jpg


received_305654148004402.webp

ধাপ :-৭


এখন বাকি একটি যে রঙিন কাগজ ছিল কাগজটি দুইভাগে ভাগ করি এবং দ্বিতীয়টি আরো দুই খণ্ড করি। মোট তিনটা খন্ড করে কাগজগুলো ভাঁজ করে নেই এবং ভাঁজ করা কাগজ ফুলের পাপড়ি তৈরি করার জন্য কেঁচি দিয়ে কেটে নেই।

GridArt_20220126_200857346.jpg


received_305654148004402.webp

ধাপ :-৮


ফুল বানানোর উদ্দেশ্য ভাজ করা কাগজ গুলো সুন্দর ভাবে কেচি দিয়ে কেটে পাপড়ি বানিয়ে দিলাম।

GridArt_20220126_201120342.jpg


received_305654148004402.webp

ধাপ :-৯


গ্লু গান এর আঠা দিয়ে পাপড়ি গুলো ফুল বানানোর জন্য যুক্ত করলাম এবং একটির মাঝখানে আরো একটি কোরে সাজিয়ে ফুল বানিয়ে নিলাম এবং সেই ফুলটি ওয়ালমেট এর মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। যা পরিপূর্ণ ওয়ালমেট তৈরি করা হয়ে গেল।

GridArt_20220126_201443561.jpg


received_305654148004402.webp

শেষ ধাপ :


ওয়ালমেটটি একটি স্থানে রেখে ফটো উঠালাম। আর এরই মধ্য দিয়ে আমার আজকের কার্যক্রম সমাপ্ত হল।

IMG_20220125_153413.jpg


WEY7onmfLxcK2iQCjo8xoKWHSEpzPyRNRsVL6gfxRoM2huMuKokQX4y8WbgZrrXEJ88FyZYkLnmKa7wBX1sioJmC.png

আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

image.png


আমার পরিচয়

আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। ভালোলাগা নেই কোন, আছে শুধু নিরাশ মনে একবুক হাহাকার। ট্রাজেডি ভরা জীবন নিয়ে পথে চলছি আঁধারে। অনিশ্চিত এ জীবন ঘন আঁধারে ঢাকা। মায়ার বেড়াজাল ছিন্ন করে উদাসীন মৌনতা নিয়ে কাটছে দিবারাত্রি।


xh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23dg71NMC5sRWRkKLR2RfX8yNNYVVCB4FM1eo2HYfcrxr2eV176iSFg9w1j3VNsnuYXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
মোবাইলitel vision 1
ক্যামেরাAl dual camera-8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

received_1609345706081331.gif


পুনরায় কথা হবে পরবর্তী পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার ওয়ালমেট দেখে আমার খুব ভালো লাগলো। ওয়ালমেট টির কালার টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। দেখতে চমৎকার লাগতেছে ভাইয়া৷ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া । খুব সুন্দর মন্তব্য করেছেন। আর এর সাথে আরও উৎসাহ প্রদান করেছেন। যা দেখে খুবই সন্তুষ্ট হলাম এবং ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর মন্তব্য করেছেন। আমি আমার বাংলা ব্লগে কাজ শুরু করে এই সমস্ত কাজকর্মগুলো করতে শিখেছি বন্ধুদেরতা দেখে।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেটটি তৈরি করেছেন। আর আপনার প্রতিটি ধাপের উপস্থাপনা ছিলো দেখার মতো।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব সুন্দরভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন।খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা তুলে ধরেছেন।শুভ কামনা রইল আপানার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। আপনি খুব চমৎকারভাবে এবং দক্ষতা সহকারে ওয়ালমেট তৈরি করেছেন। ফুলের ওয়ালমেট টি দেখতে খুবই ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকেন ভাই।

 3 years ago 

দোয়া করবেন ভাইয়া, জানে এমন ভাবে কাজ চালিয়ে যেতে পারে আমার বাংলা ব্লগের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করলেন। এরকম ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। তেমনি আপনার তৈরি করা ওয়ালমেট টা আমার কাছে খুবই আকর্ষনীয় লেগেছে। বিভিন্ন কালারের রঙিন পেপার দিয়ে তৈরি করার কারণে ওয়ালমেট টা আরো সুন্দর দেখাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্য করেছেন। অলরেডি আমি আমার ঘরে টাঙিয়ে রেখেছি। আরো চেষ্টা করব সুন্দর সুন্দর ওয়ালমেট আপনাদের উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64236.48
ETH 2519.13
USDT 1.00
SBD 2.66