বিদ্যালয়ে জানুয়ারি মাসের সমন্বয় মিটিং এর অংশবিশেষ

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - বৃহস্পতিবার

০৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
১৯ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

একটি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে, ভালো মানের শিক্ষা ব্যবস্থা করতে অবশ্যই প্রতি মাসে বিদ্যালয়ের মিটিংয়ের প্রয়োজন। তবে সে ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ে চালু রয়েছে প্রতি সপ্তাহে শিক্ষক মন্ডলীর মিটিং এর ব্যবস্থা এবং মাস শেষে অথবা মাসের শুরুতে উপদেষ্টা পরিষদের সাথে সমন্বয়ে মিটিং। নতুন বছরের শুরুতে শ্রদ্ধেয় উপদেষ্টা স্যারের উপস্থিতিতে প্রথম সমন্বয় মিটিং শুরু করা হয়েছিল আমাদের 'গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল' এর অফিস কক্ষে। নতুন বছরে কিভাবে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখতে হবে পাশাপাশি পূর্ব নির্ধারিত নিয়ম শৃঙ্খলা কতটা তৎপর রাখতে হবে নতুন স্টুডেন্টের মান ভালো করার জন্য বই সিলেক্ট করা এছাড়া বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছিল এই উক্ত মিটিংয়ে। এই মিটিং এর সকল শিক্ষকমন্ডলীকে তাদের অনুভূতিমূলক কথা এবং ভালোলাগা না লাগা এবং নিজস্ব দায়িত্ব বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। আরো যানা হয়েছিল কে কোন ক্লাসের শ্রেণী শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন। তাদের শ্রেণীতে কতজন করে স্টুডেন্ট এবং কেমন লেখাপড়া করছে তারা এই সমস্ত বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছিল। প্রধান উপদেষ্টা প্রশ্ন করেছিলেন আমাকে আমি কোন শ্রেণীর ক্লাস টিচার হিসেবে দায়িত্ব পেয়েছি এবং কি কি ক্লাস নিয়ে থাকি। আমি বলেছিলাম বর্তমান ক্লাস সিক্সের ক্লাস টিচার এবং সেখানে আমাকে ইংরেজি গ্রামার, বাংলা সাহিত্য ও ব্যাকরণ এবং সাধারণ জ্ঞান ক্লাস নিতে হয়। অবশ্য সাধারণ জ্ঞান ক্লাসের ক্ষেত্রে আমি সট টেকনিক বেশি শিখিয়ে থাকি ছাত্রছাত্রীদের। এভাবে একে অপরের কথা তুলে ধরেছিল।

IMG_20230114_114942_841.jpg

IMG_20230114_114801_721.jpg

IMG_20230114_114852_062.jpg

IMG_20230114_114954_369.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



received_305654148004402.webp


২ নং ফটোগ্রাফি

আমরা যে মুহূর্তে বিদ্যালয় এর প্রধান উপদেষ্টার সাথে সমন্বয় মিটিংয়ে ব্যস্ত ছিলাম। ঠিক এই মুহূর্তে আমাদের স্কুল প্রাঙ্গনে কিছু গেস্ট এসে উপস্থিত হয়। উনাদের মধ্যে ছিলেনঃ অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ এবং
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ মোছাঃ নওশীন বিনতে আক্তার ঢাকা মেডিকেল কলেজ। এছাড়াও আরো অনেক জন ছিলেন তাদের সাথে। আমরা মিটিং এর মধ্যবর্তী স্থান থেকে তাদেরকে গ্রহণ করলাম তারা ঘুরে ঘুরে দেখল আমাদের বিদ্যালয়ের বিল্ডিং এবং স্কুল মাঠ ও স্কুল গার্ডেন। তারা খুবই আনন্দ বোধ করছিল আমাদের এত সুন্দর মিটিং এর ব্যবস্থা দেখে এবং তারা বিস্তারিত জানল আমাদের স্কুল সম্পর্কে। যেহেতু তারা পূর্বে অবগত ছিল আমাদের স্কুলের ফেসবুক ও ইউটিউব চ্যানেল দেখে। আমরা কেমন পারফরম্যান্স করে থাকি বিভিন্ন বিষয়ে। ডক্টর মাহবুবুর রহমান আমাকে প্রশ্ন করেছিলেন youtube চ্যানেলে কেমন ভিউ? আছে এখন আর এত সুন্দর ভিডিও পোস্ট করে থাকো খুবই দক্ষ হয়ে গেছো বুঝি, তোমার অনুষ্ঠান পরিচালনা আমার খুব ভালো লাগে ইত্যাদি। আমি তোদেরকে জানিয়েছিলাম youtube চ্যানেল আমি আর মুস্তাফিজুর চালিয়ে থাকি ফেসবুকটাও আমি আর মুস্তাফিজুর চালিয়ে থাকি। দুই দুই জন একসাথে সহযোগিতার মাধ্যমে এই দুইটা মিডিয়া চালু হয়েছে আমাদের বিদ্যালয়। উনারা বললেন আমরা প্রতিনিয়তই আপনাদের বিদ্যালয়ের আপডেট গুলো দেখে থাকি এবং আপনাদের কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে। এরপর উনারা উপদেষ্টার সাথে এবং আমাদের সাথে ফটো উঠার জন্য বললেন। আমাকে বললেন সবচেয়ে ভালো ফটো হয় কার মোবাইলে, সেই মোবাইলটা দিয়ে আমাদের একসাথে ছবি উঠান। আমি বলেছিলাম আমার এবং মুস্তাফিজুরের মোবাইলে ভালো কাজ হয়ে থাকে। তাই চেষ্টা করেছিলাম দুজনে ছবি উঠানোর জন্য। ছবিগুলো ফোন থেকে কেটে দিতে হবে তাই সবগুলোই আপনাদের মাঝে পোস্ট করলাম।

IMG_20230114_102919_279.jpg

IMG_20230114_102932_625.jpg

IMG_20230114_102822_202.jpg

IMG_20230114_102819_656.jpg

IMG_20230114_102809_768.jpg

IMG_20230114_102741_352.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



received_305654148004402.webp


৩ নং ফটোগ্রাফি

সম্মানীয় গেস্ট শুধু আমাদের সাথে স্কুল মাঠে দাঁড়িয়ে ফটো উঠে শান্ত হননি। তারা বলেছিল আপনাদের সুন্দর ফুলের বাগান তৈরি করেছেন সেখানে একসাথে ফটো না উঠলে মানায় না। আমরা পুনরায় তাদেরকে আবার নিয়ে গেলাম ফুলবাগানের পাশে এবং চেষ্টা করলাম আমিও মুস্তাফিজুর ভাই সুন্দর করে তাদের ফটো উঠিয়ে দেওয়ার। লক্ষ্য করলাম তারা আমাদের বাগানের ফুটে থাকা প্রত্যেকটা ফুলের নাম বলতে পারছে ।যেহেতু ওরা বাইরে থেকে এসেছে হয়তো ফুলকে বেশি পছন্দ করে এবং ভালোবাসে। যার জন্য এসব ফুলার নাম মনে রেখেছে। শীতকালীন অনেকগুলো ফুল ফোটা দেখে খুবই মুগ্ধ হয়েছিল তারা। তাদের মোবাইলে অনেক ফটো উঠাতে দেখছিলাম। যাইহোক সুন্দর একটি মুহূর্ত তাদের সাথে আমাদের অতিবাহিত হল এবং তারাও অনেক সন্তুষ্টবোধগুলো আমাদের সুন্দর ব্যবহার ও উন্নয়নমূল কর্মসূচির কথা শুনে। আপনারা খুব সুন্দর ভাবে আমাদের বুঝালেন বিদ্যালয়ের উন্নয়নের জন্য অবশ্যই আমাদের শিক্ষক মন্ডলের মধ্যে একতা থাকতে হবে যেন সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে বিদ্যালয়কে ভালো মানের একটা তুলতে পারি। এবার প্রথম এ বিদ্যালয় থেকে ছাত্রদের ক্যাডেটে ভর্তি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিলাম এই সমস্ত বিষয়গুলো তারা দেখে অত্যন্ত খুশি এবং যেন সে বোঝাইটা রানী থাকে এবং প্রচেষ্টা অব্যাহত থাকে সেটার জন্য তারা আমাদের বোঝানোর চেষ্টা করছিল। সর্বোপরি তাদের সাথে বিস্তারিত আলোচনা করে আমাদের বেশ ভালো লাগছিল।
IMG_20230114_103222_315.jpg

IMG_20230114_103233_855.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



received_305654148004402.webp


৪ নং ফটোগ্রাফি

সম্মানীয় অতিথিদের সম্মানের সাথে বিদায় জানানোর পরে বাকি সমন্বয়ে মিটিং উপদেষ্টা স্যারের সাথে সম্পন্ন হল। বর্তমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় স্কুলে ছাত্রছাত্রীদের জন্য সাইকেল স্ট্যান্ড প্রয়োজন, আমাদের স্কুল মাঠ উচা নিচা রয়েছে সেখানে মাটি ভরাট করে সম্পূর্ণ সাট করতে হবে, শিক্ষক মন্ডলের বেতন বৃদ্ধির চেষ্টা করতে হবে। এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেষ আলোচনা করে উপদেষ্টা আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন। উপদেষ্টা চলে যাওয়ার পর আমরা শিক্ষকমন্ডলী মিলে কিছু আলোচনা করলাম। আর এভাবে অনেক সময় অতিবাহিত হলো। এরপর আমরা একসাথে আমাদের মত ছবি উঠানোর চেষ্টা করলাম। এরপর আমাদের সম্পূর্ণ কার্যক্রম সমাপ্ত হল এবং রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এভাবেই সম্পূর্ণ হলো জানুয়ারি মাসের ১৪ তারিখে সুন্দর একটি সমন্বয় মিটিং।

IMG_20230114_103509_376.jpg

IMG_20230114_103547475_BURST0001_COVER.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স



received_305654148004402.webp

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62