ফাল্গুন নিয়ে স্বরচিত কবিতা 'এসেছি আবার নতুন সাজে'

in আমার বাংলা ব্লগlast year

আজ - সোমবার

পহেলা ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ
১৩ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম

IMG_20230202_134932569_BURST0006.jpg




হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ও মেহেরবানীতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা সকলে জানেন আজ ফাল্গুন মাসের প্রথম দিন। আর এই ফাল্গুন মাসকে বরণ করে নেওয়ার জন্য আমি আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলে আমার এই কবিতাটি পড়বেন এবং কবিতা আবৃত্তি করার মধ্য দিয়ে অন্যরকম ভালোলাগা খুঁজে পাবেন। তাহলে চলুন এখনই কবিতা আবৃতি আরম্ভ করা যাক।





কবিতা

নাম: এসেছি আবার নতুন সাজে

রচয়িতা
নাজিদুল ইসলাম (সুমন)


এসেছি আবার তোমাদের মাঝে

ফাগুন নিয়ে নতুন সাজে।
ফাগুনী হাওয়ায় মন রাঙিয়ে
গাইবো গান ফুলের বনে।

ফুটেছে কত রক্ত গোলাপ
ভ্রমর এসে করে যায় আলাপ।
শিশির ঝড়ে সন্ধ্যা হতেই
জ্যোছনা আলোই পথ রাঙিয়ে।

শীতের শেষে কুয়াশা এসে
লুকোচুরি খেলে ফুলের বনে।
লুকিয়ে রাখে ফুলগুলো হাই
তোমার থেকে আড়ালে রেখে

সূর্য মামা তাই দেখে দেখো
মিষ্টি করে আড়ালে হাসে।
ভয় পেওনা কুয়াশা দেখে
ভুবন তোমার ফুলের সাজে।

কুয়াশা গেলে দেখি কত ফুল
নতুন করে ফুটে আছে।
শিশির গুলো ফুলের উপর
ফোঁটায় ফোঁটায় জমে থাকে।

এভাবেই বুঝি প্রকৃতির সাজ
একে অপরকে সাজিয়ে রাখে।
সাজাতে চাই প্রিয়াকে আমি
নববধূর ফাগুন বেশে।

দিনের শেষে চাঁদ মামা এসে
মানিয়ে নেয় নতুন বেশে।
সাজাতে চাই বাগানের ফুল
আধার কেটে জ্যোছনা বেশে।

হালকা শীতের মিষ্টি প্রভাত
ঘুম ভেঙে শুধু পাখির কলরব
উঠতে পারিনা বিছানা ছেড়ে
স্বপ্ন দেখি তোমায় ঘিরে।

কল্পলোকে তোমাতে হারায়
ফাগুনে ফোঁটা ফুলের বনে।
ফাগুনী হাওয়া দিয়ে যায় দোল
ভালবাসি তোমায় মনের আবেশে।

কল্পলোক যখনই থামে
চোখ রাখি ম্যাসেঞ্জারের পানে।
নেইকো প্রিয়া অনলাইনে
থাকতে পারে ফাগুন বনে।

চেয়ে দেখি দুই নয়নে
মুখোরিত প্রভাত পাখির গানে।
ছুটে চলি ফুলের ঘ্রানে
প্রিয়ার স্মৃতির পায় সেখানে।






সমা
প্ত



received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

আমার কবিতাটি কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। কবিতা পড়ে আপনাদের অনুভূতি কেমন? আশা করি মনের মধ্যে প্রেম প্রেম ফিলিংস হচ্ছে। কেমন কবিতা আমার থেকে প্রত্যাশা করেন? প্রেম বা বিরহের,সমস্ত বিষয় গুলো কমেন্ট বক্সে জানাবেন। তবে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি @sumon09, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1YGaRHjGNgt5Rer5B6F4g7irPGQYc8fWEfZqTANQMkujbw3BpuQhuZF9sFJriW5xg7LMsDDq4d4bcThss.gif

Sort:  
 last year 

এসেছি আবার নতুন সাজে কবিতাটি পড়ে খুব ভালো লাগছে। আপনি কবিতার ছন্দ গুলো সুন্দর মিলিয়েছেন।অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য।

 last year 

আমি চেষ্টা করি ছন্দের মিল রাখার জন্য

 last year 

ফাল্গুন কে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। আসলে এখন সবাই খুব সুন্দর সুন্দর কবিতা লেখে আপনারটি ও ব্যতিক্রম নয়। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 last year 

তাই দেখে তো আমিও লিখেছি

 last year 

ফাল্গুন মাস আজ থেকে শুরু ৷ মনের মধ্যে এক নতুন উদ্দীপনা ৷ মনে মনে নতুন প্রেমের অনুভুতি ৷ যা হোক ফাল্গুন নিয়ে লেখা কবিতাটি অনেক সুন্দর ছিল ৷ অসংখ্য ধন্যবাদ ভাই এতো চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য

 last year 

ফাগুন নিয়ে দারুন কবিতা লিখেছেন ভাইয়া।দেখতে দেখতে ফাগুন মাস চলে এসেছে। সবাই কম বেশি সুন্দর সুন্দর কবিতা লিখেছে।ভাইয়া আপনার কবিতার প্রতিটি লাইন বেশ ভালো হয়েছে।

সূর্য মামা তাই দেখে দেখো
মিষ্টি করে আড়ালে হাসে।
ভয় পেওনা কুয়াশা দেখে
ভুবন তোমার ফুলের সাজে।

ভালো ছিলো।ধন্যবাদ

 last year 

চেষ্টা করেছি আপনাদের মনের মত কবিতা লিখতে

 last year 

আপনি খুব সুন্দর ভাবে একটি কবিতা লেখার মাধ্যমে ফাল্গুন মাস কে বরণ করে নিয়েছেন। ফাল্গুন মাস নিয়ে আপনার লেখা কবিতাটা বেশ ভালো হয়েছে। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর কবিতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই প্রতিবছর ফাল্গুন মাসকে এভাবেই বরণ করি

 last year 

ফাল্গুন কে নিয়ে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।আসলে এ ধরনের কবিতাগুলো পড়তে খুব ভালো লাগে। ফাল্গুন মাসকে নিয়ে যে কবিতা লিখেছেন কবিতাটি পড়ে মনে হল যে আসলে ফাল্গুন চলে আসলো আমাদের মাঝে। আসলে দেখতে দেখতে মনে হচ্ছে মানুষগুলো চলে যাচ্ছে। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর কবিতা আপনাদের উপহার দিতে পারি

 last year 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার স্বরচিত কবিতা ফাল্গুন ৷ দারুণ লিখেছেন ৷ কবিতার প্রতিটি লাইন দারুণ হয়েছে ৷ ফাল্গুন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 last year 

কবিতাটি আপনার ভালো লেগেছে জানি আমার ভালো লাগলো।

 last year 

এসেছি আবার নতুন সাজে, কবিতাটি জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া। ফাল্গুন মাসের শুরুতেই ফাল্গুন নিয়ে আপনার লেখা কবিতা পড়ে মনটা ভরে গেল। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে।

দিনের শেষে চাঁদ মামা এসে
মানিয়ে নেয় নতুন বেশে।
সাজাতে চাই বাগানের ফুল
আধার কেটে জ্যোছনা বেশে।

তবে কবিতার এই লাইনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61358.50
ETH 3378.70
USDT 1.00
SBD 2.52