পুকুর থেকে বরশি দিয়ে মাছ ধরার অনুভূতি

in আমার বাংলা ব্লগ17 days ago


আসসালামু আলাইকুম

img_1697577095657.jpg





হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি এখন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পুকুর থেকে বরশি দিয়ে মাছ ধরা সুন্দর অনুভূতি নিয়ে। আশা করি আমার এই সুন্দর পোস্ট দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে শুরু করি বিস্তারিত মাছ ধরার অনুভূতি।


ফটোগ্রাফি সমূহ:



বরশি দিয়ে মাছ ধরা যেন গ্রাম বাংলার এক অন্যরকম ঐতিহ্য। কারণ আমরা সব সময় লক্ষ্য করে দেখি বিলে নদীতে এখানে সেখানে মানুষ বেশিরভাগ বরশি দিয়ে মাছ ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করে। ঠিক তেমনি একদিন পুকুর পাড়ে উপস্থিত হলাম, গমের ময়দা পানি দিয়ে গুলিয়ে কিছুটা ছানা উপযুক্ত করে নিয়ে। তবে এটা সুন্দরভাবে ছেনে নিতে পারলে বরশিতে ভালো যেতে থাকে। অর্থাৎ একবারের উপযুক্ত রূপে রেডি করে নিতে পারলে বরশিতে যেমন গেঁথে থাকে,ঠিক তেমনি বারবার পুকুরে টোপ হিসেবে ফেলা যায়। যাইহোক এভাবেই প্রস্তুতি নিয়ে পুকুর পাড়ে এসে গেলাম।


IMG_20231016_153834_205.jpg

IMG_20231016_153837_408.jpg



এরপর প্রচন্ড রোদ গরমের মুহূর্তে পুকুরে বরশি ফেলে বসে থাকলাম কিন্তু মাছের দেখা পেলাম না। বেশ বিরক্ত বোধ করছিলাম গরমের কারণে। যদি মাছ উঠত তাহলে হয়তো ভালো লাগতো কিন্তু একদিকে গরমে বসে থাকা আরেক দিকে মাছ না ওঠা বেশ অস্বস্তিকর অনুভূতি। তবুও আমি আমার চেষ্টা চালিয়ে গেলাম। প্রথম পুকুরে যখন মাছ উঠল না চলে গেলাম আর একটা পুকুরে।


IMG_20231016_153843_559.jpg

IMG_20231016_153853_395.jpg

কি আর বলব, এই পুকুরটাতে মাছ ধরতে এসে তেলাপিয়া বড় বড় পাঙ্গাশ রুই মৃগেল কোন মাছের দেখা মিলল না। আশা করেছিলাম পাঙ্গাস তেলাপিয়া অথবা পেট মোটা জাপানি মাছ পাব। কিন্তু মাত্র কয়েক বার কয়েকটা ছোট্ট ছোট্ট রুই মাছের পোনা উঠল। আমার আবার রাগ উঠলে পারে এ সমস্ত জিনিসগুলো ভেঙে ফেলার এমন অনুভব সৃষ্টি হয়। মাঝে মাঝে বিরক্ত হয়ে মনে হলো যেন বরশি ভেঙে ফেলে আওড়া দিয়ে চলে যায়। তবুও মাথা ঠান্ডা রাখলাম, মাছ ধরার চেষ্টা করতে থাকলাম।


img_1697576849487.jpg



এরপর বেশ কিছুটা সময় অপেক্ষা করে অনেকগুলো তেলাপিয়া মাছ পেলাম। তখন যেন কিছুটা স্বস্তি আসলো মনের মধ্যে। তবে প্রথমত মন খারাপ হয়ে গেলে সেখানে কিন্তু আর ভালোলাগা থাকে না। প্রথম যেহেতু মাছ পাইনি অনেকক্ষণ বসে থেকেছি। এজন্য মনটা বেশ খারাপ হয়ে পড়েছিল। এরপর আরো কিছুক্ষণ চেষ্টা করলাম মাছ ধরার জন্য। তবে অনেকক্ষণ পর পর দু একটা করে পেতে থাকলাম।


img_1697576914137.jpg



বড় আফসোস হচ্ছিল আমার পাঙ্গাস মাছ সহ অন্যান্য মাছ না পাওয়ায়। বরশিতে যে কয়টা মাছ উঠেছিল সবই ছিল তেলাপিয়া মাছ। তাই আরো কিছুটা সময় ধরে আশা করেছিলাম যে অন্য কোন মাছ উঠবে। কেন জানি ভুল করে অন্য কোন মাছ উঠতে চাইলো না। তাই একটু মনটা খারাপ থেকে গেল। আর আমাদের পুকুরে তো সকল প্রকার মাছ রয়েছে অনেক অনেক। মাছের খাবার দেওয়ার জায়গা থেকে বরশি ফেলেছিলাম। এরপরেও কেন জানি মাছ তেমন একটাও ছিল না।


IMG_20231016_161252_068.jpg

IMG_20231016_161256_750.jpg



অতঃপর যা মাছ পেয়েছি না কেন সেই সমস্ত মাছগুলো নিয়ে সন্তুষ্ট থাকলাম। আর এভাবেই পুকুরপাড়ে এক দেড় ঘন্টা কেটে গেল। এদিকে মাথায় চিন্তা ছিল যে মাছগুলো তো বাড়িতে দ্রুত নিয়ে যেতে হবে, যেন দ্রুত কেটে রান্না করতে পারে। তাই আর দেরি করলাম না,এরপর আমি আবার আমার মত বাড়ির দিকে রওনা দিলাম। আর এভাবেই একটা দিন পুকুর পাড়ে বসে একা একা মাছ ধরা হল।


IMG_20231016_161308297_BURST0004.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 17 days ago 

আসলে ভাইয়া আমরা মাছ কেন যেকোন জায়গায় গেলে সেই কাজ না হলে অনেক খারাপ লাগে। তবে আমাদের ধৈর্য্য হারালে চলবে না।যাইহোক অবশেষে কয়েকটি তেলাপিয়া মাছ পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে তেলাপিয়া মাছ যদি ভেজে খাওয়া যায় তাহলে অনেক মজার হয়। আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

হ্যাঁ ঠিক বলেছেন

 17 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি অনুভূতি শেয়ার করেছেন। আপনি পুকুরে বরশি দিয়ে মাছ ধরেছেন সেই সাথে চমৎকার কয়েকটি ফটোগ্রাফ এর মাধ্যমে আজকে আমাদের মাঝে আপনার এই অনুভূতিটি শেয়ার করলেন। আপনার মাছধারার এই অনুভূতি দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

বেশ সুন্দর মন্তব্য করেছেন আপনি

 17 days ago 

ছোটবেলায় আমি আমাদের একটি বিল থেকে বরশি দিয়ে মাছ ধরেছিলাম, কিন্তু এখন আর সময় সুযোগ হয়না মাছ ধরার। আপনি দেখছি আপনার পুকুর থেকে বরশি দিয়ে বেশ কয়েক ধরনের মাছ ধরেছেন। আসলে বরশি দিয়ে মাছ ধরার সময় অনেক ধর্য সহকারে বসে থাকতে হয়। আপনি দেখছি অনেক ধর্য নিয়ে মাছ গুলো ধরেছেন।

 8 days ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন

 17 days ago (edited)

সুযোগ পেলেই মাঠের পুকুরে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরতাম। বড়শি দিয়ে মাছ ধরতে খুবই ভালো লাগে এটা এক ধরনের নেশার মতো। আপনি পুকুর থেকে বসে যে মাছ ধরা অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ার মাধ্যমে আমার সেই পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো

 8 days ago 

ধন্যবাদ ভাই।

 16 days ago 

ছোটবেলা পুকুর থেকে বড়শি দিয়ে অনেক মাছ ধরতাম। বর্তমান সময়ে বড়শি দিয়ে মাছ ধরার সময় হয়ে ওঠে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago (edited)

এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60740.76
ETH 3388.82
USDT 1.00
SBD 2.52