কবিতা: স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'ফেলে আসা স্মৃতি'

in আমার বাংলা ব্লগlast year (edited)

আজ - সোমবার

২৮ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ
১৩ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

IMG_20221117_152045777_BURST0002.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। হয়তো কবিতাটি কিছুটা নিরাশ মনের আবেগ অনুভূতি প্রকাশ। যেখানে বাস্তবতা বিশেষ এক অনুভূতিকে কেন্দ্র করে রচনা। তবুও আশা করি কবিতাটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। আমরা জানি কবিতা যতবার আবৃত্তি করা যায় তত কবিতা আবৃত্তির সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই চলুন আর দেরি না করে কবিতাটি আবৃত্তি করি।

কবিতা

নাম: ফেলে আসা স্মৃতি

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


মনে কি পড়ে

সেই সোনালী বিকেলগুলো
যে বিকেলে বসে থাকতাম
ছাদের উপরে
হাতে রেখে দুই হাত
কথা হতো দিন রাত।

মনে কি পড়ে
সেই সূর্য দেখার অনুভূতি
দুইজন দুই প্রান্ত থেকে
নির্দিষ্ট সময় করে
চেয়ে দেখতাম তখন
সূর্য ডোবার গোধূলি লগন।

জানি মনে পড়ে না
আমার সেই স্মৃতি
হাতে রেখে দুই হাত
করতে কত আকুতি মিনতি
বলতে কভু ভুলনা
রঙিন বাঁধনে বাঁধা এই পিরিত।

আজ শুধু ইতিহাস
তোমার আমার অনুভূতি
রঙিন বাঁধনের বাঁধা
ফেলে আসা ঐই দিনগুলি
স্মৃতি হয়ে কাঁদায়
মনে হয় যেন ভাগ্যের নিয়তি।

বলতে তুমি আমায় প্রিয়জন
মায়ার ডরে বাধা রয়ে জাবে আজীবন
আজ যেন মনে হয়
সবকিছু ছিল মিথ্যা প্রতিশ্রুতির
অচিরেই পুড়ে ছারখার
হয়ে গেছে মনের অনুভূতি।

নেই আর সোনালী দিন
নেই মনের মধ্যে স্বপ্ন রঙিন।
মন জগত আজ তুমি বিহীন
দৃষ্টির অগোচরে হচ্ছে প্রাচীন।
ফুলে ফুলে হয় না আর রঙিন উদ্যান
যখনই ভুলে গেছো রেখে পিছুটা।

হয়তো মনে পড়ে
সাথে চলার কথা
তবে জানি তোমার মনে
হয় না বিষন্নতা।
পিছু টান থাকলে কখনো
হতো না এমন নীরবতা।




সমা
প্ত


বিশেষ মন্তব্য

দীর্ঘ ভালোবাসার পরে ভালবাসার মানুষ যখন সকল প্রকার আশা-আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি ভঙ্গ করে হঠাৎ চলে যায়। ভালবাসার মানুষকে ছেড়ে অজানা উদ্দেশ্য পাড়ি জমাই। ঠিক তখনই তার মনের মধ্যে ভেসে ওঠে পুরনো সেই স্মৃতিগুলো। যে পুরনো স্মৃতির বিশেষ বিশেষ মুহূর্ত মনের মধ্যে জেগে ওঠে এবং আর্তনাদে ভরে ওঠে, ভরে ওঠে বিষন্নতার হৃদয়বিদারক যন্ত্রণার কারাগার। তখনই মনের মধ্যে বিভিন্ন আবেগ আক্ষেপ গুমড়ে মারে। তাই মনের মধ্যে যেন প্রিয়জনের সাথে মৌন কথোপকথন সৃষ্টি হয় ভালবাসার মুহূর্তকে কেন্দ্র করে। আর সে বিশেষ অনুভূতিকে কেন্দ্র করে আজকের এই বিরহ মূলক কবিতা। আশা করি কবিতাটি পড়ে আপনাদের ভালো লেগেছে এবং বাস্তবতার এক প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 last year 

ঠিক বলেছেন ভাইয়া দীর্ঘ ভালোবাসার পরে যখন একজন আরেকজনকে ছেড়ে চলে যায় তখনই মনের মধ্যে ভেসে ওঠে পুরোনো স্মৃতি। আপনি পুরোনো স্মৃতি নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে ভালো লাগলো। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

যাক আপনি তাহলে বুঝতে পেরেছেন

 last year 

আপনার কবিতাটি চমৎকার হয়েছে। সত্যি ভাইয়া দীর্ঘ সময় ভালোবাসার পরে যখন কেউ চলে যায়, তখন সব কিছু শুধু স্মৃতি। সত্যি কবিতাটি কিছুটা নিরাশ মনের আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। কবিতার প্রতিটি লাইনে অনেক সুন্দর হয়েছে। তারপরেও কিছু লাইন মন কেড়ে নেই।
আজ শুধু ইতিহাস
তোমার আমার অনুভূতি
রঙিন বাঁধনের বাঁধা
ফেলে আসা ঐই দিনগুলি
স্মৃতি হয়ে কাঁদায়
মনে হয় যেন ভাগ্যের নিয়তি ।
আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনিও দেখি বেশ সুন্দর কবিতা লিখতে জানেন

 last year 

মানুষের জীবনে কিছু থাকুক বা না থাকুক স্মৃতি ভরপুর থাকে। আপনার কবিতার মাঝেও ঠিক তেমনি স্মৃতিতে ভরপুর। আমার তো আপনার কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এটা দেখে ভালো লাগলো যে আপনি কবিতা প্রত্যেকটি লাইন অনেক সুন্দর ভাবে বুঝিয়ে উপস্থাপনা করেছেন। এরকম কবিতা গুলো দেখতে যেমন ভাল লাগে পড়তেও অনেকটাই ভালো লাগে আমার। চমৎকার কবিতা শেয়ার করলেন আজকে।

 last year 

তবে আমার জীবনে বেদনাদায়ক স্মৃতি অনেক

 last year 

ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে মধুর মধুর স্মৃতিগুলো রক্ত ঝরায় এই অন্তরে।। আসলে ফেলে আসা দিন গুলো খুবই দীপ্তময় হয়ে থাকে।। যা বারবার ফিরে পেতে মন চায়।।
কবিতার মাধ্যমে আপনি অসাধারণ ভাবে পুরনো স্মৃতিগুলো ফুটিয়ে তুলেছেন বিশেষ করে নিচের লাইনগুলো অসাধারণ ছিল

হয়তো মনে পড়ে
সাথে চলার কথা
তবে জানি তোমার মনে
হয় না বিষন্নতা।
পিছু টান থাকলে কখনো
হতো না এমন নীরবতা।

 last year 

গানটা আমার অতি ফেভারিট

 last year 

প্রিয়জন ছেড়ে চলে যাবার ব্যথা খুব চমৎকারভাবে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইন খুব সহজ সরল ভাবে লেখা জন্যই আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ কবিতা আমি তেমন একটা বুঝি না। কিন্তু আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে খুব ভালো লাগলো। খুব সুন্দর গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ।

 last year 

আপনি আমার কবিতা বুঝতে পারেন জেনে ভালো লাগলো

 last year 

আসলে কথাটা একদম ঠিক বলেছেন দীর্ঘ দিন ভালোবাসার পরে যদি ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায় তাহলে সেই কষ্টটা অনেক বড়। আর সেটা সত্যি ই স্মৃতি হিসেবে যেন ভেসে বেড়ায়। আজকের কবিতাটা খুব সুন্দর লিখেছেন। বিশেষ করে মনে বিরহ নিয়ে আসার কারণে কবিতাটা খুব সুন্দর লিখতে পেরেছেন।

 last year 

জি তাই বাস্তবতাকে কেন্দ্র করে লিখেছি

 last year 

পিছু টান থাকলে কখনো
হতো না এমন নীরবতা।

ঠিক বলেছেন ভাইয়া যখন কোন মানুষের পিছুটান থাকে, তখন কিন্তু কেউ কাউকে আর ছেড়ে যায় না।

ধন্যবাদ ভাইয়া কষ্টের কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যখন কেউ কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ,তখন যদি কেউ অন্যজনকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু ভীষণ কষ্ট হয়। আপনার কবিতাতে ঠিক তেমনটাই প্রকাশ পেয়েছে। আসলে আপনার মনে অনেক কষ্ট, যেগুলো আপনি এই কবিতায় আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

একদম ঠিক কথা বলেছেন

 last year 

ফেলে আসা স্মৃতি কবিতা সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। এরকম স্মৃতি বিজড়িত কবিতাগুলো পড়তে অসম্ভব ভালো লাগে আমার কাছে। এরকম কবিতা গুলোর মাধ্যমে আমরা নিজেদের দক্ষতার প্রকাশ ঘটাতে পারি। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে এভাবে কবিতা লেখার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আপনি প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন যার কারণে পড়তে ভীষণ ভালো লেগেছে।

 last year 

কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57190.65
ETH 2409.68
USDT 1.00
SBD 2.28