মন খারাপের মুহূর্তে বন্ধুদের সাথে কিছুটা সময় অতিবাহিত

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

img_1698771791439.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

পারিবারিক কোনো দ্বন্দ্ব বা মন খারাপই মানুষকে বিষন্নতায় ঠেলে দেয়। আর মনের মধ্যে জমে থাকা সেই বিষন্নতা মানুষকে ক্ষতিগ্রস্ত করে তোলে। তাই মানুষকে টেনশন থেকে নিজেকে ভালো রাখতে যখন যেটা ভালো দিকে নিয়ে যাবে। ঠিক সেটা করাই উচিত আর যেটা খারাপের দিকে তুলে ধরতে যাবে সেটা থেকে নিজেকে বিরত রাখাটা উচিত। তবে মন খারাপের মুহূর্তে ভালো থাকার অন্যতম মাধ্যম হচ্ছে বন্ধুদের সাথে কিছুটা সময় অতিবাহিত করা এতে দেখা যায় ভালো বা সঠিক পথে চলা বন্ধুরা তাকে সঠিক পথে পরিচালনা করবে। ঠিক এমনই একটা অনুভূতি নিয়ে এই পোস্ট। বেশ কিছুদিন আগে হঠাৎ যখন মন-মানসিকতা ঠিক এমনটাই অনুভব করছিলাম রাতের অন্ধকারে কিছুটা পথ অতিক্রম করে চলে গেলাম বন্ধুর কাছে। দেখতে পারলাম মারুফ তার কর্মস্থলে এখনো কিছুটা ব্যস্ত রয়েছে। অবশ্য রাতের কালের মুহূর্তে একা কাজ করতে তারও খুব একটা বেশি ভালো লাগে না। সে যে ভূমি অফিসের কম্পিউটারের কাজগুলো করে থাকে তাই তার অনেক সময় ব্যয় হয় সেখানে। তাকে ফোন দিলাম, সে বললো চলে আয় ভূমি অফিসে, একটু ঘুরে আসি স্কুল মাঠে। এরপর দুজন একত্রিত হলাম তার অফিসে।

IMG_20231031_203840_304.jpg

IMG_20231031_203831_119.jpg

IMG_20231031_203813_680.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

২ নং ফটোগ্রাফি

এরপর কিছুটা সময় আমি আর আমার বন্ধু একসাথে গল্প করলাম ভূমি অফিসের মধ্যে তারপর এশার আজান হল।দুইজন চলে গেলাম নতুন মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। নামাজ পড়া শেষে দুইজন মনে করলাম ফিল্টের মাঝখানে অর্থাৎ স্কুল মাঠের মাঝখানে যেয়ে কিছুটা সময় ধরে গল্প করব। পরবর্তীতে আমার আর একজন বন্ধু নাম তার পলাশ, সে ফোন দিয়ে বলল আমি আসছি তোদের এখানে। তখন দেখলাম যেহেতু তিন বন্ধু একসাথে হবো তাই মারুফ হঠাৎ বলে বসলো দোকান থেকে কিছু কিনে আনি। তাই আমরা ভূমি অফিসের দিকে আর না যেয়ে চলে গেলাম স্কুল পাড়ার দোকান গুলোর দিকে। যে সমস্ত দোকানগুলোতে দেখলাম মানুষের আড্ডাখানা ঠিক সেখানে প্রবেশ না করে চলে গেলাম যেই দোকানটা নিরিবিরি লোকজনের কোন আড্ডা নেই।

IMG_20231031_192935_908.jpg

IMG_20231031_193347_598.jpg

IMG_20231031_193349_033.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স

৩ নং ফটোগ্রাফি

দোকানটায় এসে আমি আমার ভালো লাগার কয়েকটা বিস্কুটের কথা বললাম কিন্তু দেখলাম সেগুলো কিছুই নাই তবে মারুফের ভালোলাগা এই বিস্কুট টা নেয়া হলো। লক্ষ করে দেখলাম এই দোকানে তেমন কোনো আড্ডা নেই দুজন লোক বসে রয়েছে আর বিশেষ কিছু নিয়ে গল্প করছে। চা সিগারেট খাওয়া আড্ডাখানা দোকান গুলো মোটেও আমার বা আমাদের কারোরই পছন্দ নয়। যাইহোক এরপর আমার বন্ধু পলাশ আমাদের মাঝে এসে উপস্থিত হলো। লক্ষ্য করে দেখলাম অন্যান্য দোকানগুলো বন্ধ হয়ে গেছে,শুধু মুদি দোকান চায়ের দোকানগুলো খোলা রয়েছে। আমাদের গ্রামে দীর্ঘক্ষণ আড্ডাখানা চলে না কোন দোকানে এটা কিন্তু গ্রামের জন্য ভালো একটা বিষয়।

IMG_20231031_193214_275.jpg

IMG_20231031_194156_357.jpg

IMG_20231031_204302_742.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


৪ নং ফটোগ্রাফি

এরপর প্রাইমারি স্কুলের গেট দিয়ে প্রবেশ করলাম স্কুল মাঠে। আমাদের সময়কালে স্কুলের এত সুন্দর পরিবর্তন ছিল না কিন্তু এখন স্কুলের বিভিন্ন পর্যায়ে রূপ পরিবর্তন হয়েছে। স্কুলের গায়ে বিভিন্ন প্রকার গাছ পশু পাখির দৃশ্য। তবে ধর্মের দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা মোটেও গ্রহণযোগ্য নয়। তবে ছোট বাচ্চাদের শিক্ষার জন্য এজাতীয় ছবিগুলো বেশি আকর্ষণ করে থাকে স্কুলের প্রতি আগ্রহ বাড়ায়। তবে যাই হোক এ বিষয়ে বেশি কিছু বলার ইচ্ছে আমার নেই রাতে অন্ধকারে মোবাইলে ফ্লাশ দিয়ে দেখলাম বেশ ভালই ক্যামেরা বন্দি হলো স্কুলের দৃশ্য।

IMG_20231031_193453_091.jpg

IMG_20231031_193426_258.jpg

IMG_20231031_193433_121.jpg
Photography device: Infinix hot 11s
সোর্স


৫ নং ফটোগ্রাফি

এরপর তিন বন্ধু স্কুল মাঠের মাঝখানে বসলাম এবং প্রায় এক ঘন্টা ধরে নিজেদের গল্প করলাম। যেহেতু তিনজন ছোট থেকে একসাথে বড় হয়েছি, লেখাপড়া করেছি। পাশাপাশি আমাদের বাড়ি যে যার কর্মে সারাদিন ব্যস্ত থাকতে হয়। তিনজন আজ সাংসারিক জীবনে এসে গেছি তাই সাংসারিক বিভিন্ন বিষয়; মন খারাপের বিষয়ে; ভালো মন্দ বিষয় নিয়ে অনেক কথা হলো। আর এভাবেই আমরা আমাদের মত বিভিন্ন বিষয়ে গল্প করে মনটা কিছুটা ভালো করে এরপর বাড়ির দিকে রওনা দিলাম। মোবাইলের দিকে চেয়ে দেখলাম তখন রাত সাড়ে আটটা বাজেনি। অনেকদিন পর তিন বন্ধু স্কুল মাঠে বসে। এভাবে সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করলাম তিন বন্ধু।

IMG_20231031_204045_779.jpg

IMG_20231031_204050_363.jpg

IMG_20231031_204044_354.jpg

Photography device: Infinix hot 11s
সোর্স



পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 last year 

জি ভাই আমাদের কারণে অকারণে মাঝেমধ্যে মন খারাপ হয়। আর এই মন খারাপের সময় যদি আমরা একাকীত্ব থাকে তাহলে মন খারাপ কারো বেড়ে যায় ।আমাদের ওই সময় বন্ধুদের সাথে সময় অতিবাহিত করলে তাদের সাথে কথা বললে অনেকটাই মন হালকা হয়ে যায়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

সঠিক মন্তব্য করার জন্য ধন্যবাদ

 last year 

ভাইয়া আপনি ঠিক কথা বলেছেন পারিবারিক কোনো দ্বন্দ্ব বা মন খারাপই মানুষের মনকে বিষণ্ণতায় ঢেলে দেয় এবং সেখানে আসলেই শান্তিতে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। কোনমতেই মনকে বুঝ দেওয়া যায় না। মন খারাপ হলে বন্ধুদের সাথে কিছুটা সময় ব্যয় করলেই মন ভালো হয়ে যায় এবং আপনি সঠিক একটি কথা বলেছেন কিন্তু বন্ধুর নির্বাচন করতে হবে আমাদের সঠিকভাবে। অনেক ও বন্ধু আছে বন্ধুদের পাল্লায় পড়ে মানুষ অনেক খারাপ হয়ে যাচ্ছে। আপনি ও আপনার বন্ধু কিছুটা সময় একসাথে গল্প করলেন এবং ভূমি অফিসে সুন্দর একটি সময় কাটালেন ভীষণ ভালো লাগলো ভাইয়া। রাত্রের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো আমার কাছে। রাতে হাটাহাটি করতে ভীষণ ভালো লাগে পাশে যদি একটা বন্ধু থাকে দুজন আড্ডা দেবো। যা সত্যি অনেক ভালো লাগে। আমার কাছেও ভীষণ ভালো লাগে না চা সিগারেট খাওয়া আড্ডাখানা দোকান গুলো এখানে অনেক গিবদ হয়। মানুষের নামে অনেক কিছু বলা হয় এগুলো সত্যিই অনেক খারাপ লাগে আমার কাছে। ভাইয়া আমার কাছে মনে হচ্ছিল আপনি ফটোগ্রাফি পোস্ট করেছেন আবার নিজের মনের কথাও তুলে ধরেছেন। যাক সব মিলিয়ে বেশ ভালই লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া। খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন বন্ধুর সাথে

 last year 

হ্যাঁ আমার বন্ধু দুজন খুবই ভালো মানুষ আমার একসাথে লেখাপড়া করেছি

 last year 

মন খারাপের মুহূর্তগুলোতে যখন বন্ধুরা পাশে থাকে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আসলে মন খারাপ টা বলে আমাদের জীবনে আসে না। যাইহোক বন্ধু মারুফের সঙ্গে বোঝা যাচ্ছে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। জীবনে এরকম একটা বন্ধু থাকা আসলে খুবই জরুরী যে বিপদে-আপদে সবসময় পাশে থাকবে অনেক রাত অব্দি দুজন মিলে গল্প করেছেন অবশ্যই মনটা অনেক বেশি হালকা হয়ে গিয়েছে। আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

একদম মনের কথা বলেছেন ভাইজান।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90648.89
ETH 3205.71
USDT 1.00
SBD 2.81