পেঁয়াজের কলি দিয়ে তৈরি সুস্বাদু রেসিপি || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০% বেনিফিসারী

in আমার বাংলা ব্লগ3 years ago


আজ - সোমবার

১০এ মাঘ,১৪২৮বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম




আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা কেমন আছেন? আশা করি, আপনারা সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো ও সুস্থ রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পোস্ট। আজকে পোষ্টের বিষয়: পেঁয়াজের কলি দিয়ে সবজি রান্নার রেসিপি। চলুন শুরু করা যাক।





  • রেসিপির সর্বস্তরের ফটো একটি ফ্রেমে এডিট করে 'আমার বাংলা ব্লগ' এর জন্য উৎসর্গ করলাম।

GridArt_20220124_215948084.jpg



1iRtnd53Q7iVsuPDuytL43WKeQZRTGWFuEgY61RrWphTV11epvj6xGjtJu89W2S8t4tYP4wswHuNv.png

প্রয়োজনীয় উপকরণ সমূহের তালিকাঃ


উপাদান
পরিমান
পেঁয়াজ কুচিপাঁচ পিস
রসুন কুচিচার পিস
কাঁচা মরিচ১০ পিস
সয়াবিন তেল১০০ গ্রাম
তেজপাতাতিন পিস
গরম মসলাআট খন্ড
মসলা বাকলাছয় খন্ড
লবঙ্গদশ পিচ
জিরাপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
মরিচের গুঁড়াএক চা চামচ
হলুদের গুঁড়াদুই চামচ
ধনিয়া গুড়াএক চা চামচ
পেঁয়াজের কলিতিনশ গ্রাম
আলুর ফালিহাফ কেজি
পাকা টমেটোছয় পিস
ধনিয়া পাতাপরিমান মত
শসার সালাতপরিমান মত

received_305654148004402.webp

রেসিপির ধাপসমূহঃ

ধাপ :-১


পেঁয়াজের কলি আলুর ফালি টমেটোর ফালি এবং সকল প্রকার মসলাগুলো ভালো ভাবে প্রস্তুত করে চুলার পাড়ে নিয়ে এলাম।

IMG_20211226_152431.jpgIMG_20211226_153946.jpg
IMG_20211226_154228.jpgIMG_20211226_143251.jpg

received_305654148004402.webp

দ্বিতীয় ধাপ :


চুলার উপরে কড়াইটি বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিলাম পরিমাণমতো

IMG_20211226_162129.jpg


received_305654148004402.webp

তৃতীয় ধাপ :


কড়াইয়ে তেল গরম হওয়ার সাথে সাথে তেলের মধ্যে পেঁয়াজের কুচি ঝালের ফালি রসুন কুচি ইত্যাদি ভাজার জন্য দিয়ে দিলাম।

IMG_20211226_162225.jpg


received_305654148004402.webp

চতুর্থ ধাপ :


এখন পেঁয়াজের কলি গুলো কড়াই এর মধ্যে দিয়ে দিলাম

IMG_20211226_162313.jpg


received_305654148004402.webp

পঞ্চম ধাপ :


পেঁয়াজের কলি অলরেডি সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে তাঁরই উপর আলুর ফালি গুলো দিয়ে দিলাম।

IMG_20211226_162329.jpg


received_305654148004402.webp

ষষ্ঠ ধাপ :


এখন কড়াইতে থাকা পেঁয়াজের কলি ও আলুর ফালি গুলো উপরে সকল প্রকার মসলা একের পর এক দিয়ে দিলাম।

IMG_20211226_162420.jpg


received_305654148004402.webp

সপ্তম ধাপ :


সবজি ও মসলাগুলো চামচ দিয়ে এপিঠ ওপিঠ করে মিক্সার করে নিলাম।

IMG_20211226_162620.jpg


received_305654148004402.webp

অষ্টম ধাপ :


এখন করাইয়ের মধ্যে হালকা করে পানি দিয়ে দিলাম এবং কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যাতে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হতে পারে।

IMG_20211226_163529.jpg


received_305654148004402.webp

নবম ধাপ :


সবজি অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনাটি তুলে দিলাম এবং কড়াইয়ের মধ্যে টমেটোর ফালিগুলো দিয়ে দিলাম।

IMG_20211226_163823.jpg


received_305654148004402.webp

দশম ধাপ :


সবজিগুলো কিছুক্ষণ চামচ দিয়ে এপিঠ ওপিঠ করে নেড়ে নিলাম এবং দ্বিতীয়বারের মতো আবারো কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

IMG_20211226_163519.jpg


received_305654148004402.webp

একাদশ ধাপ :


কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ঢাকনা তুলে দিলাম দেখলাম সকল প্রকার সবজি ভালো রকম সিদ্ধ হয়ে এসেছে আমি চামচ দিয়ে সবজি গুলো বারবার উল্টাতে থাকলাম যেন কড়াই এর নিচে ধরে না যায়।

IMG_20211226_165150.jpg


received_305654148004402.webp

দ্বাদশ ধাপ :


এভাবে একসময় আমার রান্না সমাপ্ত হয়ে এলো।

IMG_20211226_165135.jpg


received_305654148004402.webp

ত্রয়োদশ ধাপ :


কড়াই থেকে রান্না করা সবজিগুলো একটি গামলাতে উঠিয়ে নিলাম।

IMG_20211226_171457.jpg


received_305654148004402.webp

চতুর্দশ ধাপ :


এখন গামলা হতে আমার রান্না তরকারি একটি প্লেটে উঠিয়ে নিয়ে এলাম পরিবারের সকল সদস্যের মাঝে পরিবেশন করার পূর্বে টমেটো ও শসার সালাত দিয়ে সাজানোর জন্য।

IMG_20211226_182050.jpg


received_305654148004402.webp

পঞ্চদশ ধাপ:


এখন কিছু পাকা টমেটোর ফালি শসার ফালি ও ধোনিয়া পাতা প্রস্তুত করে নিলাম রেসিপি সাজানোর জন্য।

received_412869327194822.jpeg


received_305654148004402.webp

শেষ ধাপ:


প্লেটে রেসিপি প্রস্তুত করে আমার একটি সেলফি। আর এরই মধ্য দিয়ে আজকের কার্যপ্রণালীর সমাপ্ত হল।

received_317837100254614.jpeg


received_305654148004402.webp

image.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।




আমার পরিচয়


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা।


পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


🌺💞💞🌺


image.png

HsopeCjZeHctewYtfDxjSEKBJpMgi8EMwnkxmHwDx.png


আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
মোবাইলitel vision 1
ক্যামেরাAl dual camera-8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা


received_1609345706081331.gif

Sort:  

ভাই পিয়াজের পাতা দিয়ে আপনি অনেক।সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন যা দেখেই বিয়ে অনুষ্ঠানের সবজির কথা মনে পরে গেলো। বিয়ের অনুষ্ঠানে সবজি ছাড়া কেমন জানি কিছু একটা অপূর্ণ থেকে যায়। শুভেচছা রইল আপনার জন্য।

 3 years ago 

দারুন মন্তব্য করেছেন ভাইয়া। বিয়ের অনুষ্ঠানে সমস্ত রেসিপির মধ্যে যদি সবজি জাতীয় কোন রেসিপি থাকে তাহলে অনুষ্ঠানের খাওয়া-দাওয়া টা সুন্দর হয়ে যায়। যেহেতু সর্বস্তরের মানুষে সবজি পছন্দ করে থাকে।

 3 years ago 
  • আপনার তৈরি করা রেসেপিটি কখনো খাওয়া হই নেই। তবে আপনার তৈরি করা দেখে নিজের ও ইচ্ছে জাগতেছে রেসেপিটি তৈরি করতে। আপনার তৈরি করা রেসেপিটি দেখতে লোভনীয় মনে হইতেছে। তাছাড়া আপনি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনি চাইলে এসমস্ত রেসিপি খুব সহজেই তৈরি করতে পারেন এবং পরিবারের অন্যান্যদের মাঝে পরিবেশন করতে পারেন।

 3 years ago 

পেয়েছে কলি আর আলু দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। মনে হয় আপনার রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে। এমনিতে পেঁয়াজের কলি দিয়ে রান্না করলে খেতে আমার বেশ ভালই লাগে। তেমন আপনার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের কলি দিয়ে রান্না তরকারি খুবই সুস্বাদু হয়েছিল। আর আমি এ সমস্ত সবজি রান্না খুবই ভালো পছন্দ করে থাকি এবং রান্না করে থাকি আম্মার সহযোগিতায়।

 3 years ago 

পিঁয়াজের পাতা দিয়ে রান্না করা রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। এমন একটি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90504.92
ETH 3101.91
USDT 1.00
SBD 2.98