নাটক রিভিউ || হাড় কিপটে || ২১ তম পর্ব

in আমার বাংলা ব্লগ5 months ago

আজ - সোমবার

২৮ মাঘ,১৪৩০ বঙ্গাব্দ
১২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটক রিভিউ নিয়ে। আশা করি এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার রিভিউ পড়ে থাকেন এবং নাটকটি দেখেন। আমরা জানি হাড় কিপটে নাটক ১০৫ পর্ব। আজ আমি ২১তম পর্ব আপনাদের মাঝে রিভিউ করে তুলে ধরতে যাচ্ছি। চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


Screenshot_20240212-090900.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ২১তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকের ২১ তম পর্বের শুরুতেই দেখা গেল,নজর আলীর জামাই এসে উপস্থিত। আর জামাইকে সসম্মানে বাড়িতে না ডেকে তার আসাতেই যেন অসন্তুষ্টি হয়ে নজর আলী উল্টাপাল্টা বলা শুরু করলো। এরপর শাশুড়ি তার জামাইকে বাড়ির মধ্যে নিয়ে গেল। কিছুক্ষণ পর নজর আলী তার জামাইয়ের কাছে জানতে আসো শাশুড়ি এক গ্লাস শরবত বানিয়ে দিয়েছে কিনা। যখন জানতে পারলো বানিয়ে দেয় নি তখনই বলল তার শাশুড়ি কত অলক্ষী ১ কেজি গুড় কিনে দিয়েছিল অনেক আগে কিন্তু সেগুলো এখন নাই। হঠাৎ নজর আলীর বউ একটা মোরগ হাতে করে এনে বলল জবাই করে দাও। নজর আলী আর্তনাদ ফেটে পড়লো, তার অনেক চাল খরচ হবে। আবার মোরগটা জবাই হয়ে যাবে এতে তার অনেক ক্ষতি হয়ে যাবে সে চিন্তায়।

Screenshot_20240212-091516.jpg

Screenshot_20240212-092335.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে গোল্লায় এসে মামাতো ভাইদের চা খাইয়েছে কিন্তু মামাতো ছোট ভাইয়ের জিভে পড়ে গেছে। এই নিয়ে তাদের মধ্যে গল্প। তবে ভবিষ্যৎ নিয়ে তারা কি পরিকল্পনা করছে এটা নিয়ে সমস্যা নেতার অভাবে। তাই তারা চিন্তা করলো গোল্লা যা বুদ্ধি দেবে সেটা মোতাবেক তারা চলবে। গোল্লা সকলকে বুদ্ধি দিল বহরকে কিভাবে মানুষের সামনে পচানো যায়।

Screenshot_20240212-092055.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


গোল্লা এবার হঠাৎ করে হারাধন দত্তের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করল। শিবানী এসে বহরের গল্প শুরু করে দিল। গাছ থেকে পড়া আমের বিষয়ে সমস্ত কিছু গোল্লাকে বলা হলো। এরপর হারাধন দত্তের সাথে ভূপেনের মালয়েশিয়ায় যাওয়ার বিষয় গল্প করলো। গোল্লা বলল যে প্লেনে ষাট হাজার খরচ হবে। হয়তো বাস বা ইঞ্জিন চালিত গাড়িতে গেলে খরচ কম হতে পারে। হারাধন দত্ত বলল ভূপেন কে ভালো করে বোঝা। টাকার উপর মায়া থাকা প্রয়োজন আছে। যদি সড়ক বা নৌ যানবাহনে যাওয়া যায় তাহলে প্লেনের দরকার কি। গোল্লা চলে যাওয়ার আগে শিবানির সাথে একটু রোমান্টিক কথা বলে গেল, যদি মুসলমান হতো অবশ্যই সে তাকে বিয়ে করতে।

Screenshot_20240212-092926.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে বহর জব্বার চাচার পিছু পিছু ঘুরছে, কৃপণের নাম লিখে গরুর গলায় পোকা খসানোর সেই টাকা পাওয়ার আশায়। পথের মধ্যে রেশমার সাথে দেখা হয়ে গেল বহর এর। বিস্তারিত বহর রেশমার কাছে বলল। রেশমা বহরকে বলল মাজি ভাই আপনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন অবশ্যই এই টাকা আমি আদায় করে দিব। পাশাপাশি আরো অন্যান্য টাকা ব্যবস্থা করে দেব। বহর বলল বেশি চিটারি শিখে গেছিস তাই না, কিভাবে তোর বাবার কাছ থেকে টাকা আদায় করতে হয় আর গরুর গলার পোকা তোর বাপের গায়ে লাগাতে হয় সেটা আমি জানি।

Screenshot_20240212-092804.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে কৃপণ নজর আলীর জামাই জানতে চাইলো কুলাঙ্গার ২ শালা দের কাছে, কেন তাদের ভাত বন্ধ হয়। বিস্তারিত তারা আলোচনা করলো। মেজ শালা বহর যে বলটা চুরি করেছে, সে বলটায় দুলাভাইয়ের ভাগ রয়েছে এমনটাই ছোট শালা বুঝিয়ে দিল। হয়তো নতুন খেলা জমতে যাচ্ছে এরই মধ্য দিয়ে। আর এরই মধ্য দিয়ে ২১ তম পর্বের সমাপ্ত ঘটলো।

Screenshot_20240212-093825.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

হাড় কিপটে নাটকের এ পর্বে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় ঘটতে চলেছে নজর আলী কৃপণের জামাই আশাতে। অলরেডি আমরা দেখে ফেলেছি নজর আলীর স্ত্রী জামাইকে খাওয়ানোর জন্য একটি মোরগ ধরে এনেছে জবাই দেওয়ার জন্য। এদিকে শালাদের সাথে গল্প করে জানা হয়ে গেছে, তাদের ভাত বন্ধ হয় কেন। আর সবেমাত্র হারাধন চাচার মেয়ে শিবানীকে গোল্লা একটু টাচ দিয়েছে রোমান্টিক আকারে। হয়তো নাটকটি পুনরায় নতুন হাস্যকর রোমান্স এবং কৃপণতা আমাদের মাঝে শেয়ার করতে চলেছে। এখন শুধু দেখার পালা জামাই আসার পর কি হল। আর গোল্লার বুদ্ধিতে কতদূর তিন কুলাঙ্গার অগ্রসর হল। তবে এই পর্বে বেশ হাস্যকর অনুভূতি পেয়েছি বেশি ভালো লেগেছে জামাইকে মোরগ জবাই করে খাওয়ানোর মুহূর্তে নজর আলীর আর্তনাদ দেখে। মোটামুটি সবদিক থেকে ভালো লাগলো এর পর্বের অভিনয়।
ব্যক্তিগত রেটিং:

৮.৭৫/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 5 months ago 

হারকিপটে নাটকের একুশ তম পর্বের রিভিউটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে এ ধরনের নাটকগুলো মনকে সজীব করতে এবং ক্ষণিকের আনন্দ দিতে দারুণভাবে সক্ষম। তাই সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিব।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 5 months ago 

দেখতে দেখতে হাড় কিপটে নাটকটার ২১ তম পর্ব শেষ হয়ে গিয়েছে। এই নাটকটার বেশিরভাগ পর্ব আমার পড়া হয়েছে তাই এই পর্ব টাও অনেক ভালো লাগলো। নজর আলীর আর্তনাদ বুঝতে পারতেছি অনেক বেশি ছিল, জামাইকে মোরগ কেটে খাওয়ানোর সময়। আপনি অনেক সুন্দর করে এই নাটকটার পর্বগুলো আমাদের মাঝে শেয়ার করে আসতেছেন। এই নাটকের পরবর্তী পর্বগুলোর রিভিউ আশা করছি আপনি শীঘ্রই শেয়ার করবেন আমাদের মাঝে।

 5 months ago 

আশা করি সামনের পড়বে কিন্তু আরও আনন্দ পাব

 5 months ago 

হাড় কিপটে নাটকটি খুবই শিক্ষনীয় ও মজার।যেখানে দেখানো হয় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।তবে বৃন্দাবন দাস নামের ব্যক্তির অভিনয় আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।অসাধারণ অভিনয়ের মাধ্যমে পুরো নাটকটি সাজানো হয়েছে।নাটকটি অনেকটাই বড়,আপনি সুন্দর রিভিউ করেছেন।এই নাটকটি পুরোটাই আমি দেখেছি, ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

হ্যাঁ নাটকটার মধ্যে আনন্দ যেমন তেমন শিক্ষনীয় বিষয় রয়েছে

 5 months ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দর এবং হাসির নাটক এটা। যদিও নাটকটা অনেক পুরাতন কিন্তু দেখতে শুরু করলে আর শেষ না হওয়া পর্যন্ত ভালো লাগে না।

 5 months ago 

হ্যাঁ বাংলাদেশের যত নাটক রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটা

 5 months ago 

হাড় কিপটে নাটকটার প্রত্যেকটা পর্বের রিভিউ গুলো আমি যত পড়তেছি, আমার কাছে ততই কিন্তু খুবই ভালো লাগতেছে। এই নাটকটার বেশিরভাগ পর্ব যেহেতু আমার পড়া হয়েছে, তাই এই পর্বের রিভিউ টা ভালোভাবে পড়ার চেষ্টা করেছি। এই নাটকের মধ্যে কিন্তু সবাই অনেক সুন্দর অভিনয় করেছে। এই নাটকের পরবর্তী পর্বে কি হয় আমি তো এটাই ভাবতেছি। প্রত্যেকটা পর্বের রিভিউ আশা করছি সুন্দরভাবে শেয়ার করবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় আছি।

 5 months ago 

ভালো লাগার জন্য অনেক খুশি হয়েছি ভাই, সত্যি অভিনয় খুবই দারুণ ছিল।

 5 months ago 

দেখতে দেখতে এই নাটকের ২১তম পর্বে চলে আসলাম৷ প্রতিনিয়ত আপনি যেভাবে এই নাটক এর রিভিউ শেয়ার করে আসছেন সবগুলোই আমি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করি৷ এই রিভিউ থেকে এই নাটকটি সম্পর্কে আমি অনেক কিছুই জেনেছি এবং এই নাটকের সবগুলো বিষয় রিভিউ এর মাধ্যমে যেভাবে ফুটিয়ে ফেলেছেন তা দেখে সকলেই নাটকটি সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারবে৷ পরবর্তী পর্বগুলোতে কি হয় তা দেখার আশায় রইলাম৷

 5 months ago 

হ্যাঁ ভাই সম্পূর্ণ পর্ব শেয়ার করার আশা রয়েছে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 56948.01
ETH 3056.88
USDT 1.00
SBD 2.40