নাটক রিভিউ || হাড় কিপটে || ২৪ তম পর্ব

in আমার বাংলা ব্লগ5 months ago

আজ - সোমবার

২০ ফাল্গুন,১৪৩০ বঙ্গাব্দ
০৪ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হাড় কিপটে নাটকের ২৪ তম পর্ব রিভিউ নিয়ে। আশাকরি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সুন্দর এই নাটকের রিভিউ দেখে।


Screenshot_20240304-215234.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ২৪ তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকের ২৪ তম পর্বের শুরুতে লক্ষ্য করা যায় গোল্লা তার মামাতো মেজো ভাই বহরের নামে বেশ মিথ্যা সত্য যুক্ত করে মিশিয়ে প্যাচ লাগানোর চেষ্টা করছে হারাধন কাকার মেয়ে শিবানী এর কাছে। বহর যেহেতু ইট নিয়ে দৌড়ানি দিয়েছিল গোল্লাকে, তাই পেচটা ঠিক এভাবেই লাগাচ্ছে শিবানীদের বাগানের চকচকে সুন্দর ইট চুরি করেছে বহর। দেখা গেল এইজন্য শিবানী ও বাহর এর মধ্যে পথের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে।

Screenshot_20240304-215021.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নাটকের প্রথম পর্ব থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা বিষয়, দুই কৃপণ বন্ধু যখন সমস্যায় পড়ে অবশ্যই সেই সমস্ত বিষয় নিয়ে একসাথে আলোচনা করে এবং অবশেষে দুজনার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ঠিক তেমনি সৃষ্টি হল এখানে। নজর আলী যখন তার সমস্যার কথা বন্ধু হারাধনকে বলছে, তখন বন্ধু হারাধন উল্টা দিকে বলে। আবার হারাধন যখন তার সমস্যার কথা বলে সেই সময় দেখা যায় নজর আলী উল্টা দিকে বলে, আর এভাবেই হয় দুজনার মাঝে মনোমালিন্য। আবার দেখা যায় কথায় কথায় হারাধন তার বন্ধু নজরকে বলে বসে তার মেজো ছেলেটা বেশি লোভী,একথা শোনা মাত্র যেন তেলে বেগুনে জ্বলে ওঠে নজর আলী।

Screenshot_20240304-215637.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


একদিকে গোল্লার লক্ষ্য করা যায়, সময়তে সময়তে সে শুধু শিবানীর সাথে কথা বলার সুযোগ খুঁজে। যেকোন উসিলা করে উপস্থিত হয়ে যায় তার সাথে কথা বলতে। এবার তো শিবানীদের বাড়িতে আম ডাল খাওয়ার আবদার করে বসেছে গোল্লা। আর এমন কথা শুনে শিবানী একদম টেনশনে পড়ে গেল।

Screenshot_20240304-220054.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে পথের মধ্যে গোল্লার সাথে হারাধন মামার দেখা। হারাধন প্রথমেই তার বন্ধু নজর আলীর বিভিন্ন গীবত শুরু করে দিলে ভাগ্নের কাছে। ভাগ্নে অনেক কিছু শোনার পর হঠাৎ করে বলে বসলো আপনারা ভালো মানুষ আপনার মেয়ে আমাকে নিমন্ত্রণ করেছে। ঠিক এভাবেই কিন্তু গোল্লা তার নিজের মামা নজর আলীর বাড়িতে, পাশাপাশি মামার বন্ধু হারাধনের বাড়িতে প্যাচ লাগানোর কাজ চালিয়ে চলেছে।

Screenshot_20240304-222357.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে হঠাৎ বহর এসে জাব্বার চাচার বাড়িতে ডাকাডাকি শুরু করে। জাব্বার চাচা বের হয়ে আসলে সে দেখায় তার গামছার মধ্যে লুকানো রয়েছে একটি ইট। সেটা তার বাড়িতে বিক্রয় করার জন্য এসেছে। অবশ্য এটা কিন্তু গোল্লায় বলেছিল এটার দাম আছে সে গোল্লার মাথায় মারলে ভেঙে যাবে। আর তখনই ইটের উপর দরদ সৃষ্টি হয় পাশাপাশি টাকার লোভ সৃষ্টি হয় বহরের। আর সেই চিন্তা মাথায় করেই এসে পড়েছে জব্বার চাচার বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে।

Screenshot_20240304-222747.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে শিবানী তার বাপের কাছে বহরের কুকীর্তির কথাগুলো বলতে শুরু করল। একদিকে পাখিতে খাওয়া আম নিয়ে চলে যাওয়া,বাগানে পড়ে থাকা ইট নিয়ে যাওয়া। আর কত রকমের জ্বালাতন করবে বহর। কিন্তু এত কিছু শোনার পর হঠাৎ শিবানির বাবা বলে বসলো একটা এটা তো এক ওয়াক্তের খাওয়ার দাম হয় না। আর একদিকে তুই গোল্লার মত কুমিরের নিমন্ত্রণ করছিস জানিস সে কত খায়। আসলে হারাধন পূর্বে জেনেছে গোল্লা মামা বাড়ি এসে অনেক অনেক খাবার খেয়ে সাভার করছে, যার জন্য বন্ধু তার কাছে এই বিষয়ে হায় হুতাশ করে। তবে গোল্লা যে প্যাচ লাগিয়েছে তার হারাধন মামার কাছে এটা শিবানী এখনো বুঝেনি।

Screenshot_20240304-223502.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

হাড় কিপটে নাটকের ২৪ তম পর্বে লক্ষ্য করা গেছে গোল্লা তার নিজের মামা নজর আলীর বাড়ি থেকে প্যাচ লাগানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে হারাধন মামার বাড়িতে। একদিকে বহরের নামে মিথ্যা অভিযোগ আবার আরেক দিকে শিবানীর নামে মিথ্যা কথা। আর এরই মধ্য দিয়ে কিন্তু বিপদের মাঝখানে রয়েছে দুই কৃপণ বন্ধু। তবে একে অপরের কাছে সংকট মুহূর্তের কথা বলেও যেন স্বস্তি পায় না, উল্টা দুজনার মধ্যে বেধে যায় কথা কাটাকাটি। আর এভাবেই হারকিপটে নাটকের ২৪ তম পর্ব। আরেক দিকে লক্ষ্য করা গেছে বহর যখন ইট নিয়ে দৌড়ানি দিয়েছিল গোল্লার কাছে আর সেই থেকে বাঁচতে গোল্লা ইটের দাম মূল্যায়ন করে বসে। তাই বাহর আর ইট নষ্ট না করে বিক্রয়ের উদ্দেশ্যে জব্বার চাচার বাড়িতে উপস্থিত। কিন্তু তার কথায় জব্বর চাচা এতটাই অসন্তুষ্ট, তার কাছে টাকা ছুড়ে দিয়ে বলে পথে থাল পেতে বসতে। তাই বলা চলে এ নাটকে গোল্লার প্যাচ লাগানোর কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে।
ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 5 months ago 

হাড় কিপটে নাটকের প্রতিটি পর্ব আমি দেখেছি। নাটকের গল্প এবং চরিত্র সত্যি বেশ দারুণ। হাড় কিপটে নাটকের আজকের পর্ব সত্যি বেশ অসাধারণ। আসলে মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরীর অভিনয় দারুণ। আজকের পর্ব খুব চমৎকারভাবে আমাদের মাঝে রিভিউ করেছেন। এত চমৎকার নাটকে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago 

আমিও দেখেছি ভাই তবে বারবার দিতে মন চায়।

 5 months ago 

দেখতে দেখতে হাড় কিপটে নাটকটার ২৪ তম পর্ব শেষ হয়ে গিয়েছে। আপনি শুরু থেকেই এই নাটকটার রিভিউ আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করতেছেন। এই নাটকের মধ্যে সবার অভিনয় সত্যি অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার বেশিরভাগ পর্বের রিভিউ আমার পড়া হয়েছে। আর এজন্য আজকের এই পর্বের রিভিউটাও অনেক বেশি ভালো লাগলো। গোল্লা তো দেখছি প্যাচ লাগাতেই ব্যস্ত। তাকে যখন ইট দিয়ে দৌড়ানি দিচ্ছিল, তখন সে ইটের মূল্য বের করে নিয়েছিল এবং কি এটা বলার পর আর তাকে ইট দিয়ে দোড়ানো হয়নি। বাহার জব্বার চাচার বাড়িতে উপস্থিত হওয়ার পর, জব্বার চাচাতো দেখছি বেশ ভালোই অসন্তুষ্ট হয়েছিল।

 5 months ago 

হ্যাঁ আপু চেষ্টা করছি সম্পূর্ণ রিভিউ করতে।

 5 months ago 

নাটকের রিভিউ পোস্ট খুব ভালো লাগে আমার কাছে পড়তে। নাটকের রিভিউ পোস্ট গুলো সুন্দর করে লেখা হলে, ভালোভাবে যদি নাটকের রিভিউ পোস্টগুলো পড়া হয়, তাহলে নাটকটা আর দেখাই লাগে না। কারণ রিভিউর মাধ্যমেই পুরো কাহিনীটা জেনে নেওয়া সম্ভব। গোল্লা ইট এর দাম মূল্যায়ন করে যখন বসেছিল, তখন এই বিষয়টা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। শিবানি এখনো কিছুই বুঝতে পারেনি গোল্লা এত বড় প্যাঁচ লাগাচ্ছে এ বিষয়ে, এটা তো দেখেই বুঝতেই পারতেছি। ২৪ নাম্বার পর্ব টা খুব ভালো লাগলো। ২৫ নম্বর পর্ব পড়ার অপেক্ষায় থাকলাম।

 5 months ago 

গোল্লার অভিনয়টা নতুন মাত্রা যুক্ত করেছে।

 5 months ago 

দেখতে দেখতে এই নাটকের ২৪ তম পর্ব চলে আসল৷ আপনি আজকে এই নাটকের খুব সুন্দর একটি রিভিউ শেয়ার করেছেন৷ সময়ের কারণে তেমন একটা নাটক দেখা হয় না৷ আগে প্রচুর পরিমাণে নাটক দেখতাম৷ আজকে আপনার এই নাটক এর রিভিউ থেকে আপনার এই নাটকটি সম্পর্কে অনেকটাই ধারণা নিয়ে নিলাম৷ অবশ্যই সময় পেলে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

সাথে থাকলে আরো ধারণা পাবেন ইনশাল্লাহ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67167.83
ETH 3499.47
USDT 1.00
SBD 2.81