DIY - (এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরি
আজ - সোমবার
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করুন, সর্ব সহযোগিতায় এই কমিউনিটিকে সমৃদ্ধ করুন। করোনা মহামারী সময় নিজেরা সচেতন থাকবেন এবং আপনজন সহ অন্যদের সচেতন রাখবেন।
• স্টিমিট প্লাটফর্মে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পোস্ট। পোষ্টের বিষয়, রঙিন কাগজ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরি । তাহলে আর দেরি কেন বন্ধুরা? চলুন কার্যক্রম শুরু করে দেওয়া যাক।
• সকলস্তরের দৃশ্য
শুভেচ্ছা কার্ড তৈরির প্রধান উপকরণ সমূহঃ
ক্রমিক নম্বর | উপকরণ | সংখ্যা |
---|---|---|
১. | রঙিন কাগজ | চার পিচ |
২. | তিন কালারের পুথি | ৮০ পিচ |
৩. | আঠা | সুপার,ডায়মন্ড,গ্লু স্টিক |
শুভেচ্ছা কার্ড তৈরির সহায়ক যন্ত্র সমূহঃ
ক্রমিক নম্বর | সহায়ক যন্ত্রের নাম |
---|---|
১. | গ্লু গান ও কারেন্ট |
২. | কালো কালির জেল পেন |
৩. | সুচ |
৪. | সুতা |
৫. | কাঁচি |
ধাপ :-১
• রঙিন কাগজ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরির জন্য টিয়া কালারের একটি কাগজ নিলাম।
কাগজটি হাফ ইঞ্চি আকারে পুরোটা ভাঁজ করলাম।
ধাপ :-২
• ভাঁজ করা কাগজটি সমান দুই ভাগে ভাগ করে নিলাম। ভাঁজ করা কাগজের দুই খণ্ডের নিচের অংশগুলো চিপে দিলাম এবং উপরের অংশ প্রসারিত করে দিলাম। কাগজের খন্ড দুইটার চিপা অংশে সুপার গ্লু আঠা লাগিয়ে দিলাম।
ধাপ :-৩
• এবার একটি গোলাপি কালারের কাগজ নিলাম। গোলাপি কাগজটির মাঝ বরাবর দুই পাশে টিয়া কালারের খণ্ড অংশ দুইটার চিপা অংশ সুপার গুলো দিয়ে লাগিয়ে দিলাম।
ধাপ :-৪
• একটি হলুদ রঙের কাগজ নিয়ে,সমানভাবে চারটি খন্ডে খন্ডিত করলাম ফুল বানানোর উদ্দেশ্যে।
ধাপ :-৫
• খন্ডিত হলুদ কালারের কাগজ চারটি ভাঁজ করে নিলাম। ভাঁজ করা কাগজ গুলো ফুল বানানোর জন্য কেচি দিয়ে কেটে নিলাম।
ধাপ :-৬
• প্রতিটি কাটা অংশের অর্থাৎ ফুলের পাপড়ির মধ্য থেকে একটি করে পাপড়ি কেটে দিলাম।
ধাপ :-৭
• কেটে নেওয়া ফুলের পাপড়ি গুলো সুপার গ্লু আঠা মেরে ফুল বানিয়ে নিলাম।
ধাপ :-৮
• একটি কমলা কালারের কাগজের অর্ধেক অংশ নিলাম হার্ট তৈরি করার জন্য এবং কাঁচি দিয়ে হার্ট তৈরি করলাম।
ধাপ :-৯
• হার্ট এর উপর কাল জেল পেন দিয়ে সকলের নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য ইংরেজিতে লিখে দিলাম 'হ্যাপি নিউ ইয়ার দুই হাজার বাইশ' এবং আমার স্টিমিট আইডি নাম।
ধাপ :-১০
• এবার শুভেচ্ছার কাগজটির পিছনের অংশে ডায়মন্ড গ্লু লাগিয়ে দিলাম। গোলাপি কালারের কাগজটার মাঝ বরাবর হ্যাপি নিউ ইয়ার লেখা কাগজটি স্থাপন করলাম।
ধাপ :-১১
• এবার একটি সুচ, সুতা ও তিন কালারের পুথি দিয়ে মালা গাথবো।
ধাপ :-১২
• তিন কালারের পুতি দিয়ে একটি মালা গাঁথা হয়ে গেছে।
ধাপ :-১৩
• এবার পুতির মালাটি হ্যাপি নিউ ইয়ার লেখা লাভ এর ওপর দিয়ে লাভ বানিয়ে দেব। তাই কমলা কালারের হার্টের চারি পাশ দিয়ে ডায়মন্ড গ্লু লাগিয়ে নিলাম।
ধাপ :-১৪
• এবার পুতির মালা টি খুব যত্ন সহকারে হার্ট এর চারপাশ দিয়ে স্থাপন করলাম । যা দেখতে লাভ এর মত।
ধাপ :-১৫
• ফুল চারটি টিয়া কালারের ভাঁজ করা দুই খণ্ডের চার অংশের গ্লু গাম আটা দিয়ে লাগিয়ে দিলাম।
ধাপ :-১৬
• ফুল চারটির মাঝ বরাবর একটি করে পুতি বসিয়ে দিলাম। এবং এরই মধ্য দিয়ে আমার নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরির করার সম্পূর্ণ হলো।
ধাপ :-১৭
• শুভেচ্ছা কার্ড টি তৈরি করা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে।
শেষ ধাপ:
• শুভেচ্ছা কার্ডটি হাতে নিয়ে আমার একটি ফটো।
💖আমার পরিচয়💖
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। বাংলার স্টুডেন্ট হওয়াই,রূপ রস ছন্দ অলংকার সম্মিলিত কবিতা লেখা যথেষ্ট পারদর্শী।
আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
🌺💞💞🌺
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | itel vision 1 |
ক্যামেরা | Infinix hot 11s-50mp,Al dual camera-8mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৫ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
একসময় আমাদের দেশে এই সমস্ত কার্ডের খুব প্রচলন ছিলো। যেকোনো উপলক্ষে আমরা একজন আরেকজনকে কার্ড দিতাম। আপনার কার্ডটি দেখতে সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি আপনাদের মাঝে শুভেচ্ছা কার্ডটি সুন্দর করে উপস্থাপন করার জন্য। আজকের ব্লগটি আমার জন্য খুবই সংগ্রামী পোস্ট। আজ পোস্ট করার কোন সময় বা প্রস্তুতি ছিল না, হয়তো আপনাদের দোয়ায় আজকের দিনটা মিস যায় নাই। দিনশেষে এক মিনিট আগ দিয়ে কাজটি সম্পূর্ণ করতে পেরেছি।
এখন তো কার্ডের চল উঠে গেছে বললেই চলে। আমরা যখন ছোটো ছিলাম তখন এই কার্ডের মাধ্যমেই বন্ধুদের কে শুভেচ্ছা জানাতাম। আপনার তৈরি কার্ডটি ভীষণ সুন্দর দেখতে লাগছে।আপনি খুব সুন্দর ভাবে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন এবং কার্ডটি তৈরির প্রত্যেকটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।শুভকামনা রইল আপনার জন্য।
সবকিছুই আপনাদের দোয়া আপু। আপনারা ছিলেন বলেই আপনাদের দোয়া ও উৎসাহে আমি এসমস্ত কাজগুলো করতে পারছি এবং কিছুটা হলেও আপনাদের মনের মত পোস্ট শেয়ার করার চেষ্টা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অসাধারণ সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরি। দারুন একটি সৃজনশীল মূলক কাজ করেছেন আপনি। অতীতে বিশেষ কোন উপলক্ষে ধরনের কার্ড ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে আর এ ধরনের কার্ড ব্যবহার হয় না বললেই চলে। খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া । আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইলো ।
আসলেই রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে অসাধারণ লাগে। আপনি খুব সুন্দর ভাবে কার্ড তৈরি করেছেন তারপর আবার পুঁতি দিয়েছেন দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে ।এটি আপনি আপনার মনের মানুষকে দিলে সে খুব খুশি হবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু , আমি আসলে এটি আপনাদের জন্য তৈরি করেছি। আমার বিশেষ পার্সোনালি কোন মনের মানুষ নাই শেয়ার করার মত। মনের মানুষ বলে,আপনাদের মত 'আমার বাংলা ব্লগ' বাঁশিরাই রয়েছেন।
ওয়াও বেশ সুন্দর হয়েছে আপনার শুভেচ্ছা কার্ড টি। আর অনেক সুন্দর ভাবে উপস্থাপন করে তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল আপনার প্রতি।
ধন্যবাদ ভাইয়া, আপনারা যাতে মুগ্ধ হতে পারেন সেই প্রচেষ্টা রেখেছিলাম।
এই বছরের প্রথমদিনে এই কার্ডটি তৈরি করলে আরো বেশি ভালো হতো।এখন নতুন বছরের আমেজ প্রায় শেষ।যদিও কার্ডটি অনেক সুন্দর ছিল।ধাপগুলো খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি রঙিন কাগজের কাজ বেশি জানতাম তাহলে প্রথম দিকে দিতে পারতাম। আমি অবশ্য প্রথম দিন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।
আপনারার পোষ্টু সুন্দর হয়েছে, লাল সাদা রং এর পুতির মালা জন্য আরও বেশি সুন্দর লাগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর মন্তব্য করেছেন । অনেকের দেখেছিলাম পুতির মালা গাঁথতে। তাই ভাবলাম শুভেচ্ছা কার্ড পুতির মালা দিয়ে সাজায়।
রঙিন কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ডটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে প্রতিটি স্টেপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে এই বিষয়টি খুব ভালো লেগেছে। আমি মনে করি আপনার দেখানো স্টেপগুলো ফলো করে আমি খুব সহজেই ওয়ালমেটটি তৈরি করতে পারবো। আপনার জন্য শুভকামনা রইলো।
❤️❤️❤️❤️❤️❤️
ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর একটি মন্তব্য করেছেন । আমি খুব সহজভাবে শুভেচ্ছা কার্ড তৈরি করেছিলাম । যাতে আমার বন্ধুরা সবাই আমার এই শুভেচ্ছা কার্ড দেখে সহজেই তৈরি করতে পারে।