DIY : রঙিন কাগজ ও পাটখড়ির দিয়ে চেয়ার তৈরীর

in আমার বাংলা ব্লগ3 years ago


আজ - রবিবার

৯এ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। স্টিমিট প্লাটফর্মে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পোস্ট। পোষ্টের বিষয়: রঙিন কাগজ ও পাটের খোড়ি দিয়ে চেয়ার তৈরি। চলুন শুরু করা যাক।



  • শেষের দৃশ্য। চেয়ারটি হাতে নিয়ে আমার একটি সেলফি।

IMG_20220123_151710.jpg



received_305654148004402.webp

প্রয়োজনীয় উপকরণ সমূহের তালিকাঃ
ক্রমিক নম্বরউপাদানপরিমান
১.রঙিন কাগজদুই পিচ
২.পাট খড়িপ্রয়োজন অনুযায়ী
৩.ডায়মন্ড গ্লুপ্রয়োজন অনুযায়ী
৪.বেড়া বাধা তারএক গজ
৫.স্কেলএকটি
৬.এন্টিকাটারএকটি
৭.গ্লু স্টিকএকটি
৮.গ্লু গানএকটি


চেয়ার তৈরীর ধাপ :


ধাপ :-১


প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ নিয়ে উপস্থিত হলাম এবং একটি শীতল পার্টির উপর বসে কার্যক্রম শুরু করলাম।

IMG_20220122_154433.jpg


received_305654148004402.webp

ধাপ :-২


স্কেল দিয়ে রঙিন কাগজ গুলো ভাঁজ করে নিলাম।

IMG_20220122_154753.jpg


received_305654148004402.webp

ধাপ :-৩


এবার একটি এন্টিকাটার দিয়ে কাগজ গুলো কেটে নিলাম।

IMG_20220122_155007.jpg


received_305654148004402.webp

ধাপ :-৪


এখন কয়টি পাট খড়ি খন্ডের সারা গায়ে ভালোভাবে ডায়মন্ড আঠা লাগিয়ে নিলাম।

IMG_20220122_155204.jpg


received_305654148004402.webp

ধাপ :-৫


এবার রঙ্গিন কাগজ গুলো পাট খড়ির গায়ের সাথে জড়িয়ে নিলাম এবং কিছুক্ষণের জন্য আঠা শুকানোর উদ্দেশ্যে রেখে দিলাম।

IMG_20220122_162633.jpg


received_305654148004402.webp

ধাপ :-৬


এখন বাকি পাট খড়ি গুলো নির্দিষ্ট পরিমাপে এন্টি কাটার দিয়ে কেটে সম-সাইজে টুকরো করে নিলাম।

IMG_20220122_161118.jpg


received_305654148004402.webp

ধাপ :-৭


পাটকাঠির টুকরোগুলোর মধ্য দিয়ে বেড়া বাধা তার পরিয়ে দিলাম।

IMG_20220122_161342.jpg


received_305654148004402.webp

ধাপ :-৮


এখন পাট খড়ি গুলো একটির পর একটি পর্যায়ক্রমে ধরে গ্লু গান দিয়ে আঠা মেরে নিলাম। যা দেখতে প্রায় পাট খড়ির বেড়ার মত লাগছে। তবে এটা হবে চেয়ারে বসার স্থান।

IMG_20220122_162415.jpg


received_305654148004402.webp

ধাপ :-৯


এবার এটাকে রঙিন কাগজের উপর রেখে গ্লু গান দিয়ে আঠা লাগিয়ে নিলাম।

IMG_20220122_163454.jpg


received_305654148004402.webp

ধাপ :-১০


রঙিন কাগজ জড়ানো পাট খড়ি গুলো নির্দিষ্ট পরিমাণে তিন রকম খন্ড খন্ড করে নিলাম।

IMG_20220122_173156.jpg


received_305654148004402.webp

ধাপ :-১১


এখন চেয়ারের পায়া বানানোর উদ্দেশ্যে রঙিন কাগজে মোড়ানো পাট খড়ির খণ্ডগুলো বেড়ার চার কন্নারে একটি একটি করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20220122_165435.jpg


received_305654148004402.webp

ধাপ :-১২


এখন চেয়ারের পায়া চারটি স্ট্রং রাখার জন্য একটি সাথে আরেকটি সংযোগ করে দিলাম রঙিন কাগজে জড়ানো পাট খড়ি দিয়ে। যার ডিজাইন টা দেখতে একটি টেবিলের মত লাগবে।

IMG_20220122_171041.jpg


received_305654148004402.webp

ধাপ :-১৩


এখন চেয়ারের মেন বডিটি সোজা করে চারিপাশে ঝুলে থাকা কাগজগুলো ভালোভাবে পায়ার চারিপাশে ভাজ করে আঠা লাগিয়ে নিলাম। ওয়াও! একদম একটি টেবিলের মত লাগছে।

IMG_20220122_172016.jpg


received_305654148004402.webp

ধাপ :-১৪


এখন চেয়ারের পিছন দিকে হেলান দেয়ার জন্য যে ফ্রেম তৈরি করতে হয় তারই উদ্দেশ্যে দুটা রঙিন কাগজ মোড়ানো পাটকাঠি আঠা দিয়ে লাগিয়ে নিলাম এবং চেয়ারের হাতা বানানোর জন্য সামনের দুই সাইডে হাফ খুঁটি লাগিয়ে নিলাম।

IMG_20220122_173602.jpgIMG_20220122_173857.jpg

received_305654148004402.webp

ধাপ:-১৫


এখন হাতলওয়ালা কাঠের চেয়ারের ফ্রেম যেমন হয় ঠিক তেমনভাবে ফ্রেম তৈরি করে নিলাম। সামনের খুঁটির সাথে পিছনের খুঁটি দুই দিক থেকে সংযোগ দিলাম এবং হেলান দেয়ার জায়গায় নিচ দিয়ে পিছন সাইডে দুই খুঁটি সংযোগ করে দিয়ে তার মাঝ বরাবর দুইটা খুটির উপরের দিকে তুলে ধরে গ্লু গান দিয়ে আঠা লাগিয়ে নিলাম। চেয়ারের পিছন ফ্রেমের উপর চার খুঁটিকে একটি খুঁটি দ্বারা সংযোগ করে দিলাম। এরই মধ্য দিয়ে সুন্দর একটি আকৃতি রূপ ধারণ করল।

IMG_20220122_181749.jpgIMG_20220122_181650.jpg

received_305654148004402.webp

শেষ ধাপ:


সর্বশেষে চেয়ারের উপর অংশে হেলান দিয়ে বসার জন্য সোজাসুজি একটি কাগজ লাগিয়ে দিলাম। আর এরই মধ্য দিয়ে আমার চেয়ার বানানো কাজের সমাপ্ত হল।

IMG_20220122_182216.jpgIMG_20220122_182300.jpg

IMG_20220122_182412.jpg


received_305654148004402.webp


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

image.png


আমার পরিচয়

আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। ভালোলাগা নেই কোন, আছে শুধু নিরাশ মনে একবুক হাহাকার। ট্রাজেডি ভরা জীবন নিয়ে পথে চলছি আঁধারে। অনিশ্চিত এ জীবন ঘন আঁধারে ঢাকা। মায়ার বেড়াজাল ছিন্ন করে উদাসীন মৌনতা নিয়ে কাটছে দিবারাত্রি।


xh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23dg71NMC5sRWRkKLR2RfX8yNNYVVCB4FM1eo2HYfcrxr2eV176iSFg9w1j3VNsnuYXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
মোবাইলitel vision 1
ক্যামেরাAl dual camera-8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

received_2144945912336733.webp


পুনরায় কথা হবে পরবর্তী পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
Sort:  
 3 years ago 

বাহ্ ভাইয়া আপনার তৈরি করা চেয়ার টি অনেক সুন্দর হয়েছে। রঙ্গিন কাগজের সাথে পাঠ খরি ব্যবহার করাতে চেয়ার টি এত বেশি বাস্তবিক রূপ পেয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি সুন্দরভাবে চেয়ারটি তৈরি করতে। আরো চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। ইনশাল্লাহ কিছু টা হলেও আপনাদের মনের মত করতে পেরেছি।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে ভাইয়া আপনার চেয়ারটা ।আমিতো হঠাৎ করে প্রথম দেখে মনে করেছিলাম সত্যিই চেয়ার পরে দেখি না আপনি পাটখড়ির উপরে রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন অসাধারণ লাগছে আমার কাছে চেয়ারটি। মজবুতও হয়েছে মনে হয়। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

সত্যি বলতে কি আপু, চেয়ার তৈরি করতে অনেক সময় লেগেছে। পুরা বিকাল টাইম থেকে রাত হয়ে গেছে। তবে চেয়ারটি তৈরি করা অনেক সহজ ছিল। আর এর সাথে ছিল অনেক আনন্দ । কোন কিছু একা তৈরি করতে পারার ভেতরে অনেক আনন্দ থাকে । আশা করি, আপনি ভালোভাবেই অনুভব করতে পারেন। দোয়া করবেন যেন আরো সুন্দর কিছু তৈরী করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর আপনি চাইলে আমার পোস্টটি পড়ে এমন চেয়ার তৈরি করতে পারেন সহজেই।

 3 years ago 

ওয়াও ভাইয়া সত্যিই খুব সুন্দর হয়েছে রঙিন কাগজ ও পাট খড়ি দিয়ে চেয়ার তৈরি। সত্যিকারে চেয়ারের মতো মনে হচ্ছে। আপনি খুব সুন্দর করে দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু ,খুব সুন্দর মন্তব্য করেছেন। আশা করি আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। হয়তো এ পোস্টটি ছিল আপনাদের উৎসাহের ফল। আপনার এত সুন্দর সুন্দর উৎসাহ দেন যার জন্য আমি উৎসাহিত হয়ে চেষ্টা করে থাকি নতুন কিছু করার। দোয়া করবেন আমার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

➡️ খুব অসাধারণ করে একটি চেয়ার তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে খুব অসাধারণ করে এই চারটি আপনি তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে এটি দেখে। অনেক সময় দিয়ে আপনি এই চারটি তৈরি করেছেন বুঝা যাচ্ছে। অসাধারণ একটি চেয়ার তৈরি করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

একটা চেয়ার তৈরি করলেন।রঙিন কাগজ আর পাটখড়ির দিয়ে অসাধারণ একটা চেয়ার তৈরি করলেন। চেয়ারটা দেখে মনে হচ্ছে অনেক মজবুত এবং শক্ত হয়েছে। চেয়ারটা দেখে মনে হচ্ছে চেয়ারে বসে পড়ি। সত্যিই আপনি অনেক সময় নিয়ে অনেক সুন্দর একটা চেয়ার তৈরি করলেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা চেয়ার তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনি পাট খড়ি ও রঙিন কাগজ দিয়ে খুব অসাধারণ অসাধারণ চেয়ার টেবিল তৈরি করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ ও পাটকাঠি দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে একটি চেয়ার তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরীকৃত এই পাটকাঠির চেয়ারটি দেখতে সত্যিই অনেক সুন্দর হয়েছে। আপনি আপনার এই কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি চেয়ার আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর ভাই আপনার কাজের দক্ষতা দেখে আসলেই আমি মুগ্ধ হয়েছি ।আপনি পাট খড়ি এবং রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার ভাবে একটি চেয়ার তৈরি করেছেন ।এটি দেখতে একদম আসল মনে হচ্ছে। এটি তৈরি করা অনেক পরিশ্রমের একটি একটি কাজ। ধন্যবাদ ভাইয়া আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76576.73
ETH 3043.84
USDT 1.00
SBD 2.62