আম্মুর অসুস্থতার জন্য কুষ্টিয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আম্মুর অসুস্থতার জনিত কারণে কুষ্টিয়া সেভ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অবস্থানকালীন বিশেষ বিশেষ মুহূর্তের ফটোগ্রাফি ও অনুভূতি নিয়ে। আশা করি এই পোষ্টের মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবেন আম্মার অসুস্থতার কারণে কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে।


ফটোগ্রাফি সমূহ:



ষষ্ঠ বারের মতো আম্মাকে নিয়ে কুষ্টিয়া পপুলার ও সেভ ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হলাম। অবশ্য পূর্বের যে কয়বার এসেছি তার মধ্যেও অনেক ফটোগ্রাফি রয়েছে যা শেয়ার করা হয়নি এখনো। চেষ্টা করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে তবে গতকাল বাসা থেকে রওনা দিয়েছিলাম বারোটার দিকে। আড়াইটার সময় ডাক্তার দেখার কথা ছিল। এটা কুষ্টিয়া সেভে দেখানো চলছিল। তবে ডাক্তার তার পূর্বে এখান থেকে চলে গেছে পপুলারে আর ফিরে আসবেন না। কিছুটা সময় আসবো আসবো শুনে অপেক্ষা করলাম সেভে। সরকারি ডিউটি শেষ করে এই দুইটা ডায়গনস্টিক সেন্টারে উনি বসেন। অবশ্য দুইটা পাশাপাশিতে অবস্থিত।

IMG_20240225_151148_006.jpg

IMG_20240225_151204_210.jpg
Photography device: Infinix hot 11s
location



আরিফুল ডাক্তার এর অপেক্ষা করতে থাকলাম সেভ ডায়াগনস্টিক সেন্টারে, যখন উনি আসলেন না তখন আমাদের ডাক্তারের কম্পাউন্ডার উনার মোবাইল নম্বর দিলেন এবং পপুলারে যেতে বললেন। বেশ অনেকবার তার মোবাইল নম্বর নেওয়া হয় তবে কখন কোন মোবাইলে কোন সিমে থাকে হারিয়ে ফেলি তাই এবার যেন পারমিশন নিয়েই রেখে দিলাম এভাবে।

IMG_20240225_151219_334.jpg

Screenshot_20240225-152445.jpg
Photography device: Infinix hot 11s
location



এদিকে শুধু আমাকে নিয়ে এসেছিলাম না পাশাপাশি আমার মাওই মা কেউ নিয়ে এসেছিলাম তার সমস্যার জন্য। সাথে বড় ভাইয়ের বড় কুটুম ছিল। সেখানে আমি সবকিছু ঠিকঠাক করে দিয়ে চলে এলাম পপুলারে। ডাক্তার পাঁচ তলায় বসেন। চলে গেলাম তার চেম্বারে পাশে কম্পাউন্ডার এর কাছে। যেহেতু পূর্বে এই ডাক্তারের কাছে চিকিৎসা হচ্ছে তাই ৪০০ টাকা ভিজিট আর ৩০০ টাকা পরীক্ষার জন্য মোট ৭০০ টাকা নিলেন। অনেকক্ষণ অপেক্ষার পর সিরিয়ালে সুযোগ হয়ে ডাক্তার দেখাতে পারলাম।

IMG_20240225_152424_906.jpg

IMG_20240225_152641_917.jpg

IMG_20240225_152429_313.jpg
Photography device: Infinix hot 11s
location



পূর্বের দিন ডাক্তার দেখে ওষুধ দেয়ার পর বলেছিলেন যদি ঠিকঠাক হয় একমাস পর দেখা করবেন। আর যদি সমস্যা হয় এক সপ্তাহ পরে চলে আসবেন। যেহেতু আমার আম্মার অসুস্থতা আরো বেড়েই চলেছিল তাই এক সপ্তাহ পরে চলে গেলাম। আম্মার সমস্যা পেটে পাকস্থলীতে আলসার ধরা পড়েছে এর জন্য ওষুধ খেয়ে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয়েছে। আর পূর্বে স্টক করেছিল সেটা তো আপনারা অনেকেই জানেন। আর এভাবেই প্রায় এই দুই বছর আম্মার অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। এরপর ডাক্তার দেখে এন্ডোসকপি রুমে নিয়ে আসলেন। আর এন্ডোসকপি রুম মানে বুঝতে পারছেন যাহোক এ বিষয়ে আর বেশি কিছু বললাম না। সাত দিন পরে দুইটা পরীক্ষা করতে হবে, এজন্য একটি পাবলিক মোবাইল নম্বর দিয়েছে, পরীক্ষার একদিন আগেই যেন যোগাযোগ নেই। তারা বিশেষ কিছু পরামর্শ দিবেন তারপর যেতে হবে। আর ঠিক এভাবেই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মাগরিবের আজান হয়ে গেল। আর এরপর যে সমস্ত ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো নেওয়ার পালা।

IMG_20240225_155411_262.jpg

IMG_20240225_161010_258.jpg

IMG_20240225_175836_126.jpg
Photography device: Infinix hot 11s
location



এরপর আমিন ডায়াগনস্টিক থেকে যাবতীয় ঔষধ নিলাম। আর গ্রাম থেকে একটি অটো গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছিলাম, গাড়িটাকে ডাক দেয়া হলো। এরপর সবাই সব ঠিকঠাক করে বাড়ির দিকে রওনা দিলাম। তবে যাওয়ার সময় গিয়েছিলাম আলমডাঙ্গা হয়ে কুষ্টিয়াতে। কিন্তু আসার সময় কুষ্টিয়া টু মেহেরপুর রোডে আসলাম। কারণ সন্ধ্যার পর আলমডাঙ্গা টু কুষ্টিয়া রাস্তা বেশ ভয়ানক রূপ ধারণ করে। কারণ পাটিকাবাড়ি বলে একটি স্থান রয়েছে সেই জায়গাগুলো শুধু মাঠ আর মাঠ জনমানুষের চিহ্ন খুবই কম। আর এভাবেই বাসায় পৌঁছাতে রাত নটা পার হয়ে গেল।

IMG_20240225_182638_700.jpg

IMG_20240225_184741_529.jpg
Photography device: Infinix hot 11s
location

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62835.77
ETH 3392.04
USDT 1.00
SBD 2.50