স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা 'প্রেমে প্রতারণার শিকার'

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)
আসসালামু আলাইকুম

IMG_20231219_164313619_BURST0001_COVER.jpg
Selfie device: Infinix hot 11s


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমরা জানি কবিতা মনের ভাষা ব্যক্ত করে, যেই ভাষা মুখ দিয়ে উচ্চারিত হতে চায় না কিন্তু কবিতার ভাষায় উচ্চারণ করা খুবই সহজ। আর যুগে যুগে এভাবেই এক এক কবিরা তাদের মনের ভাষা; পারিপার্শ্বিক অবস্থা তুলে ধরেছে কলমের আগায় কবিতার মাধ্যমে। ঠিক তেমনি সুন্দর একটি প্রেম বিরহ অনুভূতিমূলক কবিতা নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন আর দেরি না করে কবিতাটি আবৃত্তি করি।

কবিতা

নাম: প্রেমে প্রতারণার শিকার

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


মানুষ রোগে শোকে কাবু হয়

আমি হয়েছি প্রতারণার ভয়।

না জানি কখন ছলনাময়ী প্রতারণার
নির্মমভাবে শিকার হতে হয়।

শিকার হয়েছি তোমার কাছে
মিথ্যা ভালোবাসায়।

অবুঝ নীড় গড়েছিলাম আমি
মিথ্যা সুখের আশায়।

কখনো কি জানতে চেয়েছ
আমার হৃদয় কেন ক্ষত?

যে সুখের আশায় বেধেছিলাম ঘর
কবে জানি তা হয়ে গেছে গত।

যেমন করে সবুজ পাতা
গজাই গাছের ডালে।

তেমনি তোমার ভালোবাসা
এসেছিল আমার মন অন্তরালে।

সূর্যের আলোয় পাতা যেমন
ধীরে ধীরে বেড়ে ওঠে।

তোমার ছোঁয়াই ভালোবাসা তেমন
জেগে উঠেছিল হৃদয় জুড়ে।

গভীর জঙ্গল গড়ে উঠেছে
মনের বাগান জুড়ে।

যেটা ছিল সুখের গৃহ
কখন কোন অগ্নিদহে গিয়েছে যেন পুড়ে।

জেগে উঠেছে নতুন করে
অরণ্য-হীন আগাছা

যে বাগানে প্রেম পূজারী
রাখে না আলতা রাঙা পা।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

মানুষ যখন রঙের স্বপ্ন দেখতে শুরু করে, সে স্বপ্নের মাঝে জীবনের আশা ভালবাসা প্রত্যাশা সবকিছুই জাগ্রত হয়। আর সেই স্বপ্নকে ঘীরে মানুষ বেঁচে থাকার প্রয়াস লালন করে থাকে। যখন সুন্দর এই সিদ্ধান্ত চিন্তা পরিকল্পনা পাশের মানুষ ছলনা করে ভেঙে দেয়, তখন মানুষ রোগে শোকে কাবু হয়ে যাওয়া, তুতোড়ানি এক অসুস্থ মানুষের রূপ ধারণ করে। হয়তো বাস্তবে রূপ দেখা না গেলে ভেতরের রূপটা তার চেয়েও কঠিন। ভেতরের সাজানো সেই রঙিন বাগানখানি যেন পুড়ে ছারখার হয়ে গেছে। নেই সেই জায়গায় আর কোন রঙিন স্বপ্ন আশা। ভেতরের সেই অংশটা আগাছায় পরিপূর্ণ হয়ে ওঠে, আর পূর্বের মতো স্বপ্ন বনে না। যে স্বপ্ন প্রিয়জনকে ঘিরে বেঁচে থাকার আশা জাগাতো।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 10 months ago 

তাই তো দেখছি ভাই প্রতারণার শিকার হয়ে সেই অনুভূতিগুলো কত সুন্দর ভাবে কবিতার ভাষায় প্রকাশ করা যায়। সেটাই আপনার কবিতা প্রমাণ করে। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। যেখান থেকে জীবনের অনেক শিক্ষনীয় বিষয় ছিল। যেটা আপনার কবিতা পড়ে উপলব্ধি করতে পারলাম না ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জীবনের অনেকগুলো শিক্ষা যদি এখান থেকে পেয়ে থাকেন তাহলে কবিতাটি সার্থ

 10 months ago 

ভাই আপনার কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লাগলো। সত্যি বলেছেন ভাই ভালোবাসার মানুষকে নিয়ে রঙিন স্বপ্ন দেখার পর যদি সেই স্বপ্ন ভেঙে যায় তাহলে অনেক কষ্ট লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

 10 months ago 

বাহ্ সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন ভাইয়া।প্রেমের প্রতারণার স্বীকার নিয়ে অনুভুতি মূলক দুর্দান্ত একটি কবিতা আপনি লিখেছেন।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 10 months ago 

খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে। কবিতাটির মূলভাব বেশ ভালোভাবে বুঝতে পারলাম কিন্তু এখানে উল্লেখ করলাম না। তবে মূলভাবটি বাড়ির কর্তা আমাদের রাজ আব্বার কাছে বলবো। তিনি হয়তো তোমার মনের বিষয়গুলো বোঝার চেষ্টা করবে।

 10 months ago 

কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67633.57
ETH 2605.69
USDT 1.00
SBD 2.71