নাটক রিভিউ || হাড় কিপটে || দ্বিতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ11 months ago

আজ - শনিবার

১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হ্যালো বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটক রিভিউ নিয়ে। আশা করি এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার রিভিউ পড়ে থাকেন এবং নাটকটি দেখেন। আমরা জানি হারকিপটে নাটক ১০৫ পর্ব। আজ আমি দ্বিতীয় পর্ব রিভিউ করে তুলে ধরতে যাচ্ছি। চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


Screenshot_20230930-122104.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউদ্বিতীয় পর্ব
দৈর্ঘ্য১৬ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

নজর আলীর ছেলে বহর দুইজন মিলে যখন টাকা হারানোর দুঃখে আর্তনাদ করছিল এই মুহূর্তে রান্নাঘর থেকে নজর আলীর স্ত্রী বলে বসলো তোমাদের বাপ বেটার কাহিনী দেখে মনে হচ্ছে যেন তোমাদের বাণিজ্যের জাহাজ ডুবে গেছে। এতে বাপ বেটা প্রতিবাদ করে বসলো মনে হলো ৫ টাকা হারানোর তার স্ত্রীর কাছে কোন মূল্য নেই। এদিকে নজর আলীর স্ত্রী বলে বসলো 5 টাকায় কি হতে পারে? তারা ভাবল বাড়িতে অলক্ষী ভর করেছে এই মহিলার জন্য। ৫ টা টাকা মাটি করলে পাওয়া যাবে না আর এভাবেই তো টাকা জমিয়ে নজর আলী আজ জমি কিনতে পারে। ৫ টা টাকা হারিয়েছে তাই আজকে বাড়িতে ভাত রান্না করতে হবে না এ কথা শুনে নজর আলীর বউয়ের খুব কষ্ট লাগলো। টাকা হারানোর জন্য এক বেলা না খেয়ে থাকলে মানুষ মরবে না পাশাপাশি তার ছেলে বহর মন্তব্য করল এখন ছোট দিনের বেলা,একবার না খেলে তো কোন বিষয় না।

Screenshot_20230930-123226.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


আরেক দিকে দেখা যায় নজর আলীর বন্ধু হারাধন অন্যরকম কৃপণ ব্যক্তি যে দোকানে বসলে চা খেতে চায় না টাকা দেয়ার ভয়ে গরম পানিটা খায়। আর সারাদিন না খেতে পেরে নজর আলীর বড় আর ছোট ছেলে আর্তনাদে গল্প করছে ঘরের কোনায় বসে। বাবার কীর্তি কলাপ দেখলে পারে বড় ছেলে আর ছোট ছেলের ভালো লাগে না তাই হারাধনের ছেলে সাথে করে বসে গল্প করে তাদের কষ্টের অনুভূতি। মাঝে মাঝে তাদের মন চায় বিষ কিনে খেয়ে আত্মহত্যা করে কিন্তু বিষ কেনার টাকাও তাদের কাছে নেই। বাবার কাছ থেকে যে বিষ কিনার টাকা চাইবে এত কৃপণ বাবা বিষ কেনার টাকাটাও দিবে না। সত্যি দুইটা ফ্যামিলির এমন কৃপণতা যেন মানুষকে যেমন হাসাতে পেরেছে ঠিক তেমনি কষ্ট লাগিয়েছে। একদিকে নজর আলীর দুই ছেলে অন্যদিকে হারাধনের এক ছেলে ভুপেন নিজেদের কষ্টের কথাগুলো শেয়ার করে এবং আর্তনাদ করে। এদিকে নজর আলীর ছেলেরা বলল ভুপেনের বোন শিবানির বিয়ে দিয়ে দিলে তো তাদের খানি আলা কমে। এদিকে ভূপেন বলে বসলো তার বাবা তাকে বিয়ে দেবে কেন বিয়ে দিলে তো টাকা খরচ হবে। সত্যি কৃপণ মানুষ তো টাকা খরচ করবে না। এমন গল্প করতে করতে হঠাৎ নজর আলীর মেজো ছেলে বহর আলী এসে পড়লো তাদের মাঝে। তারা তিনজন মিলে সুখ-দুঃখের গল্প করছে এই দেখে বহরালী ক্ষিপ্ত হল এদের কোন আক্কেল জ্ঞান নেই, বাড়িতে দুর্ঘটনা ঘটেছে ৫ টাকা হারিয়ে আর তারা সুখ-দুঃখের গল্প করছে। নজর আলী ছোট ছেলে যখন বলল তাদের ভাত বন্ধ করে টাকা উসুল হচ্ছে এতে আর টাকা হারানোর শোক কিসের। হারিকেনের তেল পুড়ি য়ে আলো জ্বালিয়ে গল্প করছে এতে যেন আরো ক্ষিপ্ত হলো বহর আলী। এই মুহূর্তে নজর আলীর ছোট ছেলে হারিকেন নিভিয়া দিল।

Screenshot_20230930-124310.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে দোকানদার হারাধন কাকাকে জিজ্ঞাসা করল দুধ চিনি কেমন হয়েছে। হারাধন উত্তর দিল সে তো দুধ চিনি ছাড়া গরম পানি অথবা ফ্রী চা খাই। সেই স্বাদ কেমন করে বুঝবে। দোকানে বসে থাকা আরও লোকজন বলল কয়েক টাকা খরচ করে চা খেলে কি হয়। এদিকে হারাধন তাদের জ্ঞান দেয়া শুরু করে দিল। কোন কিছুর ঘ্রাণে যদি অর্ধেক ভোজন হয়ে যায় তাহলে পয়সা খরচ করে লাভ কি। চায়ের অর্ধেক ঘ্রাণে তার ভোজন হয়ে যায় এই শুনে এক ব্যক্তি বলল অর্ধেক চায়ে কি হয় সে যেন পুরো চা খায় তার টাকা উনি দিয়ে দিবেন। উনাদের সামনে চাকরিতে বলল কিন্তু হারাধন চা না খেয়ে বলল টাকাটা দিয়ে দাও আমি পরে খাব এখন তো চা খেলাম।

Screenshot_20230930-130013.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে বাপ ছেলে আর্তনাদ করছে টাকা হারিয়ে হঠাৎ করে নজর আলীর মেজো ছেলে বহর আলী বাবাকে প্রশ্ন করে বলছিল বড় আর ছোট ছেলে কি তার মায়ের পেটের জন্ম? বিষয়টা বড়ই হাস্যকর। তখন নজর আলী তার ছেলেকে বুঝিয়ে বললো তারা দুই ভাই তোর মায়ের পেটের সন্তান ঝাড় যেমন বাঁশ তেমনি হয়। ঠিক এভাবেই বুঝিয়ে দিল তার বাবা।

Screenshot_20230930-132406.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে হারাধন কাকার জন্য চা খাওয়ার টাকা দিয়েছিল এক দোকানের কাস্টমার। কিন্তু এই দিকে হারাধন সেই টাকার চা না খেয়ে টাকাটা দোকানদারের কাছ থেকে চাইছিল। কারণ এই টাকার অধিকার তো হারাধনের দোকানদার দেবে না কেন। এতেই বুঝা যাচ্ছে তার কৃপণতার সীমা কতদূর ছাড়িয়েছে। একজনের পকেটে টাকা জমা রাখলে যে সুদ বাড়ে সেই টাকাটা কিন্তু হারাধন চাচ্ছে না বরঞ্চ চায়ের টাকাটা ফেরত চাচ্ছে। এদিকে দোকানদার বলছে যিনি উনার চা খাওয়া ভাবে টাকা দিয়েছে এতে তার লাভ আছে কিন্তু টাকা ফেরত দিলে তো লাভ নেই। অবশেষে এক টাকা রেখে বাকি টাকা ফেরত দিল হারাধনকে। চলে যাওয়ার সময় পেছন দিক থেকে দোকানদার বলে দিলে যেন টাকাটা সাবধানে নিয়ে যায় নাই হারিয়ে যেতে পারে।

Screenshot_20230930-190646.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে নজর আলীর বড় ছেলের প্রেমিকা চুমকি। বারবার তাকে বিয়ে করার ইঙ্গিত দিচ্ছে। চুমকির ভাইয়ের সাথে নজরাদের বড় ছেলে একই ক্লাসে পড়েছে কিন্তু আজকে চুমকির ভাই ডাক্তারি পড়ছে এদিকে নজর আগের বড় ছেলে অসহায় অবস্থান। তাই চুমকি তাকে বারবার এটাই বোঝাতে চাচ্ছে যে করে হোক তাকে বিয়ে করে ফেলুক অথবা প্রেম বন্ধ করে দিক। বেশিদিন তার জন্য আর অপেক্ষা করবে না। আর বিয়ে করুক না হয় তার পরিবার থেকে যেখানে বিয়ে দিয়ে দেবে সে রাজি হয়ে যাবে। তাই চুমকি বলে দিল এমন একটা দিন আসবে হয়তো সব কিছু তোমার ইচ্ছাের বিরুদ্ধে যেমন বাদ হয়ে যাচ্ছে আমার কিছু করার থাকবে না।

Screenshot_20230930-191337.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে হারাধনের পরিবার। এক ছেলে ও এক মেয়ে বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে দেয়নি। বোন বিয়ে করছে না তাই ভাইও বিয়ে করতে পারছে না তাই ভূপেন তার বোন শিবানীকে বলল তুই কি লাউয়ের বশ হবি বিয়ে করবি না? হিন্দুদের মধ্যে বাবা মারা গেলে মেয়েরা ভাগ পায় না এটাই বুঝানোর চেষ্টা করল ভূপেন। শিবানী যদি বিয়ে না করে তার বাপ মারা গেলে কি দশা হবে তার এটাই বুঝালো। এদিকে শিবানী ভুল বুঝে কান্নায় ফেটে পড়ল তার ভাই ভোগেন তার বাবার মৃত্যু কামনা করছে এই ভেবে।

Screenshot_20230930-192210.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে তুই কিপটা বন্ধ নজর আলী আর হারাধন বসে পরামর্শ করছে কিভাবে বাড়ির চাল বাঁচানো যায়। দিন দিন চালের দাম বৃদ্ধি বাড়ছে কিন্তু ধান ভেঙে আনার সাথে সাথেই তা ফুরিয়ে যাচ্ছে এটা কিন্তু তার পরিবার বোঝে না। এদিকে তার দুইটা ছেলে তার মনের মত নয় পাশাপাশি হারাধনের ছেলে ওপেন বাবার কথামতো চলে না তারা দুই বন্ধু চায় তাদের সন্তানরা জানে তাদের মত কিপটা হয়। আরে এমন আলোচনা করতে করতেই নাটকের দ্বিতীয় পর্বের সমাপ্তি। ফিরে আসবো তৃতীয় পর্ব নিয়ে আগামী সপ্তাহে।

Screenshot_20230930-192603.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

নাটকটি দ্বিতীয় পর্বের লক্ষ্য করা গেছে দুই বন্ধু হারাধন আর নজর আলীর যথেষ্ট কৃপণতার বাস্তব চরিত্র। যেখানে পাঁচটি টাকা হারিয়ে নজর আলী আরতোনাদে অসুমর। এদিকে তার দুইটা ছেলে বড় ছেলে এবং ছোট ছেলে তার মত কিপটা গিরি না করে প্রেম পিরিতি নিয়ে ব্যস্ত। অন্যদিকে হাড় কিপটে নজর আলীর বউ তার মনের মত নয় সে যতই কিপটামি করে কিন্তু মনে হয় তার বউ তার সম্পত্তি নষ্ট করে দিচ্ছে। তার পাঁচটি টাকা হারানোতে তার বউয়ের কোন মাথা ব্যথা নেই। এদিকে হারাধনের ছেলে ভূপেন আজ পর্যন্ত বিয়ে হয়নি পাশাপাশি তার বোন বিয়ে করেনি এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে একটু ভুল বুঝাবুঝি। বন চাই নিজের বাপের ঘাড়ে বসে থাকতে। আর একদিকে ভাই চায় তার বোন দ্রুত বিয়ে হয়ে যাক। যাইহোক নাটকটার দ্বিতীয় পর্বের অভিনয় সম্পূর্ণ দেখে বুঝে যা বুঝতে পারলাম কৃপণ মানুষের পরিবারে অন্যান্য সদস্যদের বেশ ভোগান্তির শিকার হতে হয়। তাদের নিজের আশা ভালো লাগা ভালবাসা সবকিছুই যেন কৃপণতার মাঝখানে ডুবে ছারখার হওয়ার পথে চলে যায়।
ব্যক্তিগত রেটিং:

৭.৫০/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 11 months ago 

অনেক আগের একটি নাটক আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আপনার নাটকটি সত্যি বেশ অসাধারণ। নাটকটি আমি কয়েক বার দেখেছি। নাটকের চরিত্র সংলাপ এবং দৃশ্যপট সত্যিই বেশ দুর্দান্ত। আগের দিনের লোকেরা কিভাবে টাকা বাঁচাতো সেই বিষয় টি সুন্দর ভাবে নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এত সুন্দর নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

নাটকের সংলাপ গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে

 11 months ago 

হাড় কিপটে নাটকটা সত্যি খুব হাসির নাটক। এই নাটকের প্রথম পর্ব আমি অনেক আগে দেখেছিলাম। খুবই অসাধারন লেগেছিল আমার। আমি বেশ কয়েকটি পর্ব দেখেছি। আপনার রিভিউ পরে আবার দেখতে ইচ্ছা করছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।

 11 months ago 

এই নাটকটার মধ্যে রয়েছে অন্যরকম ভালোলাগা

 11 months ago 

জ্বি ভাই খুবই ভালো লাগে নাটকটি।

 11 months ago 

ভাই এই নাটকটি আমার অনেক বেশি পছন্দের। অনেক বছর ধরে রিপিট করে এই নাটকটি আমি দেখে আসছি। যতবারই এই নাটক আমি দেখি ততবারই আমার মজা লাগে। অনেক হাসির একটি নাটক এটি। যদিও অনেকটা বড় নাটক এটি । এই "হাড় কিপটে" নাটকের প্রথম কয়েকটি পর্বের রিভিউ আমিও অনেক দিন আগে আমাদের এই কমিউনিটিতে শেয়ার করেছিলাম পরে যদিও আর করা হয় নি।

 11 months ago 

এই সমস্ত নাটকগুলো আমাদের সকলের জন্য প্রিয়, অসুস্থ মানুষের জন্যও ভালো লাগার একটা নাটক।

 11 months ago 

আজকে আপনি এই পোষ্টের মাধ্যমে হাড় কিপটে নাটকটার দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। নাটকটার সম্পূর্ণ কাহিনী আপনি অনেক সুন্দর করে লিখেছেন। এই নাটকটা আমি কখনো দেখিনি, তবে আপনার রিভিউর মাধ্যমে পড়তে পেরে সত্যি অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে পুরো টা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 11 months ago 

চেষ্টা করবেন দেখার জন্য সুন্দর একটা নাটক

 11 months ago 

হাড় কিপটে নাটকের প্রথম পর্বটি পড়িনি ভাই, তবে দ্বিতীয় পর্বটি পড়ে হাসতে হাসতে শেষ আমি। এত কিপটে মানুষও যে হয় তা হারাধন আর নজর আলীকে না দেখলে জানতাম না কখনো। ৫ টাকার জন্য কত শোক, হা হা হা। আর একজন তো, চা এর দোকানে গিয়ে শুধু গরম জল খায় চা এর বদলে, হা হা হা। খুবই হাস্যকর ছিল নাটকটি।

 11 months ago 

হয়তো এটাই সর্বশ্রেষ্ঠ হাস্যকর এবং কিপ্টের নাটক এমন নাটক আমি দেখিনি কোনদিন

 11 months ago 

হাড় কিপটে নাটকটি আমি মোবাইলে দেখেছিলাম। ভীষণ মজার একটি নাটক ভাইয়া হাড় কিপটে নাটক। আপনি নাটকটি রিভিউ দিলেন আবারো দেখতে পেয়ে বেশ ভালো লেগেছে। সত্যিই আমাদের দেশের বাংলা নাটক গুলো খুবই সুন্দর হয়। অনেক ভালো লেগেছে বিস্তারিত আবার পড়তে পেরে রিভিউর মাধ্যমে।

 11 months ago 

আমাদের দেশের সিনেমা গুলোর চেয়েও নাটকগুলো প্রাণবন্ত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45