পরিবারের সাথে গাংনী বাজারে ঈদ শপিং

in আমার বাংলা ব্লগlast year

আজ - বৃহস্পতিবার

৩১ জৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
১৪ জুন, ২০৩০ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

IMG_20230610_143426_713.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসন্ন ঈদুল আযহার ঈদ শপিং নিয়ে। ঈদ উপলক্ষে অগ্রিম কিছু কেনাকাটার মুহূর্ত নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে তাই চলুন দেরি না করে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


ফটোগ্রাফি সমূহ:



সামনে আসন্ন ঈদুল আযহা, আর এই ঈদ উপলক্ষে পরিবার পরিজনের শনে ঈদ মার্কেট করার ধুম পড়ে যায় সকল মুসলিম পরিবারে। মার্কেটে ছোট থেকে বড় বয়সে অনেক মানুষের ভিড়ের মাঝখানে মার্কেট করা হয়ে ওঠে বড় কঠিন। আর এমন মুহূর্তে বিভিন্ন অসাধু ব্যবসায়িকেরা দ্রব্যমূল্যের দাম জামাকাপড়ের অর্থাৎ পোশাক আশাকের দাম দ্বিগুণ পরিমাণে ধরে বসে যখন ঈদ উপলক্ষে ভালো লাগার একটা পোশাক কিনতে হয়ে যায় ব্যয়বহুল। আর এমন পরিবেশে অনেক হিমশিম খেতে হয় এমনকি মন মানসিকতাটা যেন নষ্ট হয়ে যায় ঈদের আগেই। আর এই চিন্তা ধারাকে সামনে রেখে আসন্ন ঈদুল আযহা আসার অনেক পূর্বেই ঈদের কেনাকাটা সম্পন্ন করলাম নিজের পরিবারের সাথে। প্রথমে পরিবারের জন্য কসমেটিসের ঘরে গেলাম। সে তার প্রয়োজনমতো এক একটি কসমেটিকসের দ্রব্য সামগ্রী দেখে চলছে যেখানে রয়েছে বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী। আমি কখনো পূর্বে এভাবে কসমেটিকসের ঘরে যায়নি যেহেতু পূর্বে বিবাহ করেছিলাম না। তাই পরিবারের সাথে যেয়ে অনেক কিছু সম্পর্কে ধারণা লাভ করলাম যা ফটোতে দেখতে পারছেন। প্রথমে বিভিন্ন প্রকার ত্বকের সামগ্রী চুলের সামগ্রী দেখাশোনা করার পর কয়েকটা জিনিস সে ক্রয় করল, আর পেমেন্ট করতে হলো আমার। আর আমি পেমেন্ট না করলে করবেই বা কে? কথাই তো সেটা। তাই মনে মনে ভাবলাম যেন অল্প কিছু জিনিস ক্রয় করে,যা তাকে বলার নয়।

IMG_20230610_143341_489.jpg

Photography device: Infinix hot 11s
Location



এরপর ক্রয় করতে গেলাম কাছের চুরি, কানের দুল, গলার হার। কসমেটিক্স এর এই ঘরে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা দেখে যেন জান ভরে গেল। দেখে যেন মনে হল ভালোবাসার মানুষটার জন্য সব কিছু ক্রয় করি কিন্তু তেমন ব্যালেন্স নেই কাছে। এরপরেও চেষ্টা করলাম সাধ্যমত কিছু কিনে দেওয়ার জন্য। আর তাতেই আমার বাড়িওয়ালা অনেক খুশি।

IMG_20230610_150437_380.jpg

IMG_20230610_150417_786.jpg

Photography device: Infinix hot 11s
Location



এরপর আমার জন্য একটি পাঞ্জাবি ক্রয় করলাম। দেখলাম ঈদ উপলক্ষে বিভিন্ন প্রকার পাঞ্জাবি আমদানি করেছে তারা। তবে ঈদের কেনাকাটা শুরু না হতেই তারা যেন এত দাম ধরে বসেছে তা শুনেই যেন অবাক হতে হলো। তবে অনেকগুলো পাঞ্জাবি দেখার পর একটি পাঞ্জাবী আমার খুবই সহজ হলো। তবে দুঃখজনক বিষয় হলেও সত্য আমার পরিবারের সেই পাঞ্জাবীটা পছন্দ হলো না। কি আর করার আবারো পাঞ্জাবি দেখা শুরু করলাম। এরপর অনেকগুলো পাঞ্জাবি দেখার পর আমার পরিবারের পছন্দ হলো এমন একটি পাঞ্জাবি ক্রয় করে নিলাম। তবে ঈদের বাজার শুরু না হতে পাঞ্জাবের মূল্য ১৪০০ টাকা। বউয়ের ভালোলাগা বলে কথা তাই কিনতে হলো কোন চিন্তা ভাবনা না করে।

IMG_20230610_151340_956.jpg

IMG_20230610_151345_520.jpg

IMG_20230610_151327642_BURST0011.jpg

Photography device: Infinix hot 11s
Location



এরপর আবারো কসমেটিক সামগ্রিক দোকানে আবার যেতে হল একটি জিনিস কিনতে ভুল হয়ে গেছিল তাই। যাইহোক সেখানে গিয়ে আবারো ফেসের জন্য একটি জিনিস কিনতে হলো। এরপর সেখান থেকে বিদায় গ্রহণ করলাম আরেকটি দোকানে যাওয়ার জন্য।

IMG_20230610_150425_851.jpg

Photography device: Infinix hot 11s
Location



এবার আসন্ন ঈদ উপলক্ষে নতুন একটি জগ না কিনলে নয় তাই নতুন একটি জগ কেনার চেষ্টা করলাম। জগের দোকানটায় দেখলাম বিভিন্ন প্রকার অনেকগুলো জগ রয়েছে। এই মার্কেটটায় এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারলাম এবং মনের মত মন মাতানো দ্রব্য সামগ্রী লক্ষ্য করলাম। যাইহোক অনেকগুলো জগের ভিড়ে একটি জগ বেশি পছন্দ হলো পরিবারের আর সেটা ২০০ টাকায় নেওয়ার চেষ্টা করলাম। আর এভাবে আনন্দ-ঘন একটি মুহূর্তের মধ্য দিয়ে অনেক কিছু কেনাকাটার করে বাড়ির দিকে রওনা দিলাম আর শেষ করা হলো ঈদ শপিং।

IMG_20230610_152324_259.jpg

Photography device: Infinix hot 11s
Location


এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  
 last year 

ভাবির পছন্দে পাঞ্জাবি কিনেছেন দেখে ভালো লাগলো। দেখতে দেখতে ঈদ প্রায় চলে এলো। সময় সত্যি দ্রুত চলে যায়। যদিও এবার তেমনভাবে শপিং করা হবে না। তবে আপনার শপিং করার মুহূর্তগুলো তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু

 last year 

ভাই ঈদ আসলেই ঈদ উপলক্ষে প্রতিটি পরিবারে কেনাকাটার ধুম পড়ে যায়। আর আপনি পরিবারকে সাথে নিয়ে ঈদ কেনাকাটা করতে গিয়েছেন দেখে খুবই ভালো লাগলো।
বিশেষ করে ভাবির পছন্দে পাঞ্জাবি কিনেছেন দেখে বেশি ভালো লাগলো। যাইহোক ভাই, ঈদ উপলক্ষে পরিবারের সাথে শপিং করতে গিয়ে আপনার সুন্দর অনুভূতি টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

কি আর করার ভাই এখন সবকিছু তার হাতে

 last year 

বিয়ের পরে তো দেখছি আগে আগেই ঈদের বাজার করতে শুরু করে দিয়েছেন। এটা খুবই ভালো কাজ করেছেন বাড়ির প্রধানমন্ত্রীর পছন্দের ঈদের পাঞ্জাবি কিনেছেন।

 last year 

ঠিক যেন তাই

 last year 

ঈদ শপিং খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। আসলে কেনাকাটা করতে সবাই খুব ভালো লাগে। কেনাকাটা মুহূর্ত সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। বাহ খুব সুন্দর পাঞ্জাবি কিনেছেন আপনি। মার্কেটিং করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

হ্যাঁ পাঞ্জাবিটা অনেক সুন্দর

 last year 

এতো আগেই ঈদ শপিং করতে শুরু করে দিয়েছেন। যদিও ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি আছে। এটা দেখে ভালো লাগলো যে আপনি ভাবির পছন্দের পাঞ্জাবি কিনেছেন। আমিও মাঝে মাঝে আমার বউয়ের পছন্দের জিনিস কিনে থাকি। আপনারা খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন।

 last year 

চেষ্টা করলাম আগে থেকেই ঝামেলা মুক্ত হওয়ার

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04