DIY: টিউবওয়েল মেরামত || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০% বেনিফিসারী

in আমার বাংলা ব্লগ2 years ago


আজ - বৃহস্পতিবার

০৪ ফাগুন, ১৪২৮ বঙ্গাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। স্টিমিট প্লাটফর্মে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পোস্ট। পোষ্টের বিষয়: টিউবওয়েল মেরামত।



  • টিউবওয়েলটা মেরামত করা সর্বস্তরের দৃশ্য।

GridArt_20220216_220428189.jpg



received_305654148004402.webp

প্রয়োজনীয় উপকরণ সমূহের তালিকাঃ


ক্রমিক নম্বর
সহায়ক যন্ত্র
পিচ
১.স্ক্রু ড্রাইভারএকটি
২.সেলাই রেঞ্জদুইটা
৩.ছুরিএকটা
৪.টিউবওয়েলের বাটি ছয় নাম্বারএকটি

IMG_20220209_140505_803.jpg



টিউবওয়েল মেরামতের ধাপ:


ধাপ :-১


প্রথমেই দুইটি সেলাই রেঞ্জ দিয়ে টিউবওয়েলের উপর অংশের নাট খুলতে লাগলাম।

IMG_20220209_131349_729.jpg


received_305654148004402.webp

ধাপ :-২


খুব মনোযোগ সহকারে নাট চারটি খুলে নিলাম।

IMG_20220209_131455_652.jpgIMG_20220209_131856_718.jpg

received_305654148004402.webp

ধাপ :-৩


নাট চারটা খোলার পর নির্দিষ্ট স্থানে রাখলাম। নাটক গুলোর চারিপাশে যে ময়লা পড়েছে তা ছাপ করে ফেলতে হবে।

IMG_20220209_131844_610.jpg


received_305654148004402.webp

ধাপ :-৪


এবার টিউবওয়েলের উপরের অংশটি ধীরেসুস্থে বের করে নিয়ে এলাম।

IMG_20220209_131929_684.jpgIMG_20220209_132013_270.jpg

received_305654148004402.webp

ধাপ :-৫


এবার টিউবওয়েলের ভিতরের মাঝখানে লোহা দন্ডে যে স্থানে বাটি থাকে, সেই পুরাতন বাটিটা বের করে নিয়ে এলাম এবং রডটির ময়লা গুলো ছুরি দিয়ে ভালোভাবে চেঁছে পরিষ্কার করে নিলাম।

IMG_20220209_132322_218.jpgIMG_20220209_132606_430.jpg

received_305654148004402.webp

ধাপ :-৬


নতুন ছয় নাম্বার বাটিটা হাতে নিলাম এবং স্ক্রু ড্রাইভার এর সাহায্যে বাটিটা নির্দিষ্ট স্থানে প্রবেশ করালাম।

IMG_20220209_133030_857.jpgIMG_20220209_133340_273.jpg

received_305654148004402.webp

ধাপ :-৭


এবার মোটর অন করে টিউবওয়েলের ভেতরের ময়লা গুলো ভালভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম।

IMG_20220209_134222_000.jpg


received_305654148004402.webp

ধাপ :-৮


এবার বাটি যুক্ত লোহার দন্ড টি টিউবওয়েলের ভিতর পুরে দিলাম এবং টিউবওয়েলের উপরের অংশটা যথাস্থানে রাখলাম।

IMG_20220209_134329_503.jpgIMG_20220209_134448_013.jpg

received_305654148004402.webp

ধাপ :-৯


এবার সেই নাট গুলো জায়গামতো বসিয়ে সেলাই রেঞ্জ দ্বারা টাইট ভাবে আটকে দিলাম।

IMG_20220209_140211_182.jpg


received_305654148004402.webp

শেষ ধাপ :


এখন টিউবওয়েল চেপে দেখলাম ভালোভাবে পাম হচ্ছে এবং কয়েক চাপে পানি চলে আসছে। অর্থাৎ টিউবওয়েল এর বাটিটা ভালোভাবে কাজ করছে ওয়াসার এর মত যার ফলে আগের মতো টিউবলের পানি উঠছে।

IMG_20220209_140259_078.jpgIMG_20220209_140307_387.jpg

received_305654148004402.webp

আমি মনে করি, আমাদের সকল বিষয়ে কম বেশি ধারণা থাকা উচিত। বিশেষ করে আমাদের পারিবারিক জীবনে যে সমস্ত জিনিস গুলো বেশি প্রয়োজন হয়ে থাকে এবং মাঝেমধ্যে নষ্ট হয় যা অন্যের দ্বারা ঠিক করে নিতে হয়, সে সমস্ত জিনিস গুলো আমরা যদি নিজে ঠিক করতে পারি তাহলে অন্যের মুখাপেক্ষী হতে হয় না। যথাযথ সময়ে নিজের প্রয়োজন এর কাজ একাকি নিজেই করে নেওয়া যায়, তাই আমি আমার সকল বন্ধুদের কে আহবান করব পরিবারে যাবতীয় বিষয় নিজেদের কমবেশি জ্ঞান রাখুন। যাতে আপনার পরিবারে উপকারে আসে। অন্যের মুখাপেক্ষী হতে হবে না, হতে হবে না হয়রানির শিকার। আশা করি আমার কথা মনোযোগ সহকারে বুঝতে পেরেছেন।


received_305654148004402.webp

আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

image.png


আমার পরিচয়

আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)@sumon09
বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে,চাকরি প্রত্যাশায় বেকার-স্টাডিতে! নিয়োজিত। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। ভালোলাগা নেই কোন, আছে শুধু নিরাশ মনে একবুক হাহাকার। ট্রাজেডি ভরা জীবন নিয়ে পথে চলছি আঁধারে। অনিশ্চিত এ জীবন ঘন আঁধারে ঢাকা। মায়ার বেড়াজাল ছিন্ন করে উদাসীন মৌনতা নিয়ে কাটছে দিবারাত্রি।


xh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23dg71NMC5sRWRkKLR2RfX8yNNYVVCB4FM1eo2HYfcrxr2eV176iSFg9w1j3VNsnuYXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
মোবাইলitel vision 1
ক্যামেরাAl dual camera-8mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

steemit ahlawat.gif


পুনরায় কথা হবে পরবর্তী পোষ্টে,ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
Sort:  
 2 years ago 

টিউবওয়েল মেরামত করা অথবা এরকম কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনি অনেক দক্ষতার সাথে টিউবওয়েল মেরামত করে নিলেন। আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগলো। যে আপনি অন্যরকম ও কাজ জানেন। অনেক রকম কাজ শিখেই আমাদেরকে এ পৃথিবীতে বাঁচতে হয়। যত বেশী জানবেন তত বেশি অভিজ্ঞতা বাড়বে। আপনার কাজটা আমার কাছে খুবই ভালো লাগলো দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন। আমি মনে করি দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু কমবেশি জানা উচিত।

 2 years ago 

একদম ঠিক বলেছেন কমবেশি সকল কাজের উপরে ধারণা থাকা উচিত। তাহলে আর কোন কিছুতে কষ্ট হয়না। বিশেষ করে নিজের কাজ নিজে করতে পারলে তা আমার কাছে বেশি পছন্দের। আপনি নিজে অনেক দক্ষতা নিয়ে টিউবওয়েল মেরামত করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে এরকম কাজ গুলো অনেক ভালো লাগে। আমি নিজেও নিজের সব রকমের কাজ করার ধারণা রাখতে পছন্দ করি। আপনার আজকের পোস্ট আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনার এরকম দক্ষতার কাজগুলোও নিশ্চয়ই আরও দেখতে পাবো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন। আমি মনে করি দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু কমবেশি জানা উচিত। তাই আমি যে সমস্ত জিনিস গুলো জানি তা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে থাকে। জেনো আমার থেকে আপনারাও জানতে পারেন এবং শিখতে পারেন।

 2 years ago 

আমাদের বাসায় একটি টিউবওয়েল আছে। যার পানি খুব মিষ্টি হবার কারণে আশেপাশের সকল বাড়ি থেকে প্রতিদিন প্রচুর পরিমানে পানি নিয়ে যায়। ফলস্বরূপ টিওবয়েলটি কিছুদিন পরপরই নষ্ট হয়ে যায়। আগে আমি নিজেই মেরামত করলেও এখন আর তেমন একটা সময় পাইনা। আপনার এই পোস্টটি দেখে আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর মন্তব্য করেছেন। আমি মনে করি হাতের কাজ সব কিছু কম-বেশি জেনে রাখা ভালো।

ভাইয়া আপনি আজকে একদমই ইউনিক এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। খুবই ভালো লেগেছে আমার। আপনি আমাদেরকে সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করেছেন। সব বিষয় এ নিজের অভিজ্ঞতা তৈরি করতে পারলে খুবই ভালো হয়৷ আমার কাছে আজকের পোস্টটি খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ধন্যবাদ এবং শুভকামনা।
 2 years ago 

এমন সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি এসমস্ত টুকিটাকি কাজ গুলো আমাদের সবারই কমবেশি জেনে রাখা উচিত।

 2 years ago 

আপনার পোষ্টটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব বাস্তবসম্মত একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার এই পোস্ট আপনার যে ভালো লেগেছে তার জন্য আমি খুবই আনন্দিত। আশা করি আমার থেকে কিছুটা হলেও শিখতে পেরেছেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55825.83
ETH 2516.08
USDT 1.00
SBD 2.28