স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা'নীরবতার মাঝে যন্ত্রণা'

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

IMG_20230321_140752674_BURST0005.jpg


হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বিরহ অনুভূতিমূলক কবিতা নিয়ে আশা করি আমার এই কবিতাটি আপনাদের অনেক অনেক ভালো লাগলো তাই চলুন আর দেরি না করে এখনি আবৃত্তি শুরু করি।

কবিতা

নাম: নীরবতার মাঝে যন্ত্রণা

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


কতদিন দেখিনি একা বসে চাঁদ

হয়তো বুঝি ভুলে গেছি নির্জনতার স্বাদ।

হয়তো আমি ভুলে থাকি আমার অতীত স্মৃতি
বাস্তবতার মধ্যেও দেখি সেই বিষম পিরিত।

ছিলনা তো অতীতে আমার এমন অধ্যায়
তবে কেন দেখা মেলে প্রিয়ার নীলিমায়।

পারত সে আড়াল করে থাকতে সবই ভুলে
যখনই সে তার বুকে নিয়েছে আমায় তুলে।

আমায় পেয়ে তবুও কেন তার বোকার পরিচয়
অতীতের পাগলামি এখন ছেড়ে দিলেই তো হয়।

বুঝতে চায় না কেন সে তার আছি আমি
তবুও কেন অন্যের কথায় করতে চায় পাগলামি।

পেলোনা না কি আমার বুকে ভালোবাসার সাদ
কার আকাশে হতে চাই জ্যোঁৎনা সভিত চাঁদ।

কষ্টটাকে হাসি দিয়ে উড়িয়ে দিতে চাই
বুঝতে দেয় না কাউকে আমার কষ্ট লেগেছে কোথায়।

কলিজা টা পুড়ে গেলেও থাকি আমি নিরব
কবে থেকে জেগেছে মনে ভালোবাসার অভাব।

হয়তো সেটা জেগেছে আজ তোমারই কারণ
যত দূরে চলে যাউ আর করব না বারণ।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

ভালোবেসে মন যখন প্রেমিকার মাঝে সীমাবদ্ধ তখন সেই একলা বসে আকাশের চাঁদ দেখার ভালো লাগা সে মুহূর্তটা তখন ভুলে গেছে। ঠিক একই ভাবে ভুলে গেছে জীবনের অন্যান্য ভালোলাগার মুহূর্তগুলো। জীবনের সমস্ত ভালোলাগা সঁপে দিয়েছে ভালোবাসার মানুষের প্রতি। ঠিক এমন মুহূর্তে যখন দেখা গেল ভালোবাসার মানুষ গোপনে লাইন করেছো বা চেষ্টা করছে অন্যদিকে তখনই বুকটা যেন ফেটে যায়। মনটা তখন হয়ে ওঠে দিশেহারা! কেন সুখকি আমার থেকে পায় না সে? কিসের অভাব রয়েছে? উঠে যায় হাজারো প্রশ্ন মনের মধ্যে। তবুও লক্ষ্য করে দেখে ভালোবাসার মানুষ পাশে থেকে মানিয়ে চলছে আবার অন্যদিকে সাড়া দিতে চায়। তখন প্রিয়জনের মনের মধ্যে বেজে ওঠে এমনই চিন্তা কেন তার এই পাগলামি আমি থাকা সত্ত্বেও। কেন সে বুঝে অবুঝের মত বুঝতে চায় না আমার মন। বর্তমান সময়ের প্রেমিক প্রেমিকার এমন ঘটনা জেনেই লিখিত এই কবিতা। যে কবিতার মধ্যে রয়েছে এমন কিছু মানুষের বাস্তব জীবনের কাহিনী। তাই অন্যের ব্যথায় ব্যথিত হয়ে মন থেকে উঠে আসলো এই কবিতার লাইনগুলো। আশা করি কবিতার ভাষা বুঝতে পেরেছেন।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 85746.87
ETH 3328.32
USDT 1.00
SBD 2.81