স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা'নীরবতার মাঝে যন্ত্রণা'
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বিরহ অনুভূতিমূলক কবিতা নিয়ে আশা করি আমার এই কবিতাটি আপনাদের অনেক অনেক ভালো লাগলো তাই চলুন আর দেরি না করে এখনি আবৃত্তি শুরু করি। |
---|
কবিতা
হয়তো বুঝি ভুলে গেছি নির্জনতার স্বাদ।
হয়তো আমি ভুলে থাকি আমার অতীত স্মৃতি
বাস্তবতার মধ্যেও দেখি সেই বিষম পিরিত।
ছিলনা তো অতীতে আমার এমন অধ্যায়
তবে কেন দেখা মেলে প্রিয়ার নীলিমায়।
পারত সে আড়াল করে থাকতে সবই ভুলে
যখনই সে তার বুকে নিয়েছে আমায় তুলে।
আমায় পেয়ে তবুও কেন তার বোকার পরিচয়
অতীতের পাগলামি এখন ছেড়ে দিলেই তো হয়।
বুঝতে চায় না কেন সে তার আছি আমি
তবুও কেন অন্যের কথায় করতে চায় পাগলামি।
পেলোনা না কি আমার বুকে ভালোবাসার সাদ
কার আকাশে হতে চাই জ্যোঁৎনা সভিত চাঁদ।
কষ্টটাকে হাসি দিয়ে উড়িয়ে দিতে চাই
বুঝতে দেয় না কাউকে আমার কষ্ট লেগেছে কোথায়।
কলিজা টা পুড়ে গেলেও থাকি আমি নিরব
কবে থেকে জেগেছে মনে ভালোবাসার অভাব।
হয়তো সেটা জেগেছে আজ তোমারই কারণ
যত দূরে চলে যাউ আর করব না বারণ।
সমা প্ত |
---|
বিশেষ্য মন্তব্য