ভিডিওগ্রাফি: ভিডিওর মাধ্যমে পুকুর পাহারা ও বিষাক্ত সাপ মারার গল্প।

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম



Picsart_24-02-29_10-30-26-599.jpg



হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা অনেকেই জানেন আমি মাছ চাষ করে থাকি আর আজকে ঠিক সেই একটি বিষয় নিয়ে ভিডিও ধারণ করলাম রাত বারোটার পর পুকুরপাড় থেকে। আশা করি এই ভিডিওর মাধ্যমে পুকুর পাহারার কিছু তথ্য আর রাত্রিকালীন মুহূর্তের অনুভূতি জানতে পারবেন।


ভিডিওগ্রাফি:


আজকে রাত বারোটার দিকে পুকুরে ছিলাম। যেহেতু এখন শীতের সময় পার হয়ে গেছে। পুকুরে পুকুরে মাছ দেওয়া, মাছের খাবার দেওয়া, পুকুরে পানি কম হয়ে গেছে তাই পানি দেওয়ার কার্যক্রম রানিং। আর এই জন্য দিনে অথবা রাতে বেশ পুকুরের চলাচল করতে হচ্ছে। আবারো পূর্বের মতো রাতে যখন তখন পুকুরে অবস্থান করতে হবে মাছ পাহাড়ার জন্য। তবে আমি পুকুরে উপস্থিত হয়েছিলাম আজকে রাতে শুধুমাত্র পুকুরে মোটর চালিয়ে পানি দিচ্ছিলাম। যেহেতু মোটরটা কোন ঘরের মধ্যে নয় বাইরে রয়েছে তাই পুকুরে বেশি চলাফেরা করতে হচ্ছিল। আরেক দিকে পুকুরের পানি অনেক কমে গেছে মাছ চুরি হওয়ার সম্ভাবনা বেশ অনেক বেশি। আর এই সমস্ত কারণগুলোর জন্যই পুকুরে গেছিলাম। আর সেখানে অবস্থান কালিন মুহুর্তে ভিডিও ধারণ করেছিলাম আপনাদের দেখানোর জন্য। আশা করি ভিডিওটা দেখলে পুকুর পাড়ে রাতে বিষাক্ত সাপ মারার গল্পটা জানতে পারবেন। তাই সাপ মারা নিয়ে আর বেশি কিছু এখানে লিখলাম না।


Video device: Infinix hot 11s
location



রাতে পুকুরে যখন অবস্থান করি সবসময় চারিপাশে শিয়ালের ডাক। অনেক সময় শিয়াল পাশ দিয়ে বের হয়ে যায়। অনেক সাহস নিয়ে পুকুরে অবস্থান করতে হয়। আর আমি যখন রাত দুপুরে পুকুরে চলাচল করি তখন একাই যায়। সাথে মানুষ নেই না। পাশের পুকুর আলাদের সাথে নেওয়ার চিন্তা করিনা তার পিছনে বেশ অনেক কারণ থাকে। তার মধ্যে বড় একটা কারণ হচ্ছে পাশের কোন পুকুর আলা যদি চোরের সাথে সম্পর্ক থেকে থাকে আপনি আমি যখন বাসায় চলে যাব তখন সে অবশ্যই সে চোরকে বলে দিবে বাসায় পৌঁছে গেছে সে এখন তুমি তার পুকুরে মাছ ধরতে পারো। তাহলে বুঝতে পারছেন কতদিকে স্মরণ রাখতে হয়। যাইহোক এভাবেই পুকুরে অবস্থান করতে হয়।

IMG_20240229_000717_5.jpg

IMG_20240229_000845_0.jpg



অনেকে ধারণা করতে পারেন দিনের বেলায় পুকুরে পানি দিলে সমস্যা কি। রাত্রিকালীন মুহূর্তে কারেন্টের ভোস ঠিক থাকে এবং পানি ওঠা সহজ হয়। এদিকে অন্যান্য কৃষি কাজে পানি দেওয়ার জন্য ইঞ্জিন চালিত মেশিন বলুন আর মটর বলুন বন্ধ থাকে তাই রাতে অধিক পরিমাণ পানি উঠে থাকে। আবার দিনের বেলায় পুকুরপাড়ে ছাগল গরু অনেক কিছু চলাচল করে থাকে এতে মোটর ক্ষতিগ্রস্ত হতে পারে বা কারেন্টের শট লাগার সম্ভাবনা থাকে অনেক কিছুর। সবদিক থেকে রাতেই নিরাপদ বেশি। যাহোক শুধু পুকুরে অবস্থান করলাম না পুকুরের আমার সবজি বাগান যতটুকু পারলাম দেখলাম। মোটরে ঠিকভাবে পানি উঠছে কিনা সেটা দেখলাম। কতটুকু পানি হয়েছে সেটা লক্ষ্য করলাম। আর এভাবে বেশ অনেকক্ষণ পুকুরে অবস্থান করে আবার বাগানের মধ্য দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু বাঁশের বাগান। রাত্রিকালী মুহূর্তে এটা যেন ভয়ংকর একটা রূপ ধারণ করে। যাদের সাহস কম তাদের জন্য একা চলাচল মোটেও সম্ভব নয়। তবে দীর্ঘদিন চলার অভ্যাস রয়েছে এই জন্য আমার কাছে বেশি সমস্যা হয় না। আর নিজের প্রটেকশন নিজেকেই দিতে হয় যদি কোন সমস্যার সম্মুখীন হয়। তবে আলহামদুলিল্লাহ বড় ধরনের কোন সমস্যার সম্মুখীন আমি হয়নি এখন পর্যন্ত। তবে যতক্ষণ পুকুরে অবস্থান করি ততক্ষণ আকাশের চাঁদ হোক সবজি বাগান দেখাশোনা হোক এটা সেটা করতেই সময় পার হয়ে যায়। আরো বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন।

IMG_20240229_000821_9.jpg

IMG_20240229_000919_8.jpg

Photography device: Infinix hot 11s
location


গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing apppicsart
স্থানসোর্স
বিষয়ভ্রমণ


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 7 months ago 

বর্তমান সময়ে চোরের উপদ্রব অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে তাই রাতের বেলায় পুকুর পাহারা দেবার প্রয়োজন হয়। আর এখন গরমকাল চলে আসছে তাই সাপের উপদ্র ও অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে তাই আমাদের একটু সাবধানে থাকতে।

 6 months ago 

হ্যাঁ একদম ঠিক বলেছ।

 7 months ago 

প্রতিনিয়ত আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি আপনার পুকুর রয়েছে এবং সেখানে অনেক মাছ রয়েছে৷ চোর আসার ভয়ে আপনি সেখানে রাতের বেলা পাহারা দিয়ে থাকেন যা অনেকটাই ভালো৷ তবে এই সময় রাতের বেলা কেউ না থাকার কারণে সাপও চলতে থাকে৷ তখনই আপনি একটি সাপের দেখা পেলেন এবং আমাদের মাঝে শেয়ার করলেন৷ যা দেখে খুব ভালো লাগলো৷ তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন৷ কারণ হঠাৎ করে কোন ভয়ানক সাপ এসে আপনাকে কামড় দিয়ে দিতে পারে৷

 6 months ago 

গল্পটা শোনার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60045.81
ETH 2420.35
USDT 1.00
SBD 2.43