নাটক রিভিউ || হাড় কিপটে || কুড়ি তম পর্ব

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি হাড় কিপটে নাটক রিভিউ। আমরা জানি হাড় কিপটে নাটক ১০৫ পর্ব। আজ আমি কুড়িতম পর্ব আপনাদের মাঝে রিভিউ করে তুলে ধরতে যাচ্ছি। চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


Screenshot_20240205_114759.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ২০ পর্ব
দৈর্ঘ্য২০ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকের কুড়ি তম পর্বের শুরুতে দেখা যায় হারাধন দত্ত রেশমার বাবা জব্বার আলীকে গোপনে আরালে ডেকে এনে টাকা চাচ্ছে। কিসের টাকা জবাবে উত্তর দিচ্ছে তার গরুর গলার পোকা খুঁচিয়ে ছিল কৃপণের নাম লিখে সেই নাম লেখার টাকা। জব্বার কিছুতেই টাকা দিতেছে চাইলো না, এতে হারাধন বেশ রাগ করল। জব্বার বললো কৃপনের নামে যদি গরু ভালো হতো,তাহলে দুনিয়ায় আর ডাক্তার দরকার ছিল না।

Screenshot_20240205_114639.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে বহর উঠে পড়ে লেগেছে গোল্লাকে বাড়ি থেকে বিদায় করার জন্য। সে বুঝে ফেলেছে গোল্লা তার কুলাঙ্গার ভাই দুইটা কে সাথে নিয়ে তার বাবার সম্পত্তি ধ্বংস করতে চলেছে। কিন্তু গোল্লার রীতিমতো উত্তর দিল মামা বেঁচে থাকতে তুই তোর বাবার সব সম্পত্তির মালিক হয়ে গেছিস, এদিকে দুই ভাই পড়ে রয়েছে আর আমি তো মায়ের ভাগ পায়। এই কথা শুনে বহর আর্তনাদ করে উঠলো। গোল্লা তাকে সরে যেতে বলল, বলল চোরের সাথে আমাদের কথা নেই।

Screenshot_20240205-120611.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে হারাধন কাকার মেয়ে শিবানী তার ভাই ভূপেন কে খুঁজে বেড়াচ্ছে পথে পথে। ভূপেন তার বাবার হাতে বদ হওয়ার ভয়তে বাড়ি আর ফেরেনি। পথের মধ্যে চুমকির সাথে দেখা, চুমকি বেশ অনেক তথ্য দিল তাকে। পাশাপাশি প্যাঁচ লাগিয়ে দিল সব কিছুর মূল বহর আলী।

Screenshot_20240205-121427.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


আজ যেন পথ ভুলে মজনুর দোকানে গোল্লার সাথে তার কুলাঙ্গার মামাতো দুই ভাই এসে উপস্থিত। তাই মজনু বলল একটু ইয়ার্কি করে তারা মনে হচ্ছে রাস্তা ভুলে চলে এসেছে এখানে। অনেকদিন পর গুল্লাকে দেখতে পেরে মজনু সহ আরো অনেকের বেশ ভালো লাগলো।

Screenshot_20240205-131337.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে শিবানীর সাথে পথের মধ্যে বহরের দেখা। শিবানীদের আম গাছে পাখির খাওয়া পড়া আমতা শিবানির বাবা হারাধন বহরের কাছ থেকে কেড়ে নিয়েছিল। সেটা কিন্তু শিবানী না জেনেই বলছে আমটাকে কিকরলি বেচে দিয়েছিস? এরপর জানতে পারলো আমটা তার বাবা নিয়ে নিয়েছে, তা শিবাঙ্গি বলে বসল আগে যদি আমার কাছে বলতে তাহলে রাতে শান্তিতে ঘুমাতে পারতাম আমের টেনসনে ঘুমাতে পারিনি।

Screenshot_20240205-125524.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে নজর আলী হঠাৎ করে তার স্ত্রীর কাছে দাঁড়িয়ে বেশ আকুতি মিনতি সুরে কথা বলছে বউ এর কাছে যেন প্রেম ভালোবাসা সে পায় না। দিন দিন দেখতে দেখতে নজর আলী টেনসনে কালো হয়ে যাচ্ছে এটা কি কমলাবানু খেয়াল করে না। কিন্তু কমলা বানু একটু খোঁচা দিয়ে কথা বলে বসলো। সব কথার এক কথা তার ভাগ্নে গোল্লা প্রতি ওয়াক্তে আধা সেরা চালের ভাত খায়, এটাই নজর আলীর জন্য মহা বিপদের কারণ। তবে স্বামী স্ত্রীর দুজনার কথাই মিল না হয়ে রাগ করে উঠে চলে গেল নজর আলী।

Screenshot_20240205-131936.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে পথের মধ্যে নজর আলীর জামাই পায়ে হেঁটে শাশুড়ি বাড়ির দিকে আসছে। বহর দুলাভাইকে দেখে চমকে উঠলো। তার দুঃখ গোল্লা এসে সমস্যা সৃষ্টি করেছে,এই মুহূর্তে যদি আবার দুলাভাই আসে তার বাপের কত চাল ফুরাবে। দুলাভাই বলল তোর বোন একটা স্বপ্ন দেখেছে তাই আসলাম, কিন্তু বহর বলল ভুল স্বপ্ন দেখেছে, আপনি ইচ্ছে হলে বাড়ি ফিরে যান। কিন্তু দুলাভাই বললো আমার ইচ্ছে হচ্ছে না বাড়ি ফিরে যেতে চল বাসায় গিয়ে একসাথে গল্প করি। বহর খুব চেষ্টা করলেও দুলাভাইকে আটকাতে কিন্তু কিছুতে আটকাতে পারল না দুলাভাই চলে আসলো শ্বশুরবাড়িতে।

Screenshot_20240205-132456.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


মজনুর দোকানের চা খাওয়া য় নজর আলীর ছোট ছেলের জিভে পুড়ে গেছে। নজর আলী ২ কুলাঙ্গার ছাওয়াল হারাধন কাচার ছেলে ভূপেন আর গোল্লা চারজন মিলে একসাথে মিটিং করা শুরু করলো, সামনের দিন কি করা যায়। আর ইতোমধ্যে নজর আলী কৃপণের জামাই এসে উপস্থিত তার বাড়িতে। আর এর মধ্য দিয়ে কুড়ি তম পর্বের সমাপ্ত হলো।

Screenshot_20240205-132637.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

হারকিপটে নাটকের কুড়ি তম পর্বে, লক্ষ্য করা গেছে নজর আলী কৃপণের বাসায়, তার ভাগ্নে আশাতে বেশ সমস্যা সৃষ্টি হয়ে গেছে। তাই কিভাবে গোল্লাকে তাড়ান যায় সে প্রচেষ্টা চলছে সর্বদা বহোরের মনে। এদিকে হারাধন কাকা তার ছেলেকে বধ করতে চেয়েছে বলে ভূপেন আর বাড়িতে আসে না ভয়ে। গোল্লার কারণে নজর আলী কৃপণের চাল এমনিতে ফুরিয়ে যাচ্ছে তারপর আবার জামাই এসে আরেক সমস্যা পাকিয়ে বসলো। এদিকে মজনুর দোকানে যেন আকাশের চাঁদ এসে ধরা দিয়েছে। কারণ নজর আলী কৃপণের দুই কুলাঙ্গার ছাওয়াল প্রথমত মামাতো ফুফাতো ভাই একসাথে তার দোকানের চা খেতে এসেছে, দেখে মজনু অবাক। নাটকের সুন্দর সংলাপ অভিনয় আর দৃশ্যপট বেশ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে নাটকের কৃপণতা যত বেশি দেখানো হয় তত আনন্দ বেশি পাওয়া যায় আর এ ক্ষেত্রে বহরের অভিনয়টা বেস্ট। পাশাপাশি গোল্লা এসে যেন নতুন আনন্দ সৃষ্টি করে দিয়েছে এই কৃপণ পরিবারে। আর এত সুন্দর দৃশ্য অভিনয় আমাকে মুগ্ধ করেছে।
ব্যক্তিগত রেটিং:

৮.৭৫/১০

নাটকের লিংক



সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 5 months ago 

ভাই আপনি আসলে আমাদের মাঝে নাটক রিভিউ পোস্ট শেয়ার করেছেন। এ নাটকটি আমি অনেক আগে দেখেছি। আসলেই নাটকটি খুবই হাস্যকর এবং খুবই হাসি পায় নাটক দেখলে আমার। ধন্যবাদ ভাইয়া এই নাটকটির কুড়ি তম পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

২১ তম পর্ব দেখার আশায় থেকো।

 5 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হাড় কিপটে নামের বেশ দারুন একটি নাটক। আপনার শেয়ার করা নাটকটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই নাটকগুলো অনেক আগের বলে এখনকার ছেলে মেয়েরা দেখতে খুব একটা বেশি পছন্দ করে না। তবে চঞ্চল চৌধুরীর নাটকগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে নাটকটি কবে মুক্তি পেয়েছে আপনি যদি উল্লেখ করতেন আরও বেশি ভালো লাগতো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে সত্যি বলতে কি চঞ্চল চৌধুরীর নাটকে এক্সপার্ট

 5 months ago 

হাড় কিপটে নাটকটা ২০ তম পর্ব আপনি খুবই সুন্দর করে সবার মাঝে তুলে ধরেছেন দেখছি। এই নাটকটার পর্বগুলো আমার পড়া হয়েছে, আর ২০ তম পর্বের জন্য অপেক্ষায় ছিলাম। কৃপন পরিবারটাতে গোল্লা এসে আসলেই নতুন আনন্দ সৃষ্টি করেছে। তাদের অভিনয় অনেক সুন্দর ছিল যার রিভিউ পড়ে বুঝতে পারতেছি। এরকম সুন্দর করে লেখা রিভিউগুলো পড়লে নাটক আর দেখাই লাগেনা।

 5 months ago 

হ্যাঁ ভাই সে তো খেলা জমিয়ে দিয়েছে

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43